নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিষ প্রত্যয়

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭



কি ভীষন লজ্জা ছিল তখন
কারো স্পর্শের কথা ভাবতেই চঞ্চল মন। একদিন,
ভেঙ্গে গেল তাও; কি অদ্ভুত শিহরণ তখন- - -
শিরায় শিরায়। সেও অতীত অনেক কাল।
উন্মত্ত পরশ আশায় উদগ্রীব, সময় যেন থির দিয়ে রইতো - - -

তারপর!

কেমন করে যেন বদলে গেল সব।
রাত্রির আঁধারে বিভীষিকার মতো
কামুক লক্ষপদী বৃশ্চিক আকড়ে থাকে!
হাপড়ের মতো হাপায় বুক অগ্নিজ্বালায়;

উত্তপ্ত লৌহ শলাকা যেন পুড়ে দেয় অস্তিত্ব!
চিতায় পোড়া দেহের বোটকা গন্ধ ছড়ায় বাতাসে
দম বন্ধ হয়ে আসে বহুমূখিতার উৎকট গমনাগমনে
উল্টে আসে নাড়ীভুড়ি সব।

অনুভূতিটুকু মুছে
কলের পুতুল হলে,বুঝি মুক্তি পেতাম!
অনন্তকাল শৃগালের হুক্কাহুয়া মিথ্যা চীৎকারে-
শীৎকারে খুবলে খেত; কষ্ট হতোনা।

সত্যি একদিন খুন করবো ওদের -
যারা আমার লজ্জা, আমার ভালবাসা, আমার শিহরণ মুছে দিল!
বর্ণচোরা যারা রাত ফুরোলেই ভদ্দরনোকের মুখোশ পরে,
দেখো সত্যি একদিন খুন করবো -উন্মত্ততার বেহুশিতে।

পুরোনো কবিতায় ডায়েরী থেকে -১
ছবিঋণ: গুগল

মন্তব্য ৫২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

কাওসার চৌধুরী বলেছেন:



"উত্তপ্ত লৌহ শলাকা যেন পুড়ে দেয় অস্তিত্ব
চিতায় পোড়া দেহের বোটকা গন্ধ ছড়ায় বাতাসে
দম বন্ধ হয়ে আসে বহুমুখীতার উদ্ভট গমনাগমনে
উল্টে আসে নাড়িভুঁড়ি সব"...... …....

দারুন অনুভূতি জাগানিয়া একটি কবিতা; গুড.... +++++

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ প্রিয় কাওসার ভায়া যে :)

প্রথম মন্তব্যে আপনার অনুভূতি জাগানিয়া মন্তব্যে প্রীত হলাম।

ভাললাগা আর প্লাসে ধণ্যবাদ অফূরান

২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

সাদা মনের মানুষ বলেছেন: সবাই কবিতা ভালো বুঝে না, আমিও কিছুটা বুঝেছি কিছুটা না..........শুভ কামনা।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর পেলাম ভায়া আপনাকে !
কেমন আছেন?

ভ্রমনপোষ্ট মিস করেছী অনেক গুলো আমিও :P
জলদি আসছি ভ্রমণ সাথী হতে :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

ওমেরা বলেছেন: কবিতাটা বেশী কঠিন ছিল না তাও আমি বেশী বুঝি নাই । এটা আপনার দোষ না আমার ই ।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: না বোঝায় দোষের কিছূ নেই!
অভিজ্ঞতা, অনুভব আর সহজাত বোধ থেকেই প্রজ্ঞার জন্ম হয়।

আপনার বিনয়ে অভিভুত হয়ে না বোঝা দায় টুকু না হয় আমিই নিলাম ;)

পাঠে ও মন্তব্য ধন্যবাদ। অন্তহীন শুভেচ্ছা রইল।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর :)

শুভেচ্ছা রইল

৫| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

ওমেরা বলেছেন: আপনার প্রতিমন্তব্য খুব সুন্দর হয়েছে, সেটা আমি বুঝেছিও তাই খুশী হয়ে একটা লাইক দিলাম কবিতায় ।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার লাইক পেয়ে প্রীত হলাম :)
বোঝায় তো বটেই

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

৬| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, অসাধারণ!! পুরোনো কবিতার ডায়রি থেকে আরো কিছু ভালো ভালো কবিতা পাবো আশা রাখছি। +++

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগা টুকু ছুঁয়ে গেল কবি :)

আজকেও একটা গল্প বাছতে গিয়ে ডায়রীর এ পাতায় নজর আটকে গেল!
আপনাদের করকমলে শেয়ার করলাম। :)

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা শুভকমানা সবসময়

৭| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হচ্ছে একদিনের জন্য এই মাস্কের প্রয়োজন ছিলো - আপনার অথবা আমার - কিছু একটা তো করতাম !!!

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতানুভবের দারুন উপস্থাপনা ভ্রাতা :)
মুগ্ধ

আসলেই অচলাবস্থায় এমন একটা মাস্ক বুঝি খুবই প্রয়োজন!
অনেক যাতনার কারণ মুছে দেয়া যেত!

মাস্ক হয়ে উঠুক আমাদের কর্ম
আমাদের লেখনি
আমাদের ভাবনা
আমাদের দৃঢ় শুভ ইচ্ছারাই একেকটা মাস্ক হয়ে উঠুক।

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৮| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

সনেট কবি বলেছেন: মুগ্ধতা ও লাইক রেখে গেলাম প্রিয় কবি।

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ হৃদয়ে গ্রহন করলাম প্রিয় সনেট কবি :)

শুভকামনা সতত:

৯| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

সিগন্যাস বলেছেন: আমি কবিতায় ঢুকেই প্লাস দিয়েছি । বিদ্রোহী ভাই বলে কথা :)

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিগন্যাস ভায়াতো ঋনি করে ফেলছেন ;)

অনেক অনেক ধণ্যবাদ প্লাসের জন্য :)
শুভেচ্ছা শুভকামনা সবসময়

১০| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! বিদ্রোহী কবি । কী নিদারুণ অগ্নিপন!! কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

( আমার ব্লগ বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো )

শুভকামনা জানবেন।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ পদাতিক দা' করেছেন কি?

আপনিতো আমায় লজ্জ্বায়ই ফেরে দিলেন! :P
আমি অন্ত:মগ্নতায় ডুবে থাকতেই ভালবাসী।
তটিনিতে এ অধমের প্রতি আপনার সুগভির ভালবাসায় ঋনি হয়ে রইলুম।

অন্তহীন শুভেচ্ছা আর শুভকমানা রইল :)

১১| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ভ্রমরের ডানা বলেছেন:



খুন কইরালান কবি ভাই.... বহুত সয়েছি...

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন চায়তো তেমনি কবি!

সকল অনাচার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে!
কিন্তু কবির দ্রোহ, কষ্ট, বিলাপ, প্রতিবাদ সবইতো মসিতে!

অনেক ধন্যবাদ কবি

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১২| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর :)
শুভেচ্ছা রইল

ভালো থাকুন।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নুর
আপনিও ভাল থাকুন।

১৩| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা'টা ভালো লেগেছে। আপনার আরো আরো কবিতা পড়তে চাই।
+

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ জুনায়েদ বি রাহমান

আপনার আগ্রহে অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা জানবেন।

১৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




সব কিছুই বদলে যায় , আমি - তুমি-সে । বদলে যায় আমাদের দিনগুলোও । তখন অনুভূতিগুলো অভিমান হয়ে মিথ্যে চীৎকার করে মরে ।

এবার কবিতা সহজ হয়েছে । প্লাস এবং লাইক ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দারুন বলেছেন তখন অনুভূতিগুলো অভিমান হয়ে মিথ্যে চীৎকার করে মরে ।

যাক। সহজতায় এবার পাস ;) হা হা হা

কবিতার পুরনো ডায়রী থেকে তুলে এনেছি সামুর জন্যে:)

প্লাস এবং লাইকে কৃতজ্ঞতা। অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় আহমেদ জিএস ভায়ার জন্য।

১৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

প্লাসে কৃতজ্ঞতা।

শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

নতুন নকিব বলেছেন:



Best poem of the day! +++

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!
কমপ্লিমেন্টে শরম পাইলাম ভায়া ;)

অনেক অনেক ধন্যবাদ আপনার ভাললাগা অনুপ্রাণীত করলো

শুভেচ্ছা আর শুভকমানা অফুরান।

১৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫১

রাকু হাসান বলেছেন: বাহ! চমৎকার কবিতা পড়লাম । ++ ।

উত্তপ্ত লৌহ শলাকা যেন পুড়ে দেয় অস্তিত্ব
চিতায় পোড়া দেহের বোটকা গন্ধ ছড়ায় বাতাসে
দম বন্ধ হয়ে আসে বহুমুখীতার উদ্ভট গমনাগমনে
উল্টে আসে নাড়িভুঁড়ি সব

এ লাইন গুলো অন্যরকম লাগছে । ভাল মানের কবিতা পড়ে সত্যিই ভাল লাগা কাজ করছে ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাকু হাসান

মন ভাল করে দেয়া মন্তব্যে প্রীত হলাম।
আপনাদের ভাললাগাই আমাদের অনুপ্রেরণা :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৯

চঞ্চল হরিণী বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। কিন্তু যারা একদিন লজ্জা, ভালোবাসা, শিহরণ সব মুছে দেয় তাদেরকে আসলে কি খুন করা যায় ? যায় না। কবিরা মনে মনে আর কবিতাতেই খুন করতে পারেন। আবার প্রথম যে স্পর্শ শিহরণ জাগিয়ে লজ্জা ভেঙ্গে দেয় সে যে মুখোশ পড়া তাও বা কয়জন বোঝে। মুখোশ না পড়লেও যদি ভাঙ্গন লেখা থাকে বোধের অন্য চিন্তায় তাহলেও তো একদিন বদলে যেতে হয়। দুজনের একজনও মুখোশ না পড়লেও বাড়িটি ভেঙ্গে যেতে পারে। কলের পুতুল হয়ে শীৎকার করেই হয়তো যাপিত জীবন কাটিয়ে দিতে হয় অনেককে। তাতে প্রেমিক হৃদয় কোনদিনই সুখ পায় না। অন্তত এই অনুভবটুকু আমার হয়। ভালোলাগায় একটু বেশী মন্তব্য করে ফেললাম, ভৃগু ভাই :P

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
অনেক অনেক ধন্যবাদ চঞ্চল হরিণী :)
কবিতার রসাস্বদনের পূর্ণতাই খুঁজে পেলাম আপনার মন্তব্যে।
লেখক হিসেবে এমন মন্তব্য তৃপ্তির, আনন্দের খুশির :)

জীবন বাস্তবতার অনুভব সবচে বড় প্রজ্ঞা। প্রকৃত জ্ঞান। হয়তো বাস্তবিক কোন পরিবর্তন তাতে হয়না।
কিন্তু জীবনবোধের পূর্নতায় আলোকিত হয় হৃদয়।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল।

১৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: কবিতা পড়ে স্তব্ধ হয়ে গেছি । অসাধারণ । +++++++

শুভকামনা

২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন প্রতিক্রিয়া লেখায় উৎসাহ দেয়!
একজন নারীর অনুভূতি টুকু ধারন করতে পেরেছি তবে! নাকি বলেন কবি?

অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)
শুভেচ্ছা শুভকামনা সবসময়

২০| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৮:১৭

সোহানী বলেছেন: খুন টুন করে লাভ নাই..... কোন সমাধানই পাবেন না। যাহোক কবিতায় ভালোলাগা..........

২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভয় নেই সোহানী কবিরা খুন করে অসিতে নয় মসিতে!

৭নং মন্তব্যের ঠাকুর মাহমুদ ভায়ার মাস্ক পেলে অবশ্যই অন্যরকমই হবে :P

হুম সমাধানের জন্যই তো এত লক্ষ লক্ষ নবী রাসুল এলেন আর গেলেন
মানুষ কিছুদিন পরই তার অপন ফিতরাতে ফিরে যায়!
বারবার পথ হারায়

ভাললাগাটুকু অনুপ্রাণ হয়ে রইল
অনেক অনেক শুভেচ্ছা

২১| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল নির্জাতিতাই একদিন বিদ্রোহ করবে, খুনের নেশায় উন্মত্ত হবে। তখন পালাবার পথ পাবেনা দুষ্কৃতকারীরা ।

২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে তাই হোক।
সকল নির্যাতিতা জেগে উঠুক - - -

অনেক অনেক ধন্যবাদ লিটন দা :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: হুম। অবশ্যই। অনুভূতিটা খুব ভালো ভাবে ধারন করেছেন কবি ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

মন্তব্যে প্রীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা রইল

২৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

জাহিদ অনিক বলেছেন:

অঞ্জন দত্তের একটা গানের কথা মনে আসলো--


একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবেনা সাথে কোন ছাতা,
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়
ভিজে যাবে ছটি-জামা-মাথা,
থাকবেনা রাস্তায় গাড়ি-ঘোড়া
দোকান-পাট সব বন্ধ
শুধু তোমার আমার হৃদয়ে
ভিজে মাটির সোঁদা গন্ধ ।



একদিন চলুন সবাই মিলে ওদের খুন করে ফেলি

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অঞ্জন দত্তের দারুন গানে ধন্যবাদ।

হুম।
একদিন খুন করতেই হবে। অসিতে না হোক মসিতেতো বটেই!

অনেক অনেক ধন্যবাদ কবি। শুভেচ্ছা

২৪| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বলেছেন:
কি চমত্কার অভিব্যক্তি--
রহস্য-পূর্ণ ও শ্রুতিমধুর লেখা,

ভাললাগা+++

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে ভাল লাগা ছড়িয়ে গেল :)

অনেক অনেক ধণ্যবাদ ল :)
শুভেচ্ছা অন্তহীন

২৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: পুরোনো কবিতার ডায়রি থেকে তুলে আনা এ কবিতাটি পড়ে খুব ভাল লাগলো।
দম বন্ধ হয়ে আসে বহুমুখিতার উৎকট গমনাগমনে -- অনুভূতির এক চমৎকার প্রতিফলন ঘটেছে কবিতার এ চরণটিতে।
শিরোনামটাও সে রকম হয়েছে- বেশ শক্ত ও কঠিন প্রত্যয়দীপ্ত।
কবিতায় ভাল লাগা + +

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

অনুপ্রাণীত হলাম :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকমানা রইল

২৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: কিছু কিছু লাইন বেশ ভালো লাগলো। লজ্জা বানানটা বারবার লজ্জ্বা হওয়াতে চোখে লাগছিলো। আরো কিছু টুকটাক বানান বিভ্রাট আছে। সময়ে করে ঠিক করে নিয়েন।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লজ্জ্বাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছি ;)
অনেক অনেক ধন্যবাদ।

পাঠে ও মন্তব্যে অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা রইল অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.