নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এ সময় প্রতিরোধের, এ সময় প্রতিবাদের

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

মাগো, আজ বিদায় দাও
ভাইয়ের রক্তে বোনের রক্তে লাল রাজপথ
অনেক হয়েছে অপেক্ষা, অনেক হয়েছে ধৈর্য্য
এবার ডাক দিয়েছে সময়!


জাগরণের মহাকাল রক্তে তুলেছে নাচন
বায়ান্ন, উনসত্তর একাত্তরের শিহরণ
উই ওয়ান্ট জাষ্টিস! উই ওয়ান্ট জাষ্টিস!
ঢেউয়ের মতো আছড়ে পড়ে শ্লোগান - -
আমার বোন কবরে, খুনি কেন বাহিরে
আমার ভাই কবরে খুনি কেন বাহিরে
রোমকুপের গোড়ায় গোড়ায় তীব্র কম্পন
চোখ ভিজতে ভিজতে জ্বলসে ওঠে - - -

এ কান্নার সময় নয়
এ বিলাপের সময় নয়
এ অনুযোগের সময় নয়
এ অভিযোগের সময় নয়
এ সময় প্রতিরোধের, এ সময় প্রতিবাদের
পতাকাবাহী গাড়ীকে ঘুরিয়ে দেবার।


মাগো, তোমার মেয়েটা, তোমার ছেলেটা
হাসছিল, খেলছিল, স্বপ্ন নিয়ে দাড়িয়েছিল
তোমার কোলে ফিরবে বলে
কি অপরাধ ছিল তার?
থেতলে গেল তার মাথা, দেহ
ফিনকি দেয়া রক্তে কাল রাজপথ লাল হল!

আর ফিরবেনা মা
আর বায়না ধরবে না
আর বলবেনা -কোন নতুন স্বপ্নের কথা;

বাবা, তুমি কেন চুপ বসে রাজপথে?
চারিদিকের প্রলয় শব্দে, ক্যামেরার ফ্লাশ
অনুভুতিহীন সন্তের ধ্যনে অপলক
সন্তানের শুকিয়ে যাওয়া রক্তের পানে - - -
খূঁজে ফিরছ সেই ডাক?
ঘরে ফিরলেই সেই ছূটে আসা বালিকা?
আহ্লাদী আবদারে গলা ধরে থাকা- ও বাবা বলোনা?

মাগো খালি বকতে ফেসবুক আর
সাড়ে পাঁচ ইঞ্চিতে আটকে আছি বলে
আজ চেয়ে দেখো মা
সেই ডিসপ্লে আজ ছাপ্পান্ন হাজার বর্গমাইল
চেতনার ঢেউ গর্জে উঠে সুনামীর উচ্চতায়
ধুয়ে মুছে দিতে সব অনাচার, অবিচার, মিথ্যাচার!


কত শত নাম কত শত জীবন
কত শত স্বপ্ন, ইয়াতিম, বিধবা, বিপত্নীক; কে রেখেছে হিসাব?
লোভি বর্বর মিথ্যাচার আর অবহেলায়
নিত্য ঝড়েছে রাজপথে! মর্গে বেওয়ারিশ লাশ হয়ে
নাহ। যথেষ্ট হয়েছে আর নয়। আর একটা মৃত্যুও নয়!
নিরাপদ সড়ক চাই! স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।

কথা দাও মা- তুমি কাঁদবেনা
যদি দেখ লেগেছে গুলি বুকে
যদি দেখ লাল পিরহানে তোমার বাবুটা রক্তসাজে
যদি দেখ রাজপথে প্রশান্তির ঘুমে মুদে আছে চোখ
কোলে তুলে নিও আলতো করে
বাবাটা, কতদিন ঘুমায় নি; বলে গেয়ো ঘুম পাড়ানি গান!

ভাইটাকে সাজিয়ে দিও রক্ত মাখা শার্টে
চোখে আগুন জ্বেলে -একাত্তরের মা জননী হয়ে।
মাগো, তোমার, বাবার, ভাইয়ের বোনের
সকল অসহায় আমজনতার নূন্যতম অধিকারটুকু
তারে, নিশ্চিত না করে ঘরে ফিরবোনা মা! এই আমাদের পণ।



ছবি ঋন : গুগল

মন্তব্য ১০০ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

কাল রাজপথে হেটে হেটে অফিসে যেতে যেতে রক্তে নাচন উঠেছিল
তাদের পাশে পাশে দারুন এক শিহরনে জেগেছিল আত্মা
দিন বদলের স্বপ্নরে ডানা মেলেছে - আবার

শুভেচ্ছা রইল

২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

মোঃ নাজমুল হাসান ছকা বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

শুভেচ্ছা জানবেন

৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

হযবরলঃ বলেছেন: কিন্তু প্রিয় কবি, পরগাছা হয়ে কেন বেঁচে থাকার আকুতি?

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতাটা মনে হয় না পড়েই মন্তব্য করেছেন!!! তাই কি?

পরগাছার আকুতি পেলেন কোথায়? অধিকার আদায় না করে ঘর ফিরবেনা পণ করেইতো গেছে রাজপথে!
মাকে না কাঁদার, দু:খ না করে ছোট ভাইকেও সেই মৃত্যুর পথে সাজিয়ে পাঠাবার আহবানে!

ভাল থাকুন। শুভেচ্ছা রইল।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪

সামিয়া আক্তার শেহা বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ প্রতিবাদ।

এখন সময় প্রতিবাদের
এখন সময় প্রতিরোধের।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন সময় প্রতিবাদের
এখন সময় প্রতিরোধের।

অনাচার অবিচারের তলে চাপা পড়ে পুরো জাতি হাসফাস!
মুক্তির জন্য জাগতে হবে
আপনাকে আমাকে সবাইকে

শুভেচ্ছা রইল

৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহবুবুল আজাদ

সকালে আপনার লেখাটা খুবই ভাল লেগেছে।
ঘুমিয়ে থাকা আবেগ গুলো যেন বেরুনোর পথ খুঁজে পেল :)

অন্তহীন শুভেচ্ছা ভায়া

৭| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

নাহিদ০৯ বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/nahih09/30248997|এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: গন্ডারের চামড়ার কাহিনী জানেনতো :)

কারো আ'তে হয়, কারো ঘা'তে হয়!
দেখা যাক- এ গন্ডারদের জাগাতে কোনটা লাগে! ;)

পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা

৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

নাহিদ০৯ বলেছেন: এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কারো ন'য়ে হয় কারো নব্বইয়েও হয় না!
সদিচ্ছার জন্য ভাবনার সদিচ্ছাটাও যে জরুরি!

কোন পয়েন্ট অব ভিউতে দেখছি তা কিন্তু গুরুত্বপূর্ন!

আবারো ধন্যবাদ লিংক শেয়ারে।

৯| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

হযবরলঃ বলেছেন: কবিতা পড়ে অব্যক্ত ভাবটুকু যে আমি বুঝেছি!! :)

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আর কি? কবিতায় আপনাকে বোঝাতে না পারার দায়টুকু রয়েই গেল হয়তো ;)

পুনরাগমনে ধন্যবাদ পুন: পুন:
শুভেচ্ছা রইল

১০| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

নতুন নকিব বলেছেন:



লাইক দিয়েছি।

কবিতার ছত্রে ছত্রে দু:সাহস; দূরন্ত সাহসের বিচরন,
আঘাতে আঘাতে ভেঙ্গে খানখান আমোদিত কবি মন।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)
অনুপ্রানীত হলাম।

কাল হেটে হেটে তাদের সঙ্গে দারুন করে জেগে উঠল হৃদয় মন :)

১১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

তানভির জুমার বলেছেন: দারুণ প্রতিবাদ।

এখন সময় প্রতিবাদের
এখন সময় প্রতিরোধের।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বিখ্যাত কবিতাটা মনে পড়ে
কবিতায় আর কি লিখব
যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ!

বাংলা মায়ের সন্তানেরা যখনই মায়ের দু:সময় এসেছে জেগে ওঠেছে প্রকৃতির নিয়মেই!
সময়ের প্রয়োজনেই জাগতে হয়।

শুভেচ্ছা রইল

১২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

মুখের ভাষা ফেলেছি হারিয়ে, হয়েছি নিথর!!

চেয়েছিলাম একটু বাঁচতে, পেয়েছি পাথর।

আর দেখিনা স্বপ্ন, নেইকো মনে আশা।

মৃত্যুর প্রহর গুনছি, সর্বনাশা স্বাধীনতা!!!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরাশার বুকেই জ্বলেছে আশার প্রদীপ
জেগেছে তরুন জেগেছে স্ব-দেশ
সত্য ন্যায় আর সুন্দরের স্বপ্নে!
এই জাগরণ জেগে থাকুক অনি:শেষ :)

শুভেচ্ছা ভায়া

১৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:



জাবালে নূরের মালিকদের শাস্তির কথা কি ভুলিয়ে দিবেন কবি?

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা কেন কবি? একজনের মৃত্যু বা একজনের শাস্তির জন্যেতো এ জাগরণ নয়!
এ জাগরণ পঁচা গলা সিস্টেম বদলানোর
দুর্নীতি আর দায়ত্বহীনতায় ডুবতে বসা নৌকাকে জাগানোর ;)
সামষ্টিক নূন্যতম সত্য আর দায়িত্ববোধকে জাগরুক রাখার আহবান

শুভেচ্ছা কবি

১৪| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

তাওহিদ হিমু বলেছেন: দারুণ লিখেছেন। ভাল লাগল। তবে এমনভাবে লিখলেন, যেন যুদ্ধ চলছে।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাওহিদ হিমু!

হুম। যুদ্ধতো চলছেই!
দূর্নীতি, অন্যায়, অনিয়ম, স্বেচ্ছাচারের বিরুদ্ধে যুদ্ধতো চিরকালীন!
আপনি খোলাম চোখেই দেখুন শুধু এক বছরের পরিসংখ্যান!
শুধু সড়কে মৃত্যু হতাহতের!
একটা জীবন যখন শুধুই একটা সংখ্যায় আবেগহীন পরিসংখ্যান হয়ে যায়
তখন আপনাতেই এ যুদ্ধ শুরু হয়ে যায়!

আমরা ন্যায় বিচার চাই
নিরপাদ সঢ়ক চাই
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই!
চাওয়াটা খুব বেশি কি?

১৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

বিজন রয় বলেছেন: বিন্দু বিন্দু সুখ পাচ্ছি।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মন্তব্যে সূখটুকু আমাকেও ছুঁয়ে গেল কবি :)

শুভেচ্ছা

১৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

রাকু হাসান বলেছেন: কবিতা কেমন হয়েছে ,গুণিরা বলে গেছেন । সেখানে আমার ও ব্যতিক্রম লাগে নি । তবে শেষ ছবি টা এডিট ,এত ভাল কবিতার সাথে এ ছবি টা মানাচ্ছে না ।
++++

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
আপনি নিশ্চিত?

আচ্ছা তেমন হলে এডিট করে দেবখন।
প্লাসে অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা রইল

১৭| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

অপ্‌সরা বলেছেন: উই ওয়ান্ট জাস্টিস!!!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

উই ওয়ান্ট জাস্টিস!!!

১৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

কলকন্ঠ বলেছেন: এবারে আন্দলোন অধিকারের আন্দলোন ! এবারে আন্দলোন রক্তভেজা কিশোরের আন্দলোন ।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক আন্দোলন সময়ের প্রয়োজনে
কাল থেকে মহাকালে
সত্য আর ন্যায় প্রতিষ্টিত হোক।

শুভেচ্ছা

১৯| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



এক ক্ষুরে যেমন মাথা মুড়ানো যায় না তেমনি এই এক আন্দোলনে সব আদায় হবে না। কোটা আন্দোলনের মত এটাও মিলিয়ে যাবে। মার্ক ইট! রাস্তায় মৃত্যুর মিছিল থামবে না।



জাবালে নূরের মালিক পক্ষকে দায়ী করে শাস্তির ব্যবস্থা করলে অন্যরা ভয় পেত। দুর্ঘটনাগুলো কমে আসত। আর এখন হ জ ব র ল...



এই আন্দোলনে যা হচ্ছে তাতে সরকার সন্তুষ্ট নয়... জাবালে নূর বেচে যাবে। এই পথ এই আন্দোলন করে দিচ্ছে। সাথে উহাদের মুখের ভাষার কথা না বলিলুম!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হয়তো! হয়তো নয়।

বিষয়টা নির্ভর করবে বিচারকের ন্যায় নিষ্ঠ বিচারের সক্ষমতার উপর!

আমি যদি প্রতিপক্ষ ধরেই নিই- ভাবনা এগুবো অন্যপথে।
আমি যদি ধরে নিই- আসলেইতো এসব অন্যায় সইতে সইতে অনেক হয়েছে। ন্যায় নিষ্ঠতারই জয় হোক
তখন দৃষ্টিভঙ্গি বদলে যেতে বাধ্য!

বিরোধী দলকে দমন ষ্টাইলে যদি সব দমনের মানসিকতা থাকে, তবে তা স্বৈরাচারিতাকেই
আরেক কাঠী উপরে উঠাবে। সাথে সবই বাড়বে আনুপাতিক হারেই।

শুধু জাবালে নূর বা শুধু জাহিদ মীমের কথা নয়; দাবী পুরো সিস্টেমটা সংশোধনের! যা অবশ্য প্রয়োজন।
কিভাবে করবে ভাববে সরকার। ছাত্ররা তাদের সাথী হারানোর শোক এবং নিজেদের নিরাপদ ভবিস্যতের জণ্যই আজ দাবীটা শুধু দৃশ্যমান করতে একটিভ।

আপনি কি চান না এই অনিয়ম দূর হোক।
প্রতিদিনের যাত্রী ভোগান্তি!
রাজধানীতে ফিটনেস বিহীন গাড়ীর দৌড়াত্ব্য
অদক্ষ চালকের হাতে কোটা মানুষের জীবন
ঘুষ আর দুর্নীতিতে আকন্ঠ ডুেব যাওয়া পরিবহন খাত ঠিক হোক!

তবে আসুন। বলুন - আমরা ন্যায় বিচার চাই!
এ বিচার শুধু একটা ব্যাক্তিক জীবনের নয়- সামষ্টিকতার
এ বিচার শুধু একজন ড্রাইভার হেল।পার বা মালিকের নয়- সিস্টেমের অনিয়মের!
এ বিচার দায়প্রাপ্তদের দায়হীনতার!

২০| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

রাকু হাসান বলেছেন: বিদ্রোহী ভাই! আমি নিশ্চিত ,ছবি একটু খেয়াল করে দেখলে পরিষ্কার হয়ে যাবেন ,নিচে লিখা আছে কোটা........ ছবি টা কোটা আন্দোলনের ভাইরাল হয়েছে নরিাপদ সড়ক চাই আন্দোলনের নামে ।
সুন্দর প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ভাই!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও :)

শুভেচ্ছা

২১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

সিস্টেম আপনি নিজেই আমরা নিজেই! কিছুই হবে না! কেননা অধিক সন্যাসীতে আমরা গাঁজন নষ্টে পটু! এই আন্দোলন শেষ। এর হিসেব বাইরে রাখছি আমি!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা নিজেরাই সিস্টেম তাতে আমিও একমত!

কিন্তু আমাদের চলমান বাস্তবতা কোথায় গিয়ে ঠেকেছে তা আপনিও অবগত! নন কি?
জুতে সেলাই থৈকে চন্ডিপাঠ দুর্নীতি অন্যায় আমরা চোখমূখ বুঝে সয়ে যাচ্ছি!
কিন্তু কতকাল?
সবকিছূরতো একটা শেষ থাকে নাকি?
নষ্ট হতে হতে ধ্বংসের অপেক্ষায় থাকা উচিত আপনার মতে?

এটা চূড়ান্ত কিছু আমি বলছি না। কিন্তু এই জাগরণ টুকু আমাদের সবার সিস্টেম আপগ্রেড করার সময়ের নোটিফিকেশন!
এ হিসেবে ভেবে দেখুন!
আজ পুলিশের নামে পুলিম মামলা দিচ্ছে! এটাতো সবসময়ই হবার কথা। আইনের কথা। ন্যায়ের কথা!
কিন্তু অন্যায়ে আমরা এতটাই ডুবে আছি- এই স্বাভাবিকতাও আমাদের কাছৈ বিস্ময়কর ঠেকছে! নয় কি?

আপনি কবি। আপনি স্বাপ্নিক। আমরা ভাল শুভর স্বপ্ন দেখতেই পারি।

২২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মূত্যু যাদের ছোঁয় না হৃদয়
অসার মন্তব্য তাঁদের বিষয়;

--আপনার লেখায় অনুপ্রাণিত হলাম। এভাবেই লিখে যাবেন; সময়ে-অসময়ে; নিরবে-সরবে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কথা সত্য।

ছড়িতায় সহমত :)

আপনার মন্তব্যেও অনেক প্রীত হলাম। অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা নিরন্তর

২৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: প্রতিবাদের ভাষা হোক শালীন। কন্ঠ হোক বজ্র। আচরণ হোক ভদ্র। তবেই সকলের সমর্থন পাবে এবং দাবী আদায় হবে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সহমত।
উত্তেজনা কখনো কখনো সীমাকে ছাড়িয়ে গেলেও সতর্ক থাকাই উত্তম।

ধন্যবাদ আর শুভেচ্ছা

২৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: নিরাপদ সড়ক চাই। আমি বলবো অধিকার আদায় করেই যেন এরা বাড়ি ফিরে যায়।

লেখায় পূর্ণ সমর্থন রইলো।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলমান পঁচা গলা সিস্টেমে এক ঝলক আলোর পরশ যেন!

যা স্বাভাবিক প্রত্যাশা ছিল স্বাভাবিক প্রশাসনের কাছ থেকে; আজ তা পেতেই লড়াই করতে হয়। রাজপথে নামতে হয়।
আশা করি সকরেই অনুধাবন করবেন -ভালবাসায়। জ্ঞানে আর প্রজ্ঞায়।

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অন্তহীন

২৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে রক্ত গরম হয়ে গেল।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক লাইন মন্তব্যে আপনিও অনেক কিছু প্রকাশিলেন :)

অনেক অনক ধন্যবাদ রাজীব নুর। শুভেচ্ছা রইল

২৬| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

ওমেরা বলেছেন: নিরাপদ সরক আমি ও চাই, আমার খুব কাছের একজন মারা গিয়েছে বাস চাপা পরে ৪ বছর আগে। এর পর দেশে গেলে আমি ঘুব প্রয়োজন না পরলে বাহিরে যাই না । খুব ভয়ে লাগে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
তবেতো স্বজন হারানো কষ।টানুভব অনেক কাছ থেকে পেয়েছেন।
আমরা প্রতিদিন চলি নিশ্চিত এক অনিশ্চিতে- প্রাণটা মুঠোয় করেই।

ভাগ্যের উপর হাল ছেড়ে! আজা ছাত্র সমাজের ভ্রাতৃত্ব বোধ আমাদের শুধু সড়ক নিয়ে নয় অনেক কিছূতেই অনেক কিছু শিখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে!
শুধু ছোট বলে বা বিপরীতে না দাড়ালে সত্যালোক খুবই ষ্পষ্ট!

২৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

সামিয়া বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরণায় উজ্জীবিত অসম্ভব সুন্দর প্রতিবাদী কবিতা উপহার দেবার জন্য।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সামিয়া :)

প্রীত ও অনুপ্রানীত হলাম
শুভেচ্ছা অফুরান

২৮| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



কে বলে ব্লগে কবির বড়ই অভাব; বিদ্রোহী ভৃগু মানেই একটি কবিতার বুলেট, একটি প্রতিবাদী কণ্ঠ; আজকের কবিতাটি খুব খুব মনে ধরেছে। +++

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভালবাসায় আর ভাললাগায় আপ্লুত প্রিয় কাওসার চৌধুরী ভায়া :)

অনেক অনকে অনুপ্রাণীত হলাম আপনার আন্তরিক প্রকাশে
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

২৯| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাত খেতে দেইনি, দু:খ করিস? লাঠি যে খাসনি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর টাইপ কি ;) ????
হা হা হা

আসলে আমাদের ণূন্যতম মৌলিক অধিকার গুলোও না পেতে পেতে আমরা কেমন যেন হয়ে গেছি।
উন্নত বিশ্বে জন্মেই যা স্বাভাবিক, আমাদের সেই নূন্যতমটুকু পেতেও লড়াই করতে হয়। রাজপথে নামতে হয়।
আশা করি দিন বদলাবে।

৩০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১২

করুণাধারা বলেছেন: নিরাপদ সড়ক চাই.........

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই.......

উই ওয়ান্ট জাসটিস.......

কত চাওয়া আমাদের। উনি নিশ্চয়ই আমাদের সব চাওয়াকে পাওয়াতে পরিণত করার প্রতিশ্রুতি দেবেন,, এবং ভুলে যাবেন প্রতিশ্রুতি পূরণ করতে।

কবিতায় +++++++

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের তিক্ত ইতিহাসকেই স্মরণ করিয়েছেন।
আশা করি সেরকম হবে না।
আমারও বদলাতে পারি বদলেই না হয় প্রমাণ দেই!
হোক আমজনতা। হোক সরকার!

চেষ্টা চলুক অবিরাম। শুভ সুন্দর আর কল্যানের।

৩১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: অসাধারণ হয়েছে। +।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৩২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০১

নীলপরি বলেছেন: কবিতায় প্রতিবাদের আবেগ মনকে নাড়িয়ে দিল । +++++

শুভকামনা

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ নীলপরি।

আবেগটুকু অনুভভে কৃতজ্ঞতা
শুভেচ্ছা রইল

৩৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতায় বাস্তবের ছোঁয়া লেগে আছে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম ভায়া :)

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অফুরান

৩৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

যবড়জং বলেছেন:


++++ তাজা তাজা বাক্যগুচ্ছ ।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধণ্যবাদ
সত্যিই শিহরিত হয়েছি তাদের সাহসী জাগরনে!
অভিবাদন সকলকে

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৬

আখেনাটেন বলেছেন: একটার সফলতা আসলে আরেকটা নিয়ে নামতে হবে। এভাবেই দেশের শত বছরের চলে আসা জঞ্জাল সরাতে হবে একে একে। বাচ্চারা যেটা দেখিয়ে দিয়েছে বড়দের সেটাকে পূঁজি করে এগুতে হবে। আর যারা এইসব শান্তিপূর্ণ অান্দোলনকে কালিমালিপ্ত করতে উঠেপড়ে লেগেছে এদের জন্য থাকুক একরাশ ঘৃণা ও হিমালয়সম ধিক্কার।

যে দলই ক্ষমতাই থাকুক তাকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার প্রকৃত অঙ্গিকার নিয়েই দেশ শাসন করতে হবে।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জমেছে হাজার বছরের জঞ্জাল
করতে হবে সাফ
জেগেছে তারুন্য অঙ্গীকারে
রুখোনা তারে বাড়িয়ে দাও হাত!

অনেক অনেক ধণ্যবাদ ভায়া

শুভেচ্ছা অফুরান

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

চাডেরনুর বলেছেন: দালালদের রাত্রে এখন পর্যন্ত ব্লগে দেখা যাইতেসে না। মনে হয় আন্দোলনে ভয় পাইসে।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গণজাগরণের শক্তি ভয় পায়নি এমন কোন স্বৈরাচার বিশ্ব ছিল না নেই থাকবে না!

তারা অধীক ভয় পায় বলেই অধিক কঠৌরতায় চলে!
যত ভয় তত কঠোর বুঝতে হবে ততোই পতন শীঘ্র হয়!
কেউ পারেনি টিকতে পারবেওনা গণজোয়ারের সামনে!

স্বৈরাচারের অস্ত্র ভয়, গণজাগরনের শক্তি- সাহস!

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: তুমি যে ক্ষতি করলা আমার তুমি যে ক্ষতি করলা আমার আল্লায় করবে তোমার বিচার।
তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু কাঁন্দাইওনা বেশী আর আল্লায় করবে তোমার বিচার।
আমি হইলাম তোমার রে বন্ধু তুমি হইলা কার। তোমার জন্য এত করলাম কি দাম দিলা তুমি তার।
আমার আল্লায় করবে তোমার বিচার।


আন্দোলোন সম্পর্কে আজকের রাত পর্যন্ত আর কিছু বলার নাই ।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার আল্লায় করবে তোমার বিচার।


চূড়ান্ত সমপর্ণ। যে বিচার নিশ্চিত! যা থেকে রক্ষা পায়নি নমরুদ, ফেরাউন কেউ!

মরতে মরতেও আশার দ্বীপ জ্বেলে যায়
সেই তো বীর

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বেদনার, কষ্টের চরম পর্যায়।
খুব সুন্দর লিখেছেন, হৃদয় ছোঁয়া কথামালা।


যে হারাইছে সন্তান সে জানে কতটা কাঁদে প্রাণ।
একজন বেপরোয়া গাড়িচালক- সামান্য অসতর্কতায়-
কেঁড়ে নিলো দুটি তরতাজা জীবন,
কতনা স্বপ্ন ভরা দুই জোড়া চোখ,
কতই না আশা আকাঙ্ক্ষা ছিল গিরে,
সময়ের তাড়নায় শূন্য আজ বাব-মা'র ভূবন।
কতই আর সময় যেতো একটু ধীরে চললে?
তোর কি নাই পরিবার? ভাবলি না নিজ সন্তান!
হবে'রে হবে তোর বিচার বাঁচবিনা হত্যাকারী বাংলায়-
যে ক্ষতি তুই করলি ঘাতক! কাড়িয়া নিলি স্বজন।।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর বলেছেন কবি

কারো লোভ, কারো ঘুষ, কারো স্বেচ্ছাচার আর কারো অবহেলায়, ক্রমাগত ঝড়ছে জীবন
একের পর এক... বিচারহীন বেপরোয়া এক চক্রে জিম্মি যেন অসহায় জাতি

তাইতো এই জাগরন
ফুসে ওঠা এই সৎ, স্বাচ্ছ, তারুন্যের সুনামীতে
ভেসে যায় ওরা!
তারুন্য দীর্ঘজীবি হোক।
তারুন্য জিন্দাবাদ।

৩৯| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার কবিতাটি অসাধারণ হয়েছে | সমস্যা হলো গন্ডারের চামড়া ভেদ করে কবিতা প্রবেশ করবে না |

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাতুকুতু লাগবে সাত দির পরে উস্তাদ ;)

আপাতত সাতদিন ক্রমাগত চালীয়ে যান
পরে তারা ক্রমাগত বুঝতে থাকবে ;)

অনেক অনেক ধণ্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ
অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা অন্তহীণ

৪০| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৬

সোহানী বলেছেন: আমার মনের কথাগুলো বলে দিয়েছো বিগু। বলে যাও এভাবে.... হয়তো কোনদিন আসবে সে কাক্ষিত দিন।

প্রিয়তে থাকলো নিজের কথামালাগুলো।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত হলাম।
ভাবনায় অংশী পেয়ে :)

আশাবাদী- অবশ্যই আসবে সেই দিন!
চাই সঠিক পরিচর্যা- তারুন্যের এই স্বচ্ছতা শুভতাকে দমন না করে লালন করতে হবে।

সম্মানীত বোধ করছি প্রিয়তে জায়গা পেয়ে :)
ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অন্তহীন

৪১| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদ্রোহী ভাই! সুন্দর কবিতা।

সামু কতৃপক্ষ এই ইশুতে একটি ফালতু পোষ্ট স্টিকি করেছে।
স্টিকি যদি করতেই হয় বিদ্রোহী ভাইয়ের এই পোস্টটি স্টিকি হওয়ার যোগ্য ছিল।

পরিবহন সেক্টরের মাফিয়াদের বিরুদ্ধে আমি আগেও সোচ্চার ছিলাম। এখনো আছি।
ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হা.কা ভাই
আপনার আন্তরিকতায় মুগ্ধ :)

বড় বেশী প্রয়োজন ছিল এই জাগরণের!
এক জিম্মিদশায় পুরা জাতি!
একের পর এক সড়কে মৃত্যুর মিছিল
বিচারহীন
দায়হীন
কতকাল চলে আর???

তারুন্য জিন্দাবাদ
তারুন্য দীর্ঘজীবি হোক
সকল সাধারন নাগরিকে এর পিছনে শক্ত হয়ে সমর্থন দেয়া আবশ্যিক!
যে স্বচ্ছতা, যে মৌলিক বিষয়গুলৌ তারা তুলে ধরেছৈ বা সংশোধন করছে তাতো এমনিতেই স্বাভাবিক আইনেই হবার কথা ছিল।
অথচ তা না হতে হতে এমন এক মাৎসানায় আঁধারে আমরা চলে গেছিলাম
তাই দেখৈ হতবাক হই!
পুলীশতো আইনের উর্ধে নয়! অপরাধ করলে তারো শাস্তিই হবার কথা! স্বাভাবিক এ অনুভূতি হারিয়ে আমরা তাদের ইশ্বরত্ব দিয়েছি আমাদের ভীরুতায়, অসহায়তায়! আর তারা সহ পরিবহন মাফীয়া একজোট হয়ে যেন চেপে বসেছে আমজনতার কাধে সিন্দাবাদের ভূতের মতো!
আজ তারুন্যের ওঝা তাড়িয়ে দিয়েছে।সেই ভূত।

ভাল লাগল আপনার মত।
শুভেচ্ছা অন্তহীন

৪২| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

শাহিন-৯৯ বলেছেন:



গতির ঝড় আঁছড়ে পড়ুক
থমকে যাওয়া সময়ের উপর
প্রলয়ে উপড়ে যাক
জল্লাদদের ঐ অট্টহাসি।





০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন :)

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

৪৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: সোনার ছেলেমেয়েরা এসব কী যাদু দেখাচ্ছে? অলীক স্বপ্ন যেন বাস্তবে রূপ নিচ্ছে। এ স্বপ্ন জাতিকে কোন শিখরে চড়াবে? স্বপ্নভঙ্গ হবে না তো?
গতকাল মিরপুরে এদের গায়ে কিছু কুলাঙ্গার হাত তুলেছিলো। অতীত ইতিহাস বলে, ঘাতকেরা শাসকেরা এ পথে হাঁটলে দেশে শ্রাবন মাসে বোশেখের তান্ডব শুরু হয়ে যেতে পারে।
বুড়ো পাপীদের দ্বারা কিচ্ছু হবেনা। এরাই যদি কিছু করতে পারে!
কবিতার উজ্জীবনী স্পৃহা পাঠককে উজ্জীবিত করেছে, তা পাঠকের মন্তব্যগুলো থেকেই বুঝা যাচ্ছে।
কবিতায় প্লাস + +, এবং অভিনন্দন!

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভয়তো রয়েই যায়!
শেকড়ে যে বিষ! বিষ নির্মূলে ভ্যাকসিন তো দীর্ঘমেয়াদ নিতেই পারে!
ততদিন ধৈর্য, শুভ ইচ্ছা আর সততার চর্ছাটুকু ধরে রাখতে পারলে আমা করা যায় স্বপ্ন ভাংবেনা!

কুলাঙ্গারদের তান্ডব দেখে চমকেছি! পুলিশ তাদের সাহায্য নেয় কি করে? তাদের কি নিজস্বতা বলতে কিছূই নাই?

দারুন অনন্য অভূতপূর্ব ঘটনা শান্তিপূর্ণ ভাবে ঘটিয়ে দেখাল তরুন সমাজ।
তাদের পুন:পুন: অভিবাদন।

অথচ এগুলোই স্বাভাবিক । এগুলো ্মনেই হবার কথা ছিল।
কিন্তু নিত্য অন্যায় াবিচারে স্বাবাবিকতাকেও আমাদের বিস্ময়ে গ্রহণ করতে হচ্ছে।

কবিতার উজ্জিবনীতে পাঠক প্রতিক্রিয়ায় প্রীত বোধ করছি।
আপনার প্লাস এবং অভিনন্দনে কৃতজ্ঞতা :)
অনেক অনেক শুভকমানা প্রিয় সিনিয়র :)

৪৪| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

স্বপ্ন দেখি আঘামীর বাংলাদেশ সড়ক দুর্ঘটনা কমাতে রেকর্ড করুক যেমন করেছে নারী উন্নয়নে!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরুদ্ধ আবেগে গ ঘ হয়ে গেছে কবি ;)
হা হা হা


তারপরও স্বপ্নটা সত্যি হোক।
শুভেচ্ছা কবি

৪৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ কবিতা। ভাবনা আর প্রতিবাদের ভাষাকে জানাই স্যালুট। আন্দোলন চলুক।



০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইফতেখার ভূইয়া
মন্তব্যে অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা অনেক অনেক

৪৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:

আবেগে নয় বাটনের কাপাকাপি আর গত কয়েকদিনের বাণীঅর্চনা দেখে তব্দা কাটছে না! বানানের প্রতি দিনদিন উদাসীন হয়ে যাচ্ছি! ভাষাই টিকছে না তপ্ত রাজপথে আর তার বানান, যাই লেখুন তাই সহিহ.....

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

না এমনটি হতেই পারে। অকে ব্রো :)
ভাষাই টিকছে না তপ্ত রাজপথে আর তার বানান, যাই লেখুন তাই সহিহ.....
কথাটা ফেলার মতো নয় :)

ভাল থাকুন। অনেক অণেক শুভেচ্ছা

৪৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০

ঈশ্বরকণা বলেছেন: সুন্দর !

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ হিগস বোসন কণা ;)

আমরা সবাই ইশ্বরের এক একটি কণা
আরো বৃহত পরিসরে গেলে একেকটা গ্যালাক্সি একেকটা কণা
অথবা এমন অগণন মহাবিশ্ব- তারাও একটি মাত্র কণাই সেই পরমে :)

আপনার ব্লগিং হোক সুন্দর, গভীর, তাৎপর্যময় অনুসরনীয়। শুভেচ্ছা রইল

৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬

মলাসইলমুইনা বলেছেন: বাংলাদেশের প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনগুলোতে কবি আর কবিতার ভূমিকা সব সময়ই খুব গৌরবোজ্জ্বল I ব্লগে আপনি আর খুব অল্প কয়েকজন এবারের ছাত্র বিক্ষোভে সমর্থন জুগিয়ে সেই ঐতিহাসিক দায়িত্বটা পালন করলেন I কবিতা ভালো হয়েছে কবি, শুভেচ্ছা I

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মলাসইলমুইনা :)

আপনার তীক্ষ পর্যবেক্ষনে মুগ্ধতা।
মন্তব্যে প্রীত অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা অন্তহীন

৪৯| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দা :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৫০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

উম্মে সায়মা বলেছেন: 'আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে!'
সুন্দর লিখেছেন বিদ্রোহী ভৃগু ভাই।
আমাদের সন্তানদের আমরা নিরাপত্তা দিতে পারিনি৷ তাই তাদের পথে নামতে হয়েছে। এটা ভেবে মন খারাপ হয়।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সহমত।

ভাল বলেছেন -আমাদের সন্তানদের আমরা নিরাপত্তা দিতে পারিনি৷ তাই তাদের পথে নামতে হয়েছে।

তারাই উল্টো দেখিয়ে দিয়েছে- কথায় না বড় হয়ে কাজে বড় হও।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকমানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.