নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সরলা পঞ্চানুভব

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪




একদিন শেষ হবে সকল ব্যস্ততা
মুছে যাবে গোধুলির রং
স্মরণের আঁধারে কেবলই স্মৃতিতে
চোখের জলেই খুঁজো বরং।


না সোনা, সীতা হয়োনাকো- পারবনা হতে রাম
পারবনা নিতে অগ্নি পরীক্ষা- অগ্নিসম
জ্বলবে আমারই বুক-তোমার অগ্নি হাটায়
না হয় হোক কলংক; তবু রাধা হয়েই থাকো- আমি হবো শ্যাম।


গোপিনীরা তো কেবলই লীলা,
তুমি সখি রাধা -প্রাণ
কৃষ্ণ জানে- কোথা পেয়েছে
খুজে কোথা সে ভগবান!


চোখের কাজল এঁকে- দাওনা কপালে
নজর না লাগে কারো সাজ সকালে
মুগ্ধ মনোহর আহা কি সুন্দর
সুবহানাল্লাহ - অপরুপ যেন স্বর্গের হুর!


তাজ মহল বানিয়ে শাজাহান
অমর যদি হয় মহান
আমি দেখেছি মমতাজ তোমাতে আজ
নাইবা কেউ রাখল স্মরণ!!


মন্তব্য ৫৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

বিজন রয় বলেছেন: ব্যস্ত সময়ে, তবুও মু্গ্ধতা রেখে গেলাম।

এরকম কবিতাই চাই।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ বিজনদা :)

দারুন ভাল লাগল প্রথমেই ব্যস্ততার মাঝেও এমন মন ভাল করা মন্তব্যে :)
কৃতজ্ঞথা দাদা
অনেক অনেক শুভেচ্ছা

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০

হাবিব বলেছেন: ভাবতেছি কি মন্তব্য করা যায়......
আপাতত ++ দিয়ে ভাললাগা জানিয়ে গেলাম

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবুন :)

প্লাসে ধন্যবাদ অফুরান।
অন্তহীন শুভেচ্ছা রইল

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

মাহবুবুর রহমান টুনু বলেছেন: মন ছুঁয়ে গেল। দারুণ লিখেছেন!

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া

মন্তব্যে প্রীত হল মন
লেখা পায় অনুপ্রাণ :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগা ++

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভ্রাত

ভাল লাগা আর প্লাসে ধন্যবাদ অনেক অনেক
শুভেচ্ছা আর শুভকামনা রইল

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: সরলা পঞ্চানুভবে মুগ্ধতা।

" তাই সে কোথাও স্মরণের আধারে গোধূলির রং ,
হোক কলঙ্ক তবু রাধা হয়েই থাকো আমি শ্যাম,
তুমি সখি রাধা - প্রাণ
আমি দেখেছি মমতাজ তোমাতে আজ । " কাব্যে কথাই মুগ্ধতা ++++

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।


১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
নির্যাস নিয়ে আরেক দারুন কাব্য রঁচে ফেললেন দাদা :)
অসাধারন!

মুগ্ধতা প্লাস আর দারুন মন্তব্যে প্রীতি ও শুভেচ্ছা
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল :)

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

করুণাধারা বলেছেন: দারুন অনুভব- মুগ্ধতা ছড়িয়ে গেল মনে!

এই ধরনের কবিতার কি কোন নাম আছে? ছবিটা কবিতার সাথে একেবারে মানানসই হয়েছে!

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় করুনাধারা :)

মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল
নীচে দেখূন চাঁদগাজী ভায়া একটা নাম দিয়েছেন:)
চতুষ্পদী পূর্ণ ভাবের কাব্যকে অফিসিয়িালী রুবাইয়াৎ বলে।

ছবি ভাল লাগায় খৌজার পরিশ্রম সার্থক:)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতার ছবির রহস্য বুঝিনি !! ;)


কবিতা বুঝেছি .... :)


কবিতায় +++

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সরল কাব্যে সরল ছবি। কবি।
একই জীবনে অনুভবের মাত্রভিন্নতা খুঁজে পাকিনা দেখুনতো ছবিতে :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

ঢাবিয়ান বলেছেন: ছবিটা দারুন। কবিতাও +++

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

দারুন লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছোটছোট কবিতা। ভালোলাগা জানবেন।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালো লাগা টুকু অনুপ্রেরণা হয়ে রইল :)

অনেক অনেক শুভেচ্ছা ভায়া :)

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

অনুপ্রানীত হলাম
শুভেচ্ছা অন্তহীন

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ...

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বেশ তো বেশ :)
মনে রয়ে গেল রেশ

অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বেশ তো বেশ :)
মনে রয়ে গেল রেশ

অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা ।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

চাঁদগাজী বলেছেন:


সামুর রুবাইয়াৎ

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!!!!!!!!!

চাঁদজাগী ভায়াই বলছেন তো! হা হা হা

সেই ধারাতে ফেলা যায় বটে। আপনার নামকরণ মাথা পেতে নিনু :)
এ ধারায় আরো লেখার অনুপ্রেরণা পেলাম

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

নতুন নকিব বলেছেন:



সেই অনুভূতি!

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া যে!
কেমন আছেন?

সেই অনুভূতি! টুকুতে প্রীত হলাম :)

অনেক অনেক শুভেচ্ছা ভায়া

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

নীল আকাশ বলেছেন: যেমন কবির মনের ভাব, তেমনি ঠিক সে রকম হয়েছে কবিতা গুলি! মুগ্ধতা আর মুগ্ধতা।
নিন আপনার কবিতা পড়ে মনে ভাব এসেছে, কিছু লিখতে ইচ্ছে করছে......
তুমি চাইলে এনে দেব তোমায়
এক আকাশ ছোঁয়া নীল,
সখী, বিনিময়ে কি দেবে আমায়
ছুঁয়ে দিতে ঔ চিবুকের তিল!


ধন্যবাদ আর শুভ কামনা রইল!

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ বাহ বাহ!
দারুন রুবাই আহা
পাঠেই জনম এমন
ভাবে মুক্তো মানিক নিশ্চিত, সোয়াহা।।

হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ভায়া
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

বলেছেন: চোখের জলেই খুঁজ বরং +++



অসাধারণ প্রিয় কবি।

একরাশ মুগ্ধতা।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ল :)

মুগ্ধতায় প্রীত ও অনুপ্রাণীত হলাম
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া :)

প‌্রীত হলাম। শুভেচ্ছা অন্তহীন

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

স্বপ্ন কুহক বলেছেন: চার নাম্বার পড়ে একটা ঘটনা মনে পডলো এক সময় বলবো সে ঘটনা

এক নাম্বার আর পাঁচ নাম্বার বাস্তব সত্য

ভালো লাগছে

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চারের স্মৃতি জানার অপেক্ষায় রইলাম ;)

ভালো লাগায় অন্রপানীত হলাম।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। ভালো লাগা রইলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

মন্তব্যে সাহস পেলাম।:)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা নিরন্তর

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রাজীব নুর

মনোমুগ্ধকর লেগেছে জেনে ভাল লাগলো।
শুভেচ্ছা অফুরান

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

সৈয়দ ইসলাম বলেছেন:
একরাশ মুগ্ধতা প্রিয়।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৈয়দ ইসলাম :)
প্রীত, অনুপ্রানীত হলাম
অন্তহীর শুভেচ্ছা আর শুভকামনা রইল।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: সব তাতেই ভালোলাগা!
বেশ সহজ সরল সুন্দর।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মনিরাপুর সবতাতেই ভাললাগায় ভাললাগছে।
প্রীত ও অনুপ্রানীত হলাম

অনেক অনেক শুভেচ্ছা আর অন্তহীন শুভকামনা জানবেন।

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

শিখা রহমান বলেছেন: অনুকাব্যদের ভালো লেগেছে বিদ্রোহী। আপনার অনুকাব্যের পসরা যেন বাক্সবন্দী অনুভূতির বিস্ফোরক।

এক আর তিন নম্বরটা বেশী ভালো লেগেছে।

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় আর কবিতায়।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি, গল্পকার :)
বাহ দারুন অনুভব!

দুই'য়ে এত সুন্দর করে অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়ে দিলুম, না হয় একটু কলংক লাগলোই রাধা নামে
তাই বলে ভাল লাগার লিষ্ট থেকে বাদ :P হা হা হা

অনেক অনেক শুভেচ্ছা আর অন্তহীন শুভকামনা কবি
ভাল থাকুন গল্পে কাব্যে জীবন্ত অনুভবে সবসময়

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:




বিদ্রোহী আজ এত রোমান্সে কেন ?

ঘটনা কি ? গোপী রা কি রাজি ?

কুঞ্জ বনে কি শুধু ই ফুলের মেলা । B-) B-) B-)

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মাৎসানায় প্লাবন আর
জোয়ারের টানে উল্টো সাতার দিতে নেই।
সাম দাম ভেদ দন্ডে
চানক্য নীততেই আপাত পথ!
মধ্যে খানে কাটুক সময়
চটুল তালে স্রোতের কোলে - - -

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

মুক্তা নীল বলেছেন: আপনার কবিতা এক কথায় অসাধারণ। সরলা পঞ্চানুভব খুব সরল মনের মানুষের কবিতা। **চোখের জলে খুজোা বরং,,,,, আসলে আমরা এই চোখের জলের কাছে অনেক ঋণী। অনেক সময় দুঃখে ও স্মৃতিতে কেদেই তো বুকের ভেতর হালকা করি।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভাল বলেছেন।

তাইতো চোখের জল নিয়ে কত কাভ্য, কত কথা।

অনেকঅনেক ধন্যবাদ।
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

নিউজপ্রিন্ট বলেছেন: হিরু আলুম নামের নিকৃিষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী আসন্ন সংসদ নির্বাচনে বগুরা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেবে, যেই সংসদ নির্বাচণে অংশ নেবেন শেখ মুজিব কন্যা শেখ হাসিনা, যেই সংসদ নির্বাচনে অংশ নেবেন বর্তমান সরকারের তাবত মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ। কিন্তু হিরু আলুম কে ? কি তার পরিচয় - দেশে তার গ্রামে মেম্বার নির্বাচন করার যোগ্যতা সে রাখে না। চেয়ারম্যান নির্বাচন করতে চাইলে ভর বাজারে বিচার ডেকে হিরু আলুমকে কানে ধরে উঠ বস করানো হবে। সেই ব্যাক্তি নর্দমার কীট নোংরা অশালীন ভিডিওকারী ও ই্উটিউবে নোংরা অশালীন ভিডিও প্রচারকারী কিভাবে বাংলাদেশে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে - তার বিরুদ্ধে আপনারা কেউ লিখেন না, আবার আপনারা সবাই ব্লগ লিখেন ! কিসের ব্লগ লিখেন বলতে পারেন ? দেশের প্রতি কি দায়িত্ব নিয়ে লিখেন যে একটা নোংরা নর্দমার কীট অশালীন ভিডিওকারীর বিরুদ্ধে লিখছেন না। আপনাদের কাছে দেশ কি আশা করে? আপনারা ব্লগে বড় বড় কলাম লিখেন এই নর্দমার কীট সম্পর্কে কেনো লিখছেন না । কি লাভ এই বড় বড় কলাম লিখে যদি আপনার-আপনাদের লিখা দেশের সমাজের পরিবেশের উপকারে না আসে।

নিজের বিবেককে প্রশ্ন করুন হিরু আলুম নামক নিকৃষ্ট আলুম নোংরা অশালীন ভিডিও ইউটিউবে প্রচারকারী কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে? পবিত্র সংসদ ভবন যেখানে দেশের আইন বিচার ব্যাবস্থা সংশোধন সংযোজন পরিমার্জন করা হয় সেখানে হিরু আলুম নামক নিকৃষ্ট আলুমের কাজ কি?

হিরু আলুম বাংলাদেশ ইন্টারনেট সমাজে নোংরা অশালীন ভিডিও প্রকাশ করে সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সে কিভাবে দেশের সর্বোচ্চ পবিত্র স্থানে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে ? আপনারা কেউ কিছু বলুন ? কেউতো কিছু লিখুন - এই নোংরা কীট সমাজ ছিড়ে খাবলে খাবে । সমাজ পরিবেশ দেশ রক্ষা করুন। আপনারা দেশের কাছে দায়বদ্ধ - নিজেকে কি বলে সান্তনা দেবেন ?

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

আপনার অন্যান্য লেখার তুলনায় একটু বেশিই সরল শব্দচয়ন, তবে ভাবনা, ও আবেগের গভীরতা খেয়াল করলেই বোঝা যায় আপনার স্পর্শ আছে কবিতায়।

খুবই সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হেই! সখি!

অনেক অনেক অনেক ভাল লাগলো! সরলতার মাঝেও গভীরতায় কবিকে অনুভব করা পাঠকেরই
যোগ্যতা। গুনি পাঠকের পরিচয়।
অনুপ্রাণীত হলাম্ ।

অন্তহীন শুভকামনা জন্মান্তরে
সব সময় ভাল রেখো প্রভু তারে :)

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: পঞ্চানুভবের পাঁচটি চতুর্পদী পাঁচ রকম অনুভূতি দিয়ে গেল, তাই বলবো কবিতার নামকরণ সার্থক হয়েছে।
১ আর ৫ নং অনুভব দুটো বেশী ভাল লেগেছে।
পোস্টে ১৭তম প্লাস + +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভাললাগা রইল প্রিয় সিনিয়র :)

আপনার ভাললাগা আমার প্ররণা।
:)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.