নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণচ্ছায়ায় স্বপ্নের অমনিবাস (অবরোহ)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

আলোকিত আঁধার এক
ঘোর কৃষ্ণচ্ছায়ায় গ্রাস করে স্বপ্নের অমনিবাস
আত্মমর্যাদা বাক স্বাধীনতা
চিরন্তন মুক্তির স্বপ্ন মূখ থুবড়ে, চারিদিকে শকুনির উল্লাস!

ভেজানো পাটা’শের মতো খুলে খুলে আসে মূল্যবোধ
নীতি নৈতিকতা, পরম্পরা- হারিয়ে যায়
হাওয়াই মিঠাই স্বাদে! দুর্বৃত্তায়নের বেনো জলে ভাসে সাধ
আশার বামন তারকারা ব্লাকহোলে হারায় ।

অদৃশ্য হাত টুটি চেপে ধরে, জুজুর ভয়
বত্রিশ থেকে বায়ান্ন, গুম, খুন, ত্রাসের বিষবাষ্পে বন্ধ নি:শ্বাস,
প্রতিবাদের তীরে কেবলই ভাঙ্গন, অর্বাচীনতার
সুবোধ নির্বাসনে, কুনঠে বাহে জাগো সবাই কেবলই দীর্ঘশ্বাস!

মাংস পঁচা গন্ধে ভারী বাতাস
গণতন্ত্রের অকাল মৃত্যুতে শোক সভাও হয়নি কোন
বেওয়ারিশ পড়ে থাকে মর্গে
ত্রিশ ডিসেম্বর গভীর রাতে আততায়ীর সিলে মরণ!

পোষ্টমর্টেমের দাবী করেনি কেউ
সনাক্তকারীর অভাবে দেহটাও নেয় আন্জুমান
ছ-থেকে পাঁচ শকুনির ভাগারে নেয় ভাগ
নিরাশার গহ্ববরে স্তব্ধ জনতার নির্বাক ক্রন্দন!!!

ফটো কার্টসি: গুগল

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা এমনও কাব্য!!!!
আলোকিত আঁধারে কৃষ্ণছায়ার স্বপ্নের অমনিবাস।
মূল্যবোধ নৈতিকতা দুর্বৃত্তায়নের বেনো জলে ভাসে
আশার বামন তারকারা ব্লাকহোলে হারায়।

ভাবনার গগনচুম্বী অট্টালিকায় আপনাকে স্যালুট জানাই।+++++
একেবারে শেষে বোধহয় একটা টাইপো আছে স্তব্ধ/স্তব্দ
শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে দিলেনতো ভাসিয়ে ভায়া :)

আপনার উচ্ছসিত প্রকাশে মুগ্ধ এবং কৃতজ্ঞ।

যাতনা গুলো নিত্য কুড়ে কুড়ে খায়তো... তাকেই প্রকাশের মাধ্যমে
আত্মনিষ্কৃতির নূন্যতম প্রয়াস বলতে পারেন।
আরোহে থাকবে মুক্তির আশা আর স্বপ্ন!

অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দাদা :)
শুভেচ্ছা অন্তহীন

টাইপো নজরে আনায় কৃতজ্ঞতা। ঠিক করেছি।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন: পাথর সময়
চারদিকে স্তব্ধতা বড় বেশি বাজে
ঝড়ের পূৃবাভাস নয়তো ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো প্রকৃতির নিত্যতা!!!

উঠতে উঠতে যেমন একদম শীর্ষে ওঠার পর আর ওঠার স্থান থাকেনা!
তখন পতন অনিবার্য!
কিভাবে কেমনে হয়তো সবসময় দৃশ্যমান হয়না!
অথবা আত্ম্ভরিতায় নিজেই নিজে বানিয়ে নেয় সে পথ অলখে অগোচরে!

নিম্নচাপ যত বাড়ে ঝড়েরর ক্ষতি তত আনুপাতিক বৃদ্ধি পায়!
শংকিত সকলেই!

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: শিরোনামটা পড়তেই তো দাঁত ভেঙ্গে যাচ্ছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার জন্য চাই পেপসোডেন্ট ;) (ফান)


৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


৩০ শে ডিসেম্বেরর রাত, ২০১৮ সাল এসেছে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের অনেক পরে; ১৯৭৫ সালের পর, বেশী কথা বলে ফেলেছেন অনেক কবি: লেফট-রাইট, লেফট-রাইটের অনেক বেশী কবিতা লেখা হয়ে গেছে; এবং আজকে দেখা যাচ্ছে যে, নি্উটনের ৩্য় সুত্র কবিরা ঠিকই বুঝে না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপরাধের জাস্টিফিকেশন অপরাধ দিয়ে হয়না! এ যেন ব্যার্থর আর্তচিৎকার!

তুই চোর তাই আমি ডাকাত!!!!!!!!

নিউটনের তৃতীয় সূত্রের ভয়েই যত বেশী অন্যায় হচ্ছে, মাত্রা তত বেশি শক্তিশালী হচ্ছে!

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: কিছু বাস্তবচিত্র তুলে ধরেছেন। কলম চলুক, চলতে থাকুক। শুভকামনা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বড় যাতনায় আছে আমজনতা
না পারে কইতে, না পারে সইতে!

চল্লিশ বছর পরো যে সভ্য হবার অপেক্ষায় থাকতে হবে কউ ভাবতে পারেনি!
খান আতার সুরেই বলতে হয়- আবার তোরা মানুষ হ'

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: কৃষ্ণ ছায়ায় স্বপ্নের অমনিবাস?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি ভায়া

স্বপ্নের অমনিবাসে অমাবস্যার গ্রহণ লাগা অর্থে
ধন্যবাদ আর শুভেচ্ছা রইল অনুধাবন করায় :)

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




সময় এখন কৃষ্ণগহ্বরের ঘোর অন্ধকারে। মানুষ এখন অবরোহী নিশ্চিত পতন অভিমুখে।

কবিতা জটিল হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহমেদ জী এস গুরু ভায়া :)

টুপিখোলা অভিবাদন!
আপনার প্রাজ্ঞ মন্তব্য আমার জন্য অন্তহীন অনুপ্রেরনা :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯

সোহানী বলেছেন: এখনো ব্যান খাও নাই তুমি ...... । কও কি সামু মনে হয় ঝিমায়ে আছে ;)

বিগু তো বিগুই......

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় হায় ;)
একি দুয়া করলা আমার জন্যি

হা হা হা

কোরামিন দিতে হবে। তবে যদি জাগে! আর এ-তিম তো খাওয়া দাওয়ায় ব্যাস্ত!
ক্ষমতা গেলে খা্ওয়া হজম করতে আবার চেতনার বটিকা নিয়া ঝাপাইবেক বটে!

পরিচিত কবি কয়েকজন দেখে সতর্ক করেছে বটে! খবরদার ফেসবুকে দিও না
আপনজনের মানা কি আর ফেলতে পারি ;)

অনেক অনুপ্রাণীত হলাম!

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: "আলোকিত আঁধার এক
ঘোর কৃষ্নচ্ছায়ায় গ্রাস করে স্বপ্নের অমনিবাস
আত্মমর্যদা বাক স্বাধীনতা
চিরন্তন মুক্তির স্বপ্ন মূখ থুবড়ে, চারিদিকে শকুনির উল্লাস!"-

শব্দচয়ন, উপমা, ছন্দকথায় চমৎকার একটি স্তবক। কবিতার পরের ৪টি স্তবকে কবি যেনো এই স্তবকের কাব্যিক ব্যাখ্যা করেছেন।
ভালো লাগা রইলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গহন অনুভবে প্রীত বোধ করছি।

ঘোর অমাবস্যায় নিত্য যাপিত আমজনতার অনুভবকে ধারন করার চেষ্টায়
আপনাদের ভাললাগা আমাকে অনুপ্রাণীত করলো।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানবেন

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:
শোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতেশোনা গেল লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরব্বিাস!

থ্রি ষ্টার!!! :)

আপ্লুত, অভিভুত, মুগ্ধ ভায়া :)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকদিন পর আপনার কবিতাপাঠে মুদ্ধতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া :)

আপনার মুগ্ধতা আমার লেখনির পাথেয় হয়ে রইলো।

শুভেচ্ছা অফুরান

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসামান্য লেখনী !!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বপ্নবাজ ভায়া :)

অনুেপ্ররণা পেলাম
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা হা
আপনার জন্য চাই পেপসোডেন্ট ;) (ফান)


আমি দাঁত এর খুব যত্ন নিই।
অথচ আমার দাঁতের করুন অবস্থা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঘরের কথা পরে জানলো কেমনে? এমনে! ;) হা হা হা

আহা! দাতের ডাক্তার দেখিয়েছেন নিশ্চয়ই!
দাত থাকতে দাতের যত্ন নিয়ৈন! নইলে অনেক কষ্ট!

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জ্বি ভায়া

স্বপ্নের অমনিবাসে অমাবস্যার গ্রহণ লাগা অর্থে
ধন্যবাদ আর শুভেচ্ছা রইল অনুধাবন করায়


শুকরিয়া। বুঝতে পেরেছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অনেক ধন্যবাদ বুঝিয়ে যাওয়ায়:)

শুভেচ্ছা আবারো

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

বলেছেন: জনতার নির্বাক ক্রন্দন ----না বলা অনেক কান্না কবিতার শ্লোকে???

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অেনক অেনক ধন্যবাদ প্রিয় ল ভায়া :)

হুম, গুমরে মরা কান্না যা প্রকাশেও আতংক .. এমনি দুর্বিসহ যাতনােক প্রকাশের সামান্য প্রয়াস!

অনুভবে কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

বলেছেন: কবিতার রৌদ্রের কবিতার ছায়া ---

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!

বিজ্ঞজনের মত সশ্রদ্ধে মানতে হয় :)

শুভেচ্ছা ভায়

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

বলেছেন: অভিমানের খেয়া’
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই,
পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত
পারিজাতহীন কঠিন পাথরে।

প্রাপ্য পাইনি করাল দুপুরে,
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা__
এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন!
কিছুটাতো চাই__হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ,
আভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

আরো কিছুদিন, আরো কিছুদিন__আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতোটা বিলাবে?
কতো আর এই রক্ত-তিলকে তপ্ত প্রনাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারনাময়?

এতো ক্ষয়, এতো ভুল জ’মে ওঠে বুকের বুননে,
এই আঁখি জানে, পাখিরাও জানে কতোটা ক্ষরন
কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়।

তুমি জানো না__আমি তো জানি,
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!
তুমি জানো নাই__আমি তো জানি।
মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে,
মাংশের ঘরে আগুন পুষেছে,
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু,
করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার।

পরাজয় এসে কন্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা,
চিতার চাবুক মর্মে হেনেছো মোহন ঘাতক।
তবুতো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়,
পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু।

বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,
পালকের পাখি নীড়ে ফিরে যায়
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন?
কতোটা জীবন!!
(রচনাকাল: ৩১.০৫.৭৬; কাঁঠালবাগান, ঢাকা)

বাতাসে লাশের গন্ধ –
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?

জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।

বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ -
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা...
রক্তের কাফনে মোড়া – কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন -
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
**********************************

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া
দারুন রুদ্রর দারুন কবিতা গুলো শেয়ার করায় :)

শুভেচ্ছা অন্তহীন

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দূর হতাশার বঞ্চনা অল্প না ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..

অনেক ধন্যবাদ কবি
শুভেচ্ছা অফুরান

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: রোহিঙ্গা যে একটা বিষফোড়া তা নিয়ে একটি কবিতা লিখতে পারবেন কি? (প্লিজ)
বাংলাদেশের গলায় নর্দমা আটকে গেছে না পরছে গিলতে না পারছে বমি করতে।।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আপনি যখন বলেছেন অবশ্যই চেষ্টা করবো...

আমার মাথায় বেশ ক’দিন একটা স্ক্রিপ্ট ঘুরেছে- তাদের চেতনা জাগানোর!
এই দেশে আশ্রয় নিরাপত্তা পাবার পর তাদের কথিত দ্রোহি বেঈমানদের চোখে আঙুল দিয়ে দেখানো
এটা অন্যায়। বরং অনেক বেশি কৃতজ্ঞতার সাথে আশ্রয়ের সম্মান রাখা উচিত-এই মটো তে।

সরকারের অনেক অর্বাচিনতার বড় একটি হলো এই ইস্যুতে দ্বি-পাক্ষিক চুক্তিতে যাওয়া!
যার খেসারত দিচ্ছে এখন। দেখা যাক জাতিসংঘে ত্রিদেশীয় আলোচনা সূখবর কিছু আসে কিনা!

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, জাতিসংঘের ত্রিদেশীয় আলোচনায় সবাই ভরপেট গাপ গুপ করে খাবেন সাথে রাশান রঙিন পানি থাকবে, বেলে ডান্সটা যোগ করে দিতে পারলে মহানন্দ যজ্ঞ হতো - এই সত্য চিরন্তন। (আমার কথা মিলিয়ে নিয়েন)।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কথা সইত্য
রাশানদের চেয়ে এরাবয়িান ব্যালে নাইটস্ও মন্দ নয় ;)

তবুও নিরাশায় আশার বালিই ভরসা- - -

স্ব-দেশেই আমজনতার মতরে মূল্য একপাক্ষিক!
বাক- স্বাধীনতা রুদ্ধপ্রায়
অন্যের অধিকারে আর কি কাঁদবো
শুকিয়েছে চোখের জল
গুম, খুন আর ত্রাসের বাস্তবতায় . . .

২১| ০১ লা অক্টোবর, ২০১৯ ভোর ৬:২৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার কথাগুলি সেই অতিত কাল তথা ১০ ই মহরমে শহীদে কারবালার পর হতে জগতের বুকে ঘটে
চলেছে বিবিধভাবে বিবিধ গনের হাতে বিবিধ প্রকরণে , তার আর কোন বিরতী দেখা যায়নি কোন কালে। এখনো যে দিকে তাকাই সে দিকেই দেখি কেবলি বিভিষিকাময় নিরাশা, আশার বাণী আজ স্তব্ধ । ঘড়া ঘড়া জল পিয়ে দেখলাম পিপাশা তাতে মিটেনা, তাই সত্যবাদীদের সঙ্গী হতেই চললাম সাথে ধারণ করে নীচের কিছু চির স্বাসত বাণী :
হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। [সুরা তাওবা: ১১৯]।
আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনও তাঁর জন্য কোন পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। [সুরা কা’হফ: ১৭]।
সাবধান! নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য। [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।
আমাদের সরল সঠিক পথ [সীরাতে মুস্তাকিম] দেখাও। তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ।{সূরা ফাতিহা-৬,৭}
★ মহান রাব্বুল আলামীন তাঁর নিয়ামাতপ্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন সেটাকে সাব্যস্ত করেছেন সীরাতে মুস্তাকিম।আর তার নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন –
যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হল নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, ও নেককার বান্দাগণ।{সূরা নিসা-৬৯}

আল্লাহ সকল নেককার বান্দার মঙ্গল করুন ও বিপদগামীদেরকে সুপথে এনে মঙ্গলের পথে ধাবিত হওয়ার তৌফিক দান করুন- আমীন

০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাশাল্লাহ! মারাহাবা! আলহামদুলিল্লাহ!

খুবই পরিষ্কার বক্তব্য। তবু কিছু মানুস কেন যে বোঝেনা তাই বুঝিনা!
আল্লাহ বলতেছেন
সাবধান! নিশ্চয় আল্লাহর অলিগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহেন। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোন পরিবর্তন বা হের-ফের হয় না, উহাই মহা সাফল্য। [সুরা ১০ ইউনুস: ৬২-৬৪]।
অথচ তারা মূখ ফিরিয়ে নিচ্ছে! কি দূর্ভাগা, তাদের জন্য আফসোস!

আপনার সত্য পথ ভ্রমন হোক নিরাপদ, সাফল্যময়, এবং আল।লাহর সন্তুষ্ঠিতে ভরপুর।
আমাদের জন্য দোয়ার আরজ রইল

২২| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

কৌটিল্যা বলেছেন: ভালো লাগলো। আমি অভিভূত।

১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কৌটিল্যা :)

শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.