নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

বিপ্লবের রং এক
মিশর বা বাংলা
গ্রীক মিথ থেকে চে’র বাস্তবতা
পুন্ড্র রাঢ় সমতট থেকে আজকের বাংলাদেশ।

রক্তের রঙের মতো প্রতিবাদের রংও এক।
হায়েনারা যেমন মিশে যায়
মুখোশের আড়ালে
মিথ্যে আর চেতনার মিথ্যে ফেরিতে!


বিপ্লবীরা মিশে রয় আমজনতার ভীরে
আটপৌড়ে ছা-পোষা রফিক সালাম বরকত;
আসাদের শার্ট হয়ে যায় অগ্নিঝরা পতাকা
সত্য আর আত্মার জাগরণে!

পাকি হায়েনা প্রেত্মারারা দাবড়ে বেড়ায়
চেতনার মৃতদেহ বেওয়ারিশ মর্গে
একাত্তর থেকে উনিশ- ক্ষমতায়
শাসক শোষকের চেহারা একে অন্যে বিলিন।।

বিজয় বড় পবিত্র অর্জন
ত্যাগের নদীতে রক্তস্নানে শুদ্ধ হয়ে ওঠে বিজয়ের সূর্য
কে তুমি? স্বপ্নের ঘোরে করো আস্ফালন
স্বাধীনতা চাও? জানো স্বাধীনতা কি চায়? - বিসর্জন।

ছবি কৃতজ্ঞথা: গুগল


মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

রূপম রিজওয়ান বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!
আপনারা গুণী লিখিয়ে। বাচ্চাকাচ্চাদের কমপ্লিমেন্ট বেখাপ্পা হবে। মুগ্ধতা.....
সালাম জানবেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কি যে বলেন লজ্জ্বা পাই ;)

অনেক অনেক ধন্যবাদ আর বিজয়ের শুভেচ্ছা

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

নীল আকাশ বলেছেন: বাক স্বাধীনতার কন্ঠের টুটি চেপে ধরে, ভোটাধিকার নির্লজ্জের মতো কেড়ে নিলে
জাতি কিভাবে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করবে?
লেখা ভালো লেগেছে।
বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বত্রিশ আর সাতান্নের কাটাতার ছুঁয়ে ছুঁয়ে যতটুকু বলা যায়
মনের কথাতো কইতেই পারিনা!
নেতৃত্বের শুন্যতায় বেঘোরে প্রাণদান মূল্যহীন বলেই!

পরমের দয়া ছাড়া আর আপাত: পথ নেই!
বিজয় দিবস হোক প্রকৃত বিজয়ের আনন্দে উদ্ভাসিত -সেই দিবসের অপেক্ষায়

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

অগ্নি সারথি বলেছেন: বিপ্লবীরা মিশে রয় আমজনতার ভীরে! বেশ বলেছেন ভৃগু।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

গুনির চোখ বলে কথা!
পাঞ্চলাইনটা ঠিকই নজর কাড়ে

অনেক অনেক ধন্যবাদ ভায়া। বিজয়ের বত্রিশ সাতান্ন মাখা শুভেচ্ছা

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত কবিতা।
আমি যদি এরকম একটা কবিতা লিখতে পাড়তাম!!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজিব ভায়া আপনি সত্যি লাজে বিব্রত অবস্থায় ফেলে দিলেন।

আপনার ভাললাগায় আপ্লুত
অনেক অনেক ধন্যবাদ আর বিজয়ের শুভেচ্ছা

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

হাবিব বলেছেন: কবিতায় প্রতিটি শব্দ যেন যুদ্ধ জয়ী মুক্তিসেনা!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্রবাদ হাবিব স্যার

বিজয়ের শুভেচ্ছা অফুরান

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমাদের স্বাধীনতা এখনও ষড়যন্ত্রের শিকার।
কিন্তু ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে বারবার।
ইতিহাস কখনো ভণ্ডদের সহ্য করে না।

বিজয়ের শুভেচ্ছা ভাই।
জয়-বাংলা।


১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

ইতিহাসে বারবার মীরজাফরের দেশপ্রেমের মূখোশে আঘাত করে!
যদিও পরাজিত হয়, ভোগান্তিটুকু আমজনতার রয়ে যায়
ইতিহাসের আ্স্তাকুড়েই তাদের ঠাই।

হৃদয়ের উচ্চারণ যদি আইনের আদেশে হয়- বিব্রত হয় হৃদয় !

হাইকোর্ট জিন্দাবাদ ;)

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারণ হয়েছে কবিতা :)

আজকের দিনে স্বাধিনতা চায় দিয়ে অহম বিসর্জন
ত্যাগের মহিমায় একে অপরের মাঝে হও বিলীন
ভেদাভেদ ভুলে প্রতিটি ক্ষেত্রে জাতীয় ঐক্য গড়ে
সকলে মিলে দেশকে নিয়ে যাও সমৃদ্ধের শিখরে ।

শুভেচ্ছা রইল

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড. এম এ আলী :)

দারুন বলেছেন কাব্য প্রতিমন্তব্যে - সহমত

আপনার সশস্ত্র মুক্তিযোদ্ধা পরিচয় জেনে শ্রদ্ধার মুকুটে শিরোমনি পালক যুক্ত হয়ে গেল আপনাতেই :)
বিজয়ের শুভেচ্ছা অন্তহীন

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৮

মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,

বিজয় বড় পবিত্র অর্জন
ত্যাগের নদীতে রক্তস্নানে শুদ্ধ হয়ে ওঠে বিজয়ের সূর্য
কে তুমি? স্বপ্নের ঘোরে করো আস্ফালন
স্বাধীনতা চাও? জানো স্বাধীনতা কি চায়? - বিসর্জন।


চমৎকার !
অনবদ্য ভঙ্গিতে বলেছেন স্বাধীতার পাওয়া না পাওয়ার কথা । বিজয় দিবসের শুভেচ্ছা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম ভায়া :)

অনুভবে প্রীত ও কৃতজ্ঞ
বিজয়ের শুভেচ্ছা অফুরান

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

আসোয়াদ লোদি বলেছেন: স্বাধীনতা ও বিপ্লবী চেতনায় মুগ্ধ হলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

মানুষ হতে গেলে যে এ দুয়ের বিকল্প নেই :)

শুভেচ্ছা অন্তহীন

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

অন্তরন্তর বলেছেন: চমৎকার ভীগু ভাই। আসলেই স্বাধীনতা চায় বিসর্জন। +++++

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ অন্তরন্তর

কিন্তু এখনকার নেতা রাজনীতি দেখলে মনে হয়, তারা ফাস্টফুডের দোকানে আসছে!
চেতনার স্যান্ডউইচ, উন্নয়নের বিফ বার্গার আর বিপ্লবের হটডগ চাইলে কিনে খেয়ে ফেলবে ;)

গায়ে ধুলোটি লাগাবে না।
জ্ঞানের চটিটি ছোঁবে না (অন্য চটি নয় কিন্তু ;) ) হা হাহা
ধ্যানের পথ মাড়াবে না
ফেসবুকের ষ্ট্যাটাসের মতো একদিন সব পেয়ে যাবে!
আলাদনের জিনি সব দিয়ে দেবে সেই ভরসায় পার করে যুগ . . . .

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৬

সোহানী বলেছেন: হুম কবি চলুক প্রতিবাদ কবিতায় কিংবা গানে...

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহানী :)

অবরুদ্ধ নারিক জীবনে
এছাড়া আর পথ কই
তিতুমির, চে, মাষ্টারদার মতো
যখন জীবন করিনি পণ

তাই কাব্য গানেই বলে যাই
প্রতিবাদের যত কথা কয় মন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.