নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মুদ্রার অন্য পিঠ : অনু ভাবনা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

আত্মপরিচয়হীন জাতি এভাবেই হারিয়ে যায়
অহংকারের জায়গাগুলো অনাচারে ভরে যায়
অত:পর কেবলই মধুর পতন
উন্নয়নের পৈশাচিক অর্গাজমের পথে
আপন পতনে সূখানুভবে- নিত্য তলিয়ে যাওয়া . . .

***
স্বৈরাচারিতার প্রতিরোধে যে হিম্মত
আর আত্ম মর্যাদাবোধ দরকার-তা কই?
জ্ঞান আর বিশ্বাসের যে ঐক্যতান দরকার তা কই?
চৌদ্দই ফেব্রুয়ারীর পরিচয় তাই বদলে যায় নরোম ভালবাসায়!

***

যৌনতাই যদি ভালবাসা হয় পতিতারা বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিকা ।

***

ধর্মের বরকন্দাজেরা ডুবে আছে অজ্ঞানতায়,
গা ভাসানো স্রোতে!
বদনাম হয় ধর্মের!
ডুবে যায় সভ্যতা গহন অতলে পংকিলতায়!!

****

ভালবাসার খোঁজে বারবার তাকাই দয়িতার সন্ধানে
বারবনিতারা মেকি হাসিতে সামনে দাড়ায়!
প্রেম সন্ধানে ডুব দিতে চাই প্রেমানুভবে
দেহ পসার নগ্ন কামনায় হাতছানি দেয়!

****

আমার আমিকে খুঁজে পাই নি:সঙ্গতায়
বনবাসের অর্থ স্ফটিক স্বচ্ছতায় মেদুর করে মন
আপনা চেয়ে পর ভাল পরের চেয়ে জঙ্গল
লোককথা সত্যরুপে মিষ্টি হাসে নিত্য ক্ষণ।

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: বেশ কঠিন কবিতা। অথচ কি গভীর!!

যাই হোক, অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীরতা টুকু অনুভবে শুভেচ্ছা

কাঠিন্যতাও একদিন সহজ হয়ে যাক- এই শুভকামনা :)

শুভেচ্ছা অন্তহীন

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৭

রাবেয়া রাহীম বলেছেন: দুঃশাসন, নিশঠুররতা , কপটতা, হাহাকার জাগানিয়া আর সবশেষ একাকীত্বের মাঝে আনন্দ খুজে পাওয়ার
টুকরো টুকরো ছয়টি কাব্যগাথা পড়তে ভালো লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু :)

নির্বাক নিস্তব্ধাও অনেক কথা বলে যায়.. বোঝার মানুষ কই
তাই স্তব্ধতারও বাক্ প্রকাশ করতে হয়....
ভাল লেগেছে জেনে অনুপ্রানীত হলাম

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩২

শের শায়রী বলেছেন: ম্যাভাই আপনার উপলদ্ধি মানে লা জওয়াব!!! মুগ্ধ পাঠ।

++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ম্যা ভাই :)

আপনার মুগ্ধতা আমার পরম পাওয়া

আমি যার ফ্যান তিনি মোর পাংখা
দুজন দুজনায় একই আকাংখা ;) হা হা হা

আপনার পোষ্ট মানেই জ্ঞান সমুদ্দুের এক নতুন অবগাহন

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৯

সোহানী বলেছেন: এইটাইতো কথা বাট বোঝে কয়জন!! আর এখন কেমন যেন মনে হয় কেউই কোন কিছুর গভীরে যেতে চায় না। সব কিছু যেন ফেবুর দেয়াল...........।

উপলব্ধিতে সহমত!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ফাস্টফুড প্রজন্ম বুঝি অনুভবকেও ওয়ানটাইম ইউজের তালিকায় ফেলে দিয়েছে!
ইকোনো বলপেনের মতো যদি প্রেমিকা হয়..
তবেতো জাতির খবর আছে ;)

অনুভবের গহনে গভীরে প্রবেশের জন্য যে জ্ঞান, প্রজ্ঞা আর নিজের প্রতি কমিটমেন্ট
পরিবার থেকে তার বীজ বুনতে হবে। তবে ই যদি বদলায় সময়

অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
আজকাল অনেকেই আমার মন্তব্যের উত্তর দেন না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো নূন্যতম ব্লগীয় ভদ্রতা ভায়া

আলাদা মেনশন করার কিছূ নাই। আপনাকেও আবারো ধন্যবাদ

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৯

নেওয়াজ আলি বলেছেন: মননশীল ভাবনা । ভালো থাকুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা রইলো

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মুদ্রার অন্য পিঠ ! কবির গভীর উপলব্ধি ও তার অসাধারণ প্রকাশ !!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুভেচ্ছা রইলো

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯

নিভৃতা বলেছেন: কাম , ক্রোধ , লোভ , মোহ , মদ ও মাৎসর্য এরা মানবজাতিকে সম্পুর্ণ গ্রাস করে ফেলেছে। মুক্তির উপায় আছে। কিন্তু আমরা তো মুক্তি চাই না। শুধু ভেসে যেতেই চাই।

অপূর্ব লেখনীশক্তি আপনার। কী সুন্দর বাস্তবকে ফুটিয়ে তুলেছেন।
শুভ বুদ্ধির উদয় হোক সবার।
অনেক শুভ কামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবচে গুরুত্বপূর্ন কথাটি বললেন- আমরাতো মুক্তি চাইনা! শুধু ভেসে যেতে চাই....

তাইতো চক্রাবর্তনের নিত্যতায় ইচ্ছে বা অনিচ্ছেয় ঘুরপাক!

আপনার লেখনির কাছে তো নস্যি। কি সুন্দর গল্প বেরোয়... আমরা মুগ্ধ হয়ে পাঠ করি।
আপনার মতে সহমত হয়ে বলতে চাই
শুভ বুদ্ধির উদয় হোক সবার।

শুভেচ্ছা অফুরান

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

নীল আকাশ বলেছেন: যৌনতাই যদি ভালবাসা হয় পতিতারা তো বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিকা ।
অসাধারণ লাইন । এরপর আর কোন কথা থাকে না। দুর্দান্ত লিখেছেন।
বন্ধ হোক এইসব ভন্ডামী আর নোংরামী।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল আকাশ :)

শুভেচ্ছা

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

নিভৃতা বলেছেন: না ভাই। আমি লিখতে পারি না। যা বলতে চাই তা বলা হয় না। শব্দগুলো পথ হারিয়ে আঁকাবাঁকা পথে হাঁটে। তাই অনেকদিন লিখছি না। যেগুলো পোস্ট করি সেগুলো পুরোনো লেখা।

আপনার সফলতা কামনা করছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
রাইটার্স ব্লক আসতেই পারে... কিছু না .. কেটে যাবে খন :)

নদীর দাগ, প্রেমের সুগন্ধ আর লেখকের লেখনির শেষ নেই ;)
পুরানোটাতেই এত ভাললাগা নতুনেতো তবে ভাসিয়ে নেবে বুঝি:)

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭

নীল আকাশ বলেছেন: আপনার বইয়ের কী খবর? কোন এ্যাড দেখলাম না ব্লগে?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাব্লিশার সিনড্রোমে ফেঁসে গেছি ভায়া!
আপডেট হলে জানাবো

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

অজ্ঞ বালক বলেছেন: দারুন লিখছেন। তবে শুধু যৌনতাটারেই ভালোবাসা না বললেও, যৌনতাও কিন্তু একরকম ভালোবাসা। কাজেই দেহপসারিণীরাও প্রেমিকা হইতে পারে। ঐ কিছুক্ষণের জন্য হইলেও।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম যৌনতা ভালবাসার একটা অংশ বটে।
সে সূত্রে আপনার কথাও ফেলবার নয় ;)

ভালবাসার অনুভব না বুঝেই ভালবাসার নামে যৌনতায় মাতামাতি নিয়েই ভাবনা। :)

অনেক অনেক ধন্যবাদ

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: "যৌনতাই যদি ভালোবাসা হয়,পতিতারা তো বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিকা। " অসাধারন বলেছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগায় প্রীত।

অনেক অনেক শুভেচ্ছা

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মনিরা সুলতানা বলেছেন: উপলব্ধি র গভীরতা মুগ্ধ করেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য আমাকে আপ্লুত করেছে :)

অনেক অনেক শুভেচ্ছা

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

করুণাধারা বলেছেন: সমাজ, রাজনীতি, ধর্ম, ভন্ডামি, আত্ম- অনুসন্ধান- সবকিছু নিয়ে উপলব্ধির অসাধারণ প্রকাশ!!

লাইক।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
আপনার লাইকে অনুপ্রানীত প্রীত হলাম

অন্তহীন শুভেচ্ছা

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


কবিতায় জীবনদর্শন থাকতে হয়; ভুল পর্যবেক্ষণ ও ভুল ধারণাকে ছন্দে প্রকাশ করলে উহা কবিতা হয় না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনি একটা লিখে ফেলুন না হয় ;)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৩

কাছের-মানুষ বলেছেন: বাস্তব এবং জীবনভিত্তিক কবিতায় আপনার জুরি নেই।

মুগ্ধ হয়ে পড়লাম।

'যৌনতাই যদি ভালবাসা হয় পতিতারাতো বিশ্বের শ্রেষ্ট প্রেমিকা।'

এখনকার টিনএজয়ারদের কাছেতো ভালবাসা মানেই যৌনতা! পর্যবেক্ষন চমৎকার।
++

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
বোধের চঞ্চলতা গভীরে ডুবতে দেয়না বলেই জীবন বোধ ভেসে বেড়ায় কচুরীপানার মতো।
যতদিনের বোধের জাগৃতি হয়, জীবন বলে যাই যাই- অর্থহীন যাপতি জীবনেই ছাড়তে হয় ভূবন।

মন্তব্যে আপ্লুত প্লাসে অনুপ্রানীত
এবং কৃতজ্ঞতা।


১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




একটি জাতির আত্মপরিচয়হীনতার সাথে যদি ধর্মের অজ্ঞানতা যোগ হয় তখন পতিতারই হয়ে ওঠে শ্রেষ্ঠ প্রেমিকা!
গভীরতর উপলব্ধি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন অনুভবে কৃতজ্ঞতা।

শুভেচ্ছা

১৯| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৯

মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,
অনুকাব্যেতো দেখি দীর্ঘায়তন, জটিল, গভীরতম মহাবৈশ্বিক চিন্তা ভাবনার কথা বলেছেন ।
সবগুলো অনুকাব্যেই প্রিয়তা জানানো থাকলো !

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

দীর্ঘ বিরতির পর দেখে ভাললাগছে
আপনার দারুন মন্তব্য অনুপ্রেরণা হয়ে রইলো

শুভেচ্ছা অফুরান

২০| ০২ রা মার্চ, ২০২০ রাত ১১:১৩

আমি তুমি আমরা বলেছেন: নতুন প্রজন্মের কাছে ১৪ই ফেব্রুয়ারী শুধুই ভালবাসা দিবস। হায়রে প্রজন্ম ...

০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম..

জলের উপরের ফেনায় ভাসা
কোন কিছুর গভিরে যাবার আগ্রহ যেন নেইই

অনেক ধন্যবাদ ভায়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.