নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আমি আর নেই : দেজা ভু- চরণ

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:০৬

ব্লগার বিদ্রোহী ভৃগু আর নেই
এমন শিরোনামে -
তুমি কি চমকে উঠবে?
মুচড়ে উঠবে বুকের অতলান্তে কোথাও?

নাকি আনমনে স্ক্রল করে যাবে
আর দশটা খবরের মতো।
হয়তো গোপনে মন খারাপের একটা দীর্ঘশ্বাস
প্রলম্বিত হবে ক্ষনিকের তরে, হারিয়ে যাবার আগে!

তারপর!
আটপৌড়ে জীবন: প্রাত্যাহিক স্বাভাবিকতায়!

জীবনের এই নির্মমতাটুকু আপন করে নিলে
কষ্টরা সব সাদা পেঁজাতুলো মেঘ হয়ে উড়ে যায় . .
তেমনি উঁড়িয়ে বেঁচে থাকার চেষ্টা অবিরাম
অথচ, আম্ফান, নার্গিস অকস্মাৎ তোলপাড় করে অলখে!

স্মৃতির প্রচন্ড নিম্নচাপে ঘৃর্ণিতুলে হৃদয় বন্দরে
দেখায় দশ নম্বর মহা বিপদ সংকেত
আশ্রয় কেন্দ্র খুঁজে পাইনা কোন - -
তোমার একটু কথা, একটু আধটু মলিন স্মৃতি ছাড়া;

অথচ তুমি নির্বিকার
প্রলয় নাচনে বয়ে যাও, তছনছ জনপদ
স্বপ্ন, জনম জন্মান্তরের সাজানো প্রাসাদ;
অত:পর, আবার নিরবে বাবুই হয়ে স্বপ্ন বুনি অন্তহীন।

সেই দিনের পথে হাঁটি অবিরাম
জানা অজানা সেই সুনিশ্চিত ক্ষন - -
হয়তো ক’টি স্যাড ইমোটিকন, ক’জনার
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- এইতো! ব্যাস!

হয়তো খুব ভালবেসে কেউ লিখবে স্মৃতির দু’কথা
জীবনের এত উন্মাতাল দৌড়! হায় কোন সে ঘোরে তবে?
জ্ঞান, অর্জন আর কর্পোরেট যত কেতা-দুরস্থ কায়দা কানুন
সরল শুয়ে থাকা দু’গজি একথান সাদা কাপড়ে -করে উপহাস!

নিত্য ষ্ট্যাটাসের ভীরে ক্রমশ:
আড়ালে চলে যাবে-ব্লগার বিদ্রোহী ভৃগু আর নেই ।
জীবন এগিয়ে যাবে -আবারো মোহাচ্ছন্নতায়; আবারো
সাদা থানের উপহাসে আবৃত হবার আরেক উপাখ্যানের পথে।

মন্তব্য ১১৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:১৮

ভুয়া মফিজ বলেছেন: মশকরা করেন নাকি মিয়াভাই??? ব্লগার বিদ্রোহী ভৃগু আর নেই দেইখা তো একটা হার্টবিট মিস করছিলাম। ভাগ্যিস হার্ট আবার রি-স্টার্ট হইছে!!!

পরে কবিতা দেইখা বুঝলাম.......!!!! X(

একে কবিতা.....তার উপরে এই শিরোনাম.....পোষ্টে মাইনাচ!!!!! :D

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি পোষ্টাইতে গিয়াই বিট মিস করছিলাম!
আপনার কথা সত্যতা ১০০ ভাগু অনুভব করলাম ভায়া :)

আহা মাইনাস বাটন!
ফিরিবে কি আবার

অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীণ

২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:২১

পদ্মপুকুর বলেছেন: এইটা আপ্নি একদমই ঠিক করেননি। শিরোনাম পড়েই হার্টের একটা বিট মিস করেছি। পরে কে নিউজটা দিচ্ছে দেখতে গিয়ে নিশ্বাস স্বাভাবিক হলো।

আপনি নিজের প্রতি যা ইচ্ছে করতে পারেন, কিন্তু এই ব্লগের অনেক মানুষ (ব্লগার) আপনাকে নিয়ে ভাবে, পছন্দ করে। তাদেরকে আপনি হার্ট করতে পারেন না। অনুগ্রহ করে শিরোনামটা বদলে দিন। কবিতা কি লিখেছেন পড়তেই পারলাম না। এতটাই হার্ট হয়েছি। সিরিয়াসলি।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অ মাগো!
সত্যিই!
অবশ্যই একটা হার্ড এক্সপেরিমেন্ট বটে।

কবিতাখানা লিখতে লিখতে নিজেই কিছু বিট মিস করেছি
সত্যিই বদলাতে বলছেন। সহজ করতে দেজাভু যোগ করেছি কিন্তু ;)

আন্তরিক ক্ষমা চাইছি অজােন্তই হার্ট করায়। আর আপ্লুত হলাম ভালবাসায়

৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:২৩

শায়মা বলেছেন: ১. ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:১৮০

ভুয়া মফিজ বলেছেন: মশকরা করেন নাকি মিয়াভাই??? ব্লগার বিদ্রোহী ভৃগু আর নেই দেইখা তো একটা হার্টবিট মিস করছিলাম। ভাগ্যিস হার্ট আবার রি-স্টার্ট হইছে!!!

পরে কবিতা দেইখা বুঝলাম.......!!!! X(

একে কবিতা.....তার উপরে এই শিরোনাম.....পোষ্টে মাইনাচ!!!!! :D


১০০টা মাইনাস........সাথে ৩ টা পিঠের উপর ভাইয়া!!!!!!!!!!!!!!!! X((

আমি তো সাম্প্রতিক মন্তব্যের ঘরে এই শিরোনাম দেখে ভেবেছিলাম কে লিখলো এটা !!!!!!!!!!!!! X((


পাঁজীভাইয়া!!! X(( X(( X((

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে,

থ্যাংকু থ্যাংকু আপুনি!
এত্ত এত্ত ভালাবাসুভবে আপ্লুত!

উকে উকে তোমাদের সবার হার্ট বিট মিস না করতে শিরোনাম বদলে দিলাম! এইবার খুশিতো!
ইশশ একটা এক্সপেরিমেন্টাল শিরোনামে কি দশা
হাজার মাইনাসে লুকানো কোটি কোটি ভালুবাসা :)

৪| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:২৮

ইসিয়াক বলেছেন:
ব্লগে পেজ খুলতেই হঠাৎ চমকে গেলাম,
আচমকা আমি থমকে গেলাম।
মনে অনেক দুঃখ পেলাম,
সেই মন্তব্যটা রেখে গেলাম। X((

এমন করে কেউ শিরোনাম লেখে? লাইক দেবনা, পেস্টে মাইনাস :(

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরি ভাইয়া মনি!
আপনাদের সবার সুস্থতা কামনা শিরোনাম বদলেই দিলাম :)
এইবার পড়ে বলেন- কিরাম হইলো?

৫| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১

ভুয়া মফিজ বলেছেন: @শায়মাঃ হার্ট রি-স্টার্ট নিলেও এখনও কেমন জানি ধক ধক করছে! সিরিয়াসলি.....মনে হয়, এখনও পুরোটা চালু হয় নাই। এই দুঃসময়ে কেউ এই শিরোনাম দেয়? উনার আক্কেলটা দেখো একবার! X(

লম্বা করে শ্বাস নিচ্ছি.......তারপরেও কেমন জানি আটকে আটকে যাচ্ছে। :(

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

প্রিয় ভায়া, আবার শিরোনামটা পড়ুন তো
এবার ঠিকাছে?
নাকি -বিট আবারো মিস হলো? ;)

আপনাদের উষ্ণ হৃদয়ের উষ্ণতায় দু:সময়েও প্রাাণশক্তি পেলাম বহুগুনে!
অন্তহীন ভালবাসা

৬| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩২

হাবিব ইমরান বলেছেন:

উফ দাদা, এমন শিরোনাম কেউ দেয়? মারাত্মক ভয় পাইয়ে দিয়েছেন। কবিতাটা পড়ার পর একটু আরাম পেয়েছি। বিশ্বাস করুন, এই কথাগুলো লেখার সময়েও ‘ধুকপুক ধুকপুক’ করছে ভিতরটায়।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক বাবা

স্বস্তি পেলাম কবিতাটা শেষ করে আরাম টুকু অনুভব করেছেন!

আমার প্রিয় ভাইয়া মনি আর আপুদের জন্য শিরোনাম বদলে দিলাম।
এবার কি ঠিকাছে?

এই ধুকপুকের ভেতরে লুকানো অনুভব টুকুই যে আমার সাতজনমের পাওয়া :)

৭| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: Brother, my heart almost stopped for a while when I looked into the latest comments, reassured only after I had seen that you replied to the post. It's better not to post with such a title.

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এম এক্সট্রিমলি সরি ব্রো!
আসলে কবিতার বিষয়কে দারুন ভাবে তুলে ধরতেই শিরোনামটা ভাবা!

সবার প্রতিক্রিয়ায়- বদলে দিয়েছি।
আপনাদের অনাকাংখিত কষ্টটুকুর জন্য ক্ষমা করবেন ভালবাসায় - এই আশা!

শিরোনামের গোলেমারে কবিতাটাই বুঝি হারিয়ে যাচ্ছে ;)

ভালবাসায় আপ্লুত

৮| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৬

ইসিয়াক বলেছেন:


৥ভুয়া মফিজ ভাইয়া আপনি প্লিজ শান্ত হোন।
# চারিদিকে এতো খারাপ খবর, আমিও ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। ভালো থাকুন প্রিয় কবি।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভালবাসা কবি

বদলে দিয়েছি শিরোনাম।

এবার তবে হোক কবিতার নাম বদনাম :)

৯| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: ৫. ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১০

ভুয়া মফিজ বলেছেন: @শায়মাঃ হার্ট রি-স্টার্ট নিলেও এখনও কেমন জানি ধক ধক করছে! সিরিয়াসলি.....মনে হয়, এখনও পুরোটা চালু হয় নাই। এই দুঃসময়ে কেউ এই শিরোনাম দেয়? উনার আক্কেলটা দেখো একবার! X(

লম্বা করে শ্বাস নিচ্ছি.......তারপরেও কেমন জানি আটকে আটকে যাচ্ছে। :(


ভাইয়ার আক্কেল বেক্কলের জন্য আমার সাথে তুমিও আরও তিনটা তার পিঠের উপরে দাও ভাইয়া!!


যেন এমন কাজ আর না করে !!!!!!!!! X((


ভৃগুভাইয়া আরও আরও অনেক বছর বাঁচো এত মৃত্যু নিয়ে ভাবতে হবেনা। মৃত্যু নিয়ে মৃত্যুর পরে ভাবলেও চলবে :)

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দাও দাও ভাইয়া মনি আর আপু মনিরা
পিঠ পেতে দিলাম।
এত্ত এত্ত ভালবাসার অনুভবে আবার বাঁচতে বড় সাধ জাগছেগো!

ভালবাসার একটু টেস করতে চাইলাম! তাওতো তোমাদের হাটবিট মিসের ঠেলায় দিলানা। :P

মৃত্যু নিয়ে মৃত্যুর পরে ভাবলেও চলবে
হা হা হা
তখন আর ভাবব কি দিয়ে?
মাথা মগজ সবতো মাটি হয়ে যাবে না? ;)

১০| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টে মাইনাস।
via GIPHY

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক কৃতজ্ঞতা ভায়া
জলদি দিন মাইনাস বাটনটা ফিরিয়ে ;)
যায় যাক আমার পোষ্ট প্রথম পাতা থেকে হারিয়ে :)

আমি আমেরিকান না ভায়া। বাংলাদেশী ;)

১১| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

জেন রসি বলেছেন: মৃত্যুর পর কে কি ভাবল কে কি করল তা ভেবে বেঁচে থাকাটা ব্যাপারটাকে অসহনীয় করার কোন অর্থ হয়না।

আজ নুন আর লেবু দিয়ে মসুরের ডাল খেতে খেতে মনে হচ্ছিল বেঁচে থাকা ব্যাপারটা আনন্দময়। তবে একদিন সবাইকেই মরতে হবে। সুতরাং যতদিন বাঁচা ততদিন ফুর্তি। :P

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনবোধের ভিন্নতায় বদলে যায় ভাবনারা!

এপারেই সব নাকি ওপারে আছে ধারাবাহিকতা
অনুসন্ধানে মন আনচান
ইচ্ছেয় বা অনিচ্ছেয় যেতইতো হবে
জেনে গেলে থাকেনা অনিশ্চয়তা!

হুম। অনেক ছোট ছৌট বিষয়ে বেঁচে থাকার অনুভবটা সত্যিই ইউনিক :)
সবার জীবন হোক আনন্দময় :)

১২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



সবাই আপনার জন্য বেহেশতের সবচেয়ে ভালো রুম (রয়েল স্যুইট ) চেয়ে মন্তব্য করতেন।

আমি সব সময় বলে আসছি যে, আপনি কি বলেন, উহা আপনার কাছে পরিস্কার নয়।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমি যে বেহেশতই চাই না! রয়েল স্যুইট দিয়ে কি হবে।
ও বরং আপনার জন্য ছেড়ে দিলাম ;) হা হা হা

আমার লেখা অনুভব করার বোধ এখনো হয়নি! আহারে !
ব্যপারাস না। একবার না পারিলে দেখ শতবারতো বাংলা প্রবাদই ;)

১৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০৬

কল্পদ্রুম বলেছেন: মন্তব্য ঘরে যেভাবে আপনাকে কিলাকিলি করা হচ্ছে সেগুলো বাদ দিলে কবিতা কিন্তু ভালো হয়েছে স্যার।দীর্ঘায়ু পান।আমৃত্যু সুস্থ থাকুন।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শিরোনামটা আগেরটা থাকলে আপনিও কিলানীতে যোগ দিতেন ;) হয়তো!
বেশ হার্ড হয়ে গেছিল
" ব্লগার বিদ্রোহী ভৃগু আর নেই -দেজাভূ-ট্যাবু" - হার্টবিট কি মিস হোতনা বলেন? ;)

সবার (কিলাকিলি) ভালবাসার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েই শিরোনাম সহজ করে দিয়েছি।
তাই আপনি বিটটা মিস করেন নি :)

অনেক অনেক ধন্যবাদ
সুস্থ থাকুন নিরাপদ থাকুন।

১৪| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১৩

জেন রসি বলেছেন: এপারেই সব নাকি ওপারে আছে ধারাবাহিকতা
অনুসন্ধানে মন আনচান
ইচ্ছেয় বা অনিচ্ছেয় যেতইতো হবে
জেনে গেলে থাকেনা অনিশ্চয়তা


এটা জানতে হলে জেসাসের মত মরে আবার ফিরে আসতে হবে :P যেহেতু আমি ঈশ্বরের পুত্র না, আমার বাবা মায়েরই পুত্র সেহেতু ;)

আসলে একসময় আমি জীবনের সুনির্দিষ্ট অর্থ খুঁজে বেড়াতাম। পরে বুঝলাম এই খোঁজাটাই অর্থহীন। মানুষ তার কল্পনাশক্তি দিয়ে, পর্যবেক্ষণ দিয়ে, যুক্তি দিয়ে, অনুভব উপলব্ধি দিয়ে সবসময় একটা পরম সত্য আবিষ্কার করতে চেয়েছে। কখনো ধর্ম দিয়ে, কখনো বিজ্ঞান আবার কখনো দর্শন দিয়ে। আসলে যা সত্য তা এমনিতেই কাজ করে। তা মানুষের বিশ্বাস অবিশ্বাস যুক্তি তর্কের ধার ধারেনা। মৃত্যুর সাথে অভিমান করে বাঁচা যাবেনা। দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য বায়োটেক ফিল্ডে প্রচুর গবেষণা হচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর একদম শেষ সময়ে জন্মগ্রহন করলে ভালো হত। তাহলে পৃথিবীর সব ইতিহাস জেনে মরতে পারতাম।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
এটা ভাল বলেছেন - আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর একদম শেষ সময়ে জন্মগ্রহন করলে ভালো হত। তাহলে পৃথিবীর সব ইতিহাস জেনে মরতে পারতাম।

কিন্তু আবার দু:খেরও বিষয় থাকতো- বড্ড অল্প সময় বাঁচা হলো বলে আক্ষেপ রয়েই যেতো ;)

সন্ধানে কি মিলে কি মিলেনা যদিও এক বিশাল ধাঁধাঁ
তবু মন কি আর মানে? তার স্বত:স্ফুর্ত অনুসন্ধানী স্পৃহাই তাড়িত করে!
জনম থেকে জনমে, পুনরুত্থানের বাস্তবতায়
হোয়াট নেক্সট? এই প্রশ্নই তাড়িয়ে বেড়ায় কি বিজ্ঞানে, কি ধর্মে?

১৫| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আমিতো প্রথমে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। সম্বিত ফিরে পেয়ে আরেক বার দেখলাম ঠিক দেখছি তো? পরে অবশ্য ভুল ভাঙলো।
মফিজ ভায়ের কথায় রিস্টার্ট। আর জাদিদ ভাই তো বলেই দিয়েছেন পোস্টে মাইনাস। আমি ডাবল মাইনাস দিয়ে গেলাম পোস্টে।--

শুভেচ্ছা নিয়েন প্রিয় কবি ভাই।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে প্রিয় পদাতিক দা'

প্রথম শিরোনামটা দেখেছিলেন?
তবেতো বিট মিস হবারই কথা ;)

আপনাদের শত মাইনাসে পূর্ণ হোক ঝোলা
এত এত ভালবাসা আছে মনে জেনে হাসে ভোলা :)

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
ইশশ.. সবার হার্ট কত্ত দুব্বল। ইট্টু হার্ডকোর গেম খেলতে চাইলাম দিলো না ;) কাট্টি
হা হা হা

১৬| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: মৃত্যু নিয়ে মৃত্যুর পরে ভাবলেও চলবে
হা হা হা
তখন আর ভাবব কি দিয়ে?
মাথা মগজ সবতো মাটি হয়ে যাবে না? ;)


এমনিতেই মাথা মগজ মাটি হয়েছে বুঝাই যাচ্ছে আর তাই তো সবাইকে হার্ট এটাক করানোর বুদ্ধি এটেছিলে.....

কল্পদ্রুমভাইয়া এইবার কিলাকিলির বিষয়টা জানার পরে ইয়া বড় আরও একটা কিল দাও ভাইয়ার পিঠে !!!!! :P

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আহা মাটির ঢেলার ঘায়েই কাত হলে হবে আপুনি!
ইশশ সবার হার্ট কত্ত দুব্বল। ইট্টু হার্ডকোর গেম খেলতে চাইলাম দিলো না ;) কাট্টি
হা হা হা

তোমাদের এতএত এত্ত ভালবাসায় ঋণি হয়ে রইলাম।
হা হা সবাইরে কিল দেবার বুদ্ধি শিখাও। দাড়াও পিঠে ছালা বেঁধে আসি (ছালার ভিতর কারে ভরবো বলবো না ;) )
হা হা হা

১৭| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: বিদ্রোহী ভৃগু কি যে বলেন!!!!!!!!!!!!!

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

না ভায়া কিসসু বলিনা।

দেজাভু ভাবনা আর কি?

১৮| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৪

মা.হাসান বলেছেন: নূরু ভাইয়ের কাজ নুরু ভাইকে করতে দেন, ওনার কিবোর্ড নিয়ে আপনি কেন টানাটানি করেন?
ঠেলা দিয়া গেলাম।


২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা বটে। মরনোত্তর ভাবনায় অমর করার দায় কি সবআি বইতে পারে!

আচ্ছা ঠেলা অনুভব করলাম ;)

১৯| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৯

মা.হাসান বলেছেন: অন সেকেন্ড থট, ভুয়া ভাই, আমার মনে হইতেছে এইটা একটা ষড়যন্ত্র। ব্লগে কবিতার প্রবল জনপ্রিয়তার দিন যাইতেছে । ভৃগু ভাই ব্লগে কবিদের জনপ্রিয়তায় ধ্বস নামানোর জন্য এই কাম করছেন।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই বেরাদার বইন গণ সবাই হার্ট বিট মিস করতেছিল বিধায় শিরোনামতো আসলটা পান নাই!
তাই কত কথা কইয়া গেলেন ;)
আপনার হার্টবিট খানা মিস হইলে বুঝিতেন কবিতার কি ধার ;)
হা হা হা

নাই কাজতো খই ভাজ একটা কথা আছে না। লক ডাউনে কিছু মিছু করা আর কি ;)

২০| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১

ইসিয়াক বলেছেন:

মাইনাসে মাইনাসে প্লাস

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ভালবাসা অন্তহীন কবি।

২১| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৫২

মনিরা সুলতানা বলেছেন: আসলে এমন ভাবনা আজকাল আমাদের সবার মনে :(

২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম. . .

বড্ড বেশি আনমনা করে দেয় অবসর
জীবনের খাতা মনে হয় এইতো খুলেছি কেবল
অথচ
সময় বারবার ঘন্টা বাজায়
ইটস টাইম টু বি রেডি
ইটস টাইম টু বি রেডি টু গো . .

দেজাবু অনুভবে একটু মরনোত্তর ভ্রমন ভাবনা বলতে পারেন মনিরাপু :)


২২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:০৩

মা.হাসান বলেছেন: ভাই বেরাদার বইন গণ সবাই হার্ট বিট মিস করতেছিল
ভাই-বেরাদর বইন গন ব্যাকতে কি হার্ট দিয়া পড়ে? চক্ষু দিয়া কেউ পড়ে না? শিরোনামের শেষে দেজা ভু কেউ দেখে নাই? লেখক এর নাম টাও কেউ দেখলো না? প্রশ্ন ফাঁস জেনারেশনে জাতি ভর্তি হইয়া গেল।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
চাঁদগাজির শুন্যস্থান পূরণ করতাছেন নিকি?

ভালবাসায় আর প্রশ্ন না করি। দেজাভু ট্যাবু তে সফট কইরা দিছিলাম।
মগর পয়লা এটাকেই সবাই কাইত!
তাই আমিও ভালবাসায় ভাইসা নাম বদলাই দিলাম!
পাঠক যদি হার্ট ফেইল করে কবিতা পড়বে কে? ;)

২৩| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:১৫

মিরোরডডল বলেছেন: আপনাকে পেনাল্টি দেয়া উচিৎ এরকম সবাইকে আতংক দেয়ার জন্য । :(
সাম্প্রতিক মন্তব্য দেখে আসলেই প্যানিক হয়েছি । ফান করেও আর কখনও এ কাজ করবেন না ।

আর কবিতার কথা বলবো ওই যে লিখেছেন এইতো ! ব্যাস !
এটাই চরম সত্যি । তাই শুধু শুধু অকারণ এসব না ভেবে জীবন উপভোগ করুন ।
মারা গেলে কি হবে, সেটা মৃত্যু আসুক তখন দেখা যাবে ।
আর মৃত্যুর পর কে কি বলবে বা করবে, সেটা ভাবা সবচেয়ে সময় নষ্ট :|

মৃত্যুর পর ভুত হয়ে এসে অপছন্দের কারো ঘাড় মটকে দিতে পারবেন কিনা সেটা নিয়ে যদি ভাবেন তাহলে ঠিক আছে :)

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নাহ!
আপনিও কইলেন!
বহুতদিন পর ইট্টু হার্ড কোর প্লে খেলতে গেলাম। সব্বাই ভালবাসার লাল কার্ড দিয়ে সাইড লাইনে বহায়া দিলেন! :-B

হুম। বুঝলাব ডেজুবু এখনো হিট খায় নাইক্যা
আপনাদের আবেগকে ভালবাসাকে মাথায় রেখে তাই বদলে দিয়েছি ভায়া!
এমন ভালবাসা যুগ যুগ বেঁচে থাকুক - পরষ্পরের জন্যে।

মৃত্যুর পর ভুত হয়ে এসে অপছন্দের কারো ঘাড় মটকে দিতে পারবেন কিনা সেটা নিয়ে যদি ভাবেন তাহলে ঠিক আছে :)
হা হা হা। ভাল বলেছেন ...

২৪| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:২২

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
এই মহামারী অনেকের মনেই প্রভাব ফেলছে সচেতনে অচেতনে। হঠাত এক রূড় বাস্তবতার মুখোমুখি মানব প্রজাতি। কর্পোরেট ল্যাডার আর টিকে থাকার সংগ্রামের ভুলভুলাইয়ায় এতোদিন যা আমরা কেউই টের পাই নি।

২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক বাবা

এতক্ষনে কবিতা নিয়ে মন্তব্য পেলাম।
আসলে শিরোনামে প্রথমেই সবাই এত শকড হয়ে গেছিল - শিরোনামে কবিতা আড়াল হয়ে গেছিল ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
ভুলভুলাইয়া কেটে যাক। মানুষ আবার মানুষ হয়ে উঠুক ভালবাসায়, মানবতায়, প্রেমে।

২৫| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১

পদ্মপুকুর বলেছেন: আপনি তো মজা পাচ্ছেন, আমরা যে কি ভয় পেয়েছি, আপনাকে বোঝানো যাবে না.... কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে...

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: না ভায়া মজা পাচ্ছি না।
বিষয়টা হজম করা খুব হার্ড কিন্তু দেজাভু দিয়ে ভেবেছিলাম সবাই বুঝতে পারবেন।

আপনাদের হার্ট হ্ওয়াটা আমার প্রতি গভীর ভালবাসারই প্রকাশ। তাতে আপ্লুত । এবং তাই শিরোনাম বদলেও দিয়েছি কিন্তু।
আশা করি আমার ভালবাসাটুকু্ও অনুভব করতে পেরেছেন। :)

সে যাতনায় জ্বলেই না আসে কাব্য
বুঝবো কেন তবে নই কি ভব্য :)

ভাল থাকুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন
ভালবেসে, ভালবাসায়

২৬| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

জুন বলেছেন: এই সময়ে এমন নির্মম রসিকতা ভালোলাগলো না ভৃগু। এমনিতেই মনটা সবসময় ছোট হয়ে থাকে গত তিন মাসে আত্নীয় পরিচিত মিলে প্রায় ১৫ জন মারা গেছেন। তবে সবাই করোনায় না। কিন্ত আর ভালো লাগে না এই সংবাদ।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বদলে দিয়েছতো জুনাপু
আপনাদের গভীর ভালবাসায় কৃতজ্ঞ।
যাক শান্তি পেয়ে মরতে পারবো- অন্তত এই হৃদয়গুলোতে একটু খানি ঠাই পেয়েছি এই তৃপ্তি নিয়ে!

হুম। চারিদিকে মৃত্যুপুরী
অজানা শংকায় দিনগুনি
পালা বদলে কখন যে আসে কোন নাম
অনিশ্চিত অপেক্ষায় হৃদে জাগে কম্পনই।

অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল
ভাল থাকুন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন
ভালবেসে, ভালবাসায়

২৭| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাবলাম রাজীব নুর ভাইয়ের প্রার্থনা কবিতার সাইড ইফেক্ট। ঢাকার অর্ধেক শহর উড়ে গেল কিনা। আপনি মৃত্যুর পর ও কবিতা লিখে অমত্ব প্রমাণ করলেন। ইন্না লিল্লাহি =p~ =p~ কবিতা মাশাআল্লাহ ভালো হয়েছে তা কবি আছেন কেমন ৩ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তো। !:#P

২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

২৮| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না ভায়া কিসসু বলিনা। দেজাভু ভাবনা আর কি?

আপনার ভাবনা উন্নত। মুগ্ধ হই।

২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে কন!

ইট্টু হালকা ভাবাভাবি আর কি ;)

আপনার মুগ্ধতার কথা জেনে ভাল লাগলো।

২৯| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:০৯

ঢাবিয়ান বলেছেন: কবিতা পড়ে যারা হার্টবিট মিস করেছে তারা মনে হয় মনে করেছে বিদ্রোহী ভৃগুর ভুত এই পোস্ট লিখেছে। =p~ =p~ =p~

২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বিনা ভায়া... ভাব নিয়েন না!

প্রথম শিরোনাম যদি থাকতো- আপনিও মিস করতেন, কনফার্ম ;)

ভুত হয়ে ব্লগিং করতে পারলে ভালই লাগতো।
মডুর উপর ভর কইরা মজা লইতাম ;) হা হা হা

৩০| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজেকে ভুলিতে দেবনা কভু- আপনি তো ভায়া তাই করেছেন।

এমন এক কাব্য রচিছেন কি করে ভুলিবে ব্লগারগন।

অবশ্য সময়ই এমন হয় যে শোক কাটিয়ে প্রিয়জনকে ভুল যায় মানুষ জীবনের প্রয়োজনে কেবল স্মৃতিতে করে স্মরণ।

++++++

২৬ শে জুন, ২০২০ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বাস্তবতারই স্মরণ ভায়া!

আসলেই যেন এ বুদবুদ সম জীবনকাল আমাদের। মহাকালে যত উপরে উঠি ততই ক্ষুদ্রতায় ক্ষুদ্রতর মনে হয়!

প্লাসে অনুপ্রানীত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩১| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




ওয়াও ...........দারুন...........দারুন।

কবির এই "বিদ্রোহী ভৃগু আর নেই" এমন আক্ষেপে একটা উর্দু শের মনে এসে গেলো, মনে হলো এই কবিতার সুর এটাই ---

"মেরা জানাজা নিকলা,
জানাজাকা পিছে পুরা জামানা নিকলা।
লেকিন যিসকে লিয়ে মেরা জানাজা নিকলা,
ও নেহি নিকলা।"


অনুবাদ:
আমার জানাজা বের হয়েছে,
সব লোক বের হয়েছে জানাজার পিছে ।
কিন্তু যার জন্য আমার জানাজা বের হয়েছে ,
সে-ই বের হয়নি।

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন! দারুন অনুবাদ !
শায়রী দিয়ে সমৃদ্ধ করলেন কাব্য ভাবনা!

অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া
তবে শিরোনামটা আর কিছুখন থাকলে বুঝি অন্যরকম কিছু হয়ে যেত!!!

অন্তহীন শুভকামনা রইল

৩২| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:১১

নেওয়াজ আলি বলেছেন: নিজের কাজই নির্ধারণ করবে মরণের খবরে বুক মুচড়ে উঠবে কিনা। ভালোবাসা আর ভালো কাজই মরণের ষ্ট্যাটাস প্রিয়তে থাকে এবং চোখের জল ঝরে। যেমন এখন রাজনৈতিক নেতার মরণে হয়।

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন ভায়া।

আমরাতো কবি। বেদনাকে খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসি।
তাই "বিদ্রোহী ভৃগু আর নেই" এর পরের অনুভব জানার বড্ড তিয়াস - -
আহমেদ জিএস ভায়ার শায়রীর ভাব ধারন করে

যদি হৃদয়ের কোনে থাকে একটু স্থান
জানি শুনে মন হবে পেরেশান
একটুখিানি হাহাকার
আহা- বড় আলাভোলা কবি ছিল . .

এইতো! আর কি চাই ;)

ভাল থাকুন। অন্তহীন শুভকামনা


৩৩| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:১৭

সাইন বোর্ড বলেছেন: ফেসবুকে লাইক দিয়ে এসেছি । আপনি নাই মানে বললেই হলো ?

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নাহ। একদম না।
এই তো আছি। তবে একদিন যখন সত্যি নাই হয়ে যাব। সেদিন হয়তো আবার আলোচনা হবে
হয়তো হবে না। হয়তো কেউ জানবে, কেউ জানবে না!

ভালবাসার একটু স্মরণ- এইতো জীবন।

অনেক অনেক ধন্যবাদ ভায়া্

৩৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিশ্বাস করেন আর না করেন। সামুপাগলার আড্ডাপোস্টে লিংক ধরে আপনার পোস্ট ওপেন হতে যেটুকু সময় গেল হার্ট বিট অনেক বেড়ে ধরফর করেছিল। পরে দেখলাম এতো কবিতা মাত্র। প্রার্থিব জীবনে আমাদের চাওয়া পাওয়াগুলো নানান রকম। কিন্তু শেষ বিদায়ের পরে আমরা আদো কী কাউকে সহমরণে নিতে পারি? না দেখতে পাবো কারোর একটিভিটিজ!

তবে যা রেখে গিয়েছেন তা আপনাকে ভুলতে দিবে না মনে হয়। আপনি রয়ে যাবেন শত কিংবা সহস্য পাঠকের ভীরে।

২৬ শে জুন, ২০২০ রাত ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আড্ডা ঘরের বছর শেষে শেষ ক্ষনে একটু চমকাতেই লিংক দিয়েছি।
বেশ হয়েছে এই যে আড্ডাবাজ আপনাকে পেয়ে গেলুম :)

এই ধরফড়ানিটুকুই বুঝি নিখাদ ভালবাসা
ধন্য আপনাদের এত আন্তরিক ভালবাসা পেয়ে ! কৃতজ্ঞতা অফুরান।

মহাকাল বড্ড নিকেশী। পই পই হিসেব মিলিয়ে করে মূল্যায়ন
ভালবাসায় যদি কেউ করে স্মরণ, তবেই বুঝি ধন্য জীবন।

৩৫| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:০৮

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: হার্ড কোর প্লে কি? কিভাবে খেলে ? :D
যাক, বেশি ভাইবেন না,একসময় হয়ত শোকের আয়ূ এক সেকেন্ড ও থাকবে না । :(

২৬ শে জুন, ২০২০ রাত ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হার্ডকোর ছিল শিরোনাম টা -
কিন্তু প্রিয় প্রিয় ব্লগারগণ হার্টবিট মিস করছিলেন। তাই বদলে দিয়েছি।

ভাবলেও থাকবে না, না ভাবলেও জমা রবে না।
তবে ভাবতে ভাবতে যদি ভাল কিছু হয়, ভাবাই ভাল ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল

৩৬| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কত ভালো কাজ করেছি, সেগুলো প্রচার পায় নি। অনেক খারাপ কাজ আমি নিজেই ঢেকে রেখেছি। কিন্তু, যেদিন মারা যাব, সেই খবরটি আর গোপন থাকবে না।

কবিতায় একটা চিরন্তন সত্য চিত্র ফুটে উঠেছে। আমাদের যে-কারো মৃত্যুর পর গড়পড়তা এমনই হবে। টেকনোলজি যত উন্নত হচ্ছে, এ চিত্র আমাদের দৃষ্টিতে তত নির্মম হয়ে উঠবে। এখানে 'প্রেমিকা' বা 'স্ত্রী' হয়ত একক একটা 'উদ্দেশ্য', কিন্তু বাস্তবে আমাদের বন্ধুবান্ধব, ভাইবোন, সহকর্মীরাও এর অন্তর্ভুক্ত হবে। কিছুদিন মনে করবে, কিছু আনুষ্ঠানিকতা উদ্‌যাপন করবে, তারপর যথানিয়মে ভুলে যাবে। চিরন্তন নিয়ম এটাই। দুঃখকে বুকে নিয়ে বেশিদিন বাঁচা যায় না, এজন্য প্রকৃতিই মানুষকে এভাবে গড়ে তুলেছেন, যাতে প্রিয়জনের তিরোধানে খুব শীঘ্র শোক ভোলা যায়, যাতে আবার নতুন করে শক্তি সঞ্চার করে বেঁচে ওঠে।

কবিতাটা করুণ রসের এবং সুলিখিত।


২৬ শে জুন, ২০২০ রাত ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন প্রিয় সোনা ভাই ;)

হুম । ভুলে যেতে না পারলে মানুষের বেঁচে থাকাই কঠিন হতো।
আবার মানুষের নিজেকে স্মরনে রাখার আকাংখা্ও আদি থেকেই। এই টানাপোড়েনেই এগিয়ে চলে জীবন
মহাকাল পেরিয়ে কেউ কেউ রয়ে যায় স্মরনে অমর হয়ে!

কবিতার রস আস্বাদনে আর অনুভবে প্রীত অনুভব করছি।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
শুভকামনা রইল

৩৭| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: X((

মাইনাচ -------

২৭ শে জুন, ২০২০ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ভায়া ক্ষেপলেন কেনু!

কবিরা কি এক্সপেরিমেন্ট করতে পারেনা।
নিজেকে নিজে হারিয়ে কত কাব্যইতো লেখে, এখানে নিজেকে নিজে মেরে
আত্মমূল্যায়নের সামান্য চেষ্টা!

ভালকাসায় একরাশ কৃতজ্ঞতা
মাইনাস টুকু বুকের মাঝে পুষে রাখলুম :)

শুভেচ্ছা

৩৮| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:২৭

পদ্মপুকুর বলেছেন: তবে কবিতার কথাগুলো খুবই ছুঁয়ে যাওয়া। হুমায়ুন আহমেদের বইয়ে পড়েছি, কোনো কোনো এলাকায় নাকি মৃত্যুর আগেই কবরের অভিজ্ঞতা নেয়ার একটা চল আছে। অনেকেই মৃত্যুর আগেই কবরে গিয়ে থাকে কয়েকদিন...

আপনার কবিতাও অনেকটা ওইরকম অভিজ্ঞতা নেয়ার চেষ্টার মত!!

এখন গিয়ে আমি কিন্ত প্লাস দিয়ে এসেছি। তবে প্রথমবার পড়ে মনে হয়েছিলো মাইনাস বাটন থাকলে ভালো হতো... :-P

২৭ শে জুন, ২০২০ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক
অবশেষে কবিতায় এয়েছেন। কৃতজ্ঞতা।
হুম আসলে সেটাই অনুভব করা আত্মায়নায়

আমিতো কেউ না। একটা নাম মাত্র। আর কর্মসমূহ
অত:পর যা বাস্তবতা তাই কল্পনা কবির ভাবনায়

মাইনাস টুকু ভালবাসায় কঠিন নির্যাস বহন করে
তাই তারে বুকের ওমে লুকিয়ে রাখলুম

৩৯| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মশকরা করেন !! :(( :((
তাও ভালো অনেক পরে
পড়লাম। =p~

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঁইচ্চা গেছেন
প্রথম শিরোনাম দেখলে আপনিও বিট মিস করতেন বটে ;)

অনেক ধন্যবাদ নূরু ভাই।
শুভেচ্ছা রইল

৪০| ২৭ শে জুন, ২০২০ রাত ১:৫৮

কাছের-মানুষ বলেছেন: কবিতা পড়ে কিছুটা ধাক্কা খেয়েছিলাম, পুনরায় শিরোনাম এবং মন্তব্য পড়ে হাফ ছেড়ে বাঁচলাম।

মন্তব্য পড়ে বুঝলাম আগের শিরোনামটা আরো ভয়াবহ ছিল। ব্লগাররা আপনাকে এই সুযোগে ভাল র‍্যাগিং দিল মনে হয়!

চাদগাজি সাহেবকে নাকি ব্যান করা হয়েছে, আপনার পোষ্টে তিনি পুনরায় শব্দ বোমা মেরে প্রমাণ করলেন তিনি মুক্ত এখন!

ভয় পাইয়ে দিয়েছিলেন। আপনি সুস্থ থাকুন।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আগের শিরোনামটা আসলেই কলজে কাঁপানো ছিল বটে!

এই র্যাগিংয়েও যে সূখ। সবার মনে এত্ত ভালবাসা -এই কবিতা আর এই আগের শিরোনাম না দিলে
বোধকরি ইহজনমে আর জানা হতো না!

ভয় পাওয়াটাকে কি কবিতার সাফল্য বলবো? নাকি আমার প্রতি আপনারও অকৃিত্রম ভালবাসা :)
সত্যি অন্তহীন কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি। মরণের পরে হয়তো প্রকাশ হতো, বুঝতে পারতাম না এভাবে!
ভালই হলো- জেনে গেলাম - এই পৃথিবী ততটা নিষ্টুর নয় ;)
অনেক অনেক বেশী ভালবাসায় ভরা

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৪১| ২৭ শে জুন, ২০২০ রাত ২:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



করোনা আক্রান্তের পরবর্তী ফলোআপের ধারাবাহিকতায় মাত্র কয়েক ঘন্টা আগে হাসপাতাল থেকে চেষ্ট এক্সরে ও ইসিজি করে ফুর ফুরে মেজাজে ঘরে ফিরে স্নান করে নামাজ কালাম পরে কমপিউটার খুলে বসলাম । করোনায় আক্রান্ত হওয়ার পরে দিনে রাতে বেশ কয়েকবার অক্সিজেন প্রেসার লেভেল ও হার্টবিট চেক করি । সামুতে একবার ঢুকলে কখন যে সেখান হতে বের হব তার কোন ঠিক নাই । তাই ভাবলাম করোনায় ঘিচ ঘিচ করা হাসপাতাল থেকে ফিরার পরে অক্সিজেন ও বিট লেভেল কি পর্যায়ে আছে একটু চেক করে নেই । দেখলাম অক্সিজেন লেভেল৯৯ আর বিট লেভেল ৯৮, মোটামোটি সন্তোষ্ট হয়ে ফুরফুরা মেজাজে কমপিউটার খুলে নিউজ হেডলাইন , ইমেইল চেক করে সামুতে লগ ইন করে বসলাম । প্রথম পাতার শিরোনামগুলি দেখতে না দেখতেই ডানদিকে ভেসে উঠা সাম্প্রতিক মন্তব্য তালিকায় ভয়ংকর একটি শিরোনাম দেখে এখানে এসে আরো ভয়ংকর কিছু দেখলাম । রুদ্ধশ্বাসে প্রায় সস্বিত হারা হয়ে কবিতাটি পাঠ করলাম ।নীজেই টের পাচ্ছি বিট বেড়ে যাচ্ছে, সাথে সাথে চেক করে দেখলাম ১০৮/১১০ এর মধ্যে উঠানামা করছে । যাহোক মন্তব্যের ঘরে যেতে যেতে আমার মত অবস্থা প্রায় সকলেরই। একি কান্ড পিলে চমকানো কবিতা ।

জীবনের সাধনা , মরনের ভাবনা ,কে কতদিন কি ভাবে দেখবে কিভাবে মনে রাখবে, নীজেরই বা কি হবে , কাব্যিক , দার্শনিক বাস্তবিক ভাবনাগুলি যেন মুর্ত হয়ে উঠেছে লেখাটিতে । ইত্যাকার কারণে হার্টবিটের পারদ যতই উপরে উঠোকনা কেন, আমি কিন্তু অনেক অনেক ++++দিয়ে গেলাম । জন্মিলে মরিতে হইবে এ নিয়মের কোন ব্যত্যয় হবেনা এ জগতে । যে যখন মরে সে দিনই তার জন্য কেয়ামত , সে আর ফিরে আসবেনা দুনিয়াতে । দুনিয়াতে তার পরে কে কি ভাবল তাতে কি যায় আসে। তাইতো বলি
আই ওয়ান্ট টু ডাই আনলেমেনটেড, আমার কবরে কোন স্মৃতি ফলক চাইনা, আর বলে যাব আমার কবর পাশে দাঁড়িয়ে রোদন করোনা , যদি পার দুর থেকেই আমার জন্য কিছু দোয়া করো । আপনার জন্য সকল অবস্থাতেই দোয়া রইল ।

অনেক অনেক শুভেচ্ছা থাকল

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ প্রিয় ভায়া
আন্তরিক দু:খিত বিট ১০৮/১১০ এ উঠিয়ে দেয়ায়!

একি কান্ড পিলে চমকানো কবিতা । দারুন বলেছেন এক কথায় :)

জীবনের সাধনা , মরনের ভাবনা ,কে কতদিন কি ভাবে দেখবে কিভাবে মনে রাখবে, নীজেরই বা কি হবে , কাব্যিক , দার্শনিক বাস্তবিক ভাবনাগুলি যেন মুর্ত হয়ে উঠেছে লেখাটিতে । একেবারে কবিতার নির্যাস টুকু যেন তুলে ধরলে দু লাইন।
হ্যাটস অফ টু ইউ।

ইত্যাকার কারণে হার্টবিটের পারদ যতই উপরে উঠোকনা কেন, আমি কিন্তু অনেক অনেক ++++দিয়ে গেলাম ।
সব্বার ভালবাসার মাইনাসে ভেসে যাবার অনেক অনেক পর এই প্রথম ভুস করে জলে ওঠে দম নেয়ার স্বাদ দিলেন গুনিজন।
কৃতজ্ঞতা অন্তহীন। অবশ্য সে মাইনাসেও যে গভীর ভালবাসা তাতে বুঝি মরণেও সূখ ;)

অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল

৪২| ২৭ শে জুন, ২০২০ রাত ৩:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: এসব লেখার মানে কি? কঠিন মাইনাস! X(( X((

সত্যি আপনার কাছ থেকে এমন ইনম্যাচিউরিটি আশা করিনা। আই হ্যাভ নোন ইউ ফর সাম টাইম, থট ইউ আর এ সেন্সিটিভ বাট সেন্সিবল পারসন এজ ওয়েল। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আত্মহত্যা করছে করোনা সহ অন্য নানা কারণে ডিপ্রেশনে পড়ে। সবাই ভবিষ্যৎ নিয়ে শংকিত। এমন সময়ে আপনার কবিতায় তো আশার কথা, সাহসের বাণী থাকার দরকার। এমন কবিতা লেখা দরকার যেটা পড়লে মানুষের জীবনের প্রতি ভালোবাসা বাড়বে, নিশ্বা:সের প্রতি বিশ্বাস বাড়বে। অভিজ্ঞ ও গুণী কবি হিসেবে সেটাই তো আপনার দায়িত্ব। কিন্তু লাইনে লাইনে ভয় পাইয়ে দিয়েছেন রীতিমত। আপনি দয়া করে কবিতার "বিদ্রোহী ভৃগু" অংশগুলো পাল্টে অন্যকিছু দিন - বাজে লাগছে পড়তে এভাবে। আপনার সহব্লগার, পাঠক, আত্মীয়, বন্ধু, কলিগ যারাই এটা পড়বে ভীষন কষ্ট পাবেন।
এটাই বোধহয় আপনার প্রথম এমন কোন লেখা হলো যেটা আমি পড়লাম কিন্তু না আমার ভালো লাগল, নাইবা আমি লাইক দিলাম। আর কখনো যেন না দেখি এসব আজেবাজে লেখা।

টেক কেয়ার।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সার্থক বলবো না ব্যার্থ!
সকলের অংশগ্রহনে, ভালবাসায় মাইনাসে সার্থকইতো মনে হয় ; নেগেটিভ পজিটিভ ;)

ড. এম এ আলী ভায়ার মন্তব্য থেকে ধার করে বলি
" জীবনের সাধনা , মরনের ভাবনা ,কে কতদিন কি ভাবে দেখবে কিভাবে মনে রাখবে, নীজেরই বা কি হবে , কাব্যিক , দার্শনিক বাস্তবিক ভাবনাগুলি যেন মুর্ত হয়ে উঠেছে লেখাটিতে " -
আসলেই এভাবেই প্রকাশের চেষ্টা ছিল ।
এবং সখি, সবচে মজা কি জানো, আড্ডা ঘরে ঘুরতে ঘুরতেই কোন একটা কমেন্ট পড়েই ক্লিক করে আইডিয়াটি! ;)
তারপর ঝটপট লেখা আর চটপট প্রকাশ
এবং সকলের ভালবাসার মাইনাসে ধবল ধোলাই! এজওয়েল এজ বাই ইউ অলসো.... :P

আবার ধার করতেই হয় আহমেদ জিএস ভায়ার মন্তব্য থেকে -

"মেরা জানাজা নিকলা,
জানাজাকা পিছে পুরা জামানা নিকলা।
লেকিন যিসকে লিয়ে মেরা জানাজা নিকলা,
ও নেহি নিকলা।"

হা হা হা
এমনই হয়। ব্যাপারস না।

<কবিতায় তো আশার কথা, সাহসের বাণী থাকার দরকার। এমন কবিতা লেখা দরকার যেটা পড়লে মানুষের জীবনের প্রতি ভালোবাসা বাড়বে, নিশ্বা:সের প্রতি বিশ্বাস বাড়বে। অভিজ্ঞ ও গুণী কবি হিসেবে সেটাই তো আপনার দায়িত্ব।

অকে, মাইনে নিনু। কিন্তু দু:সময়ের অন্ধকারে আলোর স্বপ্নও যে আলেয়া মনে হয়। বিভ্রম বলে ভুল হয়! তখন আশার কথাও প্রহসন বলে মনে হয়! আশার বদলে মরিচিকা ভ্রম দেয়! ..... তবুও শেষ পর্যন্ত আশাই ভরসা হয়ে থাকুক . . .

< সহব্লগার, পাঠক, আত্মীয়, বন্ধু, কলিগ যারাই এটা পড়বে ভীষন কষ্ট পাবেন।

সত্যি যখন কষ্ট পাবে পেছনে ফ্যাক্ট থাকবে দুটো।
এক. - আমার লেখা টাচি হয়েছে, সবার হৃদয়কে ছূঁয়ে গেছে; সেই ক্ষেত্রে লেখা সফল
দুই. - আমার প্রতি সকলের ভালবাসা অনেক অনেক বেশি!

যেটাই হোক এক বা দুই; দুটোই আমার জন্য এক বিশাল পাওয়া। ভালবাসাহীন হাজার বছর বাঁচার চেয়ে
এমন ভালবাসা একদিন পেয়ে মরে যাওয়াও বুঝি আনন্দের! :P

সবশেষে সত্যিই আমি কৃতজ্ঞ। সবার প্রতি । যারা যারা মাইনাস দিয়েছেন। অনেক অনেক কষ্ট পেয়েছেন
ড. এম এ আলী ভায়ার রেসিও দেখৈতো আমারই বিট মিস হয়ে গেছিল !
সময়ের গাড়িতে সবাইকেই চলে যেতে হয়! আমিও যাব।
তবে এই সামান্য কাব্যে যে গভীর অনুরাগ আর অনুভবের প্রমাণ পেলাম- সত্যি ধন্য। কৃতজ্ঞ এবং ঋণি সবার কাছে।
সত্যি যেদিন চলে যাব হয়তো দেখতে পেতাম না- আজ দেখে মন আপ্লুত।

< আর কখনো যেন না দেখি এসব আজেবাজে লেখা।
আবার! আমার ঘাড়ে ক'টি মাথা। আর অমন মাইনাস আর অমন ধোলাই ;) বাপরে . . .তাওবা, নাকখপ্তা! :-B B-)

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা শুভেচ্ছা আর শুভকামনা

অনেক অনেক ভাল থেকো জনম জনম
সখা জনে রেখো মনে শ্বাসে হরদম;
পলকেই মুছে যায়, সব বস্তুর ভ্রম
হৃদয়ের অনুভব রয় হৃদয়েই গুম নাম।।

৪৩| ২৭ শে জুন, ২০২০ সকাল ৭:১৯

এ কাদের বলেছেন: ৪২ ম ন্তব্য ৩৬ উত্তরঃ ভাই আপনি যেন মরিয়া প্রমান করিলেন আপনি মরেন নাই। ভাল লেগেছে আপনার কবিতা আর এই মন্তব্য উত্তরের আড্ডা। ভাল থাকুন, বেচে থাকুন হাজার বছর।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাদম্বিনি হইতে হইল অবশেষে ;) হা হা হা

ভাল বলেছেন -ভাল লেগেছে আপনার কবিতা আর এই মন্তব্য উত্তরের আড্ডা
হুম বেশ একটা জম্পেশ আড্ডাই হয়ে যাচ্ছে যেন :)

আপনার শুভকামনা কৃতজ্ঞতা অফুরান।
ভাই- আয়ুটা একটু কমান যায় না ;)
দীর্ঘদিন বাঁচা বুঝি সত্যিই খুব যাতনার. . . .

ঐ যে গান মনে আছে না
শুধু একদিন ভালবাসা মৃত্যু যে তারপর তাও যদি হয়
আমি তাই চাই ... তাও যদি হয়
চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর . . . .

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৪৪| ২৭ শে জুন, ২০২০ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



কাল রাতে দেখে গিয়েছি যে, কি শিক্ষাটা লোকজন আপনাকে দিয়েছে! রীতিমত কিলাকিলি অবস্থা! এসব দেখে চুপিচুপি চলে গিয়েছি। তবে আপনার পিঠের সুরক্ষার জন্য দুআ ঠিকই করেছি।

ব্লগারদের ভালোবাসা মেপে দেখার জন্য এমন পোস্ট শিরোনাম মাঝে-মধ্যে দিতেই পারেন!

কবিতায় আপনার ভাবনার সুন্দর প্রকাশ কিন্তু দারুণ মনে হয়েছে আমার কাছে। +

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শিক্ষা কি বলছেন ভায়া

আমিতো আপ্লুত এত্ত এত্ত ভালবাসায় . . .
মরণের আগেই যেন দেখে নিলুম। আহা কি শান্তি। এত্ত এত্ত ভালবাসায় ডুবিয়ে আমাকে ঋনি করে দিয়েছেন সবাই :)

ধুর, পলায়া গিয়া দোয়া করলে বুঝি ভালবাসা হইলো X((
না সামনে এসে বুক দিয়ে আগলে রাখলে না বুঝতাম, সখি কত্ত ভালবাসি তোমারে ;)

আর না ভাই! নাকখপ্তা!

কবিতা অনুধাবনে আর প্লাসে অনেক অনেক ধন্যবাদ।
অন্তহীন শুভেচ্ছা রইল ভায়া


৪৫| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:২৪

নীল আকাশ বলেছেন: ব্লগের সবার মাইনাস যোগ করে তারে দুই দিয়ে গুন করে মাইনাস।

মিয়া ভাই মস্কার করেন সবার সাথে?
দুই একজন হার্টের রূগী থাকলে কী হ মতে পারতো
ভেবে দেখেছেন? মরলে অবশ্য করোনার দোষ হতো!

যা লিখেছেন তা অবশ্য সত্যই লিখেছেন। এখন মৃত্যু সংবাদ কয়েকটা ইমোজীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে।

এইদেশে মানুষের জীবন খুব সস্তা!
কবিতা ভালো হয়েছে।
আর কী দেখে হবে আমাদের?
কে জানে?
শুভ কামনা রইলো।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
খাড়ান ক্যালকুলেটরটা নিয়া বসি
পারবেতো হিসেব করতে? নাকি সুপার কম্পু ধার করতে হইবে ;)

বিশ্বাস করেন, সারাজীবনে যতনা স্যাড ইমো দিয়েছি- এই করোনার কয় মাসে মনে হয় তারচে শতগুন বেশি দিতে হচ্ছে!
তাই ভাবনাটা এলো- আমি চলে গেলেও তো জীবন মানে এইই-
একটা স্যাড ইমো... বা ইন্নালিল্লাহ পাঠ...
তারপর?
তাই নিজের অর্জন আর মূল্যায়নেরই এ ভাবনা!

কিন্তু ভাই বেরাদারগো ভালবাসায় আসল কথাই কেউ কইলো না, দু একজন ছাড়া!
যাউকগা ব্যাপারস না।
আপাতত কাদম্বিনির পাঠ সমাপ্ত :)

যাই আশা আর ভরসা
স্বপ্ন আর ভালবাসার কবিতা নিয়ে ভাবি ;)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল ভায়া

৪৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আমার লেখা অনুভব করার বোধ এখনো হয়নি! আহারে !
ব্যপারাস না। একবার না পারিলে দেখ শতবারতো বাংলা প্রবাদই "

-আমি সাপুড়ে কবিতা ও লিলিপুটিয়ান ভাবনা ভালোবাসি না।

২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও বেহায়া আর নির্লজ্জদের ভালবাসিনা ;)

কিন্তু সমস্যা হলো তারা বেহায়া আর নির্লজ্জ বলেই বারবার আসে
:-B

৪৭| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:০৭

করুণাধারা বলেছেন: গতকাল সাম্প্রতিক মন্তব্যর ঘরে কবিতার শিরোনাম পড়ে আঁতকে উঠেছিলাম। পরে একটু ধাতস্থ হয়ে ঠিক করলাম একটানা মায়নাস দিয়ে যাব...

তিন নম্বর মন্তব্যে শায়মার সাথে একমত। ভবিষ্যতে এমন ভয়ঙ্কর শিরোনামের কাছাকাছি কোন শিরোনাম দিলে সঙ্গে সঙ্গে মডারেটরের কাছে রিপোর্ট করা হবে।

কবিতা ভালো, আপনি থাকুন ভালো।

২৮ শে জুন, ২০২০ সকাল ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি আপনাদের এত্ত এত্ত ভালবাসা মাখা মাইনাস, রিপোর্ট আর হুমিক ধামকিকে আপ্লুত!
সার্থক তবে কাব্য রচনা!
শুধু স্যাড ইমোটিকন আর ইন্নালিল্লাহ লিখে দায় শেষ হবে না
কেউ কেউ মনের গহনে পাবে ব্যাথা
কারো কারো মিস হবে বিট
এইতো ভালবাসা- এ পেয়েছি অনেক অনেক আর কি চাই
এবার তবে কি চাইব অনুমতি? এবার তবে যাই ;)

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভকামনা রইল

৪৮| ২৮ শে জুন, ২০২০ রাত ১২:৩৯

জাফরুল মবীন বলেছেন: দেজা ভু্ চরণে জামাই ভু ( jamais vu) অনুভূতি তৈরি হলো!

২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন এটা টার্মের সাথে পরিচয় করিয়ে দেয়ায় ধন্যবাদ ভায়া :)

হুম তেমনটাই ঘটে গেল
এক্সপেরিমেন্ট তার হার্ড লেভেলকে ছাড়িয়ে গেল বটে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো

৪৯| ২৮ শে জুন, ২০২০ রাত ১:১৬

শের শায়রী বলেছেন: ম্যা'ভাই যারে উদ্দেশ্য কইরা লেখাছেন হ্যায় কি দেখছে? এইডাই এক মাত্র কুশ্চেন ;)

২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ম্যা' ভাই অমন কইরা জানতে চাইতে নাইক্যা ;)
মহান বিচারকদের ভাষায়- বিব্রত বোধ করতে হয় বৈকি ;) হা হা হা

"মেরা জানাজা নিকলা,
জানাজাকা পিছে পুরা জামানা নিকলা।
লেকিন যিসকে লিয়ে মেরা জানাজা নিকলা,
ও বোলা- ইয়ে জানাজা নেহি নিকলনা চাহিয়েথা ;)

হা হা হা

৫০| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৪

বিজন রয় বলেছেন: কিছু বললাম না।

২৯ শে জুন, ২০২০ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আচ্ছা

৫১| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:০২

মুক্তা নীল বলেছেন:
সর্বদা আমাদের পাশেই থাকুন এই দোয়া করি ।
মৃত্যু অনিবার্য কিন্তু এখনই কেন ? আল্লাহ আপনাকে
নেক হায়াত দান করুন ।

২৯ শে জুন, ২০২০ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা

হুম। সেতো সময়েই হবে যা আমরা কেউই জানিনা।
এতো কেবলই পরবর্তী কল্পভাবনা মাত্র :)

আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন।

অন্তহীন শুভেচ্ছা শুভকামনা এবং আবারো কৃতজ্ঞতা

৫২| ২৯ শে জুন, ২০২০ রাত ২:১৫

রাকু হাসান বলেছেন:



ভাইয়া ব্লগাররা ক্ষেপছে দেখছি অনেক । আহ কি ভালোবাসা 8-| । যদিও অন্য রকম শিরোনামে ১২টা বাজিয়ে দিলেন,তবে ভালোবাসাটা কিছুটা হলেও আঁচ করতে পারলেন । বেঁচে থাকতে কেউ অনেকেই পারে না । আমার হার্ট বিট বাড়ে নি এই পোস্টে কেননা পদ্ম পুকুর ভাইয়ের পোস্ট পড়ে আসা তো । যা করার তিনিই করে দিয়েছেন ।উনার পোস্টও হার্টবিট বাড়ার মত । :P

কবিতায় প্রকৃতি ,মানব সমাজের চিরায়িত রুপ তলে ধরেছেন । অবশ্যেই লাইকড। :-B

২৯ শে জুন, ২০২০ সকাল ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম ক্ষেপা মানে সেইরকম ক্ষেপা!
ভালবাসায় ভরে দিয়েছে এই নাদান অবুঝের হৃদয়।
সকলের প্রতি অন্তহীন কৃতজ্ঞতা

পদ্মপুকুর ভায়ার দারুন এক পোষ্ট করেছেন বটে।

লাইকে আপ্লুত।
শুভেচ্ছা অন্তহীন

৫৩| ২৯ শে জুন, ২০২০ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা। ভালো লাগলো অনেক

০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি

৫৪| ৩০ শে জুন, ২০২০ রাত ২:৪৭

মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহী ভৃগু,
ব্লগের ফিনিক্স পাখি কবি বিদ্রোহী ভৃগু সহি সালামতে আছে জেনে খুবই পুলকিত হলাম ।
অমরাবতীসম আমাদের ব্লগের দিক নির্দেশনায় একজন মুনি ঋষি থাকতেই হবে । আপনি তেমন শুক্রাচার্য হয়েই থাকুন (আমি কিন্তু সিরিয়াসলি বললাম) অসীম কাল ।
ভালো থাকুন ।

০১ লা জুলাই, ২০২০ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় নাইমুল ইসলাম ভায়া,
উরিব্বাস! সেকি উপমা, উৎপ্রেক্ষা আর বিশেষন!
আপনার মূখে ফুল চন্দন ভায়া

দারুন প্রার্থনা গৃহিত হোক ।
সুসময়ে সুজন কুজনে ভুলে গেলে দু:খ নেই
অসময়ের স্মরনে জেনো থাকবো পাশে আজীবন :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

৫৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: ঐ কেমন আছিস? জলদি নতুন লেখা দে, ব্লগে এসেই "আমি আর নেই" নামক শিরোনামটি পড়তে জঘন্য লাগছে।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে বুবু সরে দাড়া
আসছে আমার পাগলা ঘোড়া ;)
পাগলা ঘোড়া ক্ষেপেছে
চাবুক (ডায়ালগ) ছুড়ে মেরেছে . . .

হা হা হা

রিয়েলি ইজ দ্যাট ইউর কমেন্টস ;) আমিতো ভুই পাইলাম আইডি হ্যাক ট্যাক হইলো নাকি :-B

হা রে সখি ভাল আছি! তুই ভাল আছিস তো?
ওকে ওকে ভাল না লাগার শিরোনামকে নীচে নামাতে নতুন লেখাতো দিতেই হয় :)

অনেক অনেক শুভকামনা
আর জনম জনমের কল্যান প্রার্থনা :)

৫৬| ০৬ ই জুলাই, ২০২০ ভোর ৫:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: রিয়েলি ইজ দ্যাট ইউর কমেন্টস ;) আমিতো ভুই পাইলাম আইডি হ্যাক ট্যাক হইলো নাকি :-B
হেহে, ইয়েস দ্যাট ইজ মাই কমেন্ট! আপনাকে চমকে দিয়েছি না? মিশন সাকসেশফুল! :)

মাঝেমাঝে একটু শক ট্রিটমেন্ট না দিলে কবিদের "উদাস উদাস ভাব" ভিত্তিক শয়তানি দূর হয়না, বুঝলেন সখা। ;)

হা রে সখি ভাল আছি! তুই ভাল আছিস তো?
হ্যাঁ আল্লাহর রহমতে আছি ভালো। তুইও ভালো থাকিস।

তোর থুক্কু আপনার অন্যপোস্টে যাই। :)

০৬ ই জুলাই, ২০২০ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

'মাঝেমাঝে একটু শক ট্রিটমেন্ট না দিলে কবিদের "উদাস উদাস ভাব" ভিত্তিক শয়তানি দূর হয়না, বুঝলেন সখা। ;)
হা হা প গে

অ মোর আল্লা!
শকড ট্রিটমেন্টের শক কাটাতে আবার কি দিবিরে সখি? অপেক্ষায়

আর হ্যা,
সখা-সখি তুই তুই
খুশি মনে তাই সই
যখন হবো তুমি আমি
যা খুশিতা- তুমি আপনি :)



৫৭| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: ভাগ্যিস, মূল শিরোনামটি চোখে পড়েনি! বাকিরা যে ধোলাই আপনাকে দিয়েছে, এবং আপনিও পিঠ পেতে তা নিয়েছেন, এর পরে আর আমার কোন রাগ নেই। আপনি গর্ব করতে পারেন, কোন অর্বাচীনের দুই একটা মন্তব্য আমলে না নিয়েও, যে আপনি ব্লগীয় ভালবাসায় আপাদমস্তক স্নাত একজন কবি, ভালবাসার কবি, দরদী কবি!
"অতঃপর, আবার নীরবে বাবুই হয়ে স্বপ্ন বুনি অন্তহীন" - কবিতার ভয় ভীতির মাঝে এই একটা চরণ শান্তি দিল অন্তহীন!
চাদগাজি সাহেবকে নাকি ব্যান করা হয়েছে, আপনার পোষ্টে তিনি পুনরায় শব্দ বোমা মেরে প্রমাণ করলেন তিনি মুক্ত এখন! - ৪০ নম্বরে কাছের-মানুষ এর এ মন্তব্যটা দারুণ হয়েছে!
প্রথম শিরোনামের কবিতাটি পড়লে হয়তো মাইনাসই দিতাম, কিন্তু এখন প্লাস না দিয়ে পারলাম না!

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক বাঁচা গেল! রাগ নেই বলে :)

কোন অর্বাচীনের দুই একটা মন্তব্য আমলে না নিয়েও, যে আপনি ব্লগীয় ভালবাসায় আপাদমস্তক স্নাত একজন কবি, ভালবাসার কবি, দরদী কবি!
দারুন করে বলেছেন। যা শোনার পর বেঁচে থাকা প্রাণময় হয়ে ওঠে!
অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র

ভাগ্যিস প্রথম দফায় পড়েন নি ;) প্লাসে অনুপ্রানীত হলাম।
অন্তহীন শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.