নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

"নিকটবর্তী হওয়া"র খুশি (ঈদূল আযহা)

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

হে বৎস
তুমি তোমার প্রিয় বস্তু কোরবানী করো!

বস্তুমোহে অন্ধ মন বস্তুতেই স্বস্তি খোঁজে
ভাবের মহাসমুদ্র অধরাই রয়ে যায়
ইব্রাহিমের প্রেমভাব কি অতসোজা?
সপুত্রক স্ত্রী নির্বাসনে! ভাবতে পারো?
অত:পর মিলনে কি সূখ!

হাজেরার কালো পাথরে সে স্মৃতি অম্লান
আজো প্রিয়তার স্মরনে চুম্বনে বেকারার বনি আদম;
আহা সেই তৃষ্ণার আকুতিতে সাঈ’
সাফা-মারওয়া, এক ফোটা জলের সন্ধান!

অবুঝ প্রাণে ভয়ের মন্ত্রনা দেয় শয়তান
জামারাহতে পাথর মেরে তাড়িয়ে দেয়ার স্মৃতি
বোঝা না বোঝার পালা, কে খোঁজে?
অন্ধানুসরনের মহাসমুদ্দুরে- নিত্য সঞ্চারণ।

ইশকের চরম খেলা আশিক বিনেকি বোঝে?
কি ঘোর মায়া, কি প্রেমানুগত্য
চকচকে খঞ্জর জীবন-মৃত্যু তুচ্ছাতিতুচ্ছ
কেঁপে উঠে আসমান জমিন, ফেরেশতারা ভয়ে থরথর

একি! একি! খেলা প্রভু? কলিজা যে ফেটে যায়
হায়! হায়! রব ওঠে! প্রকৃতি কেঁদে মরে
বস্তু নয়, চাই প্রেম! সর্বস্বত্যাগী, সর্বব্যাপী, নৈকট্যের
মুগ্ধ মাশুক হেসে ওঠে আপন মনে!

ফিনকি দিয়ে রক্ত ছোটে! ছাৎ করে ওঠে পিতৃহৃদয়
দ্রুত কম্পিত হাতে খোলে চোখের বাঁধন
ঐতো প্রাণের ছেলে- হাসছে দাড়িয়ে
কৃতজ্ঞতার সিজদায় চোখ জলে ভরভর!

আল্লাহ মহান আল্লাহ মহান
নাই কোন প্রভু তুমি বিনে
তুমিই মহান, তুমিই মহান
প্রশংসা সব শুধু তোমারি গুনগান।।


২.
থামো। দাড়াও আয়নায় মূখোমূখি
সৎ, সত্য, বিশ্বাসের পারা মেখে দেখোতো কে তুমি?
ইশক তো বহুদূর; মনের পশুকি হয়েছে দূর?
কোরবানী করো তারে- চেতনায়, বিশ্বাসে, প্রতিজ্ঞায়!



নোট:
কোরবানীর ঈদ = অর্থ = "নিকটবর্তী হওয়া"র খুশি * (কাব্যিক অনুবাদ)
কুরবানী (আরবি: قربانى‎‎), কুরবান অথবা আদ্বহা বা আযহা ( أضحية)
হিব্রু কোরবান (קרבן‬) আর সিরিয়াক ভাষার কুরবানা শব্দদুটির সংগে সম্পর্কিত যার আরবী অর্থ "কারো নিকটবর্তী হওয়া"।।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:১৭

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক গুরুজী।

একটি অন্যরকম ভাল কবিতা পড়ানোর জন্য অনেক ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিকটবর্তী হবার খূশি - পূর্ন হোক :)

গুরুজি আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

২| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গভীর ভাবপ্রবাহের একটা কবিতা। কোরবানীর পটভূমিকা থেকে তাৎপর্য সবই উঠে এসেছে কবিতায়।

ইশক তো বহুদূরে। মনের পশু কি হয়েছে দূর? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যাবতীয় অসততা, অমানবিকতা, মন থেকে দূর হয়ে যাক, এই হোক কোরবানীর চেতনা।

৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সোনা ভাই :)

কোরবানী হলো আশিক মাশুকের খেলা। নিকবর্তী হবার জন্যে সর্বস্ব ত্যাগের চর্চা!
পঞ্চভুতের ভাগার হয়ে
শুধু পশু হত্যা করে হয়কি সেই প্রেম সাধন?
কাছে যাওয়া দূরে থাকুক বহু দূরের সে পথ বহু যোজন!

নূন্যতম বিশ্বাস আর সততার শুদ্ধ চর্চায় হুশ ফিরুক বেহুশ মনে!

৩| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৫

জুন বলেছেন: ঈদ মুবারক ভৃগু :)

৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

৪| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



সাপুড়ে কবিতা

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাপুড়িয়া দৃষ্টিভঙ্গি ;)

৫| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪০

ওমেরা বলেছেন: "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রার্থনা কবুল হোক।

ঈদ মোবারক

৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৪

জোবাইর বলেছেন: কোরবানীর ঘটনার তাৎপর্য কাব্যের ভাষায় চমৎকার হয়েছে। এতদিন মনে করতাম 'কোরবানী' অর্থ ত্যাগ/উৎসর্গ করা বা বলি দেওয়া। সঠিক আরবী অর্থ "কারো নিকটবর্তী হওয়া" জেনে উপকৃত হলাম। ঈদ মোবারক!

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জোবাইর ভায়া :)

ঈদ মোবারক
শুভেচ্ছা অফুরান

৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মুবারাক ।

সুন্দর

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক কবি :)

ধন্যবাদ

৮| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: ভক্তিময়, মনোরম কাব্য কথা, অনুভূতিকে নাড়া দিয়ে যায় ।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া

লুকানো অনেক সত্য আছে। প্রচলিত বোধের বাইরের সত্য।
অনুভব করলে চমকে যাবেন নিশ্চিত :)

কৃতজ্ঞতা

৯| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।

ঈদের কবিতায় ঈদ মুবারাক দিয়ে দিলাম! :)

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক বইনা :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

১০| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

ঈদ মুবারক, সুস্থ সুন্দর থাকুন সকলে। নিরাপদে ঘরে থাকুন। জীবন কে রক্ষা করা এখন নিজ দায়িত্বে পালন করুন। ভীড়ে নয় নীড়ে থাকুন। শুভ কামনা নিরন্তর।

৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া

ভাল থাকুন নিরাপদ থাকুন।
শুভেচ্ছা অন্তহীন

১১| ০১ লা আগস্ট, ২০২০ ভোর ৪:১৯

কানিজ রিনা বলেছেন: আপনার ভাষা অনেক কঠিন, জাহেরী বাতেনী
মিলিয়েছেন বেশ ভালো তবুও ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহজ সরল বাংলা শব্দ সমূহই তো ;)

অনেক অনেক ধন্যবাদ
প্রচলিত অনেক বিশ্বাসের বাইরের চরম সত্য বলতে হলে
কিছূ কৌশলী হতেই হয় :)
সত্যও যখন আড়ালে চলে যায় মানুষ মিথ্যাতেই মোহাচ্ছন্ন থাকে, তখন সত্যও চমকে দেয়।

ঈদ মোবারক

১২| ০১ লা আগস্ট, ২০২০ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



গরু, ছাগলগুলো পাতিলের নিকটবর্তী হচ্ছে?

০১ লা আগস্ট, ২০২০ সকাল ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই নিন ঈদের শুভেচ্ছা

ভাবনার দৈনতা ভাবায় বৈকি!
মন্তব্যই কখনো কখনো হয়ে ওঠে চিন্তার গভীরতা আর স্থুলতার মাপকাঠি!
আপনার জন্য প্রার্থণা রইল।

১৩| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ১০:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা ভাবের মানুষ তারা ভাবের কথা বলে,যারা কাজের মানুষ তারা কাজের কথা বলে।এ জগত কাজময়।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক

সমস্ত কাজ শেষে মানুষ কোথায় যায়? (ভাবনা)

কাজে ভাবের উদয় হয়, ভাবে কাজের জন্ম দেয় :) ভাইস ভার্সা
ভাবই মানুষেক পৃথক করেছে অন্য প্রাণী থেকে ।

শুভেচ্ছা রইল

১৪| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:৩২

ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ঈদ মোবারক।

০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল

১৫| ০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: ঈদ মোবারক সখা!

দারূণ লেখা! তুলনা নেই! পোস্টে ++++++

০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সখির জনম জনমের স্বভাব
লালনের ভাষায় বুঝি মলেও গেলোনা
অপেক্ষার বিনিদ্র রজনী হয় অন্তহীন
বুঝেও অবুঝ আজো বুঝলোনা ;)

ঈদ মোবারক সখি!
অনেক অনেক ধন্যবাদ ।
অনুপ্রেরণা হয়ে রইল মন্তব্য খানা। এত্ত এত্ত প্লাসে কৃতজ্ঞতা।

নি:শ্বাসে বিশ্বাসে প্রতি দমে দম
শুভকামনা জেনো সখি তব নাম,
সূখে থেকো চিরদিন জনম জনম
সবতো একই সেই একমেব অদ্বিতীয়ম।।




১৬| ০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৩

তারেক ফাহিম বলেছেন: ঈদ মোবারক, ভাইয়া।

০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া :)

ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন

১৭| ০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য, নোট পড়ে নতুন তথ্য জানলাম।
ঈদের শুভেচ্ছা নিন ।

০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া :)

হুম। প্রচলিত অনেক সত্যের এমন রুপ রয়ে গেছে অধরা!

ভাল থাকুন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন

১৮| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনার পুরো পরিবা্রকে।

০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবাররক ভায়া

আপনার জন্যেও সপরিবারে আন্তরিক ঈদ শুভেচ্ছা রইল :)

১৯| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৫১

মা.হাসান বলেছেন: বিভিন্ন ঈসায়ী/ইহুদী রেওয়ায়েত মতে ইব্রাহীম নবী যখন বাবা হন তখন তার বয়স ১০০ এবং ওনার স্ত্রীর বয়স ৯০। ওনাকে যখন আল্লাহ সুসংবাদ দেন যে সন্তান দেবেন উনি আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিলেন কি করে সম্ভব!

ওনার কি লেভেলের পরীক্ষা দিয়েছেন তা আমাদের জন্য অনুধাবন করাও সম্ভব বলে মনে করি না। আল্লাহ ওনাকে এমনি খলিল উপাধি দেন নাই। কেয়ামত পর্যন্ত মানুষ ওনার খৎনা, দাড়ি, কোরবানি এসব সুন্নত পালন করবে এবং নামাজে দরুদে ওনার কথা স্মরণ করবে।

০১ লা আগস্ট, ২০২০ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
প্রগলভ মন্তব্যকারীরা যদি কিঞ্চিত উপলদ্ধি করতো, হাটুগেড়ে বসে থাকতো অনন্ত!

কোরআনে নবীকেও বলা হয়েছে - আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরন করুন। কারণ ইব্রাহিম ছিলেন একজন মুসলিম।
তাতেই প্রকৃত নত্যের ওজন অনুভব করা যায়। আর নামাজে দরুদে ইব্রাহিম দিয়েতো আমাদের কিয়ামততক উনার স্মরণকে বাধ্যবাধকতায় বেঁধে দিয়েছেন।

ঈদ মোবারক ভায়া :)

২০| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা পাঠে একটা অটমোস্ফিয়ারে চলে গেছিলাম। ++ চমৎকার কাব‍্যে ভালোলাগা রইলো।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় কবি ভাই।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ পদাতিক দা' যে

ঈদ মোবারক

মন্তব্য আর প্লাসে প্রীত। অনেক অনেক শুভেচ্ছা রইল

২১| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিদ্রোহী ভৃগু ভাই, শুভেচ্ছা নিবেন ঈদ মোবারক।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই।

ঈদ মোবারক



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.