নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসি কালের ঘুর্ণাবর্তে

১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২২

আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
প্রেম, কাম, ক্ষমতা, যাপিত জীবন
ছুঁতে পারিনা অতীত
আদম শীষ, ইউসুফ, সুলাইমান!

আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
দ্রোহ, দম্ভ, অহংকার নৃশংসতা
ফেরাউন, নমরূদ, চেঙ্গিস, হিটলার
পশ্চাতেই পড়ে রই।

আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
জ্ঞান, প্রজ্ঞা, উৎকর্ষতা
পিরামিড, হেরাক্লিয়ন, পেত্রা, কৈলাশ
বিস্ময়ে হতবাক হই।

আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
রূপকথারা চুপকথায় জানায়
উড়ন্ত কার্পেট, আয়নায় দূরদর্শন
বিলুপ্ত জ্ঞানের মিসিং লিংক! নয়? ।

আজকের সভ্যতা বিলুপ্ত হলে
নেট, স্যাটেলাইট, টাওয়ার
মহাকালে পাবেনা খুঁজে কোন প্রত্নতত্ত্ব
এক শুন্য কালো অধ্যায় হয়ে রবে সময়।

আত্মগর্বী কত সভ্যতা, কত উৎকর্ষ নগর
সময়ের ব্লাকহোলে লুকিয়ে আছে চিহ্নহীন
পাথর স্মৃতিও মহাকাল জয়ী
ফিরবে কি তবে পাথর সভ্যতায়! অমরত্ব সাধে?

আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
ফিরে আসি বারবার কালের ঘুর্ণাবর্তে।।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকের সভ্যতা বিলুপ্ত হলে
নেট, স্যাটেলাইট, টাওয়ার
মহাকালে পাবেনা খুঁজে কোন প্রত্নতত্ত্ব
এক শুন্য কালো অধ্যায় হয়ে রবে সময়।


আসলেইতো!! আমাদের অর্জন সব বায়বীয়ো।

১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

পাথর শিল্পীরা নূন্যতম উদ্যেগ নিতে পারে। সময়কে ধারন করার, সভ্যতার স্মৃতি স্মারক নির্মানে!
হাজার বছর পর হয়তো কোন প্রত্নতত্ত্ববিদ খুঁজে বের করবে- আমরা কতটুকু সভ্য ছিলাম্

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
শুভেচ্ছা রইলো

২| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




হিটলাল সাদ্দাম গাদ্দাফী তারাও নিজেকে ছাড়িয়ে যেতে পারেন নি - এখন তাদের ভুত ঘুরে বেড়াচ্ছে। ১৯৯১ সনে চট্টগ্রামের মীর সরাই থানায় ধরা পরেছিলো এক রাজনৈতিক মহিলা সান্ডা! মহিলা কন্সটেবলের বা হাতের দুই চরে সেই সান্ডা থানা লক আপ ফ্লোর নষ্ট করেছিলো। পরবর্তী ছয় মাস সেই গল্প চট্টগ্রামের সকল থানা পুলিশ লাইন্স চাউর হয়েছিলো।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যটা সময় থাকতে যারা বোঝে তারা বোঝে, বাকীরা ইতিহাসের শিক্ষা হয়ে থেকে যায়!
মন্দের উপমা হয়ে।

অনেক ধন্যবাদ ঠাকুর দা’ (বয়সী ঠাকুর্দা নয় কিন্তু ;) হা হা হা

৩| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বেলা গেলো হাঁস মুরগি ঘরে তুলো - বেলা বেলা বয়স তো হয়েছে। বয়স কমিয়ে বললে সত্যি সত্যি যদি বয়স কমে যেতো তাহলে ৮-১০ বছর বয়সের প্রাইমারি স্কুল জীবনে চলে যেতাম। ১ আনা ২ আনা দিয়ে আইসক্রিম গোল্লা কিনে খেতাম।

ফেরাউন নমরূদকে আজ সবাই রূপকথা মনে করেন। ২০২০ এর নমরূদদেরও ২১০০ সনে সবাই রূপকথা মনে করবেন। সময় দ্রুত চলে যায়।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
বয়স কেনরে তুই চলে যাস!!!!

বটগাছটার নীচে্ বসে আইসক্রিমওয়ালা ঢালা খুলে দিতো জোরসে বাড়ি!
আর আমরা ছুটতাম লাল, নীল, নারকেল দেয়া সাদা আইসক্রীমের টানে!

রুপকথায় লুকানো আছে সময়, ইতিহাস, আর শিক্ষা।
বুঝতে না বুঝতে আমারও হারিয়ে যাবো। রুপকথার দর্শক হয়েই।

৪| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০২

শোভন শামস বলেছেন: রুপকথায় লুকানো আছে সময়, ইতিহাস, আর শিক্ষা।
বুঝতে না বুঝতে আমারও হারিয়ে যাবো। রুপকথার দর্শক হয়েই

এ এক বিচিত্র জীবন।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই বিচিত্রতায় আমরা জীবন কাটিয়ে গেলাম আরো অদ্ভুত বৈচিত্রময়তায়!
ভীরুতায়, কাপুরুষতা, বিজ্ঞতায়! ?
নাকি সময়ের প্রয়োজনেই
সময়কে পেরিয়ে যাওয়া দর্শক নির্মোহতায়!!!! কালের ঘুর্নাবর্তে!!!

৫| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় প্লাস।
আরো লিখুন।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা রইল

৬| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২১

নেওয়াজ আলি বলেছেন: নিজের বিবেক সবচেয়ে বড় আদালত । যারা বিবেকহীন তারাই অমানবিক ও অন্যায়কারী। শিক্ষিত হলে চাকরী পায় কিন্তু সুশিল হয় না

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আবার যারা সুশীল সাজে তারাও সবাই বিবেকের সদ্বব্যবহার এবং সৎ ব্যবহার জানে না, মানে না!
তাই সুশীল আজ গালীতে পরিণত হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা নেবেন।

৭| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯

ঢুকিচেপা বলেছেন: “আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
ফিরে আসি বারবার কালের ঘুর্ণাবর্তে।।”


পড়ে বেশ ভাল লাগলো।

১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢুকিচেপা

অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা অফূরান

৮| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

দয়িতা সরকার বলেছেন: “আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা
ফিরে আসি বারবার কালের ঘুর্ণাবর্তে।।” সুন্দর।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা নেবেন।

৯| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর।
শুভেচ্ছা রইল

১০| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০

অন্তরা রহমান বলেছেন: দারুণ ছিল কবিতাটা

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অন্তরা রহমান
আপনাদের ভাল লাগাই আমার অনুপ্রেরণা

শুভেচ্ছা রইল

১১| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সরকারী চাকুরী করেন?
আপনার কবিতা অনেক পছন্দ করেন; আমার কাছে মনে হয়, এগুলো সাপুড়ে কবিতা।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টা দৃষ্টিভঙ্গির
আপনার দলান্ধ দৃষ্টিতে যেমন একপেশে লিখে যান দেখে যান, বলে যান সবসময়, আমি সবসময় ইগনোর করি; অথচ আপনি বারবার একই ভাঙ্গা রেকর্ড এখানে ওখানে বাজাতে থাকেন। এখানেই প্রকাশ হয়ে পড়ে শিক্ষা, রুচি জ্ঞান আর ভব্যতা বোধের।
আপনার মন্তব্য না মুছে রেখে দেই প্রমাণ হিসেবেই।

ইল্লত যায় না ধুলে খাসলত যায় না ম'লে! কথাটা ভেবে মনে মনে হাসি



১২| ১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ যে, আমার মন্তব্য মুছেন না, এটাই ব্লগার হিসেবে একটা বড় গুণ; আপনার মতো কবিরা মানুষকে গুহার দিকে টানে, আপনার মতো কবিরা ইয়েমেন, সিরিয়ার জন্ম দিয়েছে।

১১ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার অর্থহীন গার্বেজ ভাবনাগুলো নিজের মাঝেই রাখুন না। কেন পরিবেশ দূষনের দায় নিচ্ছেন।
আপনার বুঝতে পারার সীমাবদ্ধতার দায় কোনভাবেই অন্র কারো নয়। না পারলে বোঝার চেষ্টা করুন।
তাও না পারলে নিরব থাকুন।

নিরব থাকলে কাক কোকিলের ব্যবধান কমে যায় ;)

১৩| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার কবিতা।

১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনন্য দায়িত্বশীল আমি

শুভেচ্ছা রইল

১৪| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

অরণি বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অরণি

শুভেচ্ছা রইল

১৫| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৫

নীল আকাশ বলেছেন: আমি আমাকে ছাড়িয়ে যেতে পারিনা,
ফিরে আসি বারবার কালের ঘুর্ণাবর্তে!

সবাইকেই সময়ের ঘুর্ণাবর্তে এই নশ্বর দুনিয়ায় পাপ পূণ্যের হিসেব দিয়ে যেতে হবে। আগে অথবা পরে।
অফ টপিকঃ গুহাতে যদি ঘুরতেই যান একটা আপদ'কে সেখানে পারমানেন্টলি রেখে আসবেন।
শুভ কামনা রইলো।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
মানুষ বুঝলো কই? মোহাবিষ্টতাই কাটলো না এক জনমে!!!

হা হা হা
লাভ নেই। ওখানেও ঝামেলা বাড়বে বৈ কমবে না ;)

১৬| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

ঢাবিয়ান বলেছেন: আপনার মতো কবিরা ইয়েমেন, সিরিয়ার জন্ম দিয়েছে!!!!! B:-)

গোপাল ভাড় এর অভাব পুরন করার জন্য দেখি ব্লগে বিড়াট প্রতিযোগিতা =p~

১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বিনোদন নিতে থাকুন, ফ্রিতে ;)

১৭| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৭

শেরজা তপন বলেছেন: কি- হে কবি, নতুন কবিতা কোথায়??

ইদানীং একটু চুপ চাপ মনে হয়? কাজের চাপ বেশী নাকি?

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া
খোঁজ নেয়ায় টুপি খোলা অভিবাদন।
হুম।
করোনার অফিস সময় ক্রমশ বাড়ছে একটু একটু করে। সাথে নিজের ক্ষুদ্র ব্যবসায় সময় দেয়া
এই জীবনের টানাপোড়েনর মাঝেই যা কিছু চর্চা।

অনুভবে কৃতজ্ঞতা আবারো। আসছি শিঘ্রই ইনশাল্লাহ
অনেক অনেক শুভকামনা রইল

১৮| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চরম কবিতা হয়েছে।

সময়-সভ্যতা-মহাকাল কি নেই এতে ???

++++++++

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

আপনাদরে ভাল লাগাই অনুপ্রেরণা দেয় কিছু ভাবতে কিছু লিখতে :)
ধন্যবাদ অন্তহীন
শুভেচ্ছা রইল

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭

আমি সাজিদ বলেছেন: মাস্টারপিস।

১৯ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

অন্তহীন শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.