নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ত্রি তত্ত্বানু

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

সৃষ্টিতত্ত্ব

একাকী একেলা
ছিল সে, সে’ বেলা
লাগেনি ভালো, তাইতো এ খেলা ; 

আবার
এসে এ রুপে
বুঝি ক্লান্ত, স্ব-রুপে
ফের শুন্যতা! এইতো মায়া মেলা।।


দেহতত্ত্ব

আকার সাকার
একই রুপে কত বাহার
বস্তুতে অবস্তুর নিত্য লীলা;

তাইতে
শুন্যতা পূর্ণতা
নর, নারী, কাম্যতা
রুপ-রস, প্রেম-কাম ভোগের মেলা।।



ভাবতত্ত্ব

দু দন্ড ভব জীবন
জল বুকে বুদ্বুদ সম যেন
বেহুশ বেখেয়াল বয়ে যাই সে ভেলা;

এসো
নিজেকে নিজে খুঁজে
ভালবেসে সবে যাই ভজে
মানুষেই, মুক্তি, করো তারে ভক্তি-এ বেলা।


ছবি কৃতজ্ঞতা: গুগল

উৎসর্গ: প্রিয় শেরজা তপন ভাই,
যাঁর নতুন কবিতা কোথায় প্রশ্নে জন্ম নিল ত্রি তত্ত্ব :)

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২০

লরুজন বলেছেন: আকার সাকার নিরাকার
লালনের কতাবারতা মনে লয়?
ধরত ফারছিনি?

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লালন গুরু
উরিব্বাস! তিনি অতি উচ্চ!
সাইজির চরণে ভক্তি

নজরুল ভাই ধরতে ফারতো না ক্যারে ;)

অনেক ধন্যবাদ ভায়া

২| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: জীবনের আসল তত্ত্ব কি?

ক্ষুধা তত্ত্ব।

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল তত্ত্বই আপেক্ষিক !

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৩| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: আমি তো ছবিগুলি দেখেই ইন্নিনিল্লাহ হয়ে গেলাম ভাইয়া!!!!!!!!!

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কি যে বলো তুমি!
তুমি হলে গিয়ে বহুমাত্রিক শিল্পী। সালভেদর ঢালির সুরিয়ালিষ্ট ছবিতে
ইন্নালিল্লাহ হলে চলবে কেনু ;) হা হা হা

৪| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: নারীর সবরুপের উদ্ধে তার মাতৃত্ব

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সৃষ্টির সবচে কঠিন কাজটা যে নারীই করে।
তাই নারী চির শ্রদ্ধার, সম্মানের আর ভালবাসার।

৫| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই যেমন ছবি
তেমনি কাব্য
তারচেয়ে বড় কবি।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!
কণা কাব্যে
দিলেন ভাসিয়ে
নাকি ফাসিয়ে ;) হা হা হা

ছবিতে আমার সুরিয়ালিষ্টিক ছবি ভাল লাগে।
চেষ্টা করি কবিতার ভাব ধরার সবচে কাছাকাছি ছবিটি বাছাই করতে।

৬| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: দেহ আর সুষ্টিতত্ত্বের কিছু অনুকাব্য আগেও পড়েছি সৈয়দ তারিক ভাইয়ের লেখা। এতো অল্প শব্দে কিভাবে যে বলেন আপনারা সেটাই বুঝে উঠতে পারি না।

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবে কৃতজ্ঞতা

অনুপ্রাণীত হলাম :)
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৭| ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২০

অজ্ঞ বালক বলেছেন: বাহ। সুন্দর হইছে। কবিরা পোস্টে ঢুকি না, আপনের নাম দেইখা মনে হইলো ঢুকন যায়। অতি সুন্দর।

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরান
নামের প্রতি ভালবাসা ভরসায় আর আন্তরিক প্রসংশায়

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

৮| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন:

আহা! সবই মায়ার খেলা। ত্রি তত্ত্বে ভালোলাগা। কাব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবিগুলোও জম্পেশ হয়েছে।++

শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি ভাইকে।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'

সকল ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামনা রইল

৯| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: "মানুষেই মুক্তি, করো তারে ভক্তি- এ বেলা" - সব তত্ত্বের নির্যাস মনে হয় এই নিগূঢ় তত্তই!
কবিতায় ভাল লাগা + +।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র।

নিগূঢ় তত্ত্বানুভব গুনি পাঠকের বিচক্ষন পাঠ আর অনুভবের প্রকাশ বটে।:)
ভাল লাগা আর প্লাসে আপ্লুত, অনুপ্রাণীত।

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

১০| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৩

সাজিদ উল হক আবির বলেছেন: বাংলাদেশে মেইনস্ট্রিম থিওলজির প্র্যাকটিসে কিন্তু দেহ - ব্রহ্মাণ্ডের অ্যানালজি দিয়ে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যার চল নেই। থাকলে আমরা মানুষ হিসেবে পরস্পরের প্রতি আর একটু সহনশীল হতাম হয়তো। কবিতায় শুভেচ্ছা, বিদ্রোহী ভৃগু ভাই! : )

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: না থাকলে শুরু কইরা দেন ;)

সাঁইজি লাইনে, সাধু লাইনে, সুফি লাইনেতো আছে দেখেছি এ ধারার চর্চা।
মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিস্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার........ লালন সাঁইজির বাক্য।

কলেমা মানেও বাক্য। কলেমায় কি বলে আর মানুষ কি বোঝে!!!!
বললে বুঝি কল্লা যায় ;)

মানুষের প্রতি মানুষের দায় বাড়ুক
সত্য জ্ঞানে, প্রেমে, ভালবাসায়, মানবতায়।।

অন্তহীন শুভেচ্ছা রইল

১১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:১০

জুন বলেছেন: সৃষ্টিতত্ব অনু কবিতাটি বেশি ভালো লাগলো ভৃগু।
অনেক অনেক ভালোলাগা রইলো।
+

২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

ভাললাগা আর প্লাস অনুপ্রাণ হয়ে রইলো
শুভেচ্ছা অফুরান

১২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্ররী বানাইয়াছে মন আমার দেহ ঘড়ি! আপনার “ত্রি তত্ত্বানু” - কবিতার শানে নজুল জানতে পারলে ভালো লাগতো।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শানে নুযুল আর কিছু না ভাবনায় অনুসন্ধান!

অনেক অনেক ধন্যবাদ ভায়া

আর ব্যাখার কথা যদি বলেন সংক্ষেপে

সৃষ্টির আদি শুন্যতা আর সৃষ্টির পরে সেই শুন্যতারই প্রভাব
দেহের দেহাতীত অনুভব
আর ভাবেই মুক্তির প্রশান্তির পথ সন্ধান - - -

শুভেচ্ছা রইল

১৩| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: পরপর তিনবার পড়লাম! এমনিতে আমি আপনার লেখা তিন চার বার পড়ি বুঝতে না পেরে। :( কিন্তু আজ অতিরিক্ত ভালো লাগায় বারবার আবৃত্তি করলাম মনে মনে। এত সরলতায় এত কঠিনকে ধারণ করা সম্ভব? মারাত্মক প্রতিভা আপনার, আপনি নিজেও হয়ত জানেন না সেটা।

এক পোস্টে ১০/২০ টা লাইক দেবার সিস্টেম সামু কবে করবে বলুন তো? :)

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!
চোখ কচলে নিলাম!
আবার রগরে নিলাম :)

কিছু কিছু মন্তব্য বাঁধাই করে রাখার মতো অনুপ্রাণ রাখে!
সখি আজ সেই সূখে ভাসালে আমায়!
অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

নিজে না জানাই অনেক ভাল। অন্যে জানলেই না তা সত্যিকারের ফল দেবে :)
হা হা হা

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইলো

অট: শ্বশুরবাড়ী পোস্টে একটা বেজোর মন্তব্যে আছে মনে হয় ;)

১৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:২২

সামু পাগলা০০৭ বলেছেন: উরিব্বাস! চোখ কচলে নিলাম! আবার রগরে নিলাম :)
কি পচা! আমি আপনার কিছু কিছু লেখা বুঝিনা সেজন্যে মন্তব্য করতে পারিনা। এটা আমার দোষ না আপনার?

কিছু কিছু মন্তব্য বাঁধাই করে রাখার মতো অনুপ্রাণ রাখে!
ইউ এবসোলুটলি ডিজার্ভ ইট!

নিজে না জানাই অনেক ভাল। অন্যে জানলেই না তা সত্যিকারের ফল দেবে :)
বাব্বাহ! দারূণ সুন্দর কথা বললেন তো। অনেক বড় শিক্ষা আছে ছোট্ট এক লাইনে।

অট: শ্বশুরবাড়ী পোস্টে একটা বেজোর মন্তব্যে আছে মনে হয় ;)
হাহাহা জানানোর জন্যে অনেক ধন্যবাদ, সেটি এখন নিজের জোড় পেয়েছে মনে হয়। :)

টেক কেয়ার!

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে ওটাতো আবেগে আতিশয্য বোঝাতে বলা! আর কে বলে বোঝেনা!
সখি বোঝেনা এমন কিছু বিশ্বব্রহ্মান্ডে নেই বলেই ধারনা! প্রকাশ করে না। আছে সীমাবদ্ধতা নানা :)

কৃতজ্ঞতা অন্তহীন আবারো . .

যাই জোড় কে দেখে আসি :)

ইউ ঠুওও :)

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: ত্রি তত্ত্বানুতে ভালো লাগা রইল বিদ্রোহী ভাই!
সৃষ্টিতত্ত্ব বেশি ভাল লাগলো।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

হুম
ঐটাইতো সৃষ্টির প্রথম ;)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.