নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এক স্বপ্নের লাশ

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৮

তুমি এলে ধুমকেতুর মতো
হাসি খেলা ভাবনার অগোচরে
কখন যে আপন হয়ে গেলে
বোঝেনি বেভুল মন!-হারাবার আগে!

হৃদ বীণার ঝংকারে মগ্নতায় ডুবে ছিলাম
নিত্য খুনসুটি, নিত্য মান-অভিমান
সিড়ি নামতে নামতে চ্যাটিংয়ে সেকি রাগ!
শার্টের কলার ঝাঁকিয়ে মানুষ করার তীব্র প্রত্যয়...

অ‘ মানুষের ভাগ্যে বুঝি এটুকু সূখও সইলো না!
নজর লেগে গেল!
গ্রহণ লাগা সূর্য ঢেকে দিল স্বপ্ন পৃথিবী আঁধারে
কষ্ট আর কষ্ট! নীল বেদনার ঘন নীল কষ্ট!


এখনো সূর্য ওঠে, এ হৃদয়ে আলো পৌঁছে না
এখনো সন্ধ্যা নামে-মনে স্বপ্নের জোনাকীরা জ্বলেনা
এখনো বর্ষা আসে- জলে নিক্কন বাজে না,
এখন সময় বয়ে যায়- পাথর স্তব্দতায়।

স্মৃতির আয়না ঘরে, একটা চশমা, একটা মিষ্টি মূখ
আর এক ডালা ভাবালুতা স্বপ্ন. . .ছুঁয়ে থাকে আবেশে
জন্মান্তরে তোমাকে আর না হারানোর দৃঢ় স্বপ্নে
বেঁচে থাকি জীবন্মৃত - এক স্বপ্নের লাশ হয়ে।।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: বিক্ষুব্ধ কবিতা । বিদ্রোহের কবিতা ।

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম মন্তব্যে ধন্যবাদ :)

এক কহিলনে কবি! বিক্ষুদ্ধতা পেলেও বিদ্রোহ তো পাইনা খুঁজে ;)
আমিতো দেখি বেদনা কাতর এক স্বাপ্নিক প্রেমিকের অসহায় স্বপ্ন কথন ;)

শুভেচ্ছা রইল

২| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,



বিরহী কবিতা।
একজন বিদ্রোহী শেষতক বিরহী কবিতার প্রেমে পড়ে গেলো যেমন গেলো আমাদের সমাজতন্ত্রের প্রেমিকরা পুজিবাদের প্রেমে ? :((

বিদ্রোহী কি তবে রণক্লান্ত ?
ভালো হয়েছে কবিতা।

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন উপমায় মুগ্ধ!

বিদ্রোহী ভৃগুর দ্রোহ্ও কিন্তু ছিল মূলত প্রেমের দাবীতেই।
ভগবানের প্রতি প্রেম ভাব পরীক্ষা করতেই ভগবান বুকে পদচিহ্ণ একেঁছিলেন ;)

মাৎসানায় সময়ে পুছো না কখনো
কেন তুমি নিরব!
সময়ইতো বলে এখন নয়, এখন
হয়োনা সরব!

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চলতে চলতে প্রেম হয়ে যায় আবার বিচ্ছেদও।

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইতো জীবন ভায়া!

কখন কোন অজনিতে মনে প্রেম তীর বিঁধিয়ে দেয় কিউপিড কে জানে!
আবার প্যান্ডোরার বক্সের অপঘাতে হারিয়েও যায় পলকে

কিন্তু প্রেমিক হৃদয় তা হারায় না।
বুকের মাঝে পলে পলে ধারন করে
স্মৃতির মাঝে বাঁচিয়ে রাখে স্বপ্নকে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৪| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


কবি না হয়েও কি কবিতা লেখা যায়?

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ট্রাই করে দেখুন। উত্তর পেয়ে যাবেন।

৫| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " ট্রাই করে দেখুন। উত্তর পেয়ে যাবেন। "

-ট্রাই এন্ড ফেইল কবিতার জন্য প্রয়োজ্য নয়; কবিতা ভুল ও অপ-ধারণার বাহক হওয়ার কথা নয়।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কথার অর্থইতো বোঝেন না। আগে বোঝার চেষ্টা করুন।

কবি না হলে কবিতা লেখা যায় না। সে জন্যেই তো ট্রাই করতে বললাম আপনাকে।

ভুল শুদ্ধ, ধারনা ভাবনাগুলো আপেক্ষিক।

৬| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ দ্রোহের আগুন প্রজ্বলিত। কাব্যে ভালোলাগা। তবে বেশ কিছু টাইপো রয়ে গেছে।
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনিও দ্রোহে পুড়লেন! ব্যাথার স্রোত আড়াল হলো তাও ভাল ;)
যে দুয়েকটা নজরে এসেছে ঠিক করেছি। মনে করিয়ে দেয়ায় কৃতজ্ঞতা

অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা :)

৭| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: এখনও আর তখনও সব একই থাকে...

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

হাসি কান্না, সূখ বেদনার ভাষা কেমন বৈশ্বিক ! কি মজা না?
অনুভব গুলোও কেমন একইরকম হাসায় কাঁদায় . . .

অনেক অনেক ধন্যবাদ শায়মাপুনি :)
শুভেচ্ছা রইল

৮| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আজ আপনাকে মন্তব্য করে কঠিন ভাবে রাগিয়ে দিব।


এইসব কবিতা-টবিতা আজকাল থার্ড ওয়ার্ল্ডের নিষ্কর্মাদের পাসটাইম।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: গরুর শিষ্য ;) থুরি গুরুর শিষ্য হবার চেষ্টা মন্দ না

বিশেষ টিপস দিয়েছে নাকি? ;) হা হা হা

নিষ্কর্মারাই পরের পিছনে লেগে থাকে। কর্মা তো আপন মনে কর্ম করেই যায়!
হা হা হা
ফর্মুলা ফেইলড!

৯| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: এক স্বপ্নের লাশ হয়ে
কবিতাটি বেশ হয়েছে।
আরো লিখুন।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রত্যায়ন আমার জন্য এক বিশেষ প্রাপ্তি!

অনুপ্রাণীত হলাম।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
জ্বি, আপনার কথা মাথায় রইলো

১০| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

শেরজা তপন বলেছেন: জিব্রীলের ডানা- অলৌকিক অভিযাত্রা'র পরে আজ ফের আপনার কবিতার পাতায় আসা। মাঝখানে দেখলাম আরো দু-তিনটে কবিতা আমার চোখের ফাঁক গলে বেরিয়ে গেছে!! আফসোস সময় করে পড়ব না হয়


কবিতার প্রতি চরনে অব্যাক্ত যন্ত্রনার কথা। এত ব্যাথা মনে পুষে রাখেন কেমনে?
কবিরা এত বেশী স্পর্শ কাতর হয়- বিস্ময়!!!

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজি কি আনন্দ আকাশে বাতাসে . . .
এ অধমের কবিতায় আমার প্রিয় ভায়া আগমন

এ আর কি বেশি যাতনা!
লিয়েনাকে পাশে রেখে অনুভব করুন... দেখবেন এ কিছুই নয় ;)

এইটুকুইতও সম্বল কবিদের। অনুভব আর স্পর্শকাতরতা...
কত পা্ওয়া কত হারানো আর কত যাতনার পর যে মেলে সে রতন যে পায় সেই জানে :)

অনেক অনেক অনুপ্রানীত হলাম।
শুভেচ্ছা অন্তহীন

১১| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হৃদ বীনার ঝংকারে মগ্নতায় ডুবে ছিলাম আমিও।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখো দেখি কি কান্ড!
জগাই দাদা্ও আজ ডুবেছে :)

বেশ হলো তবে। এবার ভাবের ঘরে উঠুক ঢেউ.... মগ্নতায় হারাই সবাই :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

১২| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩০

রাবেয়া রাহীম বলেছেন: আহা চশমা পরা মিষ্টি মুখের সে! একদিন তাকে ঠিক কিনে নেবো সকল স্মৃতির বিনিময়ে

——এমন অনুভবের আবেগ নিয়েই যে শূন্যতা তৈরী হয় সেটা ঘিরেইতো মানব জীবন।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! বুবু যে!

কত্ত বছর পর মনে হয় এলে!!!
ব্লগে ফিরে এসো বুবু...
তোমার সাথে কবিতায় জবাব দিতে দিতেই না ঘুমন্ত স্বত্তা পুন:জনম পেল :)

পরম শুন্যতা মানুষ ভয় পায়। আর ভয় পায় বলেই বস্তুকে আকড়ে ধরে আশ্রয় খোঁজে অবচেতনে।
আমি শুন্যতাকে ভালবাসী!

অনেক অনেক ধন্যবাদ। অনুপ্রাণীত হলাম
শুভেচ্ছা আর শুভ কামনা রইল অফুরান

১৩| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: আহা।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা অন্তহীন

১৪| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৮

সাজিদ উল হক আবির বলেছেন: আরে হজরত! কোন মানবীর ভালোবাসাও আপনাকে এভাবে পোড়ায় ! আমি তো ভাবলাম এটাও হয়তো আপনার আধ্যাত্মিক কোন ভাবের বহিঃপ্রকাশ। পরে দেখলাম কে যেন শার্টের কলার ধরে ঝাঁকিও বোধয় দিতো।

হাহা। শুভেচ্ছা জানবেন ... : )

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মানবীর তরেইতো সকল সৃজন। তারে এড়িয়ে বা পেরিয়ে যাবে কতদূর? ;)

সকল আত্মাইতো দেহের বাস ! তাই আধ্যাত্বিকতারও দৈহিক উপসর্গ থাকে বৈকি ;) হা হা হা
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল

১৫| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৯

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: দারুণ বিরহ-বিধুর কবিতা। চমৎকার।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিদ্ধাচার্য'র ভাললাগা আমার জন্য এক দারুন প্রাপ্তি বটে।

অনেক অনেক ধন্যবাদ লুইপা
শুভেচ্ছা রইল

১৬| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:২১

নেওয়াজ আলি বলেছেন: উৎকর্ষ চিন্তায় মহনীয় প্রকাশ।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

তথাস্তু
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা নেবেন।

১৭| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

আখেনাটেন বলেছেন: কবি মনে হচ্চে বিরহে কাতরা কাতরি কচ্চেন। :D


ভালা পাইচি কবিতা ভৃগুদা।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার জিগস ;)

সেইরাম বিরহ আখেনাটেন ভায়া
আপনি থাকতে বিরহে পুড়তে হয ইডা কুন কথা হইল ;)

ক্ষমতা কি সব মমিডাইজড হছ্যা গেছে? ;)
হা হা হা

অনেক ধন্যবাদ। ভালা পাওনে অনুপ্রাণ পাইলাম :)

১৮| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: ফর্মুলা ফেইলড!

হে হে---

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

১৯| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবুও কিছু স্মৃতি অমলিন
কিছু চাওয়া চিরকালিন
মরনেও রইবে বুকের গহীনে বেঁচে..........

বিরহের কবিতায় +++

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাইতো কবির আশা

দেহাতীত প্রেমে মনে যদি রয় ঠাই
এই জনমে না হোক আর জনমে যেন তোমারে পাই :)

প্লাসে কৃতজ্ঞতা। অনুপ্রাণীত হলাম
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

২০| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: একেবারে সাবলীল ভাবে মনের যন্ত্রনার কথাগুলো কবিতায় প্রকাশ করেছেন, অনেক কবির কবিতা বুঝতে ধস্তাধস্তি করেও আমি ব্যর্থ হই বার বার........শুভ কামনা সব সব সময়।

২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের মানুষের সাদা কথায় অনুপ্রানীত হলাম :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
অন্তহীন শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.