নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সম্বিৎ চৈতন্য

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪

শপথ সন্ধ্যার ক্লান্ত ঘরে ফেরা মানুষের
এবং আয়েশরত মানুষের
সন্ধ্যা-প্রভাত ভ্রমণ পিয়াসী মানুষের,
আরো যারা হাসি খেলায় মত্ত
যারা অর্থ গৃধ্নুতায় আচ্ছন্ন

একবারও কি ভেবেছ পালনকর্তার কথা?

###

কি করে অকৃতজ্ঞ হও? জন্ম, আলো, হাওয়া, জল
পুরো জীবনই যেখানে কারো দয়ার!
যখন নি:শ্বাস বন্ধ হবে -তোমার দেহ বারযাখ হবে বিলিন
সত্যালোকে প্রকাশিত হবে তোমার আসল স্বত্তা
যা করেছো সকল কিছুর হিসেব দেখবে নিজেই-

সেদিন কোথায় লুকাবে? ভেবেছো সে লজ্বার কথা?

###

মৃত্যুকে পান করতে হয়!
কি বিস্ময়কর নয়? নাফসিন, জায়েকাত আল মাউত!
রুহ অমর অব্যয় অক্ষয়! অথচ সকল কষ্ট লজ্জ্বা তারই
তোমার আচরণে। নাফসইতো তুমি,
রুহকে মৃত করে রেখেছো! আমিত্বের লাগাম ছেড়ে - -

মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায় নিজেকে ছাড়া!

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: মানুষের যখন অনেক বয়স হয়, তখন মানুষ ধর্মের দিকে ঝুকে। তাদের কথা, তাদের লেখায় বারবার ধর্ম এসে ভর করে।

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা প্রচলিত ধারনা!
যে সত্য সন্ধানী সে যৌবনেও সত্যকেই অনুভব করা, চর্চা করে, ধারন করে।

২| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৭

সোহানাজোহা বলেছেন: قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে। (আল জুমআ - ৮)

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...

কোন পথ নেই। সকল ক্ষমতা, সকল অহম, সকল বাহাদুরি সেদিন পলকে নি:শেষ হয়ে যায়!
এক অচল অথর্ব মৃতদেহ পড়ে রয় নির্জীব।
তবু্ও কি হুশ হয় অবিশ্বাসীদের? হয়না।

অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল

৩| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২০

রামিসা রোজা বলেছেন:
কি করে অকৃতজ্ঞ হও? জন্ম, আলো, হাওয়া, জল
পুরো জীবনই যেখানে কারো দয়ার!
...... এই নির্মম সত্যটা আমরা ভুলে যাই‌।

সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আমাদের রাখতেই হবে ।

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসপাতালে গেলে কিছুটা টের পায়....
ঘন্টা হিসেবে যখন অক্সিজেন দিতে হয় - ট্যাক খালি হয়ে যায় বিল দিতে দিতে
তখন বোঝা যায় সারাটি জীবন কি অমূল্য সম্পদ ফ্রিতে ভোগ করে গেলাম অকৃতজ্ঞের মতো!

জীবন মূখি এই জ্ঞান আর বোধের চর্চা বস্তুবাদী জ্ঞান সরিয়ে রাখে পূজিবাদের প্ররোচনায়।

অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইল

৪| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: আল্লাহর দেয়া ছোট্ট একটা জীবন অল্প একটু জ্ঞান —— এটুকু নিয়েই মানুষের কত গর্ব কত অহংকার!!

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

দেহবাদে আত্মাকে এমন ভাবে ভাবে যেন তা নেইই
অথচ যখনই তা চলে যায়- দেহ অক্ষম এক লাশ হয়ে যায় . . .

শুভেচ্ছা রইল

৫| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: জীবনের গল্প । শুভেচ্ছা ও শুভ কামনা ।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান

৬| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


একটা সাপুড়ে কাব্য বের করার সময় হয়েছে, গুহামানবদের ভাবনাগুলো না'হয় বাস্পীভুত হয়ে যাবে একদিন।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাপুড়ে আর গুহামানবই জানে গুহামানবদের ইতোবৃত্ত! তার কন্ঠেই ধ্বনিত হয় একই জিকর তসবির মতো!

বৃত্ত থেকে বেরিয়ে আসুন। টাইপড হয়ে যাচ্ছে! যা অজান্তেই হাস্যকর বানাচ্ছে বৈকি

৭| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


রাজীব নুর বলেছেন, "মানুষের যখন অনেক বয়স হয়, তখন মানুষ ধর্মের দিকে ঝুকে। তাদের কথা, তাদের লেখায় বারবার ধর্ম এসে ভর করে। "

-কিছু মানুষ মৃত-ভাবনা নিয়ে জন্মে।

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে মৃত্যুঞ্জয়ী! তবে না মরে দেখাও দিকি!
মৃত্যুর মতো অবশ্যম্ভাবী সত্যকে অস্বীকার করলেই তো সুশিল আর জ্ঞানী হওযা যায় না।
কাক যেমন পুচ্ছ লাগালেই ময়ূর হয় না।

কিছু মানুষ বিকৃত ভাবনা নিয়ে বেঁচে থাকে!!!!

৮| ২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

শেরজা তপন বলেছেন: কবিতার অন্তর্নিহিত তাৎপর্যময়তা ব্যাপক। শ্বাস্বত সত্য - তবুও বার বার ভুলে যাই কিংবা ভুলে যেতে চাই। সবকিছুই অর্থহীন মনে হয়

২৮ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া

লেখনির সার্থকতা পাঠকের অনুভবে।
সারাৎসার অনুভবে অনুপ্রানীত হলাম।

অফুরান শুভেচ্ছা আর শুভকামনা রইল

৯| ২৮ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মানুষ নিজেকে না দেখে না বুঝে শুধু বিশ্ব দেখে।

গভীর উপলব্দির কথা কবিতায় এসেছে।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

অথচ সেই কত সুপ্রাচীন আমল থেকে গ্রীক সভ্যতার প্রবাদ নো দাইসেল্ফ ব্যবহৃত হচ্ছে।
প্রাচীন গ্রীক নাট্যকার এসচ্লিয়াস তাঁর প্রমিথিউস বাউন্ডে নাটকটিতে নো দাইসেল্ফ ব্যবহার করেন,
সক্রেটিস, প্লেটো সবাই এই আপ্ত বাক্যই বলে গেছেন বারেবারে
ইসলামেও পাই সে কথা - মান আরাফা নাফসাহু, ফাকাদ আরাফা রাব্বাহু: নিজেরে জানলে রবকে জানা হয়,

কথাটা হলো মানা আর চর্চা।
সেখানেই আমরা পিছিয়ে পড়ি।

অন্তহীন শুভেচ্ছা রইল

১০| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আত্মোপলব্ধির কবিতা। তাইতো বয়স যেটাই হোক আত্মোপলব্ধিই পারে আমাদের সঠিক দিশা দেখাতে। আমিত্বের অবসান ঘটুক।
কাব্যে ভালোলাগা।
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা'

জীবনের শুরু আর শেষের উপাখ্যানে ডুব দিলে শুন্যতা ছাড়া কি মেলে?
যাপিত জীবনের সকল আয়োজন যেখানে শেষ হয়ে যায়- ভাবনার সেখানেই শুরু

আমির বদলে আমরাতে যে প্রশান্তি যে ব্যাপকতা যে সার্বজনীনতা তাইতো মানুষকে উদার করে, বড় করে, মহত করে।
ভালো লাগায় অনুপ্রানীত হলাম।

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

১১| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা প্রচলিত ধারনা!
যে সত্য সন্ধানী সে যৌবনেও সত্যকেই অনুভব করা, চর্চা করে, ধারন করে।

চারিদিকে মিথ্যা। এই দেশে সত্যকে কে ধারন করে?

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে ধারন করে সেটা না খুঁজে নিজের চর্চার চেষ্টাই কি উত্তম নয়?

সৎ গুরু সৎ পথের দিশাই দেয়, অসৎ গুরু অসৎ
আর গুরুর শিক্ষা প্রতিভাত হয় অনুভবে, ভাবনায়, কথায়, লেখায় . . .

তবে তাই হোক। সত্যের চর্চা শুরু হোক নিজের শুদ্ধাত্মার সন্ধান চেষ্টা দিয়ে

১২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজেকে উপলব্ধি করার আহ্বান সমৃদ্ধ চমৎকার কাব্য।
শেষ লাইনতো রীতিমত কোট করার মত- মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায় নিজেকে ছাড়া!

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভায়া

অনুপ্রাণীত হলাম
শুভেচ্ছা জানবেন

১৩| ২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেখক বলেছেন: তবু্ও কি হুশ হয় অবিশ্বাসীদের? হয়না।

হুশ যদি হতো তবে সারা বাংলা এতো লক্ষকোটি দুর্নীতিবাজ, প্রতারক, হারামখোর, ও অত্যাচারী জালিমদের দ্বারা সয়লাব হয়ে যেত না। এই করোনাকালেও বদমাশগুলোর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায় না

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো দেখলাম অবাক বিস্ময়ে!
যখন আমরা ডাক্তারদের জন্য দোয়া, প্রার্থনা আর শুভকামনায় শিরোতাজ বানিয়ে রাখছি
তখন সাব্রিনারা, শাহেদ গং কি জঘন্য নোংরামোতে -মৃত্যু নিয়ে বানিজ্যে মত্ত!!!!

জনম জন্মান্তরের পাপ প্রভু
জনম জনমের শাস্তি বুঝি লিখে নিল ললাটে!

১৪| ২৯ শে আগস্ট, ২০২০ ভোর ৬:১১

রাবেয়া রাহীম বলেছেন: নির্বোধ মানুষ জ্ঞানের অহঙ্কারে সারা জগত দেখে বেড়ায় নিজেকে ছাড়া ।

এই একটি লাইনেই সব কথা বলা হয়ে গেছে যেন।

দেহ ঘড়ির কাঁটা কোন দিক থেকে কেমন করে ঘুরে দেখলিনারে মন দেখলিনা !

কবিইতায় ++++

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!

বুবুর মন্তব্য আর প্লাসে যারপর নাই অনুপ্রানীত!

ঘড়ি তোমার যেমনে চলে
তা্ওয়াফ উল্টো করে ঘোরে
মানে যদি বুঝতে পারো
মেলাও তালে তাল তবে।।

১৫| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৩

রাকু হাসান বলেছেন:

জীবনধর্মী , চরম সত্য।

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইল

১৬| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: খুবই গভীর , আত্মমুখীন পংতিমালা হজরত। মনে হচ্ছিল, যেন তাফসির পড়ছি।

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যরসে আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরণা

অনেক অনেক ধন্যবাদ হযরত
অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা

১৭| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২১

রুদ্র আতিক বলেছেন: চৈতন্য হোক মানবাত্মা, মন ও মানুষের । শুভ কামনা

২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রার্থনা পূর্ণ হোক।

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অন্তহীন

১৮| ২৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কে ধারন করে সেটা না খুঁজে নিজের চর্চার চেষ্টাই কি উত্তম নয়?
সৎ গুরু সৎ পথের দিশাই দেয়, অসৎ গুরু অসৎ
আর গুরুর শিক্ষা প্রতিভাত হয় অনুভবে, ভাবনায়, কথায়, লেখায় . . .
তবে তাই হোক। সত্যের চর্চা শুরু হোক নিজের শুদ্ধাত্মার সন্ধান চেষ্টা দিয়ে

খুব সুন্দর কথা বলেছেন। পছন্দ হয়েছে।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুভেচ্ছা রইল

১৯| ২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১২

অক্পটে বলেছেন: মানুষের অন্তর খুবই অবাক বিস্বয়ের ব্যাপার। এই পৃথিবীতে এত অস্থিরতা কেন? আমাদের দেশের কথাই বলি, এত্ব এত্ব প্রতারক আর দুর্নীতিবাজে ভরে গেল কেন?। দুই বস্তুতে আমাদের দেহঘড়ি। অন্তর এবং দেহ, একে অন্যের সাথে মিলে মিশে একাকার! আপনার কথাই সত্য। আমরা দেহকে শুধু লালন করি অন্তরকে নয়। অথচ কত্ব প্রয়োজন ছিল অন্তরকে পরিচ্ছন্ন করার। মানুষের অন্তর মরে গেলেই লোভ এসে বাসা বাধে অন্তরের জায়গায়। তার পরই শুরু হয় প্রতারণা, দূর্ণীতি। পুরো জাতি যখন সীমাহীন ভাবে প্রতারণা শুরু করে দেয় তখনই রাজীবনূরের মতো করে মানুষ ভাবতে শুরু করে "চারিদিকে মিথ্যা। এই দেশে সত্যকে কে ধারন করে?"

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

কে ধারন করে সেটা না খুঁজে নিজের চর্চার চেষ্টাই কি উত্তম নয়?
সত্যের চর্চা শুরু হোক নিজের শুদ্ধাত্মার সন্ধান চেষ্টা দিয়ে ....

দিনশেষে আমিই যে সত্য
আমার ভুবন তো আমাকে ঘিরেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.