নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাবেয়া রাহিম বেঁচে আছেন, সুস্থ আছেন

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০০

গতকাল সাহাদাত উদরাজি ভাই আমাদের অনেকেরই প্রিয় ব্লগার রাবেয়া রাহিম (বুবু) কে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন।
যে উনি আর নেই। এতটাই শকড হয়েছিলাম বলার বাইরে। কারণ উনার সাথে আমার ব্যাক্তিগত যোগাযোগ ছিল ।
অনেক ব্লগারও শকড হয়েছিলেন। এবং আমি শংসয় প্রকাশ করে মন্তব্যও করেছিলাম। তারপরো হায়ত মউতের ভরসা নাই।

কিন্তু আমার মন মানছিল না। কোথাও নিশ্চয়ই ভুল হয়েছে। কারণ সাহাদাত ভাই যার কথা লিখেছিলেন -তার ক্যান্সার ছিল। কিন্তু রাবেয়া রাহিম বুবুর তা ছিল না। আমি শিউর ছিলাম। তারপরো সাথে সাথেই উনার একমাত্র ছেলেক মেসেঞ্জারে নক করি। এবং আরেক জন আমাদের সামুর ব্লগার কিন্তু খুব কম এক্টিভ কিন্তু আমেরিকায় বুবুর কাছাকাছি থাকেন উনাকেও মেসেজ পাঠাই।

দিনরাতের তফাতে তারা ভোরে উঠৈই আমাকে কল করেন।
এবং জানতে পারি ব্লগার রাবেয়া রাহিম পূর্ন সুস্থ আছেন, এবং আল্লাহর রহমতে বেঁচে আছেন।
এবং সবশেষে আজ উনার সাথে হোয়াটস এপে কথা হয়।

যারা সমবেদনা জানিয়েছেন সবাইকে রাবেয়া রাহিম কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং উনার জন্য দোয়া করতে বলেছেন।
উনি একটু খুবই ব্যাক্তিগত সমস্যার জন্য আপাতত লিখছেন না। ফিরে এলে সবাই তাঁর মূখেই জানতে পারবেন।

সবার মনের দ্বিধা এবং শংকা দূর করতেই সবার সাথে শেয়ার করলাম।
আর সাহাদাত ভাই পরে বুঝতে পেরে যদিও পোষ্ট অটোড্রাফটে নিয়েছেন, তারপরো অনুরোধ করবো এমন খবর শেয়ার করার আগে শতভাগ নিশ্চিত হয়ে নেয়া জরুরী।

আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন

মন্তব্য ৬৯ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

আকন বিডি বলেছেন: আলহামদুল্লিলাহ। ভালো খবর। চারদিক থেকে যে হারে মৃত্যুর সংবাদ আসছে আতংকে থাকি। খুব খারাপ লাগছিল সেই সংবাদটি দেখে। যাই হোক আল্লাহ তাকে ও আমাদের হায়াতে তৈয়েবা দান করুন।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন। আপনার প্রার্থনা গৃহিত হোক।

২| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




শুকর আলহামদুলিল্লাহ।
সাহাদাত উদরাজীর প্রথম পোস্টটি পড়ে মর্মাহত হয়েছিলুম। সেটা জানাতে ফিরে এসে মন্তব্য করতে গিয়ে দেখি, সেটি নেই কিন্তু তার আর একটি পোস্টে খবরটিকে নিশ্চিত করা যায়নি। হাঁপ ছেড়ে প্রার্থনা করেছিলুম, খবরটি যেন সত্য না হয়। আপনার এই পোস্টে রাবেয়া রহিম এর সুস্থ্যতার কথা জানলুম।
আল্লাহতায়ালা তার জন্যে হায়াৎ দরাজ করুন।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাল পোষ্ট দেখে মনে হচ্ছিল মাথা টলছে!

ফেসবুকে, রিলেটেড অনেকের পেইজে গিয়ে দেখলাম না এমন কোন খবরই নেই।
এদিকে সাহাদাত ভাইও শংসয়ে ড্রাফট করে দিয়েছিলেন পোষ্ট!

সাথে সাথেই নক করলেও যেহেতু ওখানে তখন গভীর রাত... ছিল রেসপন্স পাইনি!
সকাল হতেই সবগুলো পিজিটিভ রিপ্লাই পেলাম।
আহ কি শান্তি!

আপনার প্রার্থনা কবুল হোক।

৩| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

জাহিদ হাসান বলেছেন: কাল রাতে ঘুমের মধ্যে প্রচন্ড শ্বাসকষ্ট হয়ে আমার মৃত্যুর দশা হয়ে গেলি। হয়তো আজকে আমাকে নিয়া আপনারা পোস্ট দিতে- ব্লগার জাহিদ হাসান শিশির আর নেই।

রাবেয়া রহিম সুস্থ আছেন জেনে ভালো লাগল।

আজ না হয় কাল সবারই মৃত্যু হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম, জীবনতো এমনই!

প্রত্যেক বিশ্বাসী তাই বিশ্বাস করে। কর্মে হয়তো ততটা না ...
তবে তৈরী থাকাই উত্তম।

ধন্যবাদ ভায়া

৪| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:

থ্যাংকস ভৃগু ।
হোয়াট এ গ্রেট নিউজ !

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নো মেনসন এট অল

আহা সকালে কথা বলে যে কি শান্তি পেলাম!
আল্লাহ সবাইকে ভাল রাখুন

৫| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

শাহ আজিজ বলেছেন: ফেসবুক থেকে এই গুজবের শুরু । যে পোস্ট দিয়েছিল সে সরিয়ে নিয়েছে তবে বলতে চাইছেনা কোন রাবেয়ার কথা উল্লেখ করেছে । লেখার ভঙ্গিতে মনে হচ্ছিল যে ফেবুর পোস্টদাতার সঙ্গেই আলাপ সালাপ হয়েছে । আমি দুঃখিত এই ধরনের উজবুক কাণ্ডে । লেখক বুড়িগঙ্গার নোংরা জল এখনো ধারন করে আছে।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে হয় তাই।
কোথাও একটা বিভ্রাট হয়েছে বিরাট!

তবে নিশ্চিত না হয়ে এমন খবর পোষ্ট করা উচিত নয়।
আর আমি শিউর ছিলাম যে এই রাবেয়া সেই রাবেয়া হতেই পারে না। কারণ উনার ক্যান্সার নেই নিশ্চিন্ত ছিলাম
তারপরো, শংকা দূর করতেই - নিশ্চিত হলাম। আর আপনাদেরও জানালাম।
কারণ অনেকেই বিষয়টাতে বিভ্রান্তিতে পড়ে গেছিলাম।

৬| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০

ইসিয়াক বলেছেন: আলহামদুল্লিলাহ। জেনে ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

সত্যি একজন ব্লগার হারােনার শংকা ব্যাথা কি তা কাল টের পেলাম আরেকবার!

সবাই ভাল থাকুন শুভকামনা

৭| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো লাগছে।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই ! :)

৮| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

আহা রুবন বলেছেন: দোয়া করি রাবেয়া আপা আরও অনেক দিন বেঁচে থাকুন, সুস্থ থাকুন।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন। আপনার প্রার্থনা মঞ্জুর হোক।

৯| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ,

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া

১০| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আলহামদুল্লিলাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহর
গতকাল খুবই শকড হয়েছিলাম আমিও। খোদার কাছে
লাখ লাখ শুকরিয়া জানাই খবরটি অসত্য প্রমাণিত হবার জন্য।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই তাই।

সকল ব্লগারের জন্যেতো টান আছেই- এর মাঝে যারা ব্লগ দিবসে কাছাকাছি গেছি.. তাদের অনুভবটা কিনতু আরো বেমি গভীর!
বুবু গত ব্লগ দিবসে সবাইকে আনন্দে মাতিয়ে রেখেছিলেন। সেই মানুষের অমন খবরে শক্ড হবারই কথা।

শুকরিয়া, আল্লাহ বুবুর হায়াত দারাজ করুন।

১১| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

জাহিদ হাসান বলেছেন: আমার কমেন্টে কিছু টাইপো আছে।

নিজের কমেন্ট একবার এডিট করার সুযোগ থাকা দরকার।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: টাইপো হল ব্লগিংয়ের অলংকার ;)
ভেবে নিনি।
হা হা হা

১২| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাতে ঘুম ভাঙলেও আমি শুধু এই কামনাই করেছি, সাহাদাত উদরাজী ভাইয়ের খবরটা মিথ্যা হোক। এই একটু আগেও আমার এক পোস্টে মিররডডলের এক কমেন্টের জবাব দিচ্ছিলাম, আপু এসে আমাদের বকাবকি করে বলুন- 'আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নাই? ভালো মতো না জেনে কেউ এমন খবর বলে?' আমি আজ সারাদিন এ নিয়ে ভেবেছি, এবং একটা পোস্ট দিব বলেও ভেবেছিলাম। এই মাত্র মিরর এই লিংকের সন্ধান দিলেন আমাকে।

আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে খবরটা মিথ্যা হয়েছে। জীবনে এমন অনেক বারই মানুষ কামনা করে- অমুকের মৃত্যুর উড়ো খবরটা ভুল হোক, মিথ্যা হোক।

আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম। ২২ ফেব্রুয়ারি ২০১৭-তে আপু আমাকে হাসপাতালে দেখতে যান। খবরটা পেয়েই সাথে সাথে আমার স্ত্রীর সাথে শেয়ার করি। ছবিতে মাঝখানে আমি, দু পাশে আপু এবং আমার স্ত্রী। আপুর হাসিমুখটা এতক্ষণ আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। গতকাল ফেইসবুকেও এ নিয়ে একটা স্টেটাস দিয়েছিলাম।

সাহাদাত উদরাজী ভাইয়ের পোস্টটাকে আমি খুব পজিটিবলি দেখছি। আপুর প্রতি উদরাজী ভাইয়ের অপরিসীম ভালোবাসা থেকেই এ খবরটা শেয়ার করেছিলেন। আমাদের অত্যন্ত অ্যাক্টিভ কোনো ব্লগার হঠাৎ অ্যাবসেন্ট হয়ে গেলে আমাদের মন তাদের অ্যাবসেন্স ফিল করবে, এটাই স্বাভাবিক। অন্যের ব্যাপারে কোনো খবর পাওয়া গেলেও সেটা শেয়ার করবেন। এটা আন্তরিকতার টানেই করবেন।

আপুর উপস্থিতি কামনা করছি।

আপনাকে অনেক অনেক ধন্যবা বিদ্রোহী ভৃগু ভাই এই অবিস্মরণীয় আপডেটটা জানানোর জন্য। আমার কাছে আপুর বাঙ্গালদেশের সেল নাম্বার ছিল, কল করেছিলাম, বন্ধ পাই।

মিররকে ধন্যবাদ এই লিংক দেয়ার জন্য।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া ভাইজান।
হুম যেদিন হাসপাতালে দেছিলেন সেদিন আমারো যবার কথা ছিল। কি কারণে যেন মিস হয়ে যায়!

হুম ভালবাসার দিক থেকে গভির আবেগ অর্থে পজিটিভ ভাবা গেলেও এতটাই সেনসিটিভ ইস্যুতে আরেকটু যাচাই করে নেয়া প্রয়োজন বলেই আমি মনে করি। বিশ্বাস করবেন না- উনার পোষ্টের দিকে চেয়েই মাথাটা টলে উঠৈছিল। অফিসের ডেস্কে ঝিম ধরে বসেছিলাম কিছূক্ষন!

তারপরই খোঁজ দা সার্চ লাগাই। এবং আমেরিকান সকাল মানে আমাদের সন্ধ্যা নাগাদ আপডেট পাই - তিনি বেঁচে আছেন।
হুম। ব্লগারদের এই আন্তরিকতাই তো এক অনন্য বৈশিষ্ট! কেউ কাউকে দেখিনি চিনিনি তাতেই কত টান। এর মাঝে বিভিন্ন ব্লগ দিবসে যাদের কাছে পেয়েছি- তাদের জন্যে আরো বেশী টান থাকবে স্বাভাবিক ভাবেই।

নিশ্চয়ই তিনি আসবেন। আশা করি শীঘ্রই আসবেন।
দেশে এলে যে সেল নাম্বার নেন - তা শুধু ছুটির ক'দিনের জন্যই। তাই ওটা আর অন্য কেউ ব্রবহার করেন না।

আমাদের এই বন্ধন বেঁচে থাক অনন্তকাল
আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

আমি সাজিদ বলেছেন: আলহামদুলিল্লাহ

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া রবের
তিনি সবাইকে নিরাপদ এবং সুরক্ষিত রাখুন।

১৪| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩১

শায়মা বলেছেন: আমি কাল যখন পোস্টটা দেখেছিলাম সাথে সাথে ছবি আপুকে নক করেছি। কারণ রাবেয়া আপুর কোনো মেয়ে নেই বলেই জানতাম। আপু সিক ছিলো জানি কিন্তু ক্যানসার কিনা সেটা মনে পড়ছিলো না। কাজেই কনফিউসড হয়েছিলাম।

যাক বাবা এটা অন্তত রাবেয়া আপুনি না।

আপু আরো ১০০ বছর বেঁচে থাকুক।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই । অনেক তথ্যের গরমিল ছিল। বুবুর একটা ছেলে। গত বছর বিয়ে করিয়ে নিলে গেলেন ঢাকা থেকে।
আর বুবুর সাথে সাথে এত এত কথা হয়েছে, ক্যান্সারের মতো রোগের কথা গোপন করার কথা না।
তাই বিশ্বাস করতেই পারিনি।

আর আমার না পারারই জয় হলো অবশেষে :)
দীর্ঘায়ু হোক সকলে
বেঁচে থাকুক ভালবাসার আঁচলে।

১৫| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সুখবর । জেনে খুশি হলাম আল্লাহ উনাকে হায়াত দান করুণ ।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি যখন ফারহানার কাছ থেকে প্রথম ফোনে শিউর হলাম- কি যে খুশি লেগেছিল :)

দোয়া করবেন ভায়া।

১৬| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫

করুণাধারা বলেছেন: আমাদের নিশ্চিন্ত করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খবরটা আমার বিশ্বাস হয় নি, কারণ রাবেয়া রাহিম ছয় তারিখে ফাতেমা ছবির কবিতায় মন্তব্য করেন, অথচ পোস্ট অনুযায়ী তিনি সেদিন মারা যান। পোস্টে বলা হয় তার বয়স ৪৫ও হয়নি, ছোট দুটি মেয়ে রেখে মারা গেছেন। কিন্তু বিভিন্ন সময় ব্লগে প্রকাশিত ছবি আর অন্য তথ্য থেকে জানতে পারি এই তথ্য ঠিক নয়। আমার মন্তব্যে আমি আমার অবিশ্বাসের কথা বলেছিলাম।

সবশেষে শাহীন- ৯৯ এর দেয়া স্ক্রিন সট থেকে দেখা যায়, মৃতার নাম রাবেয়া রাহিম নয়, রাবেয়া খাতুন।

যাচাই না করে এমন খবর দেয়া ঠিক না।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের সকলের আন্তরিকতায় কথা বুবুর কন্ঠআটকে আসছিল কথা বলতে বলতে।
সত্যি এত ভালবাসে মানুষ ! এ জীবনে আর কি চাই.....

হুম এই তথ্য বিভ্রাটেই বেশি কনফিউজড ছিলাম। উনার একটিমাত্র ছেলে।
আর ক্যান্সারের মতো রোগের কথা বুবু গোপন করার কথাই না। আর যার বর্ণনা কপি পেষ্ট করেছিলেন সেখানেও
অনেক তথ্য ছিল যা বুবুর সাথে মেলে না।
তারপরো নিশ্চিত না হয়ে কিছূই বলতে পারছিলাম না। এর মাঝে ফেসবুক মেসেঞ্জার সব ডেড মুডে!
তাই ভাগ্নে কে নক করে শিউর হলাম। আর আজ ভোরে কথা বলে পরে পোস্ট দিলাম।

হুম, এরকম স্পর্শকাতর সংবাদ বহুবার ক্রসচেক করে তবেই বলতে হয়।

আপনাদের সবার কাছে বুবু দোয়া চেয়েছেন।
দোয়া করবেন।

১৭| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৬

খায়রুল আহসান বলেছেন: আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর দরবারে শোকর গোজার করছি, উনি ব্লগার রাবেয়া রাহীমকে সুস্থ রেখেছেন এজন্য। তিনি তাকে হায়াতে তাইয়্যেবা দান করুন এবং তার হায়াত দারা'জ করে দিন! তার জন্য অফুরন্ত শুভকামনা-----

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কালকের পোষ্টটা হার্টবিট মিস করিয়ে দিয়েছিল !!!

হুম। শুকরিয়া।
আপনাদের সকলের ভালবাসার কথা জেনে বুবু খবুই আপ্লুত। সবার কাছে দোয়া চেয়েছেন।
উনার ব্যাক্তিগত জটিলতাটুকু কেটে গেলেই আবার ফিরবেন জানিয়েছেন।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র।

১৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১১

সাহাদাত উদরাজী বলেছেন: প্রথমেই আমি 'সরি' করছি, আমার আরো ব্যাপক অনুসন্ধান করে পোষ্ট দেয়া উচিত ছিলো। আমি আনন্দিত যে তিনি ভাল আছেন এবং দোয়া করি তিনি আরো আনন্দে আমাদের সাথে বেচে থাকুন, এটা হয়াত আরো অনেক বেড়ে গেল। আল্লাহ সহায়।

আপনি অনুগ্রহ করে উনার ছেলেকে কি জিজ্ঞেস করবেন যে উনার ফেইসবুক আইডি কেন আর দেখা যাচ্ছে না এবং সেখানে কে এমন স্ট্যাটাস দিলো। আমি আমার নিজের চোখকে কি করে অবিশ্বাস করি! আমি পরিস্কার উনার স্ট্যাটাস দেখেছি, সেখানে লেখা ছিলো এমন সংবাদ। আমি সেখানে কমেন্ট করি, কোন উত্তর নেই, পরে আর একজন ব্লগার তানিয়াও সেখানে কমেন্ট করেছেন এবং আমি তারো উত্তর দিয়েছি। এছাড়া আরো অনেকেই লাইক কমেন্ট করেছেন।

আমার ভুল হয়েছিল আমি সেই স্ট্যাটাস এর একটা স্ক্রীন সর্ট রাখতে পারি নাই। তবে আমি ভেবেছিলাম, সকালে ঘুম থেকে উঠে আবার দেখবো এবং সেজন্য আমি সেই স্ট্যাটাস সেইভ করে রেখেছিলাম। কিন্তু সকাল (বেলা ১১টায়) আমি ঘুম থেকে উঠেই সেই স্ট্যাটাস খুঁজে দেখি নেই। এর পর আমি ফেন্ড লিষ্টে চেক করেও উনার আইডি আর পাই নাই। এর মধ্যে আমেরিকা থেকে সেই ভাইয়ের স্ট্যাটাস চোখে পড়ে, যা আমার কাছে মনে হয়েছিল সত্য।

যাই হোক, তিনি ভাল আছেন জেনে আনন্দিত এবং দোয়া করি। তবে আমার চোখকে আমি কি করে বুঝাই! কিংবা উনার ফেবু স্ট্যাটাস বা উনার ফেবু একাউন্ট গেল কই!

ব্যাপারটা কি ভৌতিক না ভিন্ন কিছু।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। যত গন্ডগোলের মূলে ঐ স্ট্যটাসটাই বুঝতে পারছি। কিন্তু বাকী কাহিনী কোত্থেকে এলো?
উনার মেয়ে, ক্যান্সার, নিউজার্সিতে দাফন!!!!! পুরাই মাথা আউলাইয়ে গেছিল ভায়া গতকাল! আপনার পোষ্ট দেখে...

আমি জানি উনার একটা মাত্র ছেলে। গতবছর বিয়ে করিয়েছেন। যদিও দাওয়াতে যেতে পারিনি!
তারপর উনার টুকটাক অসুস্থতার সব খবরই জানি। কিন্তু ক্যান্সারের মতো বড় ইস্যু বলবেন না- ভাবতেই পারছিলাম না। মেলাতেও পারছিলাম না। আবার আপনি নিম্চিত করেই পোষ্টে লিখেছেন... মাথা পুরাই বনবন . . .

না রাবেয়া বুবুর সাথেই কথা হয়েছে্। আজ সকালে এবং সন্ধ্যায়। খুবই একান্ত ব্যাক্তিগত কিছু কষ্টে ছিলেন। সব ডিএকটিভেট করেছেন তাই। মন ভাল হলে ইনশাল্লাহ আবার ফিরে আসবেন আমাদের মাঝে।
আর আপনার আন্তরিকতা নিয়ে আমাদের কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু বিষয়টা এতই সেনসিটিভ তাই আরো সতর্কতা আবশ্যিক।

তবে দ্রুত আপনার ড্রাফট করাটা ভাল সিদ্ধান্ত ছিল। এবং পরের রিভিউ পোষ্টটাও।
আর আমি গতকাল সন্ধ্যায় খবর পেলেও পুরা নিশ্চিত না হয়ে তথ্য জানাতে চাইনি। তাই আজ ভোরে যখন কথা হলো, তারপর সবাইকে জানানো উচিত মনে করলাম।

যাইহোক, বুবু আপনাদের সবার ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। দোয়া চেয়েছেন।
ভাল থাকুন ভায়া।


১৯| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৩

মা.হাসান বলেছেন: আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন ।

ভালো খবরটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

কালকে খবরটি দেখে প্রচন্ড মন খারাপ হয়েছিলো। পরে সাহাদাত ভাই যখন পোস্টটি ড্রাফটে নিয়ে আরেকটি পোস্ট দেন, একটু আশার আলো দেখেছিলাম। কিন্তু শাহ আজিজ ভাই যখন বললেন উনিও ফেসবুকে দেখেছেন, টাইম গ্যাপের জন্য ফোন করে নিশ্চিত হতে পারছেন না, তখন আবার আশাহত হয়েছিলাম।

আল্লাহ ওনাকে এবং সকলকে হায়াতুন তৈয়েবা দান করুন।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

শুকরিয়া ভায়া।

হুম। আমারতো মনে হলো মাথাটা টলে উঠলো ক্ষনিকের জন্য। মাথা চেপে অফিসে টেবিল চেপে বসে ছিলাম অনেকক্ষন।
সন্ধ্যায় প্রথম ব্লগার ফারহানা প্রথম মেসেজর উত্তরে কল ব্যাক করে। এবং নিশ্চিত হই তিনি বেঁচে আছেন।
তারপর উনার ছেলেও মেসেজের রিপ্লাই দিলে পূর্ণ আশ্বস্থ হই।
আর সকালে কথা বলে -তারপর সকলকে জানানোর তাগিদ অনুভব করলাম। যেহেতু বিষযটা ভীষ কনফিউশন সৃষ্টি করেছিল।

আপনাদের সকলের ভালবাসায় কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং দোয়া চেয়েছেন।
আমিন।

২০| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো সাহাদাত উদরাজী ভাইয়ের ফেইসবুকে লেখায় নিউজটি পড়েছিলোম।

তিনি ভাল আছেন জেনে আনন্দিত হলাম।
শুভকামনা রইলো।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম উনি ফেসবুকেও দিয়েছিলেন।

আমরাও আনন্দিত
শুভেচ্ছা অন্তহীন

২১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫০

ঢুকিচেপা বলেছেন: আলহামদুলিল্লাহ্
উনি আমাদের মাঝে আছেন এবং অচিরেই ব্লগে আসবেন এটা মনে হতেই প্রশান্তি পাচ্ছি।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া
ইনশাল্লাহ আসবেন শীঘ্রই

একজন ব্লগারের প্রতি সকলের এই যে আত্মিক টান-এটাই আত্মীয়তা, এটাই প্রাণ।

শুভেচ্ছা রইল ভায়া

২২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মা.হাসান বলেছেন: কিন্তু শাহ আজিজ ভাই যখন বললেন উনিও ফেসবুকে দেখেছেন, টাইম গ্যাপের জন্য ফোন করে নিশ্চিত হতে পারছেন না, তখন আবার আশাহত হয়েছিলাম।

সাহাদাত উদরাজী বলেছেন: আপনি অনুগ্রহ করে উনার ছেলেকে কি জিজ্ঞেস করবেন যে উনার ফেইসবুক আইডি কেন আর দেখা যাচ্ছে না এবং সেখানে কে এমন স্ট্যাটাস দিলো। আমি আমার নিজের চোখকে কি করে অবিশ্বাস করি! আমি পরিস্কার উনার স্ট্যাটাস দেখেছি, সেখানে লেখা ছিলো এমন সংবাদ। আমি সেখানে কমেন্ট করি, কোন উত্তর নেই, পরে আর একজন ব্লগার তানিয়াও সেখানে কমেন্ট করেছেন এবং আমি তারো উত্তর দিয়েছি। এছাড়া আরো অনেকেই লাইক কমেন্ট করেছেন।

সামহোয়্যারইন ব্লগ নামক এক বিখ্যাত ব্লগের এক বিখ্যাত ব্লগার একবার একটা পোস্ট দিয়েছিলেন - ব্লগার বিদ্রোহী ভৃগু আর নেই : দেজা ভু- চরণ। সমগ্র ব্লগবাসী কেঁপে উঠেছিলেন। কিন্তু কন্টেন্ট পড়ার পরই ভুল ভাঙে, ওটা ছিল একটা কবিতা, এবং সেই কবিতার সুবাদে ভৃগু বিদ্রোহীর জনপ্রিয়তারও একটা মাপ পাওয়া গিয়েছিল।

আমাদের রাবেয়া রাহীম আপু পরীক্ষামূলকভাবে এরকম কিছু করে থাকতে পারেন। যখনই দেখলেন, ব্যাপারটা সিরিয়াস আকার ধারণ করেছে, তখন পুরো অ্যাকাউন্টটাই ডিএক্টিভেট করে দেন। এজন্য এখন তার আইডিই খুঁজে পাওয়া যাচ্ছে না।

অথবা সিরিয়াসলি, তার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে থাকতে পারে। কিংবা বাসায় দুষ্টুমি করে কেউ এটা করে থাকতে পারে। সাহাদাত উদরাজী ভাই একা নন, শাহ আজিজ ভাইও দেখেছেন, ব্লগার তানিয়াও দেখেছেন, স্টেটাসটা মিথ্যা হয় কী করে? নাকি সত্যিকারেই কোনো ভৌতিক ঘটনা ঘটে গেছে :)

আমিও জানতাম আপুর একটা ছেলে আছে এবং পুত্রবধূও আছে বলেছিলেন বলে ভাসা ভাসা মনে পড়ে। শুরুতেই ব্যাপারটা আমার চোখে ধরা পড়ে, কিন্তু আমার জানায় ভুল ছিল মনে করে আর বলি নি, কিন্তু করুণাধারা আপুর কমেন্ট পড়ে আমিও নিশ্চিত হই, মেয়ে না, আপুর একটা ছেলেই আছে।

আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপু বেঁচে আছেন। হ্যাকারকেও ধন্যবাদ :) (যদি হ্যাকিং হয়ে থাকে)।

আশা করি আপু অতিশীঘ্রই অনলাইন হয়ে আমাদের আশ্বস্ত করবেন।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে ..

দেজাভু চরণের এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভালবাসায় যে ধোলাই খেয়েছি বড়ই মধুর সে স্মৃতি!
তাড়াতাড়ি নাম বদলে পরে রক্ষা :)
হুম ষ্ট্যটাসটা একটা বড় ফ্যাক্টর! আশা করি উনি নিজেই তার রহস্য উন্মোচন করবেন।

তবে যেহেতু একটু বড়ই ষ্ট্যটাস ডিলিট হয়ে যায় এবং ফেসবুকও ডিএকটিভেট হয়ে যায়
সেই ক্ষেত্রে এটাকে একটা রহস্য হিসেবে অনুসন্ধানী উপস্থাপন করা যায়- মৃত্যু সংবাদ হিসেবে নয় বলেই মনে হয়।
সবশেষ কথা এটাই- আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপু বেঁচে আছেন।
সাহাদাত ভাইকে ধন্যবাদ।

উনার এই বিভ্রাটে আমাদের ব্লগারদের হৃদ্যতার মিথস্ক্রিয়া আরেকবার অনুভব করা গেল ;)

অনেক অনেক ধন্যবাদ সোনা ভাই :)


২৩| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: যাই হোক, আনন্দিত। কথা আর না বাড়াই, সকলের কাছে 'সরি' এবং আপার কাছে তো বটেই। আপা নিশ্চয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তিনি আমাদের জানাবেন যে উনার একাউন্ট থেকে এই কাজ কে করলো?

আবারো সরি, আগামীতে যে কোন খবর বা ব্লগের তথ্যে আরো সতর্ক থাকবো। সবাইকে শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেটাই...
সরি বলার কিছূ নাই ভায়া। উপলদ্ধিটাই আসল

আর আপাতো হাসতে হাসতে শেষ। সাহাদাত ভাই আমারে মেরে ফেললো ;) হা হা হা
হুম আশা করি উনি আসলে আমরা প্রকৃত ব্যাখ্যা পাবো ঐ ক্ষনিকের অদ্ভুত ষ্ট্যটাসের ইতিহকথা।

না ভায়া, বারবার সরি বলে লজ্জ্বিত করবেন না।
এটা আপনার গভীর টানেরই প্রকাশ ছিল। যে টানের জন্যে ক্রসচেক না করেই সেই আবেগে সবাইকে জানাতে চেয়েছিলেন একজন ব্লগারের চলে যাবার কথা। আমাদের সকলের সতর্কতা আমাদের মনের শান্তি এবং স্বস্তি হয়ে থাকুক।
ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

২৪| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২৫| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৬

নীল আকাশ বলেছেন: আমি তো সেই পোস্টেই বলেছিলাম এটা ভুয়া। তবে উনার ফেবু এক্যাউন্ট ডি এক্টিভেটেড এখন।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্য কোন রাবেয়া হয়তো মারা গেছেন যার কবর হয়েছে নিউজার্সিতে।
উনিতো বিস্তারিতই দেখেই শেয়ার দিয়েছিলেন। ভূয়া না বলে নাম বিভ্রাট বলতে পারি সম্ভবত ;)

হুম ফেসবুক মেসেঞ্জার সবই ডিএক্টেভেট।

২৬| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৭

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া অশেষ। আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতা, সঠিক সংবাদটি জানিয়ে সকলকে চিন্তামুক্ত করায়।

তার হায়াত দারাজির দুআ করছি।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুকরিয়া হযরত

নো মেনশন এট অল।

আমিন। সুম্মা আমিন।

২৭| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ২:২১

সোহানী বলেছেন: এমন খবর দেখিনি এবং উদারজীর খবর ও পড়িনি। ভাগ্যিস...

যাহোক রাবেয়া ভালো আছে শুনে ভালো লাগলো। আমি নিজেই অনিয়মিত তাই বুঝতে পারি না কেন আসে কে যায়। এবারে সামারে ওর আসার কথা ছিল কানাডায় এখানে কিন্তু করোনায় সব ঝামেলা হয়ে গেছে মনে হয়। খুব আশায় ছিলাম দেখা হবে...।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাগ্যিস...
নইলে আমাদের মতোনই পেইন টের পেতে :((

শুধূ আসা যাওয়া হলেতো দু:খ ছিলনা। এযে ছিল ভব ছেড়ে দেবার খবর!!! উনার মৃত্যুর খবর নিয়ে পোষ্ট!
তাইতো সবাই শকড হয়েছিলাম সেইরকম..

হুম.. ভ্যাকেসন শুরু হয়ে গেছে। কিন্তু বের হতে পারছে না। আবার নতুন নতুন কড়াকড়ি আসছে তোমাদের ওদিকে।
আশা পূরণ হবে হয়তো। কোন একদিন :)

২৮| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫১

জাফরুল মবীন বলেছেন: আলহামদুলিল্লাহ।

অনেকসময় মানুষ বিষণ্নতা থেকে এ ধরনের স্ট্যাটাস দিতে পারেন এবং অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দিতে পারেন।তিনিই জানেন কেন এবং কীভাবে সেটা ঘটেছিলো।যখন একাধিক ব্লগার এ ধরনের স্ট্যাটাস দেখেছেন তখন সেটা উড়িয়ে দেওয়া যায় না।সাহাদাত উদরাজীকে ধন্যবাদ একজন সহব্লগারের প্রতি সহমর্মীতা দেখানোর জন্য আর আপনাকেও ধন্যবাদ বিষয়টির সত্যতা উৎঘাটনপূর্বক ব্লগার রাবেয়া রহীমকে ব্লগে মৃত থেকে জীবিত করার জন্য :-) হা হা হা.... আপনার অসাধারণ ইনটুইসন মুগ্ধ করেছে।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক্কবারে টু দা পয়েন্টে টাচ করেছেন।
সেরকম কিছুর সম্ভাবনা যেমন আছে, আছে একাউন্ট হ্যাক করে গোয়ান্দা গিরি করার সম্ভাবনাও।
আছে বিষন্নতা আর আক্ষেপের সম্ভাবনাও।

সাহাদাত ভাইয়ের সহমর্মীতাবোধ প্রশংসা যোগ্য।
ভাল বলেছেন - ব্লগার রাবেয়া রহীমকে ব্লগে মৃত থেকে জীবিত করার জন্য :-) হা হা হা
..আপনার অসাধারণ ইনটুইসন মুগ্ধ করেছে। কৃতজ্ঞতা ভাইজান
মজা করে বুবুরে ফোনেও বলেছি- তুমিতো আমারে না বইলা মরতেও পারবা না ;)
আর যদি বলতে ভুইলাও যাও তোমার সোল আইসা ঠিকই কোননা কোন ইশারা দিবে। ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ।
ব্লগাত্মীয়তা যুগ যুগ বেঁচে থাকুক এমনি আন্তরিকতায়। ভালবাসায়। সহমর্মীতায়। অনুভবের গভীরতায়।
অফুরান শুভেচ্ছা রইল


২৯| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: ১৮ ও ২৩ নং মন্তব্যের জন্য সাহাদাত উদরাজী কে ধন্যবাদ। একটা ভুল করে ফেলার পর সেটা বুঝতে পেরে স্যরি বলতে পারাটা একটা ইতিবাচক গুণ। এর জন্য প্রয়োজন সততা ও সাহসের।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

বুঝতে পারা আর মেনে নেয়াতেই প্রকৃত সাহস। আর উনার গভীর আন্তরিকতা নিয়ে কোন সন্দেহ নেই।
বরং বেশি আন্তরিকতাই এই বিভ্রমের কারণ বলেই মনে হয়েছে।
তাইতো বলেছি -
না ভায়া, বারবার সরি বলে লজ্জ্বিত করবেন না।
এটা আপনার গভীর টানেরই প্রকাশ ছিল। যে টানের জন্যে ক্রসচেক না করেই সেই আবেগে সবাইকে জানাতে চেয়েছিলেন একজন ব্লগারের চলে যাবার কথা। আমাদের সকলের সতর্কতা আমাদের মনের শান্তি এবং স্বস্তি হয়ে থাকুক।

৩০| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: যাক খুব ভালো খবর আপু সুস্থ আছেন। সেদিন শোনার পর থেকেই খুব চিন্তায় ছিলাম। ধন্যবাদ আপনাকে বিষয়টি শেয়ার করার জন্য।

শুভেচ্ছা জানবেন।

১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক দা

খবরটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না।
এবং অবশেষে আমার বিশ্বাস জিতে যাওয়া সবচে খুশি হয়েছি আমি :)
যেহেতু কনফিউজিং ছিল বিষয়টা- তা সকলের কনফিউশন দূর করতেই শেয়ার করা।

আপনাদের সবার ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুবু
এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

৩১| ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক মনটা ভারমুক্ত হলো।

কারো মিত্যু নিয়ে পোস্ট দিলে শতভাগ নিশ্চিত হয়েই পোস্ট দিতে হয়। অন্যথায় অনেক মানুষ ভোগান্তিতে পড়েন।

১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেটাই মূল বক্তব্য।
নিজেই যা পেরেশানীতে পড়েছিলাম।

ভাগ্যিস ব্যক্তিগত লেভেলে জানাশোনা ছিল। তাই দ্রুতই সত্যটা উদঘাটন করতে পারলাম।


৩২| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মৃত্যুর মতো এত স্পর্শকাতর বিষয়ে ১০০% নিশ্চিত না হয়ে পোস্ট দেওয়া উচিৎ হয়নি।

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
উনি ভুল বুঝতে পেরেছেন।


৩৩| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: মানুষের কান্ডজ্ঞান দেখলে মেজাজ খারাপ হয়!

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতটা শকড হয়েছিলাম পোষ্ট দেখে- অফিসে রীতিমতো মাথা চক্কর দিয়ে উঠেছিল!
সন্ধ্যায় নিশ্চিত ফোন কলের আগ পর্যন্ত সে শক ছিল!

যাক উনি ভুল বুঝতে পেরেছেন- সরি বলেছেন। ভবিষ্যতে সতর্কতা কাম্য।

৩৪| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: এত কাণ্ড !!
ভাগ্যিস আগে র পোষ্ট দেখি নাই , না হয় বিশাল এক শক এর মাঝে যেতে হত।
আল্লাহ রাবেয়া আপু র হায়াত দারাজ করুন।

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল হয়েছে প্রথম দুই পোষ্ট দেখেন নি!

বিশাল শক খেয়েছিলাম। পরে বুবুর বান্ধবী যখন সন্ধ্যায় ফোনে কনফার্ম করলো খন যেযে স্বস্তি পেয়েছিলাম।

আপনার প্রার্থনা কবুল হোক। বুবুর সাথে সাথে আপনার জন্য এবং বাকী সকলের জন্যও প্রার্থনা রইলো।

৩৫| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.