নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কি লিখবো কাব্যে!!!

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৬

পর্ব-১

কি লিখবো কাব্যে
যখন কলমে ঝড়ে রক্ত
সারা পৃথিবীর বঞ্চিত, হত মানুষের রক্ত. . .

নির্যাতিত মানুষের পরিচয় এক।
তাদের কোন ধর্ম নেই, সাদা-কালো নেই
এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান জাতভেদ নেই

তারা মজলুম। তারা নির্যাতিত। তারা অধিকার বঞ্চিত।

আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর
ইরাক, সিরিয়া, ইয়েমেন, বসনিয়া, উইঘুর,
মিন্দানাও : ভয়ার্ত, আতংকিত, অশ্রুভারাক্রান্ত পৃথিবীর মূখ।

জীবন যেন এক জ্বলন্ত অভিশাপ
বারুদের গন্ধে দিনরাত, আগুন, অস্ত্র বিভীষিকা
প্রতি মুহুর্তে অনিশ্চয়তার পল, বেঁচে থাকাটাই মিরাকল।

সভ্যতার এ কোন উচ্চমার্গ? সভ্যের অসভ্য মিথ্যে সুশীল সন্ত্রাস!

পর্ব-১.১

কি লিখবো কাব্যে
যখন অদৃশ্য মহামারী আতংক
লাশের পর লাশের ভারে ভারাক্রান্ত সভ্যতা . . .

স্বদেশের কথা
বালাই ষাট! বলে কি গুম হবো নাকি
চেতনার বর্ণান্ধ ষাড় গুতোয় করোনাতংকের চে ভয়াবহতায়

মাটি কামড়ে পড়ে থাকা
আমজনতার দীর্ঘনি:শ্বাস জমছে মহাকালে
করোনার অদৃশ্য শেকল, স্বৈরাচারিতার অদৃশ্য শেকল বাঁধা;

সার্ধশত বৎসরের সার্বজনীনতা বদলে যায় -দলান্ধতায়

মহাকালের মহাসময় সমাগত
গভীর নিম্নচাপে যখন ফুঁসে উঠবে গণসমুদ্র
মৃত্যুর ভয়হীন অগ্নিচোখে ফুটবে ক্রোধের অনল

উড়ে যাবে সব বাঁধা
ধ্বসে যাবে প্রাসাদ, ক্ষমতার সাধ, বাঁধ
পঙ্গপালের মতো ধেয়ে আসবে কোনা কোনা হতে- - -

মহাকালে এমন শত প্রস্থানের মিথ দেখেও শিখলো কে কবে?



মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
অনেক অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো
যদিও আমিও দীর্ঘদিন নিয়মিত থাকতে পারিনি!

শুভেচ্ছা রইলো

২| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: মহাকালের মহাসময় সমাগত
গভীর নিম্নচাপে যখন ফুঁসে উঠবে গণসমুদ্র
মৃত্যুর ভয়হীন অগ্নিচোখে ফুটবে ক্রোধের অনল


এইব সত্যি নায়।

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়ার আগমন পাঠ এবং মন্তব্যে অনুপ্রাণীত

আপাতত হয়তো সত্যি নয়- যেমন ঝড়ের আগে থমকে যাওয়া আবহাওয়া দেখে আমরা ভাবতে পারিনা পরে কি ঘটতে যাচ্ছে!
মহাকালেতো এমন কতই ঘটেছে, ঘটছে এবং ঘটবে!
কে জানে ভবিতব্য ;)

শুভেচ্ছা রইলো

৩| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৪

মিরোরডডল বলেছেন:



নির্যাতিত মানুষের পরিচয় এক।
তাদের কোন ধর্ম নেই, সাদা-কালো নেই
এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান জাতভেদ নেই
তারা মজলুম। তারা নির্যাতিত। তারা অধিকার বঞ্চিত।


ধ্রুব সত্যি !

ভৃগু এতদিন পর ।
এরকম সত্যভাষণ নিয়ে ।

তবে কি তাই, যা আমি ভেবেছি । #:-S



১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগমনে পাঠে এবং মন্তব্যে অন্রপাণীত

হুম অনেকদিন পরই বটে।
কি ভেবেছেন জানতে খুব ইচ্ছে হচ্ছে বটে ;)

শুভেচ্ছা অফুরান

৪| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:১২

হাবিব বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট পেলাম। আশা করি ভাল আছেন

১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ হাবীব স্যার যে :)

হুম ভায়া নানা টানাপোড়েনে বেশ ব্যাকফুটে ছিলাম!
চোখ রাখতাম সবসময়ই লগিন করা হয়ে উঠতো না।

হুম আপনাদের সকলের শুভকামনায় ভাল আছি
ধন্যবাদ আর শুভকামনা অন্তহীন

৫| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৩

মিরোরডডল বলেছেন:



কি ভেবেছি সেট জানলে ইউ উইল নেভার এডমিট ।
মনে হয়েছে ভৃগুটা এ মাঠেই খেলছিলো কিন্তু একটা মাল্টি থেকে ।
এখন যেনো বলা না হয় কোন নিক থেকে !
সেটা বলবো না, অনুমান মাত্র, নাও হতে পারে :)



১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নারে ভায়া.. একটাতেই লগিন করার সময় মিলছিল না! আবার মাল্টি!

সত্যি একদমই সময় করতে পারিনি। আর খানিকটা ব্লগীয় সমস্যা যা নিয়ে ভুয়া মফিজ ভায়ার লম্বা ফাইট দিচ্ছেন
সেটাও একটা ফ্যাক্টর ছিল।


৬| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৫

মিরোরডডল বলেছেন:

*****সেটা***

১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: **** কোনটা *****
=p~ =p~

৭| ১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা রইলো

৮| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০

শেরজা তপন বলেছেন: আহা ! কতদিন বাদে আপনাকে আপনার মত করে পাইলাম!!!!

এভাবে দীর্ঘক্ষন ডুবে থাকলে মনে হয় শ্বাস বন্ধ হয়ে গেছে :)
এখন থেকে ফের নিয়মিত সাথে থাকুন। ভাল থাকুন

১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে প্রিয়জন
বলোনা করে এমন
শ্বাস বন্ধ হয়ে যায়
সুগভীর ভালবাসায়....

টুপি খোলা অভিবাদন হৃদয় ছোঁয়া মন্তব্যে...
এমন ভালবাসা ছেড়ে কি থাকা যায়! দোয়া করবেন যেন আজীবন থাকতে পারি...

অনেক অনেক শুভকামনা

৯| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০২

ডঃ এম এ আলী বলেছেন:



সময়ের কবিতা, সুন্দর কবিতা
কি লিখবেন কাব্যে , সে কি খুব চিন্তার বিষয় ?
আরাকান , ফিলিস্তিন, ইরাক , সিরিয়া , ইয়েমেন ,
বসনিয়া , উইঘুর,মিন্দানাও কি আর বাকি আছে
সাথে যুক্ত হয়েছে মহামারী করোনা আর
স্বদেশের নির্যাতন ও নির্যাতকের কাহিনী বর্ণন।

চারিদিকে এখন মানবতার পরাজয়
মুখুষের আড়ালে অমানবিকতার চরাচর ।
যাহোক এ অবস্থা উত্তরনে
কবি সাহিত্যিক গনই যুগে যুগে
কবিতার সম্ভার নিয়ে আবির্ভুত হন ।
জাতীয় কবি নজরুল তাঁর
বিশেষ বাঁশীতে দিয়ে গেছেন
অভয় -মন্ত্র , যার মুল সুর -

বল্‌ নাহি ভয় নাহি ভয়!
...................................।
নির্যাতকের বন্দি- কারায়/সত্য কি কভু শক্তি হারায়?
………….
সত্য যে চির-স্বয়ম্‌ প্রকাশ/রোধিবে কি তারে কারাগার-ফাঁস?
………........................।
গেল যে নিজেরে নিঃশেষ করি /তাদের পাত্র দিয়ে গেল ভরি!
……………………..
আত্ম -অবিশ্বাসী ভয়-ভীত/কেন হেন অবসাদচিত ?
.....................................
তুই নির্ভর কর্‌ আপনার ‘পর /আপন পতাকা কাঁধে তুলে ধর্‌
……………………………….
তুই আত্মাকে চিন্, বল্‌ আমি আছি,’ ‘সত্য আমার জয়’!

যাহোক এই পোষ্টের কবিতাটি পাঠ কালে
ঘরের কাছের নির্যাতিত রোহিঙ্গাদের কথাগুলিও মনে বেশী বাজে
সারা ধরণির জাগ্রত মৃতপ্রায় মানুষদেরকে রোহিঙ্গারা যেন বলছে
আমি রোহিঙ্গা মুসলিম বলে আমাকে দেখে কেন ভিত,
মুখোস আড়ালে আমাদের প্রতি অন্যায়ে তোমরা কেন আনন্দিত।
বেশ বুজতে পারছি মানবতাবাদিরা বেশ মজাতেই আছে
রোহিঙ্গা মুসলিম বলে, যদি মানবতা জেগে ওঠে
তাহলে জাতিসঙ্ঘের জাতিসত্তা নষ্ট হবে
তাই রোহিঙ্গা মানবতা বিষয়ে তারা নিরব
রোহিঙ্গারা মানবিকতাবাদীদের জানাতেও পারেনা ধিক্কার ।
শিশুদের আর্তনাদ , নববধূর চিৎকার,
আকাশে ভাসে জীবন্ত মানুষের পোড়া গন্ধ,
বৃদ্ধা মায়ের সামনে মেয়ের ধর্ষণ,
ঘরহীন মানুষের আশ্রয়ে এর চেষ্টা ।
মানবতা কি তা দেখতে পায়না এদের দুরবস্থা।
সিরিয় রিফুজিদের জন্য দোয়ার খোলা, ইউরোপ, আমিরিকা
জার্মানী এদের করে জামাই আদর, রোহিঙ্গারা মরে সাগরের পর ।
মৃত রোহিঙ্গা আত্মার শান্তির জন্য কেউ করেনা প্রার্থনা
তাদেরকে এখন সকলেই বিষফোর মনে করে
অথচ সমস্যা সৃস্টি কালে তারা শুধু বুক চাপরিয়ে
তাদেরকে দেশান্তরী হতে উদ্বুদ্ধ করেছে ,
এখন তাদের তরে ভাল কোন কথা না ভেবে
বিভিধভাবে সমস্যা জিইয়ে রাখার ফন্দি ফিকির আটে ।
বিশ্ব মানবতাবাদি সকলের কাছে রোহিঙ্গাদের আকুতি
তুমরা জেগে উঠ জগতের সকল নির্যাতিতের সাথে
আমাদের কথাটিও একসাথে তুলে ধরে
আমাদের তরে রিলিফের বানিজ্য বন্ধ করে
আমাদের মুক্তির পথের সন্ধান কর !
মানবতা হতে হয় সরল, পানীর মত স্বচ্ছ,
আপেক্ষিক মানবতা অভিশাপ কারো কারো তরে
রোহিঙ্গরা আর তাদের আশ্রয় দাতারা
বুঝতেছে তা এখন ভাল করে!
নতজানু পররাষ্ট্রনীতি নাকি
এটা বিশ্বমোরলদের খেলা !

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ড. এম এ আলী ভায়া

অসাধারন মন্তব্য যেন কবিতাকে সার্থক করে তুললো।
গুরু নজরুলের অভয় বাণী আজো অভয় দিয়ে যায় জাগ্রত প্রাণে
কিন্তু আমরা যে মরার আগেই মরে বসে আছি!
মৃতবৎ বেঁচে থাকার লোভ আমাদের কাবু করে!
আমরা ভুলে যাই মৃত্যু থেকে রেহাই নেই
তবে আর কেন কাপুরুষোচিত মরণ! মরণ হোক স্মরনীয় বরণীয়
এখানেই থমকে যায় সবাই!

রোহিঙ্গা নিয়ে রিলিফ প্রসংগ খুবই ভাবনার বিষয়
শুরু থেকেই একমূখিতার খেসারত দিচ্ছে হয়তো আরো দেবে!
বর্তমান লড়াই রতদের অস্থায়ী সরকারের রোহিংগাদের স্বীকৃতি ও ফিরিয়ে নেয়ার আহবানেও তেমন সাড়া নেই!
কে জানে এর শেষ কোথায় হবে!

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবারো
শুভেচ্ছা রইলো

১০| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১১

সোহানী বলেছেন: তুমি ইদানিং লিখালিখি কমিয়ে দিয়েছো!!

১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমরা লিখবে বলে ;) হা হা হা

কি লিখবো বলো? যা লিখতে চাই তা লিখলেতো হারিয়ে যেতে হবে!
আমাদের কতজন ব্লগার হারিয়েছৈ ক জনা খবর রেখেছে!
যারা ফিরে এসেছেন জীবন নিয়ে তাদের কাছে যে বিভীষিকাময় বাস্তবতা শুনেছি
গা শিউরে ওঠে

বেশ আছো তোমরা। অন্তত কথা বলার জন্যে গুম হবার আতংক নেই!
দোয়া করো দেশটার জন্য
দেশের অসহায় মানুস গুলোর জন্য

১১| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




কেউ কিছু শেখেনা। কোনও মহাপ্রলয়ই ঘটানোর মতো কেউ নেই কোথাও । তাই কাব্যে কিছু লেখার থাকেনা ............।

১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া

আর কি দেখা হবে না?

হুম।
বড্ড কঠিন কঠোর আর নির্মম বাস্তবতা!
তবু কিনতা কুনতের মতো শেকল ঝনঝনিয়ে জানান দেয়া কেবলই!
ভোরতো হবেই... রাত যতই অন্ধকার আর গভীর হোকনা কেন- স্বপ্নই যে পাথেয় পথিকের।

১২| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:২৫

কামাল১৮ বলেছেন: শ্রেনী দ্বন্দ্বের কথা আর ধর্মীয় দ্বন্দ্বের কথা মিলে মিশে একাকার হয়ে গেছে।

১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

এক লাইনে দারুন বলেছেন।

শুভেচ্ছা রইলো

১৩| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১০:২১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপার্ব!

'দীর্ঘনিঃশ্বাস' না বলে দীর্ঘশ্বাস বললে বোধহয় বেশি শ্রুতিমধুর লাগে।
কবিতায় দ্রোহের আগুন পেলাম
আসুক তবে সে মহাপ্রলয়..... কাব্যে মুগ্ধতা।
শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা

শ্রুতিমধুরতার পরামর্শ মন্দ নয় :)
কামনায়, মুগ্ধতায় শুভেচ্ছায় কৃতজ্ঞতা

শুভেচ্ছা রইলো প্রিয় দাদাটির জন্যেও

১৪| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: কী লিখবেন কাব্যে? মন যা চায় তাই লিখুন।
সময় বিশেষে কবিদেরকে কবিরাজ হতে হয়। কবি'র কবিতাই তখন দাওয়াই এর কাজ করে। মজলুমের বেদনার ক্ষতে কবিতা ব্যথার মলমের প্রলেপ বুলায়। অস্ত্রোপচার প্রয়োজন হলে কবির কবিতা 'অবেদন কার্য' এও (এ্যানেস্থেশিয়া হিসেবে) ব্যবহৃত হয়।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিদের কবিরাজ হতে হয়... দারুন বলেছেন প্রিয় সিনিয়র ।

বন্ধ চোখ যেন খুলে যায়
কুম্ভকর্ণের ঘুম ভাঙানিয়া কাব্য যেন লিখতে পারি, দোয়া করবেন।

অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভকামনা রইলো

১৫| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৭

কালো যাদুকর বলেছেন: রাজনীতি, করোনা আর বিশ্ব সব মিলে ভাল লিখেছেন। কিন্তু যাদের জন্য লিখছেন, সেই জনগন জাগে না, এরা শুধু ঘুমায়।
ধন্যবাদ।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কালো যাদুকর ভায়া

দিন না যাদু দিয়ে ঘুম ভাংগিয়ে...
এরা তো আধমরা। রবী ঠাকুরের ঘা না দিলে যে বাঁচবে না!
তাই সবুজ প্রাণদেরই জাগতে হবে- ঘা দিয়ে জাগাতে হবে অবশ বিবশ ঘুম থেকে....

১৬| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:২২

অপু তানভীর বলেছেন: নির্যাতিত মানুষের পরিচয় এক । আসলেই তাই । দুনিয়ার সব নির্যাতিত মানুষের পরিচয় এক ।


অনেক দিন পর সামুতে আপনাকে দেখা গেল । বেশ কয়েক দিন পর সামুতে ফিরলেন ।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
বেশ অনিয়মিত হয়ে পড়েছিলাম ভায়া...

আবার সামু ফেসবুক গ্রুপে অনেককে পেয়ে যাওয়ার প্রভাবও বেশ দায়ী বলা যায় ;)
দেখা হচ্ছে, লেখা পাচ্ছি এরম ভাব আর কি ;)

অনেক অনেক ধন্যবাদ আগমন, পাঠ ও মন্তব্যে
শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.