নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সময়ের ক্রীতদাস

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:০১

দাস প্রথার নির্মমতা, আজো কাঁদায় প্রাণ!
ভয়ে কম্পিত হৃদয়ে মাইলের পর মাইল পায়ে হেটে চলে,
পায়ে ভারী শেকল, পেছনে চাবুক ছেলে, মেয়ে, বুড়ো, যুবক . . .
ইতিহাস থেকে বর্তমান অদৃশ্য শেকল আর প্রয়োজনে আজো মিছিল দৃশ্যমান!

অফিস খুলেছে; বস বলেছে সময় মতো না এলে
চাকুরী থাকবে না!আহারে, মাকে কিভাবে অষুধ দেব?
বোনের লেখাপড়া বন্ধ হবে! পথে নেই কোন পরিবহন!
তা’বলে থামলে কি চলে? বুক ভরে দম নিয়ে হাটা দেয় দিদি. . .

হাটতেই থাকে হাটতেই থাকে, মাথার ‍উপর গণগণে রোদ
কেউ কারো দিকে তাঁকায় না! বৃষ্টির ছাটে মিশে যায় চোখের জল
যেন সবাই সবার বিধিলিপি জানে-একই সুতোয় বাঁধা
এক অদৃশ্য মায়া আর শক্তি পায় যেন! পায়ে পায়ে হাটে সবাই...

গ্রাম পেরিয়ে, শহর পেরিয়ে মহা সড়কে বিশাল মিছিল
কিলবিল করে বাড়ছে মিছিল, দীর্ঘ হচ্ছে সকল জেলার মানুষ মহাসড়কে
দূরের ঐ ঢাকা শহরে পৌঁছাতেই হবে চাকুরী বাঁচাতে
মাকে বাঁচাতে, বোনের জন্য, দুটো অর্থের জন্য, অর্থহীন জীবনের জন্য

মৃত্যুর মিছিল কমেনি এখনো। দু’শর ঘরেই প্রতিদিনি
মিনিটে নাকি ৮ জন মরে যায়! তবু ছেড়েছে লক ডাউন
করোনায় মরলেও মরণ, না খেয়ে মরলেও মরণ
গরীবের কি ঘোড়ারোগ মানায়? তাই সবাই হাটে অনিশ্চিত গন্তব্যে।

স্বাস্থ্যবিধি! সে আবার কি? দাড়ানোর জায়গাটুকু শুধু চাই
ফেরিতে গাদাগাদি, প্রান হাতে নিয়ে লাফিয়ে ওঠা
একটা ফেরি মিস হলে তিন ঘন্টার ফের! রাতে পথে ভয়
ধর্ষন, রাহাজানি, গুম, খুন- তাই বেলা ডোবার আগেই নিরাপদ স্থান চাই!

সাংবাদিকেরা আসে। ছবি তোলে। কত রকমের ছবি
ভিডিও করে.... আগে পিছে, ডানে, বামে, উপরে নীচে
ভ্রুক্ষেপহীন এগিয়ে চলে ক্লান্ত, ক্ষুধার্ত মিছিল,
ক্রীতদাস কিন্তা কুন্তে থেকে সেলাই দিদিমনি- যেন একই শেকলে বাঁধা জীবন!

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: সময়ের আসল ক্রীতদাস হলেন চাকরীজীবিরা।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা

২| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

হাবিব বলেছেন: দাসপ্রথা বেঁচে থাকবে যুগে যুগে ভিন্ন ভিন্ন নামে। কবিতায় প্লাস++

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো হয়ে আসছে কালে কালে

কখনো শেকলে দৃশ্যমান, কখনো নেকটাইর আড়ালে সুশিল ক্রীতদাসত্ব!

অনেক ধণ্যবাদ ভায়া। প্লাসে অনুপ্রানীত হলাম। শুভেচ্ছা রইলো

৩| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

হাবিব বলেছেন: আমার ইমেইল কি পেয়েছেন ভাইয়া?

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি দেখছি ভায়া।
রিপ্লাইয়ে বিস্তারিত বলছি

৪| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সময়ের ছবি

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা রইলো

৫| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এই মিছিল একদিকে বেঁচে থাকার টিকে থাকার সংগ্রাম
অন্যদিকে করোনার সাড়াশি আক্রমনের পথ সুগম করে মৃত্যু পথযাত্রা।
নিয়ম ভেঙে ভেঙে নতুন নিয়ম প্রতিষ্ঠার ঘটনা নতুন নয়
পায়ে হেঁটে বুঝা কাঁধে রৌদ্র পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষ ছুটে চলে গন্তব্যে
জীবিকার তাড়নায় বেচে থাকার তাগিদে।
নইলে যে না খেয়ে মরে যাবে
হয়তো চিকিৎসার অভাবে অসুস্থ পিতা মাতা
খাবারের অভাবে সন্তান চিকিৎসার অভাবে অনাগত শিশু।
কর্ম ফেলে ঘরে বসে নিরবে থাকলে বসে বিপর্যস্ত হবে দেশের অর্থনীতি
চাকুরীটাই চলে যাবে
শ্রমিকের মেহনতী মানুষের ক্ষেত্রগুলি হতে পারে মরণ উপত্যকা
তবু যদি দিনে দুবেলা অন্ন জুটে ক্ষুধার্ত মুখে
ভাগ্যের বিড়ম্বনায় যেন নতুন মাত্রা এনে দিল
প্রার্থনার মসজিদ মন্দির গীর্জা ফাঁকা থাকে আড্ডা স্থল জনাকীর্ণ
ফাঁকা থাকে না যানহন রাজপথ নৌযান।
উপচে পড়ে ভীড় ক্রমাগত অস্থির জনতার চাপে
সুনিশ্চিৎ মৃত্যুর হোলি খেলা যেন যুদ্ধের ময়দান
বিপন্ন পরিবেশ খেপেছে যে খুব জীবানুর বিদ্রোহ তাই
নিত্য নতুন মাত্রায় তবু ব্যবধান কাব্যগুলো
ক্রমাগত কলেবরে বেড়ে যায়
কমে না সহিংসতা বৈরীতা
ওঠে না জেগে বিবেক
সচেতনতার বর্ম পড়ে স্বাস্থ্য বিধি মেনেই কেবল হতে পারে
মানবের জয় যাত্রা
উপচে পড়া ভীড়ে মানুষের ঠাসাঠাসি ধস্তাধস্তি সামাজিক দূরত্ব মানবে কী করে
এই যেন নিয়তি ঘনবসতি পূর্ণ উন্নয়নশীল রাষ্ট্রের কুড়ে কুড়ে খায় মানবতা প্রতিনিয়ত...

০২ রা আগস্ট, ২০২১ সকাল ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভায়া

আস্ত কবিতায় প্রতিমন্তব্যে ভাল লাগা
এই দিন কেটে যাক। মানবতা মুক্তি পাক

৬| ০১ লা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:




একদিকে ক্ষুধার তাড়না, জীবনযুদ্ধে বেঁচে থাকার লড়াই, চাকুরী হারাবার ভয় ।
আরেকদিকে মৃত্যুর হাতছানি । কি ভীষণ নির্মম আর অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া ।
এ সমস্যার সমাধান কোথায় ভৃগু :(

০২ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..
অথচ তারাই নাকি রিজার্ভের ভিত্তি
প্রবাসীদের রেমিটেন্স আর পোষাক শিল্পে নাকি বাড়ে জিডিপি!

অথচ মালিকেরা আলীশান প্রাসাদে থেকেও খোঁজে সরকারী প্রণোদনা
নতুন প্রাসাদ বানায় আত্মসাৎ করে বিপুল অর্থ
আর তাদের প্রাণ- শ্রমিকেরা পথে পথে ভেসে চলৈ চোখের জলে....

মানবতা বোধের বিকাশ আর বিবেকের জাগরণ
গণতন্ত্র আর সুশাসন, আইনের যথাযথ প্রয়োগ
আর সুশিক্ষা এবং আমজানতার আত্মজাগরণ
নিজের মৌলিক অধিকার বোধ নিয়ে সচেতন - হলেই বোধকরি কেটে যাবে কুদিন!

৭| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার মাঝে মাঝে মনে হয় দাস প্রথা এখনও চালু আছে বেশ ভালো ভাবেই চালু আছে। গত দেড় বছর যাবত লক ডাউন আর লক ওপেন এ মানুষের কষ্ট, রাস্তায় মানুষের পায়ে হাটার মিছিল - চোখে জল আসে না, চোখ থেকে রক্ত ঝরায়।

০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাগ্রত চেতনায় তেমনটিই হবার কথা

চোখে জলের বদলে ঝরবে রক্ত
রক্ত থেকে দ্রোহের অনল
দ্রোহের অনলে পুড়ে খাক হবে সব অনাচার . . .

কিন্তু আমরা যেন চেতনার আফিম নেশায় অবসাদগ্রস্থ!
তাইতো মিছিল দীর্ঘ হয়
অনাচার চলতেই থাকে দিনের পর দিন
সুবোধ পালিয়ে বেড়ায়
অর্বাচীনের হাতে স্ব-দেশে হায়েনেরা লুটেপুটে খায়!!!

৮| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১১:৪৬

সুদীপ কুমার বলেছেন: ভালো লাগলো।

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুদীপ কুমার

শুভেচ্ছা রইলো

৯| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: ক্রীতদাসের জীবন নিয়ে এক মর্মস্পর্শী পরিবেশনা! সময়ের দলিল হয়ে থাকলো।

পোস্টে পঞ্চম ভালো লাগা। + +

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবে এবং আন্তরিক প্রশংসায় কৃতজ্ঞতা।

প্লাসে অনুপ্রাণীত হলাম।
দেরীতে মন্তব্য দেয়ায় দু:খিত।
অন্তহীন শুভেচ্ছা রইলো প্রিয় সিনিয়র :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.