নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রার্থনায় ঢেউ ওঠে
কান্নার দমকে দুলে দুলে ওঠে,
গোপন পাপের স্মৃতি তাড়িত করে গোপন আক্ষেপে
নিরব ফোঁপানী, উচ্চ স্বরে কেঁদে ওঠে কেউ কেউ হঠাৎ
নিরব চেয়ে রই শুন্যে
অসীম শুন্য- আরশ কুরসী পেরিয়ে অসীমে যার শুরু!
দেহে চক্রাবদ্ধ হৃদয় হাসফাস করে
আনুগত্য শুধু আনুষ্ঠানিকতায়! কি অসীম আনুগত্যে
রুকু, সিজদা, দাড়িয়ে থাকা। অথচ যাপিত জীবনে কি ভিন্নতা!
প্রার্থনায়ও তাঁরই সাথে সমস্বরে কাঁদছে সবাই অজ্ঞাত ভয়ে অজ্ঞানতায়।
আরো গভীর শুন্যানুভব
আকড়ে ধরে গভীর সত্যের দৃঢ়তায়, সৌগন্ধ ছোঁয়ায়।।
মুক্তির আহবান মাথা কুটে মরে
বোধের সীমান্তে লোভ, মোহের কাঁটাতার
দেহাতীত চেতন ঝলক দিয়ে যায় পলকে; বস্তু মোহে
আটকে থাকে মন সসীমতায়, ক্ষনিকভ্রমে চিরন্তনী উপেক্ষায়।।
দেহের মাঝে দেহাতীত সত্য
খুঁজে পাই সেই আমার আমি মুর্শিদী ওয়াহদানিয়ায়।
সপ্ত জমীন সপ্তাকাশের ওপারে
পরম শুন্যতার ডাক, শাহরগের নৈকট্য ধাঁধা
মিলে গেলে; আনুগত্য প্রেম উথলে ওঠে মানব প্রেমের
কলেমায়; তুমি আমি এক হয়ে যাই – একে অন্যের রহস্য হয়ে।।
ঈদ মোবারক
ছবি কৃতজ্ঞতা :https://createcustomwishes.com
০২ রা মে, ২০২২ সকাল ১১:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আহা কি অসীম শুন্যতায়
সকলের সেকি প্রাণপণ শুন্য লড়াই...
যদি দেখতে পেতো চোখের পর্দা খুলে
নিজের নির্বুদ্ধিতায় নিজেকেই খুন করতো অসীমবার...
মায়া ভরা ঈদ শুভেচ্ছা ভায়া
ঈদ মোবারক
২| ০২ রা মে, ২০২২ সকাল ১১:২১
বিজন রয় বলেছেন: এক অনন্য প্রার্থনায় মন ভরে উঠলো।
সত্যের দৃঢ়তায় সবার মন পবিত্র হয়ে উঠুক।
ঈদ মোবারক।
অনেক অনেক অনেক শুভকামনা।
০২ রা মে, ২০২২ সকাল ১১:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন দা’
তবে তাই হোক- তাই হোক
আপনার জন্যেও অফুরান ঈদ শুভেচ্ছা
ঈদ মোবারক
৩| ০২ রা মে, ২০২২ সকাল ১১:৪৬
এম ডি মুসা বলেছেন: অগ্রিম ঈদ মোবারক
০২ রা মে, ২০২২ দুপুর ১২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ভায়া
৪| ০২ রা মে, ২০২২ দুপুর ১২:১৫
জুল ভার্ন বলেছেন:
চমৎকার লিখেছেন! মনে পরে-
"বাদশাহ তুমি দ্বীন ও দুনিয়ার...
হে পরওয়ারদেগার
সেজদা লওহে হাজারবার আমার...
হে পরওয়ারদেগার।
চাঁদ সুরুজ আর গ্রহ তারা,
জ্বীন ইনসান আর ফেরেস্তারা
দিন রজনী গাহিছে তাঁরা,
মহিমা তোমার...
হে পরওয়ারদেগার।
তোমার নূরের রওশনি পরশে,
উজ্জ্বল হয় যে রবি ও শশী,
রঙিন হয়ে ওঠে বিকশি,
ফুল সে বাগিচার...
হে পরওয়ারদেগার।
বিশ্ব ভুবনে যা কিছু আছে,
তোমারি কাছে করুনা যাঁচে
তোমারি মাঝে মরে ও বাঁচে
জীবনও সবার...
হে পরওয়ারদেগার।"- গোলাম মোস্তফার লেখা এই গীতিকবিতা স্কাউট সংগীত হিসেবে পরিবেশন করতাম।
+
০২ রা মে, ২০২২ দুপুর ১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন গানটা পেয়ে ভাল লাগছে ভাইজান।
ঈদের শুভেচ্ছা রইলো
৫| ০২ রা মে, ২০২২ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আত্মউপলব্ধির চমৎকার কবিতা।
০২ রা মে, ২০২২ দুপুর ১:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
ঈদ মোবারক
৬| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৩১
খায়রুল আহসান বলেছেন: যেমন ভাবনার গভীরতা, তেমনই প্রগাঢ় তার প্রকাশ। খুব সুন্দর লিখেছেন।
"কি অসীম আনুগত্যে
রুকু, সিজদা, দাড়িয়ে থাকা। অথচ যাপিত জীবনে কি ভিন্নতা!" - যথার্থ পর্যবেক্ষণ!
"দেহের মাঝে দেহাতীত সত্য" - কি চমৎকার একটি কথা!
কবিতায় পঞ্চম প্লাস। + +
০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই তীক্ষধী পাঠক আপনি প্রিয় সিনিয়র
কবিতার পাঞ্চ লাইন অনুভবে কোটে বে-নজির।
অন্তহীন কৃতজ্ঞতা আর টুপি খোলা অভিবাদন
ঈদ মোবারক
৭| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: প্রতিমন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
০২ রা মে, ২০২২ রাত ৮:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবারো অন্তহীন শুভকামনা আর কৃতজ্ঞতা আপনাকেও প্রিয় সিনিয়র
৮| ০৩ রা মে, ২০২২ রাত ৯:৩৩
মিরোরডডল বলেছেন:
ভৃগুকে শুভেচ্ছা ।
প্রোফাইল পিক চেইঞ্জ কেনো !
আমিতো চিনতেই পারিনি এটা ভৃগু
০৩ রা মে, ২০২২ রাত ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক
হা হা হা
হুম। এনোনিমাস সাজার চেষ্টা
দেশের যে হাল!
মুখোশের আড়ালই যেন ঢাল
স্বাধীনতা, গণতন্ত্রে
যখন অন্ধ দলান্ধতার কাল!!!!
৯| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৫৮
জটিল ভাই বলেছেন:
ঈদ মোবারক। লিখা সাধারণ হয়নি। অনেকদিন পরে হলেও ভালো লাগলো।
০৬ ই মে, ২০২২ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
ঈদ মোবারক
১০| ০৬ ই মে, ২০২২ রাত ৮:০৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ' তলে তলে তল্লাটে তল্লাটে ঝিকির উঠে ' কেমন আছেন ভাই ?
০৬ ই মে, ২০২২ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই...
হুম ভাল আছি। আপনি?
১১| ২০ শে নভেম্বর, ২০২৩ রাত ১:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনিও আমার রহস্য!
২১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুন বলেছেন ভায়া! তাই বুঝি আর রহস্যভেদের কোন ইচ্ছা করেন না
দূরত্ব বেড়ে যায় আলোক বর্ষ ব্যবধানে
অনেক দূর অনেক দূর
তিরতিরি কাঁপা নক্ষত্রের মতো -স্মৃতির আয়নায়।।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০২২ সকাল ১১:০৮
ইসিয়াক বলেছেন: সবটাই শূন্য তবু কত মায়া।