নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তোমাদের অভিবাদন হে বিপ্লবী!

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫


তোমাদের অভিবাদন হে বিপ্লবী!

বিপন্ন সময়ে, ইতিহাসের ক্রান্তিকালে
চাটুকারিতা আর মোসাহেবির আবশ্যিকতাকে দলে
স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে-
ছররা গুলি, টিয়ার শেল, গুপ্ত আক্রমন
সব কিছু ছাপিয়ে দৃঢ় চেতনায় অবিচল- বিজয়ের স্বপ্নে।

তোমাদের অভিবাদন হে বিপ্লবী!

দলান্ধতার কুপ-মন্ডুক সময়ে, অন্ধত্বের ঘোর অমানিশায়,
গুম, খুন আর ত্রাসের আঁধারে জ্বালালে :
প্রতিবাদের সাহসী আলোক বর্তিকা –
জ্বলে উঠলো সারা দেশে সে আলো, ছড়িয়ে গেল
প্রাণে প্রাণে জীবন দানের মন্ত্রনায়।

তোমাদের অভিবাদন হে বিপ্লবী!

প্রজন্মের দায় শোধ করলে সাফল্যের উজ্জ্বলতায়
ফেসবুকে বুদ বলে নাক সিটকাতো যারা,
কানে মুখে বলি- আমিও সে দলে, আমাদের উত্তর দিলে
বিশাল ক্যানভাসে – দৃষ্টি এন্ড্রয়েডের স্ক্রীনে রইলে্ও
ব্যাপকতার বিশালত্ব দেখিয়ে দিলে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে।



তোমাদের অভিবাদন হে বিপ্লবী!

অবরুদ্ধতায় প্রতিটি পদক্ষেপে, ঘামের প্রতিটি কণায়
জেগেছে স্ফুরণ, তোমাদের প্রতি সমর্থনের। শিহরণে
হাঁটতে হাঁটতে ফুলে যা্ওয়া পায়ের ব্যাথাও ভুলেছে, ভুলেছি
আমজনতা, দীন মজুর, খেটে খাওয়া মানুষ- একজন আমি।
বরং স্মৃতিতে জেগেছে একাত্তর, সেই পায় হাঁটার অনুভব।

তোমাদের অভিবাদন হে বিপ্লবী!

নতুন প্রজন্মে রুয়ে দিলে বীজ মন্ত্র!
স্বাধীকার আর অধিকারের আপোষহীন চেতনার;
বিপ্লবী চেতনার বিজয় সাঁকো বেঁধে দিলে
সময় নদীর এপার ওপার! সময়ের প্রয়োজনে।
৫ আগস্ট ইতিহাস হয়ে রবে তোমাদের সাফল্য-সশ্রদ্ধ অভিবাদনে।


ছবি: কৃতজ্ঞতা- গুগল

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১

রাকু হাসান বলেছেন:

ভালো হয়েছে। ইতিহাস হয়ে থাকবে।

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাকু হাসান।
শুভেচ্ছা অফুরান

২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৩

মেহবুবা বলেছেন: এত কিছুর পরেও বেশী কিছু আশা করতে ভয় পাই, অনেক ঠকেছি অনেক বার। তবে এটা ঠিক সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, সাহসিকতা আছে যা অনেকের চিন্তার বাইরে।

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
ভয়টাতো আরও বেড়ে যায় রাজনীতিবিদদের হা হুতাশ দেখলে!!!

সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, সাহসিকতা আছে যা অনেকের চিন্তার বাইরে- শতভাগ সহমত।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: যাস্ট রেজিম চেঞ্জ হয়েছে আর কিছু না।

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সত্যিকারের বদলের চেষ্টাটা নিয়ত থাকতে হবে, রাখতে হবে....

রেজিমের বাইরের বদলটুকুতো আমাদের হাতেই। প্রতিদিনের বিশ্বাসে, জীবন যাপনে, চিন্তায়, চেতনায়, স্বপ্নে

আমরা হাল না ছাড়ি...
দিতে হয় দেব পারি
অন্তহীন সাগর-

জীবন মরণ নিত্য
বুঝে গেলে সত্য
এক ছুটে পার।।

ধন্যবাদ ভায়া।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা। অনেকদিন পর দেখলাম আপনাকে। শুভ ব্লগিং

৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিপ্লবীদের সংগে আপনার কবিতাও ইতিহাস ঠাঁই নেবে।

৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর ভালো লাগলো পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.