![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন একটা প্রশ্ন মালার নাম। পাওয়া না পাওয়া, হারিয়ে ফেলা কিংবা হারিয়ে দেওয়ার প্রবণতা্য় হৃদয়ে শূন্যতা বিরাজ করছে। কেন আমি পারি না শূন্যতাকে সমুদ্রজলে ভাসিয়ে দিতে। অশান্তি আছে যত, ভাসিয়ে দিতে চাই সমুদ্রের নুনা জলে। অশান্তিরা ডেউয়ের তালে তালে ভেসে যাবে দূরে বহু দূরে। কিন্তু তবও রয়ে যায় অনেক গুলো প্রশ্নবাক্য। পাব কি কখনো উত্তর...... (?)
কী হবে আমার
কী হবে জেনে
কী হবে ভবিষ্যৎ
কী থাকবে জীবনে।
কী বা করব বেচে থেকে
কী বা রয়ে যাবে মরণ শেষে
কী বা শোনব লোকমুখে
কী বা হবে অযথা নিঃশ্বাসে।
কী চাই মোরা
কী চাই পারিপার্শ্বিকতা
কী চাই পিয়তম
কী চাই তার ছোঁওয়া।
কী থাকবে অবশেষে
কী থাকবে ক্লান্তির পরে
কী থাকবে শেষ মুহূর্তের পলকে
কী থাকবে দিগন্তের শেষে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
তারেক ফাহিম বলেছেন: জীবনের আরেকটি নাম প্রশ্ন।
ভালো বলেছেন।