![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা খুব একাকীত্ব অনুভব করি। তার কারণ হয়ত আমরা আমাদের মনের মাঝে কারুর জন্য সেতু তৈরি করতে পারি না। তার বদলে তৈরি করে ফেলি একটা বড় রকমের দেয়াল!!
সেই দেয়াল পার করে কেউ মনের গহীনে আসতে পারে না । দেয়ালের ঐ পারে রয়ে যায় মানুষগুলো ।মাঝে মাঝে আপনজনদের কাছ থেকে কোনো আঘাত পেলেও সেই আঘাতের রেষ রয়ে যায় মনের মাঝে। ঠিক আগের মত করে তাই আর সেই আপন মানুষটাকে আপন লাগে না।
এক সময় কারুর সাথে মনের কথা খোলে বলতে দ্বিধা লাগে আর আস্তে আস্তে সঙ্গীহীন হয়ে পরি আমরা।
এইভাবে একা , বড় একা হয়ে যায় ।
দেয়ালটাকে যদি নিঃশেষ করা যেত! সেতু কেবল রয়ে যেত, সেই সেতু পার করে মনের কাছাকাছি চলে আসবে বন্ধুটি.....................
একাকীত্বের মত যন্ত্রণা যেন কাউকে অনুভব করতে না হয়।
সবার মনের মাঝে গড়ে উঠুক এক একটা সেতু আর সেই সতু পার করে মনে স্থান করে নেক অনেক বন্ধু ........
২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭
রাশেদ আহমেদ শাওন বলেছেন: ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩
জেরিফ বলেছেন: চমৎকার লিখেছেন । সবাই কোন না কোন ভাবে একাকীত্বে ভোগে ।