নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলি আহমেদ

অলি আহমদ

অলি আহমদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে দেখা রাজকুমারী

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮



ভালবেসে আমি তোমায়

নাই বা পেলাম সুখ

দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনায়

ভরে যাক বুক

তোমায় আমি বাসবো ভাল

সারা জীবন ভর

বুকের উপর বয়ে যাক

যত বড়ই ঝড়

তুমি আছ এই মনে

মনে পড়ে প্রতি ক্ষণে

যদিও তুমি নও রূপসী

তবুও তুমি আমার প্রেয়সী

তোমার জন্য হৃদয়ে আমার

হয়েছে গভীর ক্ষত

ভালোবাসি আমি তোমায়

পাগলের মত

তোমার কাছে যাবার পথে

অনেক অনেক বাঁধা

তাই বলে নীরবে বসে

যাবে না কাঁদা

সকল বাঁধা হয়ে দূর

আসবে যে নতুন ভোর

তুমি যে শুধু আমারই

স্বপ্নে দেখা রাজকুমারী



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.