নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেইল : [email protected]

বিপ্লব০০৭

...

বিপ্লব০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বর ও কিশোরী

২৩ শে জুলাই, ২০১৮ রাত ১০:০২



আশ্চর্য সব হাওয়ারা খেলা করে আজ চারিপাশে,

আশ্চর্য সব দৃশ্যের জন্ম হয় আজ তোমাকে ঘিরে।।



মহারাত্রির আকাশে উঠে আসে প্রাচীন চাঁদ

আর মেঘেদের শঙ্খশরীরে লেখা হয় কৃষ্ণবর্ণে অনাগত রাত্রির গল্প।

কিশোরীর নির্বোধ চোখ আর কবির ছানি পড়া চোখ...

বহুদূর থেকে ভেসে আসে রহস্যময় তক্ষকের ডাক।

নি:সঙ্গ ছাঁদের কোনে আজ ইত:স্তত ঘোরে কার মৃত ছায়া?

ছায়া ছায়া আর ছায়া...ছায়া নাকি শুধুই মায়া?



মৃত ছায়া আর অদ্ভূত সব বাতাসেরা...আজ খেলা করে চারিপাশে।

প্রাচীন পুঁথির পাতা উল্টে-পাল্টে উড়তে থাকে এদিক-ওদিক।



আর্তনাদ করে ওঠে দুর্গের দরজাগুলো

আশ্বান্বিত হয়ে ওঠে কবি।

"বাণী দাও আমায় হে ঈশ্বর!

গদ্যের প্রায়ান্ধকার চিলেকোঠায় জড়সড়ো ভীত সন্ত্রস্ত লাইন যত,

অর্গল ভেঙ্গে এসো মূর্ত হয়ে প্রাকৃতকাব্যে।"





ট্রানসিলভানিয়ার অচেনা আকাশে মৃত্যুডানা মেলে বাদুড়,

বাদুড়ের অন্ধচোখে ভেসে ওঠে কিশোরীর বিষণ্ন চোখের প্রতিবিম্ব,

ক্রিস্টাল বলে ফুটে-ওঠে বাদুড়ের অলৌকিক চোখের প্রতিবিম্ব।

প্রেতসাধকের পৈশাচিক চোখ দেখে ক্রিস্টাল বলের প্রতিবিম্ব...

ব্যর্থ কবি ঝাঁপসা চোখে দেখে প্রেতসাধকের চোখে কিশোরীর প্রতিবিম্ব।

অস্ফূট স্বর বেরিয়ে আসে গলা চিরে, "আহ্! কেন এই জীবনের ভয়াবহ বিষণ্নতা?"



হে মহাজীবন‍‍‍! আর কত?

কল্পলোকের গল্পে গল্পে রাত্রি অনেকতো হল,

এখন কি ঘুমাবে না তুমি?



শেষ ঘুম!

যখন স্বপ্নেরা ধ্বনিরা এসে বলে যাবে,

এ জীবনে স্থবিরতা সবচেয়ে ভালো...

কিন্তু কেন আবার আটলান্টিসের অতল থেকে নিনেভ,

নিনেভ থেকে ব্যবিলনের ধ্বংসাবশেষের ধুলো উড়িয়ে

অদ্ভূত সব বাতাসেরা বয়ে যায়...

আবার কিশোরীর ম্লান চুল এলোমেলো করে ।



ধুলো-পড়া দর্পণে ফুটে উঠে অচেনা প্রতিবিম্ব,

অস্ফূট স্বরে আবার বলে উঠে সে, "কে তুমি?"

ছায়া নাকি শুধুই মায়া?

মহাপৃথিবীর কোন নির্জন কোনে কোন দেবদূতের কাছে আছে

আমার জন্য একটু শান্তি আর একটু নিরবতা?"



উত্তর মেলেনা।

স্বর্গের দ্বার বন্ধ হয়ে গেছে বহু আগেই।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: :D আহ্

২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:০১

বিপ্লব০০৭ বলেছেন: কি সব ছাইপাশ মন্তব্য করেন! :(

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৯

অক্পটে বলেছেন: কবিতায় মুগ্ধতা ছড়িয়েছেন কবি। অসাধারণ শব্দ বুননের দারুণ কারিগর আপনি। পাঠে মুগ্ধ হলাম।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

বিপ্লব০০৭ বলেছেন: এজন্যই কবিগুরু বলেছেন, প্রশংসা করলে লজ্জা পাই- মনে মনে আমি যে সেই প্রশংসাই চাই। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.