নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (ফিচারিং সেইন্ট মার্টিনস আইল্যান্ড, বাংলাদেশ)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

কিছুদিন আগে সৌভাগ্যক্রমে সেইন্টমার্টিনসে যাওয়া হয়েছিল আমার, মজাও করেছিলাম অনেক। যাবার সময় থেকে শুরু করে আসা পর্যন্ত পুরো সময়টা ছিলো সপ্নের মতো। অসম্ভব সুন্দর দ্বীপ একটা। কিছু ছবি এনেছি আপনাদের জন্য। আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে।









যাত্রা শুরু





কেয়ারী সিনবাদ





নাফ নদীর পাড়(মিয়ানমার সম্ভবত)





পথের সাথী সীগালগুলো



সেইন্ট মার্টিনস আইল্যান্ড







সেইন্ট মার্টিনস বীচ.......।





Sun Set......











সুর্যাস্ত....







ডাচ ট্যুরিস্ট





চরম রোমান্টিক একটি মুহুর্ত





আকাশে চাঁদ ছিল সেই রাতে.....।







ছেড়া-দ্বীপ..





ফেরা......





সতর্কতাঃ All photographs are copyright protected and are protected under international copyright treaties. The photographs may not be copied, reproduced, redistributed, manipulated, projected, used or altered in any way without the prior express written permission.

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

মনজু মজুমদার বলেছেন: একজনের অনুমতি ছাড়া তার ছবি পোষ্ট করা যায়না, প্লিজ ছবিটা সরিয়ে দিন, নিজের অসুখ নিজের কাছেই রাখুন।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

বিপ্লব06 বলেছেন: ছবিগুলোর কপিরাইট ১০০ ভাগ আমার এমনকি ঐ ছবিটা সহ। এটা কখনোই আমার অসুখ নয়।
তবে আমি ছবিটা সরিয়ে নিব।
ধন্যবাদ।

২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: ছবিগুলা দেখে ভাল লাগল। শুধু মধ্যে খান থেকে আপুর ছবি জোর করে ঢুকায় দেওয়ায় এবং একটু বাজে ভাবে সেটা উপস্থাপন করায় খুবই খারাপ লেগেছে।

আর সতর্কতা পড়ে ডরাইছি।

বাংলাদেশের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ছবির জন্য একটা গ্রুপ আছে ফেসবুকে, যদি ইচ্ছা হয় সেখানে শেয়ার করতে পারেন।
Click This Link

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

বিপ্লব06 বলেছেন: ঐটা টেক কেয়ার করছি। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
পাইছি!!!
আপনি এডমিন???? :#> :#> :#> :#> :#>

৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

C/O D!pu... বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে... সেই কবে ২০১১-তে গিয়েছিলাম...

কোনও ছবিতেই তো আপত্তিকর কিছু নেই...

প্লাস...

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

বিপ্লব06 বলেছেন: শুনে ভালো লাগলো।
তো কি হয়েছে? আবার যাবেন
বাজে কিছু ছিলনা। তারপরেও উনারা একটা ছবি নিয়ে আপত্তি তুলেছিলেন। বিতর্ক এড়াতে মুছে দিয়েছি।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

শান্তা273 বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

বিপ্লব06 বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ব্লগার শান্তা273

৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

চেরু বলেছেন: কোন ক্যামেরায় তোলা বলেন।

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৩

বিপ্লব06 বলেছেন: ক্যানন Canon EOS 60d।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

দুর্বার বলেছেন: দারুন যাবার সৌভাগ্য হয়নি, আপনারা কতজন গিয়েছিলেন?

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৭

বিপ্লব06 বলেছেন: সময় করে চলে যান একবার, মন্দ হবে না। :) :) :) ৫৫ জন।

৭| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

শফিউল আলম চৌধূরী বলেছেন: থ্যাঙ্কু... হ, আমি এডমিন...

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৯

বিপ্লব06 বলেছেন: গ্রুপটা খুব একটিভ না দেখছি। যাহোক আপনি কিন্তু অনেক সুন্দর ছবি তোলেন :) :) :) :)

৮| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭

আরজু পনি বলেছেন:

++++

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২০

বিপ্লব06 বলেছেন: বেশুমার ধন্যবাদ, আরজুপনি।

৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। আমিও যেতে চাই।

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২২

বিপ্লব06 বলেছেন: আমরো অনেক ভালো লেগেছিল।
অনেক ধন্যবাদ।
আমিও যেতে চাই, আবারো, অনেক বেশি সময়ের জন্য।

১০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ । কোন ক্যামেরা আর মডেল নাম্বার বল্বেন প্লিজ ।

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

বিপ্লব06 বলেছেন: থ্যাংকস।
Canon EOS 60d, ১৮-২০০ এম এম

১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

কাজী মামুনহোসেন বলেছেন: +++++++

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

বিপ্লব06 বলেছেন: ++++++++++++++ :)

১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

আশফাক সুমন বলেছেন: ১৯৯৪ এ সেইন্ট মার্টিনস আইল্যান্ড- এ গিয়েছিলাম, বন্ধুদের সাথে। পিকনিক করতে।

প্রথমে বাসে ঢাকা- কক্সবাজার - টেকনাফ । কক্সবাজারে একদিন কাটিয়ে
তারপর টেকনাফ থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে দারুচিনি দ্বীপ। রাতে থাকা হয়নি । টেকনাফ ফিরে এসেছিলাম একবুক কষ্ট নিয়ে।
এই পোস্ট দেখে কিছু মধুর স্মৃতি মনে পড়ল ।
ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৭

বিপ্লব06 বলেছেন: ১৯৯৪!!! অনেক আগের কথা। সময় পেলে ঘুরে আসবেন আবারো। :) :)
আমাদের ট্যুর অনেক কঠিন ছিল। ১৪ দিনের।
দিনাজপুর-খুলনা-সিলেট-বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার - টেকনাফ- সেইন্টমার্টিন।

"টেকনাফ ফিরে এসেছিলাম একবুক কষ্ট নিয়ে।" কি হয়েছিল জানতে ইচ্ছে করছে?

উইসিং ইউ অল দ্যা বেস্ট।

১৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

অচিন.... বলেছেন: kobe je jabo...

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

বিপ্লব06 বলেছেন: আপনি চাইলেই হবে।
সময় করে চলেই যান না একদিন, কাউকে সাথে নিয়ে।

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

বাংলাদেশের আইডল বলেছেন: দারুন ছবি , বিপ্লব

২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১

বিপ্লব06 বলেছেন: দারুন কমেন্ট বাংলাদেশের আইডল ;) ;)

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

কসমিক- ট্রাভেলার বলেছেন: ++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:৪১

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ কসমিক- ট্রাভেলার

১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: ছবিগুলো দেখে মন জুড়িয়ে যায়।:)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

বিপ্লব06 বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

রাতুল_শাহ বলেছেন: যাওয়ার ইচ্ছা ছিল , কিন্তু যাওয়া হয় নি।

যাহোক ভাল লাগলো :)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

বিপ্লব06 বলেছেন: সময় করে চলেই যান না একসময়। প্রমিস করছি আশাহত হবেন না!

১৮| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:১২

ঘাসফুল বলেছেন: দারুন সুন্দর প্রকৃতি ওখানে...

ছবি গুলোর জন্য প্লাস... :)

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.