নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

আম্রিকান মুবাইল কুম্পানি কিভাবে আমারে বাটে ফালাইল(পুরাই সত্য ঘটনা)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

বিকাল পাঁচটা নয় মিনিট

ফোনটা বাজতে শুরু করল। দেখলাম Unknown Number। সতর্ক হবার দরকার মনে হইল। ইমার্জেন্সী কল হইতে পারে, কারন একবার ৯১১ এ ফোন করবার পর পুলিশ আমারে Unknown Number থেকে কল করছিল। যাই হোক, কল ধরার পর কিছ্ছু শুনলাম না। ৫ সেকেন্ড পর ঐ সাইড থেকে হ্যালো কইল। আমারে কয় আমি কে? আমি কইলাম আমি কে মানে? আমি তো কল ধরলাম? আপনি কেডা এইডা কন? ঐ পাশ থেইকা মাইয়া কয় আপনি কে? এইভাবে করতে করতে কলটা কাইট্টা গেল। আমিও বুঝা পাইলাম ঘটনাডা কি?



ঘটনা হইল, সিস্টেমে কোথাও একটা ম্যালফাংশনের কারনে কলটা হাওয়া থেইকাই উৎপন্ন হইয়া আমাদের দুইজনের ফোনেই ঢুকতাসে। এই কাম আমার ফোনে আর একবার হইছিল প্রায় ৯ মাস আগে।



আমি যেহেতু কলটা করতেছি না, আমি ঐটা বন্ধও করতে পারতেছি না। সো মনে করলাম এরপর কল আসলে বুঝাইয়া কমু। কিন্তু এরপর কল আসবে কি না এইটাই তো আমি জানি না, আর আসলেও কার ফোন নাম্বার যে ঢুকবে কে জানে? ভাব লইলাম চুপচাপ থাকি।



৫টা ১৬ মিনিট।

ফোনটা বাজা শুরু করল। হ্যালো কইতেই দেখি সেই ঘটনা....।৫ সেকেন্ড কথা নাই তারপর আবার ঐ মাইয়া। অ্যাকসেন্ট শুইনা মনে করলাম এই মাইয়া ইন্ডিয়ান। এইবারও আমি ফোন করছি না সে করছে এইডা করতে করতেই লাইনটা কাইটা গেল। এইবার একটা কথা বেশি জিগাইলাম আমার নাম্বার তার স্ক্রীনে ছিল কি না, সে কইছে না।



মনে মনে ঠিক কইরা নিলাম এইবার কল আইলে ওর কাছ থেইকা ফুন নাম্বারটা লইয়া ওরে কল কইরা সব বুঝাইয়া কমু(লুল ভাইয়েরা মজা পাইবার কুনো কারন নাই, এইখানে পুলিশ বহুত সেয়ানা। সাবধান!!!!!)। কারন আমি তো বুইঝা ফালাইছি এইডা অরও দোষ না আমারো না। আমি যেহেতু কাহীনিডা জানি সো সলভ আমারই করা উচিত বইলা মনে হইল।



৫ টা ১৭ মিনিট।

আবার কল আসে। হ্যালো.......। ঐপাশ থেকে সেই সেইম মাইয়া "কৌন হ্যায় বে তু.. শালে..... তেরেকো..........মানে গালির তুবড়ি"। মনে মনে সিউর হইলাম এইডা নির্ঘাৎ ইন্ডিয়ান আর কুয়ালিটি তো দেখি মাশাল্লাহ....। লাইনটা কাটা গেল।



৫ টা ২৫ মিনিট

আবার কল!!! নাই নাই কইরা ধরলাম। মেজাজ আছে বিলা হইয়া একটু গলা চড়াইয়া কথা কওয়ার চেস্টা করলাম, মাগার কাজ হইল না। মাইয়া পুরাই নিশ্চিত যে আমি অর লগে ফাইজলামি করতাছি। তয় কেন জানি এইবার গলাডা একটু নামাইয়া কথা কইল। লাইণ কাট!!!



৫ টা ৩০ মিনিট

আবার!!!! কলটা উঠাইলাম। একটু বুঝানোর চেস্টা করলাম মাগার কাজ হয় না। একটু পর কয় আপনি বিপ্লব ভাইয়া না? আমি তো আকাশ থেকে পইড়া মাথাটা ফাটাইলাইলাম। এইবার আমিও টের পাইছি এইডা কে? আমার পরিচিত!!! আমাদের পাশের গ্রামের.... আমার মতই ডিভি লইয়া পুরা ফ্যামিলি আসছে। ব্রনক্সে থাকে। আমি কইলাম এইডা আপনের নাম্বার? এই কথা কওনের পর লাইনডা গেল!!!

এইবার আমি ওরে কল লাগাইলাম মাগার মাইয়া তো আর আমার কথা শোনে না, যতই কই মাইয়া কয় আমারে স্টুপিড পাইছেন? যখন আপনার নাম কইছি, কাইট্টা দিছেন? লাইনডা কাইট্টা দিল। আমি তো দেখলাম মহা বিপদ!!!! বাটে পইরা গেলেম দেখি!!! কল দিলাম ধইরা কয়েক সেকেন্ড পর কয় পরে ফুন দিমু!!!! তারপর লাইনডা কাইট্টা দিল।



ভেজালটা হইল আমি হইলাম ভদ্র-সদ্র মানুষ। আমার একখান ইমেজ আছে, মাইয়া যদি কাউরে কইয়া দেয় তাইলে পুরাই ধরা!!! সবচাইতে বড় সমস্যা হইল এরপর থ্যেইক্যা কল আসা বন্ধ হইয়া গেছে। এমনিতে মাইয়া মানুষের টেম্পার সহ্য হয়না, দাঁতে দাঁত দিয়া যদিও আইজকা সহ্য করলাম তাও এই অবস্থা???

দুইখান স্ক্রিনশট দিলাম....









*** টেকি ভাইয়েরা পরামর্শ দেন কলটা কিভাবে হাওয়া থেকে তৈরি হয়? হ্যাক ট্যাক হয় নাইতো আবার?



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ক্রেইগ লিস্টে আপনার নাম্বার দিছেন নাকি? B-)

সরি কি প্রবলেম হয়েছে জানিনা। মজা লাগলো কাহিনী পড়ে!

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

বিপ্লব06 বলেছেন: না দেইনাই। ক্রেইগলিস্টে দিলে কি হয়?

মজা???? এই মাইয়া আমার সাথে যখন ফাইজলামি করতে চাইত পিছলাইয়া বাইর হইয়া যাইতাম। আর আইজ....।
এত্ত রাতে ঘুমান নাই?

২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মজাই তো

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

বিপ্লব06 বলেছেন: দুঃখে ঘুম আসতাছে না আর আপনি কন মজা :(( :(( :(( :((

ধইন্যা :) :)

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪

সাদা কলো বলেছেন: মজ্জাই মজা =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮

বিপ্লব06 বলেছেন: আইজকা মনে হইতাছে মজ্জাই মজা ;) ;) ;) থ্যান্ক্যু

৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড, সবাই এত রাত জেগে ছিল!!! B:-) তখন না নিউইয়র্কে সাড়ে পাঁচটা বাজে? B:-)

হা হা হা। কাহিনী ভাল লাগল :P মজ্জাই মজ্জা কেন? ;)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫

বিপ্লব06 বলেছেন: উনি অনলাইনে ছিলেন দেখে আমিও টাশকিত হইছি। আমার কথা না হয় নাই বললাম।

আইজকা মনে হইতেছে হু কেয়ারস্, স্ক্রু হার...।

এইবার আমি পাল্টা অভিযোগ আনমু, স্ক্রিনশট রাখছি। উল্টা নিজে বাটে পড়বে।
মজ্জাই মজ্জা B-)) B-)) B-)) B-))

৫| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২১

সোহাগ সকাল বলেছেন: কি মজ্জা আকাশে-বাতাসে… :)

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

বিপ্লব06 বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে!!!!

৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

সুখ নাইরে পাগল বলেছেন: হে হে ভালই তো

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫

বিপ্লব06 বলেছেন: আসলেই সুখ নাইরে পাগল :!>

৭| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

সময়ের প্রয়োজনে বলেছেন: বিপলব ভাই, আমেরিকা যাইতে মন চায়। আপনি লাকি, ডিভি পাইছেন। আমি অনেক বার চেষটা করেও পাইনাই । ১০ লাখ কনট্রাকে অনেকে মালটিফল ফ্যামিলী ভিসা করে দেয়। আপনারা সাহস দিলে আসতে চাই। দেশে আয়ের অবসথা চলার মত নয়। ভাগ্যটাকে যাচাই করতে চাই। রাজনৈতিক আশ্রয় নিব না কি করব জানাবেন। পরামরশ দিবেন। কৃতজ্ঞ থাকব।

১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৬

বিপ্লব06 বলেছেন: আসতে চাইলে আসেন ককুনো সমস্যা নাই। পরামর্শ দিয়া হেল্পাইতে পারমু। তবে আইসা বারে যাইয়া সাদা মাইয়াগো লগে ফস্টিনষ্টি করবেন এইরাম চিন্তা থাকলে ভুইলা যান। কাজ করার মানসিকতা লাগবে। কোয়ালিটি লাইফ পাইবেন।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১:৪৪

মায়াবী রূপকথা বলেছেন: :-B

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

বিপ্লব06 বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.