নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CAUTIOUSLY OPTIMISTIC

বিপ্লব06

এই ব্লগের সকল লেখার স্বত্ত্ব লেখকের।

বিপ্লব06 › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ঃ কিছু গোলাপ আর কয়েকটি টিউলিপ

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

বেশ কিছুদিন থেকেই দেখছি সামুর কেমন যেন মনমরা ভাব। এমনই বুঝি হয় দেশের এই অবস্থা হলে। দেশের এই গরম পরিস্থিতিতে কিছু ফুলের ছবি দিয়ে একটা ছবি ব্লগ পোস্টাচ্ছি। এতে করে যদি কারো মনে দেশের প্রতি দয়ামায়া জন্মায়। শেষের চারটি টিউলিপ আর বাকিগুলো গোলাপ। ছবিগুলো গত সামারে তোলা।







































১০



১১



১২



১৩



১৪



১৫



১৬





ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এগুলো কি বাংলাদেশে তোলা?

সুন্দর।

আপনি কেমন আছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

বিপ্লব06 বলেছেন: না, ব্রুকলীন বোটানিকাল গার্ডেন থেকে তোলা।

ধন্যবাদ।

ভালো আছি। আপনি কেমন আছেন?

গুড টু হিয়ার ফ্রম ইউ :)

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ভাল আছি। আপনার ট্রান্সফারের কি খবর?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

বিপ্লব06 বলেছেন: ট্রান্সফার ভালোভাবেই হয়েছে। আপনার কলেজ কেমন যাচ্ছে? কি মেজর/কোন ইউনিভার্সিটি?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ট্রান্সফার ঠিকভাবে হলে তো আপনার আর আমার এক জায়গায় থাকার কথা B:-)

মেজর- আনডিসাইডেড, প্রি মেড।

(প্লিজ, ডোন্ট মেনশন এনি নেম :| )

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩১

বিপ্লব06 বলেছেন: :-*

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

মেহবুবা বলেছেন: একটু পরে আজকের খবরের কাগজ পড়বো ,দেশ ও জাতির ভাগ্য এবং দুর্দশার ছবি এবং কাহিনী জানবঅ
তার আগে নিজেকে ভাল কিছু দেবার জন্য এই পোষ্ট কার্যকরী ।

সুন্দর সব ছবি , আপনি তুলেছেন ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

বিপ্লব06 বলেছেন: সব আমাদের দোষ। আমরাই তাদেরকে এই আসনে বসিয়েছি। তারা এখন ফ্রাংকেনস্টাইনের দানব হয়ে গেছে। উই ক্যান্ট গেট রীড অফ দেম।

হ্যা আমি তুলেছি।

ধন্যবাদ মেহবুবা।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভায়া :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

নীল বরফ বলেছেন: সুন্দর ছবিগুলো :) :) :) । টিউলিপের প্রতি আমার এক ধরনের মোহ রয়েছে।++

আমিও কিছু টিউলিপের ছবি তুলেছি। সামুতে দেই-দিচ্ছি করে আলসেমি করে দেয়া হয়নি এখনো। পড়ার চাপ,জবের চাপ আর ছুটির দিনে বন-পাহাড় ট্রাকিং আর সমুদ্রে সার্ফিং করে আমি কুম্ভকর্ণের চেয়েও ক্লান্ত হয়ে যাই রাতে!! :-< :-< :-<

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩০

বিপ্লব06 বলেছেন: হুমম। টিউলিপ আসলে দুনিয়ার সেরা ফুলগুলোর একটি।
সময় করে একদিন দিয়েই দিন না।

আমারো ঘুরতে ভালো লাগে :)

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

আমিনুর রহমান বলেছেন:




চমৎকার সব ছবি +++

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভায়া :)

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: সুন্দর !!

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩২

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ সুমন কর :)

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: পিকচারস নাইস হইছে! ছবি তোলার হাত অনেক ভালো!

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

বিপ্লব06 বলেছেন: আরে মাসুম ভাই যে!!!

আপনি ঐদিন বললেন আর পোস্ট দিয়ে দিলাম :)

পাম দেবার জন্য ধন্যবাদ ;)

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

শুঁটকি মাছ বলেছেন: সাদা ফুল খুব পছন্দ করি!!!!!!!! 8-| 8-| 8-|

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

বিপ্লব06 বলেছেন: আমিও। এক আর ষোল আমার ফেভারিট ;)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

আবুল তাবুল বলেছেন: চমৎকার ছবি ......+++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ আবুল তাবুল ভাই ;)

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৮

নীল বরফ বলেছেন: অফটপিকঃ আমি শেষ-মেষ টিউলিপের ছবিগুলো আপলোড করেছি। দেখার আমন্ত্রণ রইল ভাই। :) :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

বিপ্লব06 বলেছেন: দেখে এলাম।
ভালো লাগছে।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:০৪

খেয়া ঘাট বলেছেন: দারুন। মন ভালো হয়ে যায়।
ফুলেল ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট। :)

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

ইখতামিন বলেছেন:
ফুলগুলো অনেক সুন্দর। ছবিগুলোও। ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ ইখতামিন :) :)

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩০

উদাস কিশোর বলেছেন: দারুন ফুলগুলান
ভালা হৈসে

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮

বিপ্লব06 বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর :)

আপনার ব্লগে গেলাম। কবিতা দেইখা ভিরমি খাইছি B-)) B-)) B-))

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

উদাস কিশোর বলেছেন: িভমির খাইেলন ক্য ???????????????

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

বিপ্লব06 বলেছেন: আমার অ্যন্টেনায় ধরা পড়ে না, মাথার উপ্রে দিয়া যায়।
আমার বাপে ক্যামনে আমার মাথা থেইকা কবিতার ভুত ছাড়াইল

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭

সায়েদা সোহেলী বলেছেন: আপনার ছবি র কালার ব্যালেন্স , কোয়ালিটি অনেক ভালো

ফুল গুলো অনেকসুন্দর লাগছে! !

কিন্তু ফোকাস এ একটু ক্রিয়েটিভ হলে বুঝি আরো দুর্দান্ত হত! ! :!>
।সরি এক্টু মাতব্বরি করে ফেল্লাম 8-|

কি ক্যামেরা? ?

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ। :#> :#>

আমি সমালোচনা কে খারাপ ভাবে নেই না। :D :D
আমার অনেক কিছু শেখা লাগবে।

ক্যানন ইওস ৬০ ডি

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

সায়েদা সোহেলী বলেছেন: ডিএস এল আর হাতে নিয়ে কেও মোবাইল কোম্পানির ধাপ্পাবাজীর পোস্ট দেয়! !" /:) ছবি ব্লগ দিয়ে বিপ্লবের ঘর পরিপূর্ণ থাকার কথা! !!

আমি খারাপ ভাবে কখনোই সমালোচনা করি না 8-| B:-/

:) শুভকামনা ভাইয়া , নিশ্চয়ই নতুন ছবি ব্লগ আসছে কাল বা পরশু

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

বিপ্লব06 বলেছেন: আসছে Soon....

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

মেহেরুন বলেছেন: দারুন

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

বিপ্লব06 বলেছেন: ধন্যবাদ মেহেরুন :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.