নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন রানী ..... (নোভা)

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৩

স্বপ্ন রানী ঘুম ঘুম মালা নিয়ে

রাতজাগা পাখি হয়ে এসো



রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে

পুজা দেবার ছলে শুধু দেখবো

ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়

বৃষ্টিঝরা চোখে দিও আমায়

শুধু দেখবো ওহো দেখবো তোমায়

কথা দিলাম



রঙধনু থেকে মেহেদি পড়ে

মেঘেদের দেশে নাইয়ে যাও

নিলীমার রঙে কাজল এঁকে

তারাদের দিয়ে আঁচল সাজাও

ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়

বৃষ্টিঝরা চোখে দিও আমায়

শুধু দেখবো ওহো দেখবো তোমায়



স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি

চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে

সূর্যের টিপ কপালে দিও

মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে

ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়

বৃষ্টিঝরা চোখে দিও আমায়



Band - নোভা

Album - স্কুল পলাতক মেয়ে



স্বপ্ন রানী

মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: ফটুটা কি বদলায় দিমু নাকি বুঝতাসিনা ।।।

২| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৬

নাদান বলেছেন: আরে না। কি বলো। এটা বদলানোর কি আছে।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: হ .. সেটাই :)

৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৭

নাদান বলেছেন: জটিল একটা গান, জাটিল একটা ফটুক আর জটিল একটা পোষ্টের জন্য জটিল একটা ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: তুমার জইন্য জটিল একটা থ্যাংকু

৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪২

নাদান বলেছেন: বিমা তুমি কি দেশে কোন ব্যান্ডের সাথে ছিলা?

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৫

বিষাক্ত মানুষ বলেছেন: হুশশশশ ।।। গোপনে কমুনি ... ঠিকাছে !!

৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৩

ক্যাচাল বলেছেন: গান টা শুনি! বেবী ঘুমাইতেছে তারপরেও শুনি!

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: শুনেন ..... কত পুরান গান !!! ইসকুলে থাকতে শুনতাম আর গলা ফাটায় গাইতাম ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৪৯

ক্যাচাল বলেছেন: শুনলাম, স্লো স্লো লাগলো মনে হয়! নাকি আমি নিজেই স্লো হয়ে গেছি।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: ইস্নিপের গানের ফাইলটার ফিতা আকটায় গেছে মনে হয় ।। :(

৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫১

নাদান বলেছেন: আইচ্ছা :)

messenger এ আসলে গুতা দিও।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৭

হমপগ্র বলেছেন: সুন্দর গান। আগে শুনছি কয়েকবার। ধন্যবাদ বিষাক্ত মানুষ।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০২

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ ইমরোজ

৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০১

মৃন্ময় আহমেদ বলেছেন: ফটুক পছন্দ হইছে।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: আমি তো আবার ভাবছিলাম ... রেটেড ফটো হয়ে গেল কিনা !!!
ছবিটা আমারো খুব পছন্দ হইছে .. তাই দেবার লোভ সামলাতে পারলাম না ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৫৬

শতরূপা বলেছেন: আমিও একটা জটিল + দিলাম ।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ রাত ২:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: কটঠিননন থ্যাংকু একশ রূপা

১১| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৩

ছায়ার আলো বলেছেন: কঠিন গান।
ফটুকটাও পছন্দ হইসে :)

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২১

বিষাক্ত মানুষ বলেছেন: ছালু .. তুমার কুরবানির ঈদ তো ঘনায় আসলো ... কেমনে কি !!! দোয়া দুরুদ পড়তাসো ঠিকমতো !!

১২| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩০

মাথামোটা বলেছেন: এই গানের সাথে ছবিটা না দিলে কি জমত?

প্লাসাইছি।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২২

বিষাক্ত মানুষ বলেছেন: আমিও তো তাই বলি ।।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৪

নতুন বলেছেন: জটিল একটা গান........... আজও ভালো লাগে... ১০০+

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৫

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম .. ফজল ভাই আছিলো একসময়ের বাংলাদেশের dire straits এর mark knopfler .

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০

েজবীন বলেছেন: মূর্খ মানবী.....মনে নাই এই গান...



হেই ইমোকোটিন দিলে আসতেছেনা...কেমনে করুম???

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: বুঝতে হইবো ইডা বিষাক্ত বলগ..... সব কিছু ঠিক ঠাক কাম নাও করতারে।। ;)

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০

মানুষ বলেছেন: এই গানটা খুব একটা ভাল লাগে নাই। তবুও তুমি জন্য প্লাসাইলাম :)

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: হি হি হি .... তুমরা না প্লাসাইলে তো মনডাই খারাপ হইয়া যাইবো ।।
তয় এই গান যখন হিট আসিলো তখন মুনে হয় তুমি কেলাস ফোরে পড়তা .. :)

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১

রাশেদ বলেছেন: হেললো! বিমার খবর কি?

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষা............ মনডা ভালা না ..... মিলান যাইতারিনাই .. :(
৬৫ইউরো টিকিটের দাম ২১ তারিখে গিয়া দেখি ১০৫ ইউরো চায় ... মেজাজ হ্যাং কইরা বাসায় চলে আসছিলাম ... কাজিনদের গালাগালি খায়া ২৩ তারিখে গেলাম ১০৫ টেকা দিয়াই কিনতে ..... তখন শুনি টিকিটের দাম ২০০ ইউরো .... কউ কেমন লাগে !!!!
আমি গরিব সরিব মানুষ ।। তয় নিউ ইয়ার সেলিব্রেশন করতে বার্লিন যামু ইডা কনফার্ম । :)

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২

রাশেদ বলেছেন: হে হে! বাশ খাইছ শুইনা মজা পাইলাম। :) হেগো ফোনেটিকে টাইপ কোরটে করতে ামার জান ফালাফালা! :(

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৫

বিষাক্ত মানুষ বলেছেন: ড়াইষ্যা...........X(..............

আমরা তো তুমারে না দেখতে পাইরা আরো ভাবলাম ... কান্ধে ভ্যানিটি ব্যাগ ঝুলাইলা নাকি আবার ??? :)

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৪

রাশেদ বলেছেন: ঠাঠা! বাসার পিসি যে কবে থিক হবে! আবার আসুম পরে।

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: হুখে .... ঠা ঠা

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৮

েজবীন বলেছেন: টাইমলি বারিত না গেলে রাশুরে মাইর দিবো...... রাশু এখন ভালু পোলা....তাই....B-))

২৭ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক ..... হ .... নাইলে মা বেত দিয়া পিডাইবো :)

২০| ২৭ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৫

ছায়ার আলো বলেছেন: রাশুরে পিডানের কাম! আমাগো দেশের ইন্টার্নেট রে অপমান করে! X((

২৭ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: হ ..... ঐ ছালু .. ম্যাসেঞ্জারে আসো .. এড কইরা রাখসি তুমারে

২১| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫

তানজু রাহমান বলেছেন: আমিতো ব্যাপক তব্দা খাইলাম! এই রকম মারাত্মক গান!!!

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯

বিষাক্ত মানুষ বলেছেন: এই গানটা নোভার সবচেয়ে প্রিয় গান আমার ।
নোভার আরো অনেক মারাত্মক মারাত্মক গান আছে ।

২২| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২২

রাশেদ বলেছেন: আমি তকন দেশে আছিলাম ফুর্তিতে! ;)

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

বিষাক্ত মানুষ বলেছেন: হ .... আর দুইদিন পরে আমি বাল্টিকের পাড়ে গেছিলাম নিউ ইয়ার সেলিব্রেশন কর্তে :D

২৩| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪

তানজু রাহমান বলেছেন: আর কি কি গান আছেগো!??!?!
আরেকটা শুনলাম আপনার লিস্টির। আমিতো স্কুল পলাতক আপামনি শুনেই কাইত হয়ে গিয়াছিলুম!

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

বিষাক্ত মানুষ বলেছেন:
আহবান
খোকন কোথাও নাই
রাখাল ছেলে
সজনী
রেলগাড়ি
স্কুল পলাকত মেয়ে
হাতছানি
গল্পে ভরা রাত
পদ্মার পাড়ে
রাজাকারের তালিকা চাই

২৪| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৪

রাশেদ বলেছেন: হো! :)

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮

বিষাক্ত মানুষ বলেছেন: এইবার কই যাওন যায় চিন্তা কর্তাছি :D

২৫| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২

তানজু রাহমান বলেছেন: শুধু লিস্টি দিলে বেশি যুইত করতে পারবো না... তাই সময় করে কিছু লিংক ও যদি দিতেন... :#>

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: তুমি পোলাপান বা মুর্ছনা তে গানগুলি পাইবা .. খোঁজ লাগাও
আর আমি এখন 'রেলগাড়ি' টা দিমু চিন্তা কর্তাছি

২৬| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এইটা এক্টা ঝট্টিল গাহানা

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:০১

বিষাক্ত মানুষ বলেছেন: হ :D

২৭| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

তানজু রাহমান বলেছেন: ঐসব ওয়েবসাইটে যেয়ে ঘাটতে পারি না :(
আমি বরঞ্চ অপেক্ষা করি।
আপনে দিয়া দেন রেলগাড়ি :)

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:০২

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে .. খাইয়া নেই আগে

২৮| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:১২

আউলা বলেছেন: ধিক্কার জানাই

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: কিসের !!!!

২৯| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩

প্রলয় হাসান বলেছেন: এইটার লিরিকস দেইখাই আমি টাসকি খাইছিলাম। মিউজিক আর সুরের কথাতো বাদই দিলাম।

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: নোভার লিরিক সেই আমলে অনেক উন্নত ছিলো

৩০| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:২২

চিকনমিয়া বলেছেন: বাহ বাহ

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

বিষাক্ত মানুষ বলেছেন: :P

৩১| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:০৯

প্রলয় হাসান বলেছেন: হ্যাঁ। ইন্টারনেট কন্যা শুনছ? নোভা'০৭ এর।

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: শুনছি .. ভাল্লাগেনাই তেমন

৩২| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:২৭

প্রলয় হাসান বলেছেন: আমার কাছে খুব ভাল লাগছে। দেশে তখনো নেট আসেই নাই বলতে গেলে। সেইসময় এই গান বান্ধা এত সোজা ছিল না। তাছাড়া, ফযল নাকি অনেক আগে থেকেই নেট ইউজ করত। বড় লোক বাপের পোলা ছিলো।:P



অনেকদিন লিরিকস পুস্টাই না। আইজ পুস্টামু এইটা।:D

গান্টার সাথে ব্যাক্তিগত কিছু স্মৃতি জড়িত...ভাল লাগার এইটা আরেকটা কারন...:#>

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: ফজল ভাইয়ের সাথে ম্যালাদিনের খাতির .. উনার জন্মদিনের পার্টিতে গিয়া কমল ভাইয়ের সাথে গান গাওয়ার ভাগ্য হইছিলো একবার

৩৩| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১:২৮

প্রলয় হাসান বলেছেন: থুক্কু...কি কইতে কি কই!:|


নোভা'৯৭।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.