![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে
তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
এ্যলবাম - হোক কলোরব
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১
বিষাক্ত মানুষ বলেছেন: আমি প্লাস দিয়া কি করুম ! গানটারেই দেন সমস্যা নাই ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
ফিউশন ফাইভ বলেছেন: আমার অতি প্রিয় একটি গান। অর্ণবের সহধর্মিনী শাহানা বাজপেয়ী এর গীতিকার। লিরিকটাও অসাধারণ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
বিষাক্ত মানুষ বলেছেন: হুমম .. এইটা শাহানা বাজপেয়ীর লিখা জানতাম । লিরিকটার বিষয়ে কিছু বলার নাই ... আসলেই অসাধারন
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: আমার পোস্ত কপি মাইরা দিসে রে!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: লা হাউলা ওয়ালা কুউয়াৎ .. মাথু এইডা কি কইলো !!!
পোস্ট মুইচ্ছা লামু কিন্তু !
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: কৈ !!! পাইলাম নাতো খুইজা !
কোন নিকে দিছিলা ?
কবিরাজ নাকি মাথামোটা ?
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: গানটা শুনতে শুনতে পচে গেছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: পচে গেলে তো সমস্যা ! ঠিক করার কি আর কোন উপায় নাই ?
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
শান্তির দেবদূত বলেছেন: লিরিক পড়ে তো ভালোই লাগলো !! আগে শুনিনাই ......।
শুনতেছি এখন ......।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
বরুণা বলেছেন: শাহানা বাজপেয়ী আমার প্রিয়, গানটাও প্রিয়, কিন্তু গায়ক অর্ণব প্রিয় না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২২
বিষাক্ত মানুষ বলেছেন: শাহানার গলাও সুন্দর .. অর্ণবের গলাও ভালো লাগে
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: আমার পোস্ত কপি মাইরা দিসে রে!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২১
বিষাক্ত মানুষ বলেছেন: পাইছি !
আগে দেখলে আর কষ্ট কর্তে হৈতো না ধুর !
তয় জামাল ভাইয়ের তিনার নীল ছবিটার সাথে গানটা কিন্তু সেইরকম ম্যাচিং হইছিলো ।
কৈ গেলো সেই দিন !!
বানান ভুলের চিন্তায় ছিলাম .. এখন ডাইরেক্ট কপি মার্ছি
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
দুঃখবিলাস বলেছেন: প্রেমের গানে আমার বরাবরই এলার্জি।
আমার রিকোয়েস্টের খবর কি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: ঐটা গোছানোর সময় পাইতাছি না ঠিক .. নিজস্ব অনেক কাহিনী আছে তো .. তালগোল পাকায় যায় । একটু সময় লাগবো
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২২
ঝুমী বলেছেন: অর্নবের এই গানটা আমার খুব ভাল লাগে। বিষাক্ত ভাই'কে থ্যাংকস! +
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: তোমাকেও থ্যাংকস ...
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৪
তারার হাসি বলেছেন: সুন্দর এবং পছন্দের একটা গান। এখানে বেশ কিছু গান আছে খুব সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: ঐ এ্যলবাম টাতে ! হুম অনেক সুন্দর গান আছে ।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
ড্রাকুলা বলেছেন: প্রিয় পোষ্ট থেকে আমার পোষ্টটা গায়েব।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: আইবো যাইবো আবার আইবো ... এই তো দুনিয়ার রীতি
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
ঝুমী বলেছেন: অর্নবের এই গানটা আমার খুব ভাল লাগে। বিষাক্ত ভাই'কে থ্যাংকস! +
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩২
একরামুল হক শামীম বলেছেন: প্রিয় গান
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: হু !!!
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪
মনের কথা বলেছেন: কি খবর? কেমন আছো? কাজ কর্ম কেমন চলছে?
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: আরে !!!! মকু !!!!!!!
নাদান সেদিন তোমার খবর জিজ্ঞাস করছিলো .. যোগাযোগ হইছে !!!
খবর কি ! কতদিন বাদে দেখলাম !
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৬
অন্যরকম বলেছেন: কিমুন আচু বিমা???????
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: আরে ! আজকা তো দেখি পুরান পাপীগো আনাগোনা বাইরা গেছে!!!
আছি ভালোই ... সেই আগের মত ছাগু দৌড়াই
তোমার খপর কি !
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩
নিবিড় অভ্র বলেছেন: জোস গানা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম ... খবর কি ! কোথায় আস্তানা গাড়লা ? উত্তর-দক্ষিন !!
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪
তনুজা বলেছেন: ++
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮
নিঃসঙ্গ বলেছেন: আমার পছন্দের ২০ টা গানের মধ্যে এটা সব সময় থাকে।
ধন্যবাদ বিমা ভাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: ওয়েল্কু ওয়েল্কু ..
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
প্রিয়তমা বলেছেন: তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো....
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: হু
২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
নিহন বলেছেন: জাক্কাচ ....................
.........................
...............................+
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০০
বিষাক্ত মানুষ বলেছেন: হু!
২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭
মনের কথা বলেছেন: আরে অনু, আচো কিমুন!!! বিমা, কারো সাথেই কুনো যোগাযোগ নাই... সবাই কিমুন আচে! রাশু, মনু পাগলা, সাইফু খবর কি সবার? আমি পরতাবরতন করলাম স্বেচ্ছানিরবাসন থেইকা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২
বিষাক্ত মানুষ বলেছেন: পরতাবরতন করছো এটা খুশির খপর ... সবাই আছে কিন্তু আগের মত নিয়মিত না । আমি, মানু খালি নিয়মিত ইদানিং .. রাষু মাঝে মাঝে আসে । নাদায় আসেই না .. ব্যস্ত। সাইফুর রে তো নিয়মিত দেখি ।
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১
টুশকি বলেছেন: i have a homemade version of this song.......
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি ! কে গাইছে ?
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৬
বিভাস চাকী বলেছেন: val laglo gan.besh.
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১০
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ
২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
অন্যরকম বলেছেন: মনের কুতাকে ঝাঝা...!!!
বিমা.. এখনও রাখাল রইয়া গেলা..... ছাগু দৌড়াও..... আরেকটু আপগ্রেড হও..... হয় থাপরাও নাহয় ঠাপরাও....
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: মাঝে মাঝে জবাই দিয়া কাবাব খাই । খাসীর কাবাব খাইতে খারাপ না
২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৮
মনের কথা বলেছেন: টাশকি খাইয়া পইরা যাইও না ... বাংলায় এট্টু সমেস্যা আচে মনে হোয়...
হুমমমম...আবার আসিলাম ফিরে ধানসিরিটির তীরে... বান্দর টিমে আবার এট্টা ঝাঁকানি দেওন দরকার...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২০
বিষাক্ত মানুষ বলেছেন: সেই দিন আর নাই ... দেশে এখন গাজীর প্লাস্টিক ট্যাংক বানায় .. তিন্টা লেয়ার সহ
২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
অন্যরকম বলেছেন: মুনের কতা, হ্তে কি ধইরা রাখচ? চি চি চি .... কি অচলিল!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২২
বিষাক্ত মানুষ বলেছেন: ঐটা তো অশ্লীল কিচু না । চাক্কু
২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৮
ঘনাদা বলেছেন: ভালো
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: হু
২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৪
একরামুল হক শামীম বলেছেন: মকু ভাই খবর কিতা?
২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৬
অন্যরকম বলেছেন: ওওওওও..... @ বিমা.....!!!! টিউব লাইট হইয়া গেছি মনে লয়!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: তোমার কি ধারনা তুমি আগে গোল লাইট ছিলা ?
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪২
নিবিড় অভ্র বলেছেন: লেখক বলেছেন: হুমমম ... খবর কি ! কোথায় আস্তানা গাড়লা ? উত্তর-দক্ষিন !!
জ্বি না ভাইসাব। আশা করতেছি আল্লাহর নাম লৈয়া চামার বা মুচির খাতায় নাম লেখামু।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৬
বিষাক্ত মানুষ বলেছেন: লেদার ? তেজগাঁয়ে যেটা ?
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৫
প্রীটি সোনিয়া বলেছেন: খুবই প্রিয় একটা গান আমার...কেমন আছো আজকাল....ভাল নিশ্চয়ই... চুলের + উকুনের কি খবর তোমার ???...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: আমি ভালো আছি । ম্যালাদিন পর তোমারে দেখলাম । পিচ্চি দুইটার খবর কি ? দেশে থিকা আসলে মন খারাপ লাগে খুব.. না ?
আমার আবার কবে উকুন ছিলো !!! আমার তো ন্যাড়া মাথা তিন বছর ধইরা .. সপ্তাহে দুইবার কইরা মাথা কামাই ।
দেশে থিকা মনে কইরা ফেয়ার এন্ড লাভলি কিন্না আনছো তো ?
৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৯
টুশকি বলেছেন: ইয়াহুর তোহা ভাই
চিনলে চিনে থাকতে পারেন
অট: কবিতা খুবই ভালো হইসে, পইড়াই বুঝা যায় এইটা ইস্পাহানি মির্জাপুর ডবল চেম্বার টি-প্যাক (যেইটায় একখান টি-প্যাকে দুইখান লিকার থাকে ) দিয়া বানানো চা খেতে খেতে লেখসেন
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: চিনি না ।
অট: একদম ঠিক ধরেছ । একটা ইনফো বাদ গেছে ... লেমন ফ্লেভার ছিলো
৩৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৬
রাজর্ষী বলেছেন: প্রিয় একটা গান
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: হু
৩৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৫
রাশেদ বলেছেন: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: আমার পোস্ত কপি মাইরা দিসে রে!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: মিছা কথা কয় সোলায়মান
৩৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৬
রাশেদ বলেছেন: শুনি নাই এই গান।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: তুই তো দেখি নয়াও শুনোস না পুরানাও শুনোস না । শুনোস কি তইলে !
৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬
জলে ভাসা পদ্ম আমি বলেছেন: গানের সাথে ছবিটাও পেষ্ট মারতেন......।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: কোনটা ! জামাল ভাইয়ের স্ত্রীর নীল ছবি ????
৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬
ক-খ-গ বলেছেন:
অনেক দিন গান শুনিনা। তবে আজকাল আপনি জটিল সব গান দিতেছেন আর আমি শুনতেছি। যদিও সবগুলোই আগে শোনা, তবু প্রিয় গান গুলো আবার মনে করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ রাইখা দিলাম
৩৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩২
আলী আরাফাত শান্ত বলেছেন: অর্নব ভালো লাগে না!
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: আমার তো ভালোই লাগে
৩৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৮
শত রুপা বলেছেন: গানটা সুন্দর। দারুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০০
বিষাক্ত মানুষ বলেছেন: হুমম
৪০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৬
এরশাদ বাদশা বলেছেন: বিমা ভাই; ইস্নাইপস থেকে গান নামানোর সহজ কোন পদ্ধতি বাতলে দেবেন? আগের পদ্ধতিটা কাজ করছেনা...
আছেন ক্যামন??
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফায়ার ফক্স ব্রাউজার ব্যবহার করা । সেটাতে 'ডাউনলোড হেল্পার' নামক একটা এডস অন আছে .. সকল কাজের কাজি । ইস্নাইপসের অডিও ফাইল খুব সহজেই নামানো যায় ।
আরেকটা আছে 'ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার' এইটা একটা ডাউনলোড ম্যানেজার .. এইটা দিয়াও সহজে নামানো যায় ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৩
বিষাক্ত মানুষ বলেছেন: এই তো চলে
৪১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১২
আশরাফ মাহমুদ বলেছেন: এর গান মাঝে মাঝে ভালো লাগে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: বাংলা ব্যান্ডে দুইটা জিনিয়াস ছিলো .. একটা অর্নব আরেকটা কার্তিক ।
৪২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২১
চিটি (হামিদা রহমান) বলেছেন: গানটি শেয়ারের জন্য ধন্যবাদ
ভালো থাকুন
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ওয়েদার কেমন আপনার ওখানে ? আমরা তো ঠান্ডায় কাঁপছি
৪৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
অক্ষর বলেছেন: শুনি নাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: কয় কি !
৪৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
সহেলী বলেছেন: যাহোক আপনার কল্যানে লিরিকস পেয়ে যাচ্ছি । ধন্যবাদ ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: ওয়েল্কু
৪৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪
অক্ষর বলেছেন: হ, আগে শুনি নাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০০
বিষাক্ত মানুষ বলেছেন: 'হোক কলরব ' এ্যলবামে কিন্তু অর্ণবের বেশ কিছু ভালো গান আছে ।
৪৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
অক্ষর বলেছেন: এই এ্যাল্বাম আছে, কিন্তু হোক কলোরব ছাড়া আর কোনো গান শুনি নাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: অ !
৪৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২
অক্ষর বলেছেন: হ
৪৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
তামিম ইরফান বলেছেন: গান গাইয়া বউয়ের রাগ ভাঙ্গাইতে গেছিলাম ......গান শেষ করতে না করতে কোন জায়গা থেইকা যেনো এক বদমাইশ ঢিল ছুইড়া মারছিলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: শব্দদুষণ একটা নাগরিক অপরাধ এইটা জানো ?
৪৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৬
এরশাদ বাদশা বলেছেন: ঠিক আছে। ট্রাই মাইরা দেখপো...থ্যাংকু।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: আরো তড়িকা আছে .. কিন্তু এই দুইটাই সবচেয়ে সহজ এবং কার্যকরী
৫০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫
মমমম১২ বলেছেন: শুনি নাই আগে।কথাগুলো সুন্দর।
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: হুমম
৫১| ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৫
প্রীটি সোনিয়া বলেছেন: ঐইইই তুমি মাথা ন্যাড়া করে ফেলেছো....হায় আল্লাহ...যা লাগবে না তোমাকে....ভাবতেই আমার অনেক ভাল লাগছে.... এত বেশী উকুন ছিল যে মাথা না কানিয়ে পারো নাই তাই না...
ঠিক আছে বুচ্ছি।
আমার পিচ্চি দুইটা ভালোই আছে...দেশ থেকে এসে অনেক খারাপ লাগছে আর বলো না সেটা....( আমি ফেয়ার এন্ড লাভলী ব্যবহার করলাম কোনদিন যে এখন কিনে আনবো...হুমমমম????...আমার ঐসব লাগে না....এমনি ভালো আছি...
ভাল থেকো।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: এইতো সমানে মিছা কথা বইলা গেলা । ছি ছি !
আমার তো কখনোই চুলই ছিলো না .. আমি চুল সহ্য করতে পারি না । এক্কেরে ছুটু ছুটু কইরা রাখি..... কদম ছাট । উকুন হবার তো প্রশ্নই আসে না । তোমার মাথায় উকুন হইয়া এই এক মুশকিল হইছে... সবার মাথাতেই তোমার মত উকুন গিজ গিজ করতাছে মনে করো সবসময় । এইটা ঠিক না ..
তোমার ওখানে এখন গরম নাকি শীত ?
(গরম কালে বেশি ফেয়ার এন্ড লাভলী মাইখো না .. পেত্নির মত লাগতে পারে)
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৫
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: গানটা খুবই সুন্দর। গানটাকে +, আপনাকে না কিন্তু