![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পুরাতন একটা বাংলা লিংক নাম্বার (০৯১১২৮৬৪..) সিমটা কোন কারণে হারিয়ে গিয়েছিল তথাস্তু চিন্তা করলাম বন্ধ সিমে অনেক অফার থাকে পরে তুলব। যেই চিন্তা সেই কাজ। এভাবে একসময় সিমটার কথা বেমালুম ভূলে গেলাম। হঠাৎ তিনদিন আগে সিমের কাগজ পত্র চোখের সামনে পড়ল কি মনে করে রিং দিলাম। ভদ্রলোক (খুব সম্ভবত ভদ্রলোকই হবে) রিসিভ করার পর আমার কারণ ব্যখ্যা করলাম কিন্তু তিনি অস্বীকার। তিনি নাকি বাংলা লিংক কাষ্টমার কেয়ার (খুলনা) থেকে সিমটা কিনেছেন। আমি আর কথা না বাড়িয়ে রেখে দিলাম। পরদিন গেলাম কাষ্টমার (কষ্ট+আমার) এ জিজ্ঞেস করলাম কি ব্যাপার। তারা কম্পিউটারে দেখে আমাকে যে উত্তর দিল !!! আমি কি বলব বুজে পেলাম না। তারা বলল আমার সিমটা (প্রি পেইড) কোম্পানী পোষ্ট পেইড আকারে নতুন করে বিক্রি করে দিয়েছে। আমি বললাম আমার কাছে কাগজ-পত্র এবং সেই সাথে পূর্বের রিপ্লেসকৃত সিমের মূল অংশ দেখলাম। তারা বলল ভাই আমাদের কিছু করার নাই।
এখন আমার প্রশ্ন কোন দেশে বাস করি?
কার কাছে আমি অভিযোগ করব? কারো জানা আছে নাকি। জানা থাকলে হেল্পান।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯
এক্স ফ্যাক্টর বলেছেন: াই ১২১ ও ফোন দিন, একটা সমাধান পাবেন তারপর শেয়ার করেন তো,
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯
রুমি৯৯ বলেছেন: Same experience in my life but I was suffered by GP
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৯
বুবলা বলেছেন: আমাদের ভারতে কোন সিম হারিয়ে গেলে বা কোন কারনে ঠিক ঠাক রিচার্জ না করলে কোম্পানি ৯০( খুব জোর ১৮০ দিন) দিন অবধি দেখে তারপর সিমটা অন্য কাউকে দিয়ে দিতে পারে। এটা বাংলাদেশে হয়েছে হয়ত
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭
ভিটামিন সি বলেছেন: বুবলা দাদা সঠিক বলেছেন। আপনি বিয়ে করবেন, নতুন নতুন কয়দিন ব্যবহার করবেন, তারপর আর ভাত কাপড় দিবেন না, যাকে বিয়ে করেছেন সেকি এইভাবে থাকবো নাকি? প্রত্যেকটা সিমেরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। সেই মেয়াদের মধ্যে রিচার্জ না করলে সেটি অকার্যকর হয়ে যাবার কথা। রিচার্জ করলে মেয়াদটি আপডেট হয়। গ্রামীনফোন যখন আজীবন মেয়াদ দিল, তখনও এমন একটি শর্তটি প্রযোজ্য ছিল যে প্রতি মাসেই না তিন মাসে (ঠিক মনে নেই) একটা রিচার্জ অথবা একটা কল অথবা একটা মেসেজ পাঠাতে হবে। নাহলে আজীবন মেয়াদ ইনভেলীড হয়ে যাবে। ঠিক সেই কাজটিই আপনার ক্ষেত্রে ঘটেছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩
মাহমুদ তূর্য বলেছেন: বাংলালিংক নাম্বার ০৯ দিয়ে হয় নাকি, জানতাম নাতো ?