![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা নাইকন এসএল আর ক্যামেরা চালাই। গতকাল হাম হাম ঝর্নায় ঘুরতে গিয়েছিলাম। কিন্তু ভূল বশত কেউ মেন্যু থেকে ফটো ফরমেট পরিবর্তন করেছিল হয়তো এখন দেখি সব ছবি NEF ফরমেটে হয়ে আছে। তাই ছবি দেখতে পারছিনা। এখন কিভাবে আমার ছবি গুলো জেপিজি ফরমেটে পরিবর্তন করব? কারো জানা থাকলে হেল্পান।
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯
বিট বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২
নামহীন একজন বলেছেন: ভাই online এ upload আর download করতেই MB শেষ হবে জানি। তাই photoshop এর যে কোন edition এর full creative suite install দিয়ে photoshop open করে NEF ফাইলগুলোকে drag করে photoshop এর window তে ছেড়ে দিন। তারপর save as "jepg" দিন হয়ে গেল আপনার কাজ।
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০
বিট বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬
আকরাম বলেছেন: একটু কষ্ট করে নীচের এই লিন্কটাতে দেখুন।
https://www.google.se/webhp?sourceid=chrome-instant&ion=1&espv=2&ie=UTF-8#q=nef+to+jpg+converter+online+free