নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই একজন............

নিবৃতে আছি আমি

বিট

কিছুই না।

বিট › বিস্তারিত পোস্টঃ

টাকা উধাও এবং ইসরাইলের হ্যাকারদ্বয়

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের টাকা গায়েব হয়েছে আমেরিকা থেকে এটা সবার জানা। কিন্তু আমার মতো যারা এক কাঠি সরেস পাঠক এবং ইসরাইল রাষ্ট্র সর্ম্পকে মোটামোটি খবর রাখে তাদের হয়তো একটু খটকা লাগবে। কারণ ইসরাইলের শতকরা ৯০% বেশী লোক ইঞ্জিনিয়ার তার মধ্যে ৬০% বেশী কম্পিউটার ইঞ্জিনিয়ার তার উপর আমেরিকার সর্বত্র তাদের অবাদ বিচরণ। খোদ প্রেসিডেন্ট নির্বাচনেও সকল প্রাথীরাই ইসরায়েল লবিকে খুশি রেখেই কাজ করতে হয়। এবং আমেরিকার মিডিয়া জগত নিয়ন্ত্রন করে ইসরায়েল। তার উপর দুধর্ষ গোয়েন্দা বাহিনী মোসাদ পৃথিবীর সবচেয়ে সফল এবং জঘন্য গোয়েন্দা বাহিনী। মোসাদ পারেনা এমন কাজ পৃথিবীতে কমই আছে। বলতে গেলে আমেরিকা নিয়ন্ত্রন করে ইসরায়েল। যে সুইফটের মাধ্যমে টাকা লেনদেন হতো তাতে প্রবেশাধিকার সাধারণ কোন হ্যাকারদ্বয় দ্বারা সম্ভব নয়। যেমন ইরানের পরমানু চুল্লিতে ইসরায়েলের হ্যাকারদ্বয় আক্রমন করে সব কিছু পন্ড করে দিয়েছিল তেমনি হয়তো কোন রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতাকারী কোন হ্যাকারদ্বয় এই কান্ড ঘটিয়েছে। তাছাড়া আমাদের দেশে স্কাইপে,ভাইবার দ্বারা কথা বললেও রাষ্ট্র এটা ট্রাক করে রের্কড উদ্বার করতে পারে এতটুকু উন্নতি আমাদের হয়েছে। সেজন্য আমরা বলতেই পারি প্রযুক্তি জগতে সরকার অনেক উন্নতি সাধন করেছে। যারা ইন্টারনেটে আড়ি পাততে পারে যারা ইন্টারনেট থেকে তথ্য উদ্ধার করতে পারে যারা নিত্য নতুন প্রযুক্তির ধারণা দিতে পারে সেই ডিজিটাল বাংলাদেশের টাকা অন্যরা হ্যাক করছে এবং আমাদের তথ্য উপদেষ্ঠারা সুপার সাইলেন্ট আছে। ব্যাপারটা আমার কাছে মোটেও ভাল লাগছেনা। হতে পারে অন্য কোন ভাবে টাকা চুরি হয়েছে। যাই হয়েছে মাঝের উপর পদত্যাগ করলেন ড. আতিয়ার রহমান। তার মতো এতো ভালো মানুষ আমি কমই দেখেছি। আমি রাজনীতি করিনা এবং কোন রাজনীতিবিদকে পছন্দও করিনা (বঙ্গবন্ধুকে ছাড়া)। তবে এইটুকু বুঝি রাজনীতিবিদদের মধ্যে সততা ও দেশপ্রেমের অনেক অভাব রয়েছে।
তবে কেন যেন আমার ইসরায়েলের উপর সন্দেহ হচ্ছে। যদিও এটা অমুলক একটি ব্যাপার তবুও কেন জানি...........

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০

বিজন রয় বলেছেন: আবার কি শোনালেন!!

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

মহা সমন্বয় বলেছেন: এখানে আম্রিকা, ইহুদী নাসারাদের কোনই দোষ নাই। যত দোষ নিজেদের।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

গেম চেঞ্জার বলেছেন: ইসরাইলের শতকরা ৯০% বেশী লোক ইঞ্জিনিয়ার তার মধ্যে ৬০% বেশী কম্পিউটার ইঞ্জিনিয়ার তার উপর আমেরিকার সর্বত্র তাদের অবাদ বিচরণ।

এই তথ্য কেডা দিসে?

৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: কেন নিজেকে গবেট হিসেবে প্রমান করতে চাইছেন বুঝতে পারলাম না। আবার প্রাইমারী স্কুল থেকে পড়া ধুরু করতে পারেন।

৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

নতুন বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ইসরাইলের শতকরা ৯০% বেশী লোক ইঞ্জিনিয়ার তার মধ্যে ৬০% বেশী কম্পিউটার ইঞ্জিনিয়ার তার উপর আমেরিকার সর্বত্র তাদের অবাদ বিচরণ।

এই তথ্য কেডা দিসে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.