নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরুষ ও শিশু নির্যাতন নিয়ে কথা বলি

তুফান মেল

তুফানের মত মন চাইলে লিখবো না চাইলে খালি লিখা পরবো

তুফান মেল › বিস্তারিত পোস্টঃ

১৬ বছর বয়স্ক ডমিনিক স্কালিওনের করুন কাহিনি শুনুন পর্ব-১

০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ঘটনাটি ঘটেছে ২০১২ সালে শেষের দিকে। ডমিনিক স্কালিওন ছিলেন একজন হাইস্কুলের ছাত্র। সকালে সে পেপার বিলি করত বলে সবাই ওকে পেপার বয় বলে ডমিনিক বলে ডাকতো। ইংল্যান্ডের ওয়েলস নামক একটি শহরে হাসুখুশি এই ছেলেটে তার বাবা মার সাথে বসবাস করতো।



ডমিনিকের ভাল চরিত্র দেখে একই স্কুলের ১৫ বছরের একটি মেয়ে তার উপরে আসক্ত হয়ে পরে। আসক্ততার এক পর্যায় মেয়েটি ডমিনিককে প্রেমের আবেদন জানায়। ডমিনিক মেয়েটির প্রেম আবেদন প্রত্যাখান করে এতে মেয়েটি ক্ষুব্দ হয়। প্রেম নিবেদনের ব্যার্থতা সইতে না পেরে মেয়েটি পুলিশের কাছে গিয়ে ছেলেতির নামে ধর্ষনের মামলা করলে পুলিশ তদন্ত চালিয়ে এবং ডিএনএ পরিক্ষা করে ছেলেটিকে নির্দোষ ঘোষনা করে। মেয়েটি তখন নিজ এলাকের কাছে কিছু ছেলের কাছে গিয়ে ছেলেটি ওকে রেইপ করেছে বলে এতে ছেলেগুলো ডমিনিককে মেরে মুখের চোয়াল থেতলে দেয় আর ওর সব দাত ভেঙ্গে ফেলে।



সাংবাদিকের কাছে সাক্ষাতকারে ডমিনিক বলেন ওর এখন বাসা থেকে বের হতে ভয় লাগে। সে এখন মানষিক ভাবে অসুস্থ।



সুত্রঃ

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.