![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়র মহিউদ্দিনের কুলখানিতে নিহত প্রতি হিন্দু পরিবারকে রাষ্ট্র ৫ লাখ টাকা দিবে কেনো? মহিউদ্দিনের ছেলে দিবে। সে যদি এক লক্ষ মানুষ দাওয়াত করে খাওয়াতে পারে তবে দশটি পরিবারকে কেনো ক্ষতিপূরণ দিতে পারবে না? নিহতের পরিবার ক্ষতিপূরণ পেতেই পারে। এক্ষেত্রে রাষ্ট্র ক্ষতিপূরণ পাইয়ে দিতে চাপ সৃষ্টি করতে পারে। রাষ্ট্রিয় কোষাগার থেকে দেয়া কতটা যুক্তসিংগত?
.
হিন্দুদের জন্য যদি আলাদা কমিউনিটি সেন্টারের ব্যবস্থা না করা হতো, তবে তো হিন্দুরা এর দায়ভার মুসলমানের উপর চাপাতে চাইতো। একজন তো অলরেডি অপমৃত্যু মামলা করেই ফেলেছে।আল্লাহ বাঁচাইছে, নয়তো না জানি কত মুসলমান গ্রেফতার হতো এর দায়|
**রংপুরে ইসলাম অবমাননার প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত ৬ জনের পরিবার কি শুধু মুসলমান হওয়াতে বঞ্চিত হলো?
***সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মাগনা খাসির গোস্ত খেতে যাওয়া হিন্দু পদদলিত হয়ে নিহত ১০ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
আমি চির-দুরন্ত বলেছেন: রাস্ট্র টাকা দিলেই বা সমস্যা কি?? এমনিতে যেই কোটি কোটী টাকা রাস্তা খোড়া আর ভরাটের কাজে ব্যয় করা হয় সেটা তো অপচয়। তার থেকে দেশের এই কয়েক টা পরিবার কে ২-৩ কোটী টাকা দিলে সেটা তো জনগনেরই লাভ।
আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ১৬ কোটী মানুষ খেতে পারলে রোহিঙ্গারাও খেতে পারবে।। তাহলে এই পরিবার গুলোর পিছনে কিছুটাকা ব্যয় করলেই বা সমস্যা কোথায়? তবে মহিউদ্দিনের ছেলেকে চাপ দিতে হবে যেনো তিনিও ৫ লাখ করে দেন তাদের।
এতে সরকারের প্রতি হিন্দুদের আস্থা বারবে, নির্বাচনে কাজে দিবে।
তবে একটা কথা দৃষ্টি কটু লাগ্লো যে "মাগনা খাসির গোস্ত খেতে যেয়ে"।।
দোষ তো সরকারেরই, কারন তারা কিছু লোককে কিনে দুম্বার গোশত খাওয়ার মত অবস্থায় এনেছে, আর সিংহভাগ মানুসকে ব্যাংগের গোশত খাওয়ার পর্যায়ে আনতে পারে নাই।
গ্রামের মানুয বছরে কয়দিন খাসির গোস্ত খেতে পায় সেটা তারাই ভালো জানে।
তবে একমত যে মুসল্মানদেরই দোষ পরতো যদি একই জায়গায় দুই দলকে খাওয়ালে এই ঘটনা ঘটত।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪০
তুফান মেল বলেছেন: আপনার কথার হলো নির্যাতন, দুর্নীতি আর বিচারহীনতার দেশে যদি গরিব বাঙালি কিছু টাকা পাই তাহলে দোষের কি ?
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
সাইন বোর্ড বলেছেন: এ বড় বিচিত্র দ্যাশ রে ভাইজান !