![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।
১৪২১সাল!!পহেলা বৈশাখ।এইতো আসি আসি করছে।নতুন বছর।নতুন উৎসাহ!নতুন স্বপ্ন!নতুন আকাঙ্খা।নতুন দিনের গান!
নতুন কে বরণ করার সকল প্রচেষ্টা প্রতিটা বাঙালিই চিয়ারত নিয়মে করে চলেছে। বর্ষবরণ এখন নিতান্তই একটি উৎসব নয়।যেদিকেই তাকাচ্ছি বর্ষবরণের জন্যে অধীর অপেক্ষা আর নানা ধরণের আনুষ্ঠানিকতার আয়োজন চলছে।হালখাতা!বৈশাখী মেলা!বৈশাখী খাবার!বৈশাখী পোশাক!এই তো ১৪ই এপ্রিল।এই তো এসে পড়েছে।আমাদের ঐতিহ্য!আমাদের সংস্কৃতি!আমাদের পথচলা!পুরাণকে ঢেলে নতুন করে জীবনের ঢালা সাজানোর প্রস্তুতি চারিদিকে।
দেয়ালের ওপিঠ কি বলছে?
১।পহেলা বৈশাখ DJ পার্টি ছাড়া ইম্পসিবল মম!ইয় ইয় হানি সিং ইজ ব্যাক।এটাই নাকি পহেলা বৈশাখের আবেদন।সারারাত কথিত কনসার্টে লুঙ্গি ড্যান্স...
২।সংস্কৃতির দায় মেটাতে ইলিশ না খেলেই নয়!জানেন তো এই মৌসুমে আমরা বাঙালিরা নিয়মিত তিনবেলা পান্তাভাত আর ইলিশ খাই!আর পহেলা বৈশাখে খাবো না।এত অসম্ভব।
৪। পাঞ্জাবী না পরলে পহেলা বৈশাখে বাসা থেকে বের হওয়াই যাবে না!তাই মধ্যবৃত্ত পিতাকে যেভাবেই হোক পাঞ্জাবী কিনে দিতেই হবে।
৪।কিছু তরুণ তরুণী আমাদের কালচার কে সম্মানিত করতে মেতে উঠবে রাতের অন্ধকার সভ্যতায়!ইহাই বৈশাখী ভার্সন প্রেম।
৫।মেলায় জুয়ার আসর না বসলে মেলা হয় নাকি(?)!সেই জুয়ার আসরেই হয়ত স্ত্রীর কানের দুলটি আত্মহত্যা করবে।
৬।মাইক ভাড়া করে সারারত হিন্দি আইটেম এখন বাজানোর উৎকৃষ্ট সময়।সেই গান শুনে এইচএসসি পরীক্ষার্থীর মাথা যাবে আউলে।নতুন বছর শুরু হোক অপসংস্কৃতির কৃতিত্বে।
নতুন দিনে শুধু খানা খাইলে আর পাঞ্জাবী পরলেই আপনি বাঙালি হয়ে যাবেন,এই সমীকরণ ভুল!!নতুন দিনে মনটারে ঘষুন।মেলা দেখতে গিয়ে ভিড়ের মাঝে কিশোরী মেয়েটির লোভাতুর অংশে আপনার স্পর্শ পৌঁছে দিবেন না,প্লিজ।ইলিশ খেতেই হবে,এই অনর্থক উদ্ভট মানসিকতা থেকে বের হয়ে আসুন।তাহলেই ১৪২১ সালকে নিয়ে যতো কিছু, তা সার্থক।আমাদের কালচারের কোন অংশে উন্মাদ DJ পার্টির কথা বলা নাই।আসুন কালজয়ী বাংলা গানের একটা সিডি কিনি এই বৈশাখে।আসুন নতুন বছরে নতুন করে ভাবি।দেশটাকে ভালবাসি,মনের কলুষতা দূর করি।আবদ্ধ হই ভালোবাসার বন্ধনে,নতুনের বন্ধনে।
পহেলা বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মেলা,বৈশাখী মেলা!আমি অসংখ্য যুবককে দেখেছি যারা এই বৈশাখী মেলায় যান,শুধুমাত্র মেয়ে দেখার জন্যে।কোন মেয়েটা কত সুন্দরী(?),কোন মেয়েটার শরীরে কত আবেদন(?),কোন মেয়েটা দেখতে সেইরাম।এইগুলা হচ্ছে নীরব সত্য।শুধু অশিক্ষিত বখাটে যুবক নয়,শিক্ষিত পড়ুয়া ভদ্র ছেলেও আছে এমন।নানা অসভ্য খিস্তি কাটা,ভিড়ের মাঝে কোন তরুণীকে যদি একটুখানি করমর্দন করা যায় এই আশা নিয়া আপনারা মেলায় যান।সেই সকল তরুণ এবং জুয়াড়ি বউ পেটুয়া স্বামীকে উৎসর্গ করছি আমার এই অসভ্য লিখাটি।
নতুন বছর আপনাকে আমাকে নতুন করুক।সেই নতুন অবশ্যই শুভত্বের।
©somewhere in net ltd.