নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

মেয়ে আমি শীতলক্ষ্যায় যাবো

১০ ই মে, ২০১৪ রাত ১০:৪৪

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই,কাঁচামরিচ পাই নাই।

এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না।

মেয়ে কাছে এসো,পেঁয়াজ এনে দাও,ঝালমুড়ি মেখে দাও।

মেয়ে এইভাবে আর চলে না।

আসো কাছে আসো,পাশে বস,

নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।



আমি গুম হব,আমি গুম হবো,

আমি নারায়ণগঞ্জ যাবো।



মেয়ে ঝালমুড়ি খাবে?

মেয়ে পেঁয়াজ কেটে দেবে?



আমি শীতলক্ষ্যার তীরে যাবো।

লাশ হতে না'ক।

তোমায় নিয়ে শীতলক্ষ্যার জলে ছায়া আঁকতে।

মেয়ে ভয় পাচ্ছ?

তোমার কি মনে হয় শামিম কাক্কু ভালবাসা বুঝে না?





আচ্ছা,ঠিকাছে ভয় পেয়ো না।

বলেছি তো আমরা শীতলক্ষ্যায় যাবো না।

এসো কাছে এসো,তোমাকে ঝালমুড়ি খাইয়ে দেই।



মেয়ে,তোমার মতো আমারও মনে হয়,শামিম কাক্কু ভালোবাসা বুঝে না,

প্রিয়জন বুঝে না,হাহাকার বুঝে না।



মেয়ে আমরা কোথায়ও যাবো না,

কোথায়ও না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৩৪

আতিক আফজাল বলেছেন: শামীম কাক্কু ভালবাসা বুঝে না! ব্যাপক বিনুদিত হইলাম।

আপনি আসলে কি উদ্দ্যেশে লিখেছেন জানি না, তবে
"মেয়ে,তোমার মতো আমারও মনে হয়,শামিম কাক্কু ভালোবাসা বুঝে না,
প্রিয়জন বুঝে না,হাহাকার বুঝে না।" এখানে কিছু লুকিয়ে আছে মনে হলো!

২| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:৫৭

বিভ্রান্তিকর ইকুয়েশন বলেছেন: জি এইখানে কিছু লুকিয়ে আছে।

৩| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেয়ে আমি শীতলক্ষ্যায় যাবো - দারুন চপেটাঘাত!!!!!!

বাধ্য হলাম লগিন করতে :)

+++

২৪ শে মে, ২০১৪ রাত ১:৩৫

বিভ্রান্তিকর ইকুয়েশন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.