নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

রাতের দুঃখ

২৯ শে মে, ২০১৪ রাত ১:২৪

রাত বাড়ে,

কিছু যুবক বালিশে ঘুম ছাড়ে,

কারো নিউরনে বাঁদরামি চড়ে,

ক্ষণিকের ব্যর্থ হিমু হওয়ার ইচ্ছা জাগে,

চায়ের টঙে বেঁচে থাকার অনিন্দ সুন্দর অনুভূতি,

সিগারেটের প্যাকেটের দিকে হতাশ দৃষ্টি,

চাঁদের আলোয় হেঁটে চলা,

স্বপ্ন নিয়ে কতকথা,

ব্রা-টিনা চিরায়ত ক্যাচাল,

ফিরে আসা,

ইংলিশ মুভিতে চোখ গাথা,

প্রেমিকের কত স্বপ্ন বেচা দেখা,

কেউ কেউ কত সুখে আছে-তাদের নীরব ঘুম,

আমরা জেগে থাকি,

রাত গভীর হয়,

গভীরতা পুরাতন দুঃখকে টেনে আনে,

চোখের কোণে পানি জমে,

আমরা বেঁচে থাকার কবিতা আবৃতি করি,

-আমি বলছি না আমাকে ভালবাসতেই হবে,

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন?

আমাদের কেউ জেগে থাকার কারণ জিজ্ঞেস করে না,

একসময় তলিয়ে যাই,গভীর দুঃখে।

এই জীবন অব্যবহৃত কিংবা অবিবাহিত ভদ্রের,

এই জীবন মরচে ধরা ব্যাচেলরের,

এই জীবন সুখের কিংবা সুখ স্বপ্নের...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.