নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

একদিন পথভুলে এক বৃদ্ধাশ্রমে

৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৩

একদিন পথভুলে এক বৃদ্ধাশ্রমে ডুকে পড়েছিলাম,

হঠাত করে কেউ একজন চেঁচিয়ে উঠলো-আরে তপু নাকি?

এই দেখ দেখ,

কে কোথায় আছো দেখে যাও-আমার তপু এসেছে,

একটা চিমসে যাওয়া হাত আমার মুখের উপর,

আমি পরিস্থিতিতে নিরুপায় হতবাক,

মায়ের চোখে পানি,

কিন্তু এই পৃথিবীর বাইরের কোন সুখ মায়ের চোখে মুখে।



ক্ষণিকের জন্য আমি তপু হলাম,

মা আমায় জড়িয়ে কতশত আলাপ করলেন।

নান্নু,টুনি,স্নেহা কেমন আছে আরও হাজারো প্রশ্ন,

বাড়ীর পাশে পুকুরে মাছ কত বড় হল,টুনি কি এখনও পুতুলের জন্য কাঁদে,স্নেহা দেখতে কেমন হয়েছে?

হাজারো প্রশ্ন,হাজারো দুঃখের সুখ,

মা আমার কপালে একরাশ চুমু খেলেন,

সকাতরে বললেন,আবার আসিস,আজকাল তোদের খুব দেখতে ইচ্ছে হয়,

আমার নান্নুটা আমাকে ছাড়া ঘুমাতে পারে(?)এমন প্রশ্ন করে অনেকটা লজ্জায় মুখ ডেকে নিলে নিলেন।

শেষমেশ বললেন-খোকা আমার এই আশ্রমে ভাল্লাগে না,

আমায় বাড়ি নিয়ে যাবি?

আমি বৌমাকে একদমই জ্বালাতন করবো না,

শুধু নান্নুকে বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকবো।



একদিন পথভুলে এক বৃদ্ধাশ্রমে ডুকে পড়েছিলাম,

তারপর আর কখনোই পথ ভুল হয়নি,মা আমার সাথেই থাকেন আজকাল।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ ভোর ৪:৫৬

সকাল হাসান বলেছেন: এই ভুলটাই সঠিক ভুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.