নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

৩ টি কদমফুল আর একটি হাসিমুখ

৩০ শে মে, ২০১৪ রাত ৮:৪৫

ক্লান্ত শ্রান্ত মনে বাসায় ফিরছিলাম,

ঘামেভেজা শার্ট,

আপনমনে হেঁটে চলার সুখকর মুহূর্ত।



অতঃপর ঝুম ঝুম করে অঝোর ধারায় বৃষ্টি,

আকাশের দিকে হা করে শুভ্রতার পানি খাচ্ছিলাম,

ছোটবেলার মতো কয়েকটা লাফঝাফও দিলাম খুশিতে,

মনে মনে অনেক বেশী সুখানুভব-যাহ শালা,শার্টটা আর নতুন করে ধোয়া লাগবে না,

বৃষ্টি তোমাকে ধন্যবাদ ।



হঠাত,

একটি হাসিমুখ,

একগুচ্ছ কদম হাতে অজানা এক ছোট্ট কিশোরীর নির্মল হাসি,

ছোট্ট মেয়েটি সুন্দর করে হেসে বলল-ভাইয়া ফুলগুলো নেবেন।

একদৌড়ে মেয়েটাকে কোলে নিয়ে বললাম,জি ভাইয়া,

ফুলগুলো অনেক সুন্দর,

অনেক গল্প হল মেয়েটার সাথে,

প্রিয়,তোমার কথাও বলেছি ছোট্টটাকে,

বৃষ্টিতে ভিজতে ভিজতে দুইজন দুইদিকে চলে গেলাম।

বিদায় বেলায় বলেছিল-আবার দেখা হবে।



প্রিয়,তোমার জানালাটা খুলে দেখ,

এক যুবক দাড়িয়ে আছে,

বৃষ্টিস্নাত শুভ্র প্রেমিক।



প্রিয়াঙ্কা,নীল শাড়ীতে সেজেগুজে বারান্দায় এসো,

গাড় লিপস্টিক,নীল টিপ আর খোলাচুল,

তিনটি কদমফুল আর একটি হাসিমুখ তোমার অপেক্ষায়...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.