নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

খবরের কাগজ এবং ...

০৪ ঠা মে, ২০১৫ ভোর ৪:২৯

খবরের কাগজে ছেপেছে, বিকালে ধর্ষণ করানোর হুমকি, রাতে ছাত্রীহলে ঢুকল ২ ছাত্রলীগ ক্যাডার।

খবরটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফজিলাতুন্নেছা হলের ছাত্রলীগ সভাপতি আরিফা অনাবাসিক এক ছাত্রীকে হলের ৩১২ নম্বর কক্ষের একটি সিটে ওঠাতে নিয়ে যান। এ সময় ওই কক্ষের আবাসিক ছাত্রী তমা ও মাহফুজা প্রভোস্টের অনুমুতি না থাকার বিষয়টি জানালে আরিফা ক্ষেপে যান। তিনি বিভিন্ন হুমকি দিয়ে সংশ্লিষ্ট ছাত্রীদের বেড থেকে তাদের জিনিসপত্র ফেলে দেন। এ সময় ছাত্রলীগ নেত্রী ওই ছাত্রীদের দেখে নেওয়ার হুমকি দেন। তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে তাদের ছাত্রলীগ নেতাদের দিয়ে ধর্ষণ করানোর হুমকি দেন তিনি।

ধর্ষণ করানোর হুমকির পর কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে এসে ছাত্রলীগ নেতা সোহাগ তার ক্যাডারদের নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফজিলাতুন্নেছা মুজিব হলে যান। গিয়ে ছাত্রীদের হুমকি-দামকি দিয়ে অনাবাসিক ঐ ছাত্রীকে নিয়ে হলের বাইরে চলে আসেন। এই ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রভোস্ট ৮ টার দিকে হলে আসেন এবং ছাত্রীদের অভয় দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তার অনুমতি নিয়েই রাতের বেলা ছাত্রী হলে পুরুষ ঢুকেছে জানার পর ছাত্রীরা বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

(আসুন বিচার চাই। না থাক। অনধিকার চর্চা নাই করাই শ্রেয়!)





পুনশ্চঃ দিনশেষে আমার ভাতের অধিকার আছে, মাছের অধিকারও এক আধটু আছে, মেসের এক কোণে জায়গা করে ঘুমানোর অধিকারটাও আছে, রঙছটা সার্টিফিকের অধিকার আছে, খবরের কাগজ পড়ে চুকচুক করার অধিকার আছে, ভ্রাম্যমান লাইব্রেরীর তাকে '৫২, '৭১, '৯০ গল্পগুলো ঝুলে থাকার অধিকার আছে দিব্যি। সবই তো আছে। চলছে... চলুক... দেশ বদলাচ্ছে, ভিশন ২০২১ বাস্তবায়িত হচ্ছে, ... ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তথ্য, লাখ লাখ এ+ প্লাস তইরী হচ্ছে, সবচে বড় কথা- আছে একঝাক ত্রিখণ্ড তরুণ।

পুনশ্চ ২ঃ তালেবান অভিজিত হত্যার দায় স্বীকার করেছে, রবি ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে না এই বিষয়ে লিফলেট বিলি করছে কেউ কেউ, কাপড় ধরে টান দেয়াটা টিএসসিতেও গিয়ে ঠেকেছে। খবরের কাগজের কাছে প্রশাসন বলেছে, প্রশাসন এইবারেও কিচ্ছু দেখে নি।

একদিন শিক্ষার অধিকার দেখবো বিশ্ববিদ্যালয় কক্ষে অজস্র রক্তছোপে! একদিন বৃদ্ধ পিতার জায়নামাজের বারুদের পোড়া গন্ধে নির্বিকার থাকবো, পান্তা ইলিশ পাতে খুন হবে প্রেমিকের দল... সাদা শাড়ী টকটকে লাল হবে-ঠিক বৈশাখের কৃষ্ণচূড়ার মত... তারপর মুছে যাবে ইতিহাস...

জয় বাংলা

আমি আশাহত হতে গিয়ে ফিরে আসি, স্বপ্নাহত হই; আজকাল জ্যোৎস্নাহত হওয়ার ইচ্ছে তো প্রহসন।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:১০

রাতুলবিডি৫ বলেছেন: বিচার ???
.. অনধিকার চর্চা নাই করাই শ্রেয়!

ধর্ষণ ছাত্রলীগের অধিকার, আওয়ামীলীগের গর্ব।
জয় পরিমল, জয় সেঞ্চুরী, জয় হাজারী ।
জয় বাংলা ।

২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:৪০

আলফ্রেড বি বলেছেন: ছাত্রলীগ হচ্ছে আওয়ামীলীগের গেস্টাপো বাহিনী

৩| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:১৭

সানোয়ারুল ইসলাম বলেছেন: জয় বাংলা বলে আগে বাড়ো.....!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.