![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা
চিনে যখন অ-মঙ্গলয়েডদের প্রতি কিছু করা হয় তা সারা বিশ্বের মত আমরা বাঙ্গালীদের কাছেও লাগে অমানবিক , কিন্তু যখন একজন আদিবাসীকে , নাক চেপ্টা , বাটুল এগুলা বলা হয় তখন তাতে কিছু আসে যায় না । কথা গুলো এজন্য বললাম কারন দেখেছি আইনের রক্ষকেরাই তাদের কে এইসব নামে ইভটিজিং করছে । তাদের কাছে এক একটা চাকমা , গারো , মারমা যেন একেকটা যৌন দাসী , এমনটা করার কারন আমার জানা নেই । শুধু জানি চাকমারাও মানুষ , ওদেরও অনুভতি আছে । কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের কোটা নামের সান্তনা দিয়ে থাকি , আসলে কোটার নামে তাদের অপারগ একটা জাতি হিসেবে তুলে ধরার প্রয়াস করি । আসলে তাদের সাধারন ভাবে বাচতে দেওয়াটাই উচিত ।
©somewhere in net ltd.