![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা
আমরা মুসলমানদের কাছে সৌদি আরব হল সর্বোচ্চ সম্মানীয় দেশ , কারনে অকারণে আমরা তাদের অনেক শ্রদ্ধা ও করি , নবীজীর দেশ হিসাবে এঠা করাও উচিত আর কি। তবে সৌদি আরবের আমেরিকা প্রিতি আমার অতি অ-পছন্দ । তারাই প্রথম আমেরিকাকে তাদের সকল সম্পদের বিনিময়ে পৃথিবীর মুসলিম দেশ গুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেয় । সৌদি আরব আসলেই কি আমাদের বিশ্বাস নিয়ে খেলছে , তাদের শিক্ষার হার দেখে আতঙ্কিত হলেও কিছু করার নাই , তেলিই তাদের সব , তেল আছে তাই তোমাদের সেলাম ।
গৃহ পরিচিকা অত্যাচারে ভারতের পরেই যে দেশটির নাম সেটিও সৌদি , আবার খারকব নামের জাহান্নাম টাও সোউদিতে, ১০০০ এর উপরে মদের দোকান আছে আমাদের এই মহা পবিত্র দেশটিতে , এই দেশটিতে বিচারের জন্য জল্লাদ নিয়োগ দেয়া হয় । এ দেশের বিচারের হলফ নামা পড়লে আত্তা শুকিয়ে যায় ।
ধরুন আপনি একজন অপরাধী বা অপরাধী না , আপনার বিরুদ্ধে কেও অভিযোগ আনল এবং তা জুম্মার আগ পর্যন্ত প্রমানিত বা এর কোন সুরাহা হল না , আপনি যদি কোন অন্যায় করে থাকেন তবে পবিত্র মাটিতে আপনার মস্তক নামিয়ে দিয়ে তারা আপনাকে একেবারে বেহেস্তি করে দেবে , আর যদি অন্যায় টি না করে থাকেন তবেও পবিত্র মাটিতে মস্তক নামিয়ে দেওয়ায় আপনি জান্নাতে চলে যাবেন । ধারনাটা কততা সত্য জানিনা , তবে এটা জানি একজনের শাস্তি অন্য জন কেন পাবে তার উত্তর নেই এই দেশটিতে,
খুবই কষ্ট পেয়েছিলাম যেদিন আমার দেশের ৮ জনের মস্তক কেটে নেয়া হয়েছিল , যেহেতু আসল অপরাধি কে কেও স্বীকার করেনি তাই ৮ জন কেই জান্নাতে পাঠান হলো ।
খুব ইচ্ছে করে আরবের রাজা কেন জান্নাতি হতে চাননা , এই নিষ্পাপ রক্ত গুলোকে কি জবাব দিবে আরব !!!!
এটা নিয়েও আমার মগজে পোকা আছে তাই এতাও চেইন পোস্ট ।
©somewhere in net ltd.