![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা
আপনাদের আমি বোঝাতে পারিনি , কারন আমরা বাঙ্গালীরা যেটা নিজে বুঝি ওটায় সেরা ।
ধরুন আপনাদের দাবি মেনে নেয়া হল , ধরুন স্বল্প মুল্যে ইণ্টারনেট পৌছে গেল এর পরিনামে যা হবে
১।
আপু কালকে চোখের তারাই তুই দেখতে পারিনি, বিদ্যুৎ ছিল না
- আরে ব্যাপার না ইউটিউবে আছে না , চল দেখি
নাহ স্কুলে যাবার সময় হয়ে গেছে তো
- আচ্ছা তুই যা , আমি আজকে যাব না
অতপর ১২১ নং পর্ব শুরু
- আপু আমিও যাব না
অতপর ১২১ পর্ব শেষ
- আপু ১২০-১৯-১৮-১৭-১৫
লাঞ্চ ব্রেক , ---------------- হা হা হা ।
২।
ছেলেরা রাত জাগিয়া বাবা মা ঘুমানোর আশাই বসিয়া থাকিবেন বা তখনও জ্ঞান অর্জন করিতেছেন
বাবা মা ঘুমালে
আসল শিক্ষা শুরু,
অতঃপর শারিরিক, মানসিক অ শিক্ষাগত ক্ষতি ।
অতপর কামনা , লালসা
অতঃপর ধর্ষন
আরো অনেক সমস্যা আছে , তা বুঝতে হবে আমাদের ।
আন্দোলন করলে আমাদের দেশের ইন্টারনেটকে নিরাপদ করার আন্দোলন করুন , আমিও আছি আপনাদের সাথে , তার পরে না হই আপনাদের দাবি যোক্তিক প্রমানিত হবে ।
©somewhere in net ltd.