![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বলতে পারার যন্ত্রনা বয়ে বেড়ান পোকা
তোমার কাছে যাইনি পাওয়া
সোনা রুপার কাঠি
না চাইতেই পেয়ে গেছি
দুঃখ জ্বালা খাটি
দুঃখ গুলো সুখ করেছি
কান্না গুলো হাসি
এখন আমি একা থাকতেই
বড্ড ভালবাসি
তুমি আর এসো না শান্তি দিতে
এখন দুজন বিপরীতে
চাইনা আবার পুড়তে আমি
আগুন চোখের জলে
বন্ধুত্তের দোহায় তোমার
যাও চলে যাও চলে
জানবেনা কেউ কার কারনে
সপ্ন জুড়ে বালি
আমি রাখব ঢেকে নিপুন হাতে
চোখের কোনায় কালি
কাছে ডাকার পাশে থাকার
দাওনি অধিকার
তবু দোষ দেখিনা রোষ পুসিনা
বিরুদ্ধে তোমার
ভালবাসার দোহায় তোমার
যাও চলে যাও চলে
বিদায় দিয়ে হেরে গেছি
কখনো ভেবো না
শুধু তোমার কথা নিলাম মেনে
খবর ও নেবনা
সুভেচ্ছার ইচ্ছা টুকু
থাকবে মনে মনে
শুধু মনে রেখ ভালই আছি
একলা ঘরের কোনে
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
কাল হিরা বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫
আমি মিন্টু বলেছেন: দারুন ভালো লাগছে ভাই ।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
কাল হিরা বলেছেন: ভালা লাগলে তো ভালো
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
ঠ্যঠা মফিজ বলেছেন: চমতকার হয়েছে কাব্য ।
১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫১
কাল হিরা বলেছেন: চমৎকার নাম
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০
টাপুর বলেছেন: ভালো লাগলো ।