![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো ভাইয়া, আপনি কি ফ্রি আছেন.. তাহলে একটু আপনার সাথে কথা ছিলো.. আমি বললাম বলো..। আমার তো আগামীকাল পরিক্ষা.। এখনো কিছু পাই নাই.। কিছু পাও নাই বলতে কি বলছো তুমি.। আগামীকালের প্রশ্নটা আর কি.. আমার অনেক বন্ধু হতে পাইয়া গেছে ইতিমধ্যে. এখন একটু আমারে ব্যবস্থা করে দাও না.। আমি বললাম ওরা কিভাবে আগামীকালের পরিক্ষার প্রশ্ন পাইলোৈ..? আরে ভাইয়া তুমি দেখি কিছুই জানো না.. এইবার তো প্রতি পরিক্ষার আগে সবাই প্রশ্ন পাইয়া যাইতেছে..। আমি আর কিছুই বলিলাম না.. বললাম আমি তো ভাইয়া পাই নাই..। পাইলে তোমারে জানাবো... কি বললা ভাইয়া তুমি পাও নাই.. সারাদিন ফেসবুকে থাকো না তুমি.. এই ফেসবুকেই তো প্রশ্ন পাওয়া যাইতেছে..। আমি বললাম আচ্চা ঠিব আছে ভাইয়া আমি দেখতেছি.. পরে কিছু গ্রুপে উল্লেখ করলাম এই বিষয়টা.. বললাম কারো কাছে কি আগামীকালের প্রশ্নটা আছে কি.? মূহূর্তে দেখলাম কয়েকজনে স্ক্যান করা দুইটা সেটা দিয়ে দিলো আমারে.। আমি তো তখন পুরো মখা হয়ে গেলাম.। এটা কি রে ভাই.. পরে কালকে আর আজকে এর প্রশ্ন স্ক্যান করা!!! পরে সেই ছোট ভাইকে বললাম যে ভাইয়া তোমার ফেসবুকে আমি স্ক্যান করা যা পাইছি সেটা পাঠাইছি... সে বললো ভাইয়া সেখানে কোন কোন সেট.? আমি বললাম এটা আর এটা.. সে বললো ভাইয়া এইগুলো তো আমি আরো আগে পাইছি. আর একটা সেটা বাকী আছে সেটা এখন লাগবে. ও আচ্ছা.। এইগুলো ছাড়া তো আমি আর পাই নাই ভাইয়া. এখন সে বললো আপনি ফেসবুকে একটু দেখেন পাবেন. এই হলো এইবার একজন এইচএসসি পরিক্ষার্থীর কানফিডেন্স-- যে আগামীকাল পরিক্ষার সকল সেট আজকে ফেসবুকে পাওয়া যাবে.। তাহলে কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা? এখন যদি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয় তাহলে তিনি কি জবাব দিবেন এইটার.? এইভাবে কি আমাদের শিক্ষা ব্যবস্থ্য ধ্বংসের পথে এগিয়ে যাবে নাকি এর কিছু একটা ব্যবস্থা হবে.?
©somewhere in net ltd.