![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন সবাই আছেন আগামীকালের পহেলা বৈশাখ নিয়ে.. কিন্তু এরমধ্যে আপনাদের মাঝে এমন একটিা তথ্য নিয়ে আসলাম যেটার উত্তর এখনো নিরপেক্ষভাবে খুজে পাচ্ছি না... আর সেটা হলো আমাদের নির্বাচন কমিশন কি আসলেই বিতর্কিত...? না হলে এইভাবে একটা উপজেলা নির্বাচন হয়ে গেলো কিন্তু আমাদের প্রধান নির্বাচন কমিশনার দেশের বাইরে থাকলেন কেন...? আর উপজেলা নির্বাচনে যা হয়েছে তাতে এই নির্বাচন বাতিল হওয়ার কথা অনেক আগেই... কিন্তু নির্বাচন কমিশন বলছে এই নির্বাচন নরাকি সুষ্ঠ হয়েছে...? অথচ বিভিন্ন টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে যে ছোট ছোট বাচ্ছারা ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোট ও দিয়েছে... তাদের হাতে কালির দাগ ও আছে... আাবার একজন মানুষ নাকি ২১২টা ভোট একসাথে দিয়েছে... সেটা নিয়ে ও পত্রিকায় অনেক বড়ো করে নিউজ হয়েছে... এই জন্য কিছু প্রমান দিচ্ছি কি হেয়েছিলো সেইদিনের উপজেলা নির্বাচনে তার কায়েকটা প্রমান আমি আপনাদেরকে দিচ্ছি.।
সর্বশেষ ৫ম ধাপ উপজেলা নির্বাচনের পরে দেশের চারটি পত্রিকার ২০টা হেডলাইন আমি আপনাদের সামনে তুলে ধরছি... এরমধ্যে দালারখ্যাত হলুদ আলো ও বালের কন্ঠও আছে...
১.‘আমি না আমার বাপ ভোটার’ (মানবজমিন)
২.‘টাকা নিয়ে চলে যান, আমরাই সব কিছু দেখবো’ (মানবজমিন)
৩.ক্যামেরা বন্ধ নয় কোপ (মানবজমিন)
৪.২২ চেয়ারম্যান প্রার্থীর বর্জন (মানবজমিন)
৫.শিক্ষামন্ত্রীর এলাকায় জাল ভোটের মহোৎসব (মানবজমিন)
৬.দখলের উৎসব (মানবজমিন)
৭.ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিনিটে ১১ ভোট (মানবজমিন)
৮.ভোট শুরুর আগেই শেষ যেখানে (মানবজমিন)
৯.রাত পোহাবার আগেই ভোট শেষ ৩৫ কেন্দ্রে (আমার দেশ)
১০.উপজেলায় জাল ভোটের মহোত্সব : আগের রাতেই ব্যালটবাক্স বোঝাই (আমার দেশ)
১১.ব্যাপক কারচুপি, অনিয়ম, সহিংসতা, কেন্দ্র দখল ও জালভোটের মধ্য দিয়ে শেষ হলো উপজেলা পরিষদ নির্বাচন। (আমার দেশ)
১২.ভোট শুরুর আগেই সিল মারা হয়ে গেছে ছাগলনাইয়ায় (আমার দেশ)
১৫.শুরু না হতেই ভোটগ্রহণ শেষ শাহজাদপুরে কেন্দ্রে (ইনকিলাব)
১৬.জালভোট ঠেকাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী (ইনকিলাব)
১৭.সিল মারার মহোৎসব (ইনকিলাব)
১৮.কেন্দ্র দখল ভোট বর্জন প্রকাশ্যে সিল সংঘর্ষ সহিংসতা পুলিশের গুলি (ইনকিলাব)
১৯.কেন্দ্র দখল করে সিল মারার ধুম (হলুদ আলো)
২০.পিস্তল উঁচিয়ে হুমকির পর প্রার্থীকে আটক করে রগ কর্তন (বালের কন্ঠ)
কিন্তু এরপরেও নির্বাচন কমিশন নাকি বলছে নির্বাচন সুষ্ঠ হয়েছে...এখন তো যে কোন একদিকের শাস্তি হতে হবে.. কারন হয় নির্বাচন কমিশন মিথ্যা বলে জাতির সামনে প্রতারনা করছে আর না হয় এই পত্রিকাগুলো এইসব হেডলাইন করে উপজেলা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে... আর সেই সুবাদে নির্বাচন কমিশনকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে যে এমন একটি গুরুত্বপূর্ন মূহুর্তে নির্বাচন কমিশন কেন দেশের বাইরে গেলো...? তাহলে কি আসলেই আমাদের নির্বাচন কমিশন কিতর্কিত...?
২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫
ব্লগার ইমরোজ বলেছেন: এইজন্যই তো ভাই দেশকে চইলা গেছে রাকিব সাহেব... এখন বাকীরা পালাইতে পারলে বাঁচে...
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাগল কি কখনো স্বীকার করে আমি পাগল

তারারে ধইরা পাবনা পাঠাননা কেনু?
তারা হইল নুন, পান্তার মাঝে নুন যেমুন, সরকারের কাছে ইসি তেমুন! হইছে