নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা লিখবো এবং বলবো সব সত্যি লিখবো এবং বলবো.। এই জন্য ব্লকে আসা.।

ব্লগার ইমরোজ

যা বলবো এবং লিখবো সব সত্যি লিখবো এবং বলবো.. এটা নিয়ে ব্লকে আসা

ব্লগার ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কে করাচ্ছে গুম,খুন...? জবাব চাই

১২ ই মে, ২০১৪ সকাল ১১:১৯

আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারই গুম খুন করাচ্ছে --- মির্জা ফখরুল.

এই ধরনের একটা শিরোনাম পড়ে আর কিছু অনুধাবন করতে পারলাম না.. এই কথা কিভাবে বলছেন উনি.. আর এই কখাটা নিয়ে সরকার কেন এখনো কোন কথা বলছে না.. তাহলে কি সরকার আসলেই আইন আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে গুম খুন করাচ্ছে..? না হলে এই কথার বিপরিতে এখনো কোন কথা বলে নি কেন..? তবে হ্যাঁ সেই কথা বলতে হবে যুক্তি ও প্রমান সহকারে..মিডিয়ার মাইকের সামনে এসে বললেই হবে না.. সবাইকে সব কথা প্রমান দেখাতে হবে.. এখন মির্জা ফখরুলের এই কথার প্রমান যদি সরকার না দেখাতে পারে তাহলে আমরা সাধারন জনগন কি বুঝে নিবো... আর যদি সরকার এই কথার প্রমাণ দেখাতে পারে তাহলে এই ধরনের কথা বলার জন্য অবশ্যই মির্জা ফখরুলে বিচার হওয়া উচিত... তাহলে কি সরকার স্বীকার করে নিচ্ছে যে এই গুম খুন তারাই করতেছে..? গত ১১ই মে দৈনিক সংগ্রামের প্রথম নিউজের একটা ছবি দেখে এই দেশের সাধারন জনগন কি চিন্তা করতে পারে (ছবিটা দেয়া হলো এই পোষ্টে) ... যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের এর পাশে দেখা যাচ্ছে নারায়নগঞ্জের সাত খুনের প্রধান আসামী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর হোসেন। এই ছবিটি কি এখন সরকার অস্বীকার করতে পারবে...?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.