![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
রাগ করে তুমি বলছো না কথা - ফুলিয়ে রেখেছ গাল,
আমি কিন্তু সবই বুঝি - ইহা KFC তে খাওয়ার চাল।
যতই তুমি রাগ কর সোনা - খাওয়াচ্ছিনা চিকেন Fry!
মাসের শুরুতে পকেট ফাঁকা - করছো বৃথাই Try!
তারচেয়ে বরং মিজানে চলো - খাওয়াবো তোমায় চটপটি,
শুনেই তুমি চোখ রাঙালে - যেন চাবাচ্ছো কটকটি।
প্রেমের জীবন সুখের জীবন - বলতো সকল ছেলেরা,
পকেট কাটার প্রবনতা যদি - ছাড়তো সকল মেয়েরা।
#অন্তর_মাশঊদ
২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:০২
অন্তর মাশঊদ বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: ভালো হইসে ছড়া।
২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:০২
অন্তর মাশঊদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ দুপুর ২:৩০
কাবিল বলেছেন: সহমত জানায়।
ভাল লাগলো কবিতায়।