![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
তুমি কি মানবী?
নাকি একটা দানবী?
দিচ্ছ যে বিশ্রী হাসি,
মন চাচ্ছে দিতে ফাঁসি!
নিচ্ছ কেন পিছু?
পাবেনা তো কিছু!
আমি যে সাদাসিধে,
তোমার পেয়েছে ক্ষিধে?
পাবে যে শুধু দেহ,
মনটা নিয়েছে অন্য কেহ!
বৃথাই তোমার চেষ্টা,
বাড়াচ্ছ শুধুই তেষ্টা!
যা খুশি ইচ্ছে করবে?
আমার প্রিয়ার হাতে মরবে!
#অন্তর_মাশঊদ
©somewhere in net ltd.