![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আশায় ছুটতে ছুটতে মানুষ অসুখে পড়ছে। আর আমি তখন সত্যের সন্ধানে ছুটছি।
RJ রাসেল - আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনায় সরাসরি চলে যান।
কেরামত - রাসেল ভাই! অনেকদিন ধরে আপনার এই অনুষ্ঠানে একটা বিশেষ কারনে আসার ইচ্ছে ছিল। এখানে আসার পিছনে আমি আমার বন্ধু রাজুকে ধন্যবাদ...
RJ রাসেল - প্লীজ কথা না বাড়িয়ে ঘটনায় যান!
কেরামত - ঐ ব্যাটা! আমি কথা বললেই বেশি কথা বলা হয়ে যায়! আর মোটা 'বাবু' 'জিব্রান' এই দুই আবাল যখন গল্প রেখে ত্যানা প্যাঁচানো গল্প কয়, ও কি জব করে, বছরে কয়বার বিদেশে যায়, ৪-৫ জনকে ধন্যবাদ জানায় তখন ওরে চুপ করাইতে পারোস না? ওগো ত্যানা তখন কি মজা লাগে? ওরা দুলাভাই লাগে তোর? বাবু ভাই কইতে কইতে মুখ দিয়া ফেনা ফেলাস।
RJ রাসেল - দেখুন আপনি উল্টাপাল্টা কথা বলছেন । এরকম একটা পপুলার প্রোগ্রামে এসে... On air তে এগুলো বলতে পারেন না। মাসুম offline করুন।
কেরামত - মাসুইম্মা! offline করলে খাইয়ালামু কইলাম! আব্বে হালা! তোদের প্রোগ্রাম মানুষ ভয় পেতে শুনে? অনন্ত জলিলের একশন মুভি যেমন কমেডি হিসেবে পাব্লিক দেখে তেমনি তোদের এই প্রোগ্রামও ফানি প্রোগ্রাম হিসেবে শোনে। বেটা আর কত বছর এই ফালতু প্রোগ্রাম চালাবি?? এখানে যে আবাল ঘটনা বলতে আসে সব কয়টায় নাকি নিজের চোখে ভুত দেখেছে। আর তুইও ব্যাটা ওদের বানানো গল্পকে বিলিভ না করলে মাইন্ড করস? ক্যান? এই প্রোগ্রাম বন্ধ হইয়া গেলে না খাইয়া মইরা ভুত হইবি তাই?
RJ রাসেল - প্লীজ! আপনি দয়া করে চলে যান বাসায়!
কেরামত - শোন থাকতে আসিনাই। তোগো এই ভুত এফেমের লাস্ট প্রোগ্রাম শুইনা গল্প শুইনা আমাগো এলাকার ৪ টা ছোট ভাই টানা দুই ঘন্টা হাসছে! অতঃপর স্ট্রোক কইরা মইরা গেছে! এখন তোর এই প্রোগ্রাম যদি বন্ধ না করস! আরও অনেক মায়ের কোল খালি হইব এই হাসির প্রোগ্রামের কারনে। কসম কইলাম! প্রোগ্রাম বন্ধ না করলে- মৃত পোলাগো বাপ মারে নিয়া মানববন্ধন কইরা, হাইকোর্ট সুপ্রীম কোর্টে নালিশ করুম এমন গাঁজাখুরি প্রোগ্রাম বন্ধ করতে। আর তুই হবি প্রধান আসামী। সারাজীবন জেলের ভিতর পচবি।
কেরামতের কথা শুনে ভয়ে RJ রাসেলের ঘাম ছুটতেছে! সে তাঁর সামনে রাখা এক বোতল পানি দ্রুত খেয়ে ফেলে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো।
RJ রাসেল - দর্শক অনিবার্য কারন বশত আজকের Bhoot FM এখানেই সমাপ্তি করা হলো।
কেরামতের ঘুম এই মধ্যরাতে ভেংগে গেলো। গত ১ বছর সে এই একই স্বপ্ন দেখে প্রতি রাতে! এটা কোন ভুতের আছর নয়তো?
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ বিকাল ৩:০২
এস. এম. মাহমুদুল হাসান বলেছেন: হা হা হা ..................