নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।
সব নাস্তিকই মৃত্যুর পর মাগফেরাতের সংস্কৃতিতে অবগাহন করে। দোয়া করি আল্লাহ রাজীবের কোন একটি ভাল কাজের বরকতে তাকে মাফ করে দিন।
কমরেড ফরহাদ সহ সমস্ত বাম নেতা জানাজা'র মাধ্যমে নাজাত পেতে চেয়েছেন। ব্যতিক্রম চোখে পড়বে না।
বাংলাদেশের সব নাস্তিকের একই পথ। ড: আহমদ শরীফ ছিলেন একমাত্র ব্যক্তি যিনি তাঁর পুরো শরীর দান করে গিয়েছিলেন মানব কল্যানে। একমাত্র নাস্তিক যাকে আমি একজন পরিপূর্ণ নাস্তিক হিসেবে জেনেছি। শ্রদ্ধাও করি। শ্রদ্ধা করি তাঁর অটুট বিশ্বাসের কারনে। শ্রদ্ধা করি সমাজে তাঁর অবস্থানের কারনে। শ্রদ্ধা করি তাঁর Academic excellence এর কারনে।
তাঁরা ধর্মকে আঘাত করেছেন, ধর্মীয় লেবাসকে পরিহাস করেছেন, ধর্মের গুরুদের বুদ্ধিবৃত্তিক আক্রমন করেছেন। সেটা কখনোই সীমা ছাড়িয়ে নোংরামির পর্যায়ে যায়নি।
বর্তমানের নাস্তিকরা যে কদর্যতার কি পরিমান কদর করে সেটা তো তাদের ব্লগ এবং লেখা পড়লেই বোঝা যায়।
সুশিক্ষার বিকল্প নেই। সুশিক্ষায় যদি আপনি শিক্ষিত হন, চাই আস্তিক হন বা নাস্তিক, ভাষার ব্যবহারে আপনি আন্তরিক হবেন। অন্যমত এবং পথকে শ্রদ্ধা করবেন। বিনয়ী হবেন।
আমার বিশ্বাস কে হিংসা দিয়ে আঘাত না করে আপনি আমাকে আপনার বিশ্বাস দিয়ে আলোকিত করতে চাইবেন। Mind it, পরাজিত না, আলোকিত।
আপনি কি তা করেন? রাজীব কি তা করেছে? ব্লগশ্রেস্ঠ নাস্তিকরা কি তা করে? [দীর্ঘশ্বাসের শব্দ]
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
ডাব্বা বলেছেন: ঠিক বলেছেন। আমরা প্রচন্ড আবেগী এবং ভয়ানক রকম অসহনশীল।
ভালো থাকুন ব্রাদার।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
সরলপাঠ বলেছেন: সহমত
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
আগুনে পাখি বলেছেন: বর্তমানে "নাস্তিক"দের ব্লগ, স্ট্যাটাস ইত্যাদি দেখলে মনে হয় গালাগালির আরেক নাম নাস্তিকতা ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
ডাব্বা বলেছেন: জ্বী। এমনটা হবার কথা না যদি সুশিক্ষায় শিক্ষিত হয় কেউ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
সমকালের গান বলেছেন: জামাতীদের পরিকল্পনা মতো সব কিছু খুব সুন্দর ভাবে মোড় নিয়েছে। থাবা বাবা খুনের পর অনেকে বলছে যে তার মত ইসলাম বিদ্বেষী মারা গেছে, ভাল হয়েছে বা এ জাতীয়।
তীব্র ঘৃনা প্রকাশ করছি যারা এসব বলছেন তাদের প্রতি। ৭১ সালে রাজাকার আলবদররা আমাদের এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে চেয়েছিল। বলেছিল পাকিস্তান থেকে আলাদা হলে দেশ হিন্দু রাষ্ট্রে পরিনত হবে।
থাবা বাবার ধর্মীয় চিন্তা ভাবনা কেবলমাত্র তারই ব্যাপার। এর জন্য সে আল্লার কাছে জবাব দিবে, আমি দেবনা আপনিও দিবেন না। থাবা বাবা ধর্মীয় দৃষ্টিভংগি যাই হোক তাকে হত্যা করার বা নুন্যতম আঘাত করার অধিকার কারো নেই। ইসলামই বলে, “লা কুম দ্বীনি কুম ওল ইয়া দ্বীন”। আমাদের মধ্যে কেউ এর মানে জানে না, আমি তা বিশ্বাস করি না।
ভাইয়েরা, সহকর্মীরা, সহযোদ্ধারা, আমাদের চিন্তা ভাবনায় আরো উন্নত হতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র বুঝতে পারতে হবে। নয়ত চিরকাল আমাদের কপালে জামাতীদের আস্ফালনই আছে।
জয় বাংলা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
ডাব্বা বলেছেন: নাস্তিকদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
ত্যাড়া ব্যাকা বলেছেন: তবে জানাযা পড়ানোর পরপরই মুনাফিকদের জানাযায় অংশগ্রহণের উপরে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারী করে নিম্নোক্ত আয়াত নাযিল হয়, وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوْا بِاللهِ وَرَسُوْلِهِ وَمَاتُوْا وَهُمْ فَاسِقُوْنَ- ‘তাদের মধ্যে কারুর মৃত্যু হ’লে কখনোই তার উপরে ছালাত আদায় করবেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি কুফরী করেছে (অর্থাৎ তাঁর বিধানকে প্রত্যাখ্যান করেছে) এবং তারা মৃত্যুবরণ করেছে পাপাচারী অবস্থায়’ (তওবাহ ৯/৮৪) এরপর রাসূলুল্লাহ (স) আর কোন মুনাফিকের জানাযা পড়েননি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
ডাব্বা বলেছেন: আমরা সাধারন মানুষ। আমরা ধর্মবেত্তা নই। আমরা সহজেই কনভিন্সড্ হই।
ত্যাড়া ব্যাকা ভাই, যিনি নামাজ পড়াবেন তিনি তো এসব ভাল জানবেন তাই না? আপনারা বরং তাঁদেরকে একটু সুরা আয়াত দিয়ে বোঝানোর চেস্টা করুন।
ধন্যবাদ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
এইচ এম বাশার বলেছেন: তবে জানাযা পড়ানোর পরপরই মুনাফিকদের জানাযায় অংশগ্রহণের উপরে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারী করে নিম্নোক্ত আয়াত নাযিল হয়, وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِّنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُوْا بِاللهِ وَرَسُوْلِهِ وَمَاتُوْا وَهُمْ فَاسِقُوْنَ- ‘তাদের মধ্যে কারুর মৃত্যু হ’লে কখনোই তার উপরে ছালাত আদায় করবেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি কুফরী করেছে (অর্থাৎ তাঁর বিধানকে প্রত্যাখ্যান করেছে) এবং তারা মৃত্যুবরণ করেছে পাপাচারী অবস্থায়’ (তওবাহ ৯/৮৪) এরপর রাসূলুল্লাহ (স) আর কোন মুনাফিকের জানাযা পড়েননি
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
নীলতিমি বলেছেন: আপনার লিখার সাথে প্রচন্তভাসে সহমত।
কেউ নাস্তিক হোক তাতে আপত্তি নেই যতক্ষণ পর্যন্ত সে কোনো ধর্মকে কুৎসিতভাবে আক্রমণ না করে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
আমরা সবাই অস্থির, অসহনশীল।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
আমি বীরবল বলেছেন: যিনি ধর্মেই বিশ্বাসী ছিলেননা-কেনো তাকে মরনের পর ধর্মীয় আবরণে আবদ্ধ করা হচ্ছে! এটাতো মাননীয় থাবা বাবার আত্মাকে শাস্তিদান মনে করছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
ডাব্বা বলেছেন: রাজীব কিন্তু কোন উইল করে যাননি। এটা তার পরিবারের সিদ্ধান্ত।
আমার ব্যক্তিগত অভিমত অনেকটা আপনার মতই। আমি যদি ধর্মে বিশ্বাসী না হই আমি কেয়ার করি না মৃত্যুর পর কি আছে আমার জন্যে।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
হাসান রাজু বলেছেন: যার যার বিশ্বাস তার তার কাছে। নিজের বিশ্বাস শেয়ার করার অধিকার সবার আছে। রাজীবের ও ছিল। সে তার বিশ্বাস শেয়ার করেছে, কোন সমস্যা নেই। সমস্যা তার উপস্থাপনায়। নোংরা, অশ্লীল, আক্রমনাত্মক। কিন্তু তার জন্য তাঁকে খুন করতে হবে কেন ?
আমি তার জানাজায় যাব না, উপরে বিভিন্ন মন্তব্যে পাওয়া (তওবাহ ৯/৮৪) এর রেফারেন্স অনুযায়ী। কিন্তু তার হত্যার তীব্র প্রতিবাদ করি, বিচার চাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
ডাব্বা বলেছেন: আস্তিকতার মত নাস্তিকতা ও তো একটা বিশ্বাস। বাম একটা মতবাদ, ডান আরেকটা মতবাদ। লীগ আর দল। তাই বলে মেরে ফেলব নাকি একজন মানুষকে?!
রাজীব হত্যার সুস্ঠু বিচার হবে না, দেখে নেবেন। এ ধরনের হত্যার রহস্য রহস্যই থেকে যায়।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
শিশু বিড়াল বলেছেন: আমরা প্রচন্ড আবেগী এবং ভয়ানক রকম অসহনশীল। খুবই বিপজ্জনক বৈশিষ্ট।
রাজীব তার বিশ্বাস শেয়ার করেছে, কোন সমস্যা নেই। সমস্যা তার উপস্থাপনায়। নোংরা, অশ্লীল, আক্রমনাত্মক। কিন্তু তার জন্য তাঁকে খুন করতে হবে কেন ? যেন আর কোনই উপায় ছিল না তাকে বোঝানোর??
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
ডাব্বা বলেছেন: জী। সেটাই। কোন সন্দেহ নেই এতে যে কেউ জল ঘোলা করতে চাইছে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: আস্তিকতার মত নাস্তিকতা ও তো একটা বিশ্বাস। বাম একটা মতবাদ, ডান আরেকটা মতবাদ। লীগ আর দল। তাই বলে মেরে ফেলব নাকি একজন মানুষকে?!
রাজীব হত্যার সুস্ঠু বিচার হবে না, দেখে নেবেন। এ ধরনের হত্যার রহস্য রহস্যই থেকে যায়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
ডাব্বা বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
ইউসুুফ্ রিয়াদ বলেছেন:
127301
Principles of Fiqh
His friend became an atheist then he died. Can he offer the funeral prayer for him and say du’aa’ for him?
ar - en - fr - zh
Share |
A friend of mine who died a few days ago was born to a muslim family and raised as a muslim but the last few years he has been a non-muslim, i.e. claiming himself to be an atheist and not believing in our religion at all. We have had verbal fights about this as well. I was wondering if it's ok to pray for him and go to his funeral since his family is having an islamic funeral. Please let me know as soon as possible. Thank you for your advice in advance.
Praise be to Allaah.
If the matter is as you describe, and your friend became an atheist and did not believe in Islam, and he died in that state, as appears to be the case, then it is not permissible for the one who knew his situation to offer the funeral prayer for him or to say du’aa’ for him, or to wash him or shroud him or bury him in the Muslim graveyard, because Allaah says (interpretation of the meaning):
“It is not (proper) for the Prophet and those who believe to ask Allaah’s forgiveness for the Mushrikoon, even though they be of kin, after it has become clear to them that they are the dwellers of the Fire (because they died in a state of disbelief)”
[al-Tawbah 9:113]
“And never (O Muhammad صلى الله عليه وسلم) pray (funeral prayer) for any of them (hypocrites) who dies, nor stand at his grave. Certainly they disbelieved in Allaah and His Messenger, and died while they were Faasiqoon (rebellious, — disobedient to Allaah and His Messenger صلى الله عليه وسلم)”
[al-Tawbah 9:84].
Muslim (976) narrated that Abu Hurayrah said: The messenger of Allaah (blessings and peace of Allaah be upon him) said: “I asked my Lord for permission to pray for forgiveness for my mother but He did not give me permission. And I asked Him for permission to visit her grave and He gave me permission.”
This is evidence that it is not permissible to say du’aa’ for one who died in a state of shirk or kufr.
See also question number 7869 and 7867.
And Allaah knows best.
Islam Q&A
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
ডাব্বা বলেছেন: ধন্যবাদ। জেনে ভাল লাগল।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
মাহফুজ আনাম (শান্ত) বলেছেন: কাফিরেরর জানাজা কীভাবে হয় ?? !! জানাজা শুধু মাত্র মুসলমানদের জন্য !!
দয়া করে কেউ নবীজিকে ব্যাঙ্গ কারী থাবা বাবা রাজীব হায়দার এর জানাজায় শরীক হয়ে নিজের ঈমানকে আমলকে ধ্বংস করে আসবেন না!!
Click This Link
থ- তে থাবা বাবা ।
তুই জাহান্নামে যা ...
তুই জাহান্নামে যা ...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
ডাব্বা বলেছেন: জী, কাফেরের তো জানাজা হয় না, তবে মুসলমান নামধারী কাফেরের জানাজা বাংলাদেশে আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে।
রাজীব এর ব্লগটা সম্ভবত রাজীবের লেখা না। ভাল করে খেয়াল করুন, একটা প্যাটার্ন দেখতে পাবেন।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
সেলিম মোঃ রুম্মান বলেছেন: সহমত। পোস্টের জান্য ধন্যবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
ডাব্বা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
এ.ডি.এম শাফী বলেছেন: থাবা বাবা'র এই লোকটা যদি ইসলামের দৃষ্টিতে মৃত্যুদন্ড পাওয়ার যোগ্যও হয়ে থাকে তবুও আইন হাতে তুলে নিয়ে খুন করাটা কোন মুসলমানের কাজ হতে পারে না,ইসলামি আইন প্রয়োগের জন্য ইসলামি রাষ্ট্র প্রয়োজন,ব্যক্তিগত বা দলীয় পর্যায়ে এই ধরণের কাজ শুধুই বিশৃংখ্যলা আর ফাসাদ তৈরি করবে।
আর ওয়ার্ডপ্রেসের এই ব্লগটা এই লোকের নয় এটা বলাটা হাস্যকর,কারণ এটা যদি তার ব্লগ নাও হয় তারপরও সামু,আমার ব্লগ কিংবা ধর্মকারির টা তো অস্বীকার করার কোন উপায় নেই,যেহেতু ব্লগগুলোর কর্তৃপক্ষই ঘোষণা দিয়ে দিয়েছে এগুলো তার ব্লগ,এখন প্রয়োজন মনে করলে এই ব্লগ গুলো ঘুরে আসুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
ডাব্বা বলেছেন: আপনার মতামতের প্রথম অংশের সাথে দ্বিমতের কোন সুযোগ নেই।
সামু, আমার ব্লগ বা ধর্মকারি'র কথা আসলে আমি বুঝাইনি, আমি ওয়ার্ডপ্রেসের কথাই বলছিলাম। সামুতে এই মাত্র দেখতে গিয়েছিলাম তার ব্লগ। রেকর্ড উধাও হয়ে আছে।
১৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
কালা মনের ধলা মানুষ বলেছেন: বর্তমানের নাস্তিক গুলা হোল মুনাফেক !! এরা বুদ্ধি দিয়ে চালিত হয় না, এরা চালিত হয় ঘৃণা বোধ দ্বারা। এবং শুধুমাত্র ইসলামের প্রতি ঘৃণা বোধ !!
চমৎকার লেখায় প্লাস।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮
ডাব্বা বলেছেন: ঠিক বলেছেন। শুধুই ইসলামে তাদের গাত্রদাহ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
শফিক আলম বলেছেন: "আমার বিশ্বাস কে হিংসা দিয়ে আঘাত না করে আপনি আমাকে আপনার বিশ্বাস দিয়ে আলোকিত করতে চাইবেন। Mind it, পরাজিত না, আলোকিত।"
সহমত। একেই বলে অহিংসা এবং সহনশীলতা। আল্লাহতা'য়ালা কখনও বলেননি তুমি সাজা দাও, কিন্তু বলেছেন 'আমার উপর ছেড়ে দাও'।