নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

ডাব্বা

জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।

ডাব্বা › বিস্তারিত পোস্টঃ

ছবিগুলো খেয়াল করে দেখুন: এরা কারা?!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

আমি ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি, যখনি কোন ক্রাইসিস দেখা দেয় এবং ব্লগ থাকে গরম, তখনি অনেকগুলো 'নিক' এসে ভিড় করে। এদের কোন চেহারা থাকে না! কোন প্রোফাইল ফোটো নেই। আজকেও তাই।



এরা কারা? জাস্ট কিউরিয়াস।















মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জানিনা। কিছু নিক এসেছে যারা ৪/৫ বছরে কোনো পোষ্ট দেয় নি, আজকেই প্রথম পোষ্ট।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

ডাব্বা বলেছেন: ইন্টারেসটিং!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

নাজির বলেছেন: অনেকেই আছে যারা অফলাইনে ব্লগ পড়েন কিন্তু ব্লগের গুরুত্বপুর্ন লেখা পড়লে অথবা গুরুত্বপুর্ন ইস্যুতে লগইন হন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

ডাব্বা বলেছেন: রাইট। অতীতের আমি।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

১১স্টার বলেছেন: এদরে আইডি ব্যবহার হয় সময়ে সময়ে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

ডাব্বা বলেছেন: ধন্যবাদ। হঠাৎ এত এত ফেইসলেস্‌ নিক দেখে একটু চমকে গিয়েছিলাম।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: এইসব নিকগুলো লিস্ট করে রাখুন। এদের গতিবিধি লক্ষ্য রাখুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

ডাব্বা বলেছেন: গোয়েন্দা বিভাগের লোকজন তাহলে কি করবে ব্রাদার? একটা কিছু করে খাক।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

চলতি নিয়ম বলেছেন: এরা হয়তো কবর থেকে উঠে আসা নিক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

ডাব্বা বলেছেন: রিটার্ন অব দ্য মামি!

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: এরা এমন ভাবে কথা বলে যেন শাহবাগ আগে তাদের আত্মার বন্ধনে মিশে ছিল। এখন ছড়াচ্ছে কেন হঠাৎ এ বন্ধন ছিড়ে দিতে তারা বাধ্য। আসলে এইসব ছাগলের একটাও শাহবাগ মুখি হয়েছে বলে আমার মনে হয় না। শাহবাগের সব হাত এক না, এখানে ধার্মিক আছে, ধর্ম বিরাগী আছে,আছে ধর্ম বিদ্বেষীও। এটা জেনেই সবাই ওখানে গেছে। দাবি সবার একটাই। বন্ধন সেখানে দেশপ্রেমের। এসব আবালদের ঠুকা ঠুকিতে আন্দোলনের কিছুই হবে না। জয় বাংলা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

ডাব্বা বলেছেন: ঠিকই বলেছেন। যেন কত চেনা!

শাহবাগ নিয়ে একটা লেখা তৈরী করে রেখেছিলাম। দিব দিচ্ছি করে আর দেয়া হয়নি। এরই মধ্যে কাদের মোল্লার ঘটনা ঘটে গেল। এখন তো অসম্ভব। সিকি ছাগুর সিল পড়েছে ইতোমধ্যে। পুরোটা পড়তে আর বাকী থাকবে না তাহলে।

দাবী সবার একটাই। রাইট।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: এখানে দেখি আমারও ছবি আছে :-* :-*
ভয় লাগতাছে :(( :((

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

ডাব্বা বলেছেন: ভয় নেই। আমি ছবি ছাড়া নিক গুলোর কথা বলছিলাম।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: নেট স্লো। ছবি আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.