নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনা রাত। হট চকলেট। লেক এর পাড়। ছোট ছোট চুমুক। ভেজা রাস্তায় চেনা মুখ। আলিঙ্গন। হট চুমুক। ছোট ছোট জোছনা রাত। চকলেট লেক এর পাড়।
সাধারণ নির্বচনঃ
‘বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম মামুনুলের শ্বশুরের ভায়রা ভাই’ (যুগান্তর ২৫ এপ্রিল ২০২১) হলে আত্মারামের দৃষ্টিকোণে মামুনুল হক এর দায় এড়াতে পারেন না।
বিশেষ নির্বচনঃ
বাঘে ছুঁলে সমান্তরাল আঠারো ঘা। পুলিশ ছুঁলে বিভিন্ন কৌণিক বিন্দুতে ছত্রিশ ঘা। প্রধানমন্ত্রী ছুঁলে ঘনীভূত প্রতিহিংসার ৩৬০° ঘা। ডিসি হারুন ছুঁলে ভায়রা ভাই।
অংকন:
প্রমাণঃ
মনে করি, মামুনুল হক এখনও হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক। উনি প্রথম (১) যে মেয়েটিকে বিয়ে করেছেন, (২) সেই মেয়েটির বাবা (৩) যে মেয়েটিকে বিয়ে করেছিলেন, (৪) সেই মেয়েটির (৫) একটি আপন বোনকে (৬) মেজর ডালিম বিয়ে করেছিলেন।
অতএব, সমান্তরালে বহু ক্রোশ হেঁটে দুরত্বকে ও অসম্ভবকে পরাজিত করেই মামুনুল হকের শ্বশুর মেজর ডালিমের আপন ভায়রা ভাইয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন।
সুতরাং, এহেন শ্বশুরের মেয়ের জামাই মামুনুল হক তাঁর শ্বশুরের এই বিয়ের জন্য যথার্থই দোষী।
প্রমানিত
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩০
ডাব্বা বলেছেন: এসব মনে নেই আর। জ্যামিতি কোনও কালেই আমার প্রিয় ছিল না। ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৩
গার্ডেড ট্যাবলেট বলেছেন: এজন্যই আপনি জ্যামিতিতে বরাবর ডাব্বা! পোষ্টে প্লাস মাইনাসের চেয়ে আমাদের রাজনীতি গণিত বেশি অনুশীলন জরুরী হয়ে পড়েছে। আপনার নিকের নামকরনের সার্থকতা নিয়ে পোষ্ট দেয়ার সময় সমাগত।
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২
ডাব্বা বলেছেন: প্রথম বাক্যটি সঠিক।
দ্বিতীয় বাক্যটিও সঠিক।
তৃতীয় বাক্যটি ব্যাখ্যার দাবি রাখে।
ধন্যবাদ আপনাকে।
৩| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১০
পদ্মপুকুর বলেছেন: তৈলাক্ত বাঁশের অংকের মতই সরল...
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৪
ডাব্বা বলেছেন: হা হা হা। উপস। এই ভোরবেলায় প্রতিবেশীদের জাগিয়ে তোলা যাবে না। ধন্যবাদ পদ্ম পুকুর।
৪| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২১
নেওয়াজ আলি বলেছেন: ছবি একে দিলে যথার্থ হতো
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৫
ডাব্বা বলেছেন: একটা ছবি দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৫| ২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৭
রানার ব্লগ বলেছেন: উপোপাদ্য ছবি ছাড়া সম্পুর্ন হয় না।
২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬
ডাব্বা বলেছেন: স্যাটায়ার তো হয়।
একটা ছবি দেয়ার চেষ্টা করব। চোখে রাজ্যের ঘুম। ধন্যবাদ রানার।
৬| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: দোষ আরও আছে।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১১
ডাব্বা বলেছেন: বিয়ে শাদিও এখন থেকে আওয়ামী লীগকে সন্তুষ্ট করে করতে হবে।
৭| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৬
কামাল১৮ বলেছেন: দিন যত যাবে মামুনুলের বিবির সংখ্যা বাড়তেই থাকবে ।পবিত্র কোরানে এই ধরনের বিবির সংখ্যা নির্ধারিত নাই।সতর্কবার্তা,মামুনুলকে যেই থানায় রিমান্ডে নিবে,সেই থানার আশপাশ থেকে সিদ্ধ ডিম কিনে খাবেন না।
২৭ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪২
ডাব্বা বলেছেন: হাহাহাহাহাহাহাহ
জম্পেশ বলেছেন।
৮| ০৫ ই মে, ২০২১ রাত ২:৩৯
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১১ ই মে, ২০২১ বিকাল ৩:১৪
ডাব্বা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ উপপাদ্য।
অঙ্কন ও চিত্র অংশ বাদ পড়ে গেছে